Hindu Pondit

Hindu Pondit ইসলাম বনাম হিন্দুধর্মের যাবতীয় তথ্য জানতে লাইক ও শেয়ার করে Like ও Share করে সাথেই থাকুন।

হিন্দুধর্মে ঈশ্বরের নাম আল্লাহ।
05/08/2023

হিন্দুধর্মে ঈশ্বরের নাম আল্লাহ।

মূর্তি পূজা নিষিদ্ধ।
05/08/2023

মূর্তি পূজা নিষিদ্ধ।

হিন্দু শাস্ত্রের সত্য ⤵️
05/08/2023

হিন্দু শাস্ত্রের সত্য ⤵️

হিন্দুধর্মে পর্দাপ্রথা
05/08/2023

হিন্দুধর্মে পর্দাপ্রথা

মদপান।
05/08/2023

মদপান।

বহুবিবাহ
05/08/2023

বহুবিবাহ

হিন্দুধর্মে উপবাস
05/08/2023

হিন্দুধর্মে উপবাস

হিন্দুধর্মে দান।
05/08/2023

হিন্দুধর্মে দান।

হিন্দুধর্মে  তীর্থযাত্রা।
05/08/2023

হিন্দুধর্মে তীর্থযাত্রা।

হিন্দুধর্মে যা যা নিষিদ্ধ ⤵️
05/08/2023

হিন্দুধর্মে যা যা নিষিদ্ধ ⤵️

05/08/2023

Murti Puja in Hinduism

05/08/2023

ইসলাম ধর্ম গ্রহণ করলো - সাহসী হিন্দু যুবক।

05/08/2023

Ram's statement about Sita❓
Ghee licked by a dog was compared to Sita.

Putana story in Hinduism
05/08/2023

Putana story in Hinduism

05/08/2023

ভগবান মানে কি, কে - দেখ দলিল সহ ★সংস্কৃত "ভগ" শব্দের অর্থ "স্ত্রী যোনী" আর "ভগবান" এর অর্থ "স্ত্রী যোনি আছে যার"। এই শব্দটা ব্যবহারের কারণ জানতে চান? দেবরাজ ইন্দ্র একদা তার গুরু গৌতমের স্ত্রীকে স্নান করে ফিরে আসার পথে ভেজা কাপড়ে দেখে কামাতুর হয়ে পড়ে। সে কৌশলে গুরুর স্ত্রীকে সম্ভোগ বা ধর্ষণ করে। গৌতম এই ঘটনা জানার পর ইন্দ্রকে অভিশাপ দেয় যার ফলে ইন্দ্রের সারা শরিরে সহস্র ভগ বা স্ত্রী যোনী সৃষ্টি হয়। এরপর থেকে কিছু দেবতাকে বুঝাতে এই ভগবান বা যোনীওয়ালা শব্দটি ব্যহার করা হয়। আক্ষরির অর্থেও ভগবান শব্দের অর্থ যে "যোনী আছে যার" সেটা বুঝার জন্য একটা স্লোক দিচ্ছি, মনোযোগ দিয়ে ভগ শব্দের অর্থ দেখুন। "গুরুতল্পে ভগঃ কার্য্যঃ সুরাপানে সুরাধ্বজঃ । স্তেয়ে চ শ্বপদং কার্য্যঃং ব্রক্ষ্মহন্যশির াঃ পুমান্ ।। অর্থঃ গুরুপত্নীগমনে অপরাধীর কপালে স্ত্রী যোনী চিহ্ন, সুরাপানে সুরাপাত্রচিহ্ন, চৌর্যে কুকুর চিহ্ন, ব্রহ্ম হত্যায় কবন্ধ চিহ্ন একে দিতে হয়।" মনুসংহিতা, অনুবাদ- সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অধ্যায়-৯ম, স্লোক- ২৩৭, পৃষ্ঠা নং-২৭৪ সুতরাং হিন্দু সাস্ত্রে কেউ গুরুপত্নীকে ধর্ষণ বা সম্ভোগ করলে তার শাস্তি হচ্ছে ইন্দ্রের মত শরিরে যোনীচিহ্ন একে দেওয়া বা ভগবান বানিয়ে দেওয়া। এর মানে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে আসলে জোনীচিহ্নযুক্ত বা ধর্ষণের শাস্তিপ্রাপ্ত বলে ডাকছে। যে ধর্মের মানুষ নিজের সৃষ্টিকর্তা সর্বশক্তিমানকে এভাবে ধর্ষণকারী বলে তারা কত বর্বর বোকা জাতি চিন্তা করুন। মস্তিষ্কে যদি বুদ্ধি থাকে তবে আজই ভগবান শব্দ এবং হিন্দুধর্মকে বর্জন করুন। যে ধর্মে সৃষ্টিকর্তাকে এভাবে কে এভাবে গালি দিয়ে ডাকা হয় সেই ধর্ম অবশ্যই সম্পূর্ণ ভুল ধর্ম। কিন্তু শ্রী কৃষ্ণের মত ১৬০০০( কৃষনো বউ সংখ্যাা নিয়ে বিতর্ক থাকতে ,কিন্ত কৃষনো অর্থাৎ ভগবান বিয়ে করে আর মামির লগে প্রেম করে) গোপীধারীকে ভগবান ডাকা হবে এটাতো খুবি স্বাভাবিক। [বাংলাভাষায়ও ভগবানের ভগঃ শব্দটি স্ত্রীযোনী অর্থে ব্যবহৃত হয়, যেমন স্ত্রী জোনীর একটি অংশকে বলা হয় ভগাংকুর বা ভগ + অঙ্কুর বা যোনী মুকুল। আশা করি সবাই ভগবান শব্দের অর্থ বুঝতে পেরেছেন।]

সাইন্টিফিক জার্নালের রিসার্চ পেপার বলছে, গোমূত্রতে ক্ষতিকর উপাদান রয়েছে যার প্রভাবে মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত রয়েছে! আর ক...
05/08/2023

সাইন্টিফিক জার্নালের রিসার্চ পেপার বলছে, গোমূত্রতে ক্ষতিকর উপাদান রয়েছে যার প্রভাবে মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত রয়েছে! আর কতিপয় ব্যক্তিবর্গ মিডিয়াতে প্রচার করে যাচ্ছেন যে, গোমূত্র সেবন ও ব্যবহারে সর্ব রোগের নিরাময় সম্ভব!
"“Cow's urine” concoction (CUPR) is a traditional remedy for convulsive seizures in Nigeria. Its administration has been associated with severe poisoning, sometimes with a fatal outcome in Nigerian children. Recently, we showed that several of the components of the concoction are toxic.... On the basis of our findings, an hypothesis is advanced for the possible mechanisms of the neurological sequelae and/or death following cow's urine poisoning."
source - https://academic.oup.com/.../article.../71/2/127/1900498
"A review of current information on the composition, pharmacological actions and mode of death from cow's urine concoction (CUC) toxicity is presented.... The major compounds it contains are benzoic acid, phenylacetic acid, p-cresol, thymol and ni****ne.... Observations of CUC poisoning in man and experimental animals showed that the main effects of CUC are severe depression of respiration, cardiovascular system, the central nervous system and hypoglycaemia. These toxic effects acting singly or in combination are believed to be the cause(s) of death from CUC. Management is geared towards correcting these adverse effects."
source - http://europepmc.org/abstract/med/6314793
==============================

হিন্দুরা বাশ টা দেয়ার আর জায়গা পেল না।
05/08/2023

হিন্দুরা বাশ টা দেয়ার আর জায়গা পেল না।

👉 হিন্দুদের বিভিন্ন দল ও মুসলিমদের বিভিন্ন দলসমূহের পার্থক্য[বিঃদ্রঃ লেখাটি হিন্দু সম্প্রদায়কে অপমানের জন্য নয়। বরং হিন্...
27/07/2023

👉 হিন্দুদের বিভিন্ন দল ও মুসলিমদের বিভিন্ন দলসমূহের পার্থক্য
[বিঃদ্রঃ লেখাটি হিন্দু সম্প্রদায়কে অপমানের জন্য নয়। বরং হিন্দুরা অনেক সময়ই কিছু বিষয়কে গোপন রেখে কেবল মুসলিমদের ভেদাভেদের ওপরই দোষারোপ করে; তাই এখানে কেবল তাদের গোপন করা সত্যটিই জবাবের স্বার্থে তুলে ধরার চেষ্টা করা হল।]
মুসলিমদের দিকে প্রায়ই এই অভিযোগ ছুঁড়ে দেওয়া হয় যে, তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু যে সকল হিন্দু এই অভিযোগগুলো করে থাকেন, তারা এই বিষয়টি সুস্পষ্টভাবে এড়িয়ে যান যে, তারা নিজেরাই নিজেদের মধ্যে কতখানি বিভক্ত!
আমরা যদি হিন্দু সম্প্রদায়ের মতবাদগুলো তুলনা করি, তবে সেগুলোর মধ্যে বেশ কিছু ঘোরতর মতবিরোধ লক্ষ্য করতে সক্ষম হব।
তার সামান্য কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি।
👉 বেদান্তবাদী vs বৈষ্ণব
স্বামী বিবেকানন্দ (বেদান্তবাদী):
প্রশ্ন – ভগবৎকৃপা (i.e কৃষ্ণভক্তির মাধ্যমে কৃষ্ণের কৃপা লাভ) ছাড়া কি মুক্তি লাভ হতে পারে?
উত্তর – মুক্তির সঙ্গে ঈশ্বরের কোন সম্বন্ধ নেই। মুক্তি আমাদের ভেতর আগে থেকেই রয়েছে।
[স্বামী বিবেকানন্দ রচনাবলী/৯ম খণ্ড/০৬. প্রশ্নোত্তর] উৎস - https://www.ebanglalibrary.com/vivekananda/প্রশ্নোত্তর-১-৫/
স্বামী প্রভুপাদ (বৈষ্ণব):
“আর আরেক হতচ্ছাড়া মতবাদ হল, “যত মত তত পথ” (রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রচারিত মতবাদ)… তাই সব মূর্খ হতচ্ছাড়ার দল তাদের নিজেদের মতামত তৈরি করছে। না। এটা কখনই সম্ভব নয়।”
“And another rascal is, “Yes, yata mata tata patha…. So all foolish rascals, they’re making their own opinion. No. That is not possible.”
(Lecture BG 02.08 – London by Swami Prabhupada) source – https://vanisource.org/w/index.php...
“দুর্ভাগ্যবশত, কলিযুগের কারণে কিছু মূর্খ ব্যক্তি কৃষ্ণের পদ্মতুল্য পায়ে নিজেকে সমর্পণ করে না… (এই সকল) নাস্তিকেরা বলে যে, যত মত তত পথ… মূর্খদের এই দর্শন বৈদিক শাস্ত্রের বিধিবিধান সব নষ্ট করে দিয়েছে… কলিযুগের শেষের দিকে কল্কিদেব… অবতরণ করবেন এই সকল নাস্তিকদের হত্যা করতে আর ভগবানের ভক্তদের রক্ষা করতে।”
“Unfortunately, because of Kali-yuga, foolish people do not surrender to the lotus feet of Kṛṣṇa…. Atheistic men generally say, yata mata tata patha… This philosophy of rascals has killed the religious principles mentioned in the Vedas… In the last stage of Kali-yuga, Kalkideva…. will descend to kill all the atheists and will save only the devotees of the Lord.”
(Purport on Srimad Bhagavatam 6.8.19 by A.C Bhaktivedanta Swami Prabhupada) source – https://vanisource.org/wiki/SB_6.8.19?t=hl
👉 বেদান্তবাদী vs আর্য সমাজ
স্বামী বিবেকানন্দ (বেদান্তবাদী):
"'এই জগতের অস্তিত্ব নাই।' একথা বলার অর্থ কী? ইহার নিরপেক্ষ অস্তিত্ব নাই, ইহাই অর্থ। আমার, তোমার ও অপর সকলের মনের সম্বন্ধে ইহার আপেক্ষিক অস্তিত্ব আছে.."
[স্বামী বিবেকানন্দ রচনাবলী/২য় খণ্ড/জ্ঞানযোগ/মায়া] উৎস - https://www.ebanglalibrary.com/vivekananda/০১-মায়া/
স্বামী দয়ানন্দ সরস্বতী (আর্য সমাজ):
"এখন এটা অবশ্যই বুঝতে হবে যে, যদি আদি শংকরাচার্য ঈশ্বর এবং জীবাত্মাকে অভিন্ন এবং এই জগতকে মায়া (মিথ্যা) মনে করে থাকেন, তবে এটা উত্তম ছিল না..." (সত্যার্থ প্রকাশ)
"Now it must be understood that if it was the belief of Shankar that God and the human soul were identical and that the world was an illusion, it was not good..."
(Satyarth Prakash (The Light of Truth) by Dayananda/P. 347) source - http://www.aryasamajjamnagar.org/chaptereleven.htm
👉 আর্য সমাজ vs বৈষ্ণব
স্বামী দয়ানন্দ সরস্বতী (আর্য সমাজ):
"বৈদিক শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো কর্তৃত্ব গৃহীত হতে পারে না। যদিও এটা সম্ভব যে, কৃষ্ণ... হয়ত চেয়েছিল দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য বার বার বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করতে। যদি বিষয়টি এমন হয়, তবে এতে কোনো ক্ষতি নেই... কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ কখনই ঈশ্বর হতে পারে না।" (সত্যার্থ প্রকাশ)
"Being opposed to the Veda, it cannot be held to be an authority. Though it is possible that Krishna... might have wished that he would like to be born again and again at different times to protect the good and punish the wicked. if such was the case, there is no harm in it... In spite of all this Krishna could never be God." (Satyarth Prakash (The Light of Truth)/P. 219) source - http://www.aryasamajjamnagar.org/chapterseven.htm
স্বামী প্রভুপাদ (বৈষ্ণব):
"...ভারতে 'আর্য সমাজ' নামে এক শ্রেণির গোষ্ঠী আছে যারা বলে যে, তারা নাকি কেবল আসল বৈদিক শাস্ত্রকে সমর্থন করে আর অন্য সকল বৈদিক সাহিত্যকে প্রত্যাখান করে। এই সকল লোকদের উদ্দেশ্য হল মানুষকে তাদের মনগড়া অর্থ ও ব্যাখ্যা প্রদান করা। মহাপ্রভু চৈতন্যের মতে, এহেন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সহজ কথায় বললে, তারা আসলে বৈদিকই নয়।"
"...In India there is a class of men known as ārya-samāja who say that they accept the original Vedas only and reject all other Vedic literatures. The motive of these people, however, is to give their own interpretation. According to Lord Caitanya, such interpretations are not to be accepted. They are simply not Vedic."
(Teaching of Lord Caitanya) source - https://prabhupadabooks.com/tlc/24?d=1
আপনি যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, ইসলাম অনুযায়ী সৃষ্টিকর্তা কে - তবে সেও হয়ত সহজেই বলে দেবে যে, ইসলামিক মতাদর্শে সৃষ্টিকর্তাকে বলা হয় "আল্লাহ"। এমনকি তাদের বেশিরভাগই হয়ত এটা জানে যে, ইসলাম ধর্মের সর্বশেষ বার্তাবাহক হলেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁকে তারা ইসলাম ধর্মের প্রচারক বলে মনে করে; আর অনেক হিন্দু পণ্ডিতও তাই মুসলিমদের "মহাম্মেদান"(Mohammedan) এবং ইসলামকে "মহাম্মেদানিজম" (Mohammedanism) বলে তাদের বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন।
এখানে তাই বিষয়টি একেবারে জলের মত পরিষ্কার যে, ইসলামে সৃষ্টিকর্তা কে - সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। "আল্লাহু আকবার" বললে সব মুসলিম সেই বিষয়ে এক হয়ে যায় যে, আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই যে উপাসনার যোগ্য হতে পারে, যতই তাদের মধ্যে ফিকহী বিষয়ে মতভেদ থাকুক না কেন।
কিন্তু যদি আমরা হিন্দু গোষ্ঠীগুলোর মতবাদগুলোর দিকে তাকাই, তাহলে দেখব, ঈশ্বর যে আসলে কে - সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট এবং চূড়ান্ত কোনো ধারণা নেই। হিন্দুদের দাবি অনুযায়ী, তাদের ধর্মে সকল মতবাদ বিদ্যমান বলেই এরূপ অনেক রকম বৈচিত্র্য দেখা যায় ঈশ্বরের ধারণা নিয়ে। কিন্তু এটা দিয়ে প্রমাণিত হয় না যে, হিন্দু দর্শন সঠিকভাবে সত্য ও সরল পথটি তুলে ধরতে পেরেছে।
হিন্দু দর্শনে লোকমুখে ৩৩ কোটি দেব-দেবীর কথা প্রচলিত। আর বৈদিক বর্ণনা অনুযায়ী এই দেব-দেবী হল ৩৩ সংখ্যক। তবে এই দেবদেবীরা চূড়ান্ত ঈশ্বর নয়।
১) মায়াবাদী দর্শনে আদি শঙ্করাচার্যের অনুসারীদের মতে, জীব আর ব্রহ্মে মূলত খুব বেশি পার্থক্য নেই, যে জিনিসটায় শুধু পার্থক্য, সেটা হল মায়া বা অজ্ঞতা বা বিভ্রম। তাদের মতে, চূড়ান্ত ঈশ্বর এর কোনো নির্দিষ্ট নাম নেই। ঈশ্বর আর সৃষ্টি আসলে একই জিনিস, কারণ সৃষ্টি আসলে ঈশ্বরের অংশ, তবে সৃষ্টি বলে আসলে কিছু নেই; এগুলো হল আমাদের অজ্ঞতা বা ভ্রম যে, আমরা আলাদাভাবে জগতটা দেখছি যেটার আসলে কোনো অস্তিত্ব নেই। তাই যেকোনো একটি পথেই ঈশ্বরের দিকে যাওয়া যাবে। এই সম্পর্কে রামকৃষ্ণ পরমহংসের বিখ্যাত তত্ত্ব বা মতবাদ হল "যত মত তত পথ"!
২) অন্যদিকে শিবের উপাসকদের মতে, শিব হল চূড়ান্ত ঈশ্বর আর অন্য সকল কিছু হল তার আওতাধীন।
৩) বৈষ্ণবদের মতে, কৃষ্ণ হল চূড়ান্ত ঈশ্বর আর বিষ্ণু, শিব, অন্যান্য দেবদেবী আর সকল সৃষ্টিই কৃষ্ণের আধ্যাত্মিক দেহের অংশ এবং তাই কৃষ্ণই চূড়ান্ত নিয়ন্ত্রণকারী।
৪) অন্যদিকে আর্য সমাজের স্বামী দয়ানন্দ স্বরস্বতীর অনুসারীদের চিন্তাধারা অর্ধেক হিন্দু আর অর্ধেক মুসলিম টাইপের! তারা মৃত বস্তুর পূজা নিষিদ্ধ বলে ঘোষণা করে, কিন্তু সকল সৃষ্টি যে ঈশ্বরের মধ্যে অবস্থিত সেটা বিশ্বাস করে। অথচ তারা কোনো অবতারবাদে বিশ্বাস করে না এবং দেবদেবী, স্বর্গ-নরক এগুলিও রূপক অর্থে গ্রহণ করে এদের বাস্তব অস্তিত্ব তারা অস্বীকার করে। আবার এরা মায়াবাদীদের মত জগতটা যে মিথ্যা, এটাও স্বীকার করে না। তাই মায়াবাদীদের মত, জীব আর ব্রহ্মকে তারা কেবল মায়া দিয়ে পৃথক না করে ঈশ্বরের মর্যাদা জীবের থেকে আলাদা আর অনেক ওপরে বলে বিশ্বাস করে।
অর্থাৎ সব মিলিয়ে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে, হিন্দু মতপথগুলোকে একত্রিত করলে কে যে চূড়ান্ত ঈশ্বর, তার কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত কোনো নিরপেক্ষ ব্যক্তির পক্ষে নেওয়া খুবই মুশকিল!
এহেন বিভেদ থাকা সত্ত্বেও সুচতুরতার সাথে তারা বিভেদ প্রসঙ্গে আঙ্গুলখানা কেবল মুসলিমদের দিকেই তুলে ধরে!!!
=============================

হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষেধ নয় । নিচে রেফারেন্সসহ প্রমাণ দেওয়া হলো: 🔹স্বামী বিবেকানন্দ বলেছেন,"এই ভারতবর্ষেই এমন ...
27/07/2023

হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষেধ নয় । নিচে রেফারেন্সসহ প্রমাণ দেওয়া হলো:
🔹স্বামী বিবেকানন্দ বলেছেন,"এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না।
যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172)।
🔹ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসেবে সায়না চার্যের নাম বিখ্যাত। তাঁর আগেও বিভিন্ন ভাষ্যকার, যেমন স্কন্দস্বামী, নারায়ণ, প্রমুখ ঋগ্বেদের ভাষ্য করেছেন।
ভাষ্যকর আচার্য সায়ন লিখেছেন তার অনুবাদে,"You (O Indra), eat the cattle offered as oblations belonging to the worshippers who cook them for you. (Atharvaveda 9/4/1)".
"হে ইন্দ্র গ্রহন কর সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে।"
🔹ঋগ্বেদ ১০/৮৬/১৩ তে গরু রান্না করার কথা পাওয়া যায়।ঋগ্বেদ ১০/৮৬/১৪ তে ইন্দ্রের জন্য গোবৎস উৎসর্গ করা হয়েছে।
Rig Veda 10.86.১৪ [Indra speaksThe worshippers dress for me fifteen (and) twenty bulls : I eat them and (become) fat, they fill both sides of my belly ;Indra is above all (the world).
🔹উপনিসদে ও গরু খাওয়ার কথা বলা হয়েছে।ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত।
Brihadaranyak Upanishad 6/4/18 suggests a ‘super-scientific’ way of givingbirth to a super intelligent child.
শতপথ ব্রাহ্মনে (শুক্ল যজুর্বেদে) যজ্ঞবল্ক্যই বলেছেন, “আমি, আমি কিন্তু গো-মাংস ভক্ষন করব এবং তা হতে হবে সুসিদ্ধ (সুস্বাদু)।
🔹রামায়নে স্পষ্ট উল্লেখ আছে, রাম, লক্ষন, সীতা প্রমুখ রাজপরিবারের সকলেই ছিলেন গোমাংসভোজি। এবার দেখুন বেদের কোন কোন অধ্যায় ও শ্লোকে বিভিন্ন প্রাণীর মাংস খাওয়ার বিধান রয়েছে-
গো-মাংস (বেদ-৪/১/৬), ভগবান ইন্দ্রের জন্য গো-বৎস অর্থাৎ বাচ্চা গরুর মাংস উৎসর্গ করা হয়েছে (ঋকবেদ ১০/৮৬/১৪),
🔹তাছাড়া বেদজ্ঞান লাভের জন্য, স্বাস্থ্যবান সন্তান লাভের জন্য ষাঁড়ের মাংস ভক্ষনের নির্দেশ তো ঋকবেদেই রয়েছে।
🔹রস্তি দেবের ভোজনশালার জন্য প্রতিদিন দু’হাজার গরুকে হত্যা বা জবাই করা হতো। রস্তি দেবের অতিথি শালায় গরু মাংস রান্নার জন্য দু’হাজার পাচক নিযুক্ত ছিল।
সুতরাং হিন্দুদের গরুর মাংস খাওয়ায় কোন বিধিনিষেধ নেই।

শিক্ষিত রা ঠিকই বুঝতে পারে বুঝে না শুধু মুর্খরা।
27/07/2023

শিক্ষিত রা ঠিকই বুঝতে পারে বুঝে না শুধু মুর্খরা।

O My Hindu brothers & Sisters ! Verily and surely hinduism has its sacred scriptures and all those religions which have ...
27/07/2023

O My Hindu brothers & Sisters ! Verily and surely hinduism has its sacred scriptures and all those religions which have a claim to have scriptures revealed from GOD should have their religious and social practices according to that scripture. "Yajur Wayda" is the third amongst the four most authentic hindu religious scriptures.
It says " NA TASYA PRATIMA ASTI" its a sanskrit quotation meaning "There is no image of HIM(GOD)" 32:3
Clearly saying that the ALMIGHT GOD which is beyond our imagination and cannot have any image beacause humans have a limited frame of mind and GOD who is the master of all the worlds cannot be potrayed in the imagination of humans that is very logical.
Similarly Yajur Wayda says " HE(GOD) is body less and pure"(40:8) meaning that GOD of eternal glory doesn't not possess any physical body like we have. and HE(GOD) is pure( of all the weaknesses and evils).
The basic reason why people make faces of GOD is that human phycology has that feeling of suspense about its creator and he or she wants to see the creator of the worlds and then worship which results in making of pictures and stones of GOD to satisfy this which goes against the sayings and will of GOD himself.
As it is mentioned in Yajur Wayda They sink deeper in the darkness those who worship SAMBHUTI , (40:9)

দেব-দেবীদের বাস্তবতার স্বরূপ উন্মোচনদেব-দেবীরা যে আসলে মানুষ আর সৃষ্টিরই অংশ - এটা আজ ভক্তদের দুই স্বামীজির বক্তব্য দিয়ে...
27/07/2023

দেব-দেবীদের বাস্তবতার স্বরূপ উন্মোচন
দেব-দেবীরা যে আসলে মানুষ আর সৃষ্টিরই অংশ - এটা আজ ভক্তদের দুই স্বামীজির বক্তব্য দিয়েই দেখাব।
স্বামী বিবেকানন্দের ভাষ্যে, "...এই দেবতারা প্রথমে কেবল শক্তিশালী পুরুষমাত্র ছিলেন। গ্রীক, হিব্রূ, পারসী বা অপরাপর জাতির প্রাচীন শাস্ত্রে দেবতারা আমাদের দৃষ্টিতে যে-সকল কার্য অতীব ঘৃণিত, সেই-সকল কার্য করিতেছেন.... এই-সব দেবতা অনেক সহস্র বৎসর পূর্বের জীব; আমরা ইহাও ভুলিয়া যাই যে, ঐ-সকল দেবতার উপাসকেরা তাঁহাদের চরিত্রে অসঙ্গত কিছু দেখিতে পাইতেন না, তাঁহারা কিছুমাত্র ভয় পাইতেন না, কারণ সেই-সকল দেবতা তাঁহাদেরই মতো ছিলেন.... তুমি আমি যেমন কোন বিশেষ ভাবের প্রকাশক বলিয়া ঐ ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তোমার আমার উন্নতি হইয়াছে, সেইরূপ দেবতারাও বিশেষ বিশেষ ভাবের দ্যোতক বলিয়া ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তাঁহাদেরও উন্নতি হইয়াছে।"
(স্বামী বিবেকানন্দ রচনাবলী/২য় খণ্ড/জ্ঞানযোগ/মায়া ও ঈশ্বর-ধারণার ক্রমবিকাশ)
source - https://www.ebanglalibrary.com/.../%E0%A7%A6%E0%A7%AA.../
"...these Devas were at first only powerful beings, nothing more.... when reading the old scriptures, whether of the Greeks, the Hebrews, the Persians, or others, to find that the ancient gods sometimes did things which, to us, are very repugnant.... these gods were beings existing thousands of years ago. We also forget that the people who worshipped these gods found nothing incongruous in their characters, found nothing to frighten them, because they were very much like themselves.... you and I, representing ideas, have grown; these gods also, as representing ideas, have grown."
(Complete Works of Vivekananda/Vol. 2/Jnana-Yoga/MAYA AND THE EVOLUTION OF THE CONCEPTION OF GOD) source - https://en.m.wikisource.org/.../Maya_and_the_Evolution_of...
এবার স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য:
"কার্যকরী ও উৎকৃষ্ট গুণের অধিকারী যেকোনো কিছুই বা যে কেউই হল দেবতা, যেমনভাবে পৃথিবী একটি দেবতা..." (সত্যার্থ প্রকাশ (মূল ইংরেজি অনুবাদ হতে পুনরায় অনূদিত)/অধ্যায় ৭/পৃষ্ঠা ২০৩)
"Whatsoever or whosoever possesses useful and brilliant qualities is called a devata, as the earth for instance..."
(Satyarth Prakash (Light of Truth)/CHAPTER 7: GOD AND THE VEDA/Page 203) source - http://www.aryasamajjamnagar.org/chapterseven.htm
"দেবতা হল তারাই যারা জ্ঞানী ও পণ্ডিত: অসুর হল তারাই যারা মূর্খ ও অজ্ঞ; রাক্ষস হল তারাই যারা পাপাচারী ও পাপকর্ম যাদের প্রিয়; এবং পিশাচ হল তারাই যাদের অভ্যাসমূহ কলুষিত বা অশুদ্ধ।" (সত্যার্থ প্রকাশ (মূল ইংরেজি অনুবাদ হতে পুনরায় অনূদিত)/পৃষ্ঠা ৭২৮)
"Devaas are those who are wise and learned: asuras, are those who are foolish and ignorant; raakshaas are those who are wicked and love sin; and pishaachaas are those who are filthy in their habits."
(Satyarth Prakash (Light of Truth)/A STATEMENT OF MY BELIEF: A BELIEF IN HARMONY WITH REASONING/Page 728) source - http://www.aryasamajjamnagar.org/.../satyarth_prakash_eng...
তাহলে স্বামীজিদের বক্তব্য দিয়েই প্রমাণিত যে, দেব-দেবী সাধারণ মানুষ অথবা সৃষ্টির অংশ ছাড়া আর কিছুই না।
"....আমাদের প্রভু, ঈশ্বর কেবলমাত্র একজনই।" (বাইবেল, ডিউটেরোনমি (Deuteronomy), ৬:৪)
"...The LORD our God is one LORD" (The KJV Bible, Deuteronomy 6:4)
"সর্বত ভাবে তাঁর (প্রকৃত ঈশ্বর) এর শরণাগত হও। তাঁর কৃপায় তুমি পরাশক্তি লাভ করবে এবং তাঁর নিত্যধাম প্রাপ্ত হবে।" (ভগবতগীতা, ১৮:৬২)
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً لَّا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَوٰةً وَلَا نُشُورًا
"তারা তাঁর (এক সত্য সৃষ্টিকর্তার) পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালও করতে পারে না, মন্দও করতে পারে না এবং জীবন, মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক নয়।" (আল-কোরআন, ২৫:৩)

রাধা ছিল বিবাহিতা ও কৃষ্ণের মামী কৃষ্ণ পরকীয়া রসকীয়া প্রেম করেছিল মামী-রাধার সাথে।বিয়ে কেন করেনি?💦💦💦 রেফারেন্স ১ঃমাউলানী...
27/07/2023

রাধা ছিল বিবাহিতা ও কৃষ্ণের মামী কৃষ্ণ পরকীয়া রসকীয়া প্রেম করেছিল মামী-রাধার সাথে।
বিয়ে কেন করেনি?
💦💦💦 রেফারেন্স ১ঃ
মাউলানীর যৌবনে কাহ্নের মন। বিধুমুখে বোলেঁ কাহ্নাঞিঁ মধুর বচন॥ সম্বন্ধ না মানে কাহ্নাঞিঁ মোকে বোলেঁ শালী। লজ্জা দৃষ্টি হরিল ভাগিনা বনমালী ॥
দেহ বৈরি হৈল মোকে এরুপ যৌবন। কাহ্ন লজ্জা হরিল দেখিআঁ মোর তন ॥ শ্রীকৃষ্ণ কীর্ত্তনের দানখন্ডঃ রামগিরীরাগঃ পৃষ্ঠাঃ ২০ ॥ (শব্দার্থঃ মাউলানী- মামী, কাহ্নের- কৃষ্ণের, বোলেঁ- বলে, হরিল- হারাল, বনমালী- কৃষ্ণ, মোকে- আমাকে, দেখিআঁ- দেখে, তন- স্তন।)
শ্রী কৃষ্ণ তার বউয়ের বান্ধবীর সাথে বিহার কালে ধরাখান।(ব্রহ্মবৈর্বত পুরান,প্রকৃতি খন্ডমের ১১ অধ্যায়,পৃষ্ঠা নং ৬২২-৬২৩)
চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্ত্তন এর বৃন্দাবন খন্ডে পাওয়া যায়ঃ
এ তোর নব যৌবনে ল
আহোনিশি জাগে মোর মনে।
তাহাত তোক্ষা রমণে ল
খেতি করে আক্ষার পরাণে॥....॥ শ্রীকৃষ্ণ কীর্ত্তন (চন্ডীদাস বিরচিত) : বৃন্দাবন খন্ডঃ পৃষ্ঠা-৮৯ ॥
(শব্দার্থঃ আহোনিশি- অহরহ, তোক্ষা - তোমার, খেতি করে - কর্ষণ করে বা আঘাত করে, আক্ষার -আমার)
অর্থঃ “রাধে, তোমার এই নব
যৌবনের সুষমা অহরহ আমার মনে জাগিতেছে। তাহাতে আবার তোমার সহিত রমণেচ্ছা প্রবল হইয়া আমার হৃদয়কে অতিমাত্রায় কর্ষণ করিতেছে।” (শ্রীকৃষ্ণ কীর্ত্তন : ভাষাসর্ব্বস্ব
টীকা-২৫২পৃষ্ঠা)
রাধার সখিদের সাথে কৃষ্ণের ভন্ডামি-
শ্রীকৃষ্ণ কীর্ত্তনের যমুনা খন্ডে বলা হয়েছেঃ
আহা।গোপীর বসন হার লয়িআঁ দামোদর।
উঠিলা গিআঁ কদম্ব তরুর উপর ॥
তথাঁ থাকী ডাক দিআঁ বুইল বনমালী।
কি চাহি বিকল হঅ সকল গোআলী ॥১॥
নিকট আইস মোর মরণ সব গোপীগণে।
আজি কথা সুণ মোর মরণ জীবনে ॥ধ্র“॥
দেখি[ল] হরষে তা সব গোপযুবতী।
গাছের উপরে কাহ্নাঞিঁ উল্লাসিত মতী ॥
হরিআঁ গোপীর হার আঅর বসনে।
হাসে হাসি খলখলি কাহ্নাঞিঁ গরুঅ মনে ॥২॥
কুলে পরিধান নাহি দেখি গোপনারী।
হৃদঞঁ জানিল তবে নিলেক মুরারী ॥
তবে বড় গল করী বুইল জগন্নাথে।
তোক্ষার বসন হের আক্ষার হাতে ॥
৩॥
যাবত না উঠিবেঁহে জলের ভিতর।
তাবত বসন নাহি দিব দামোদর ॥
এহা জাগী তড়াত উঠিআঁ নেহ বাস।
বাসলী শিবে বন্দী গাইল
চন্ডীদাস॥৪॥
॥ শ্রীকৃষ্ণ কীর্ত্তন : যমুনা খন্ড ॥
পাহাড়ীআরাগ ॥ পৃষ্ঠাঃ ১০২॥
- এখানে রাধা-কৃষ্ণের প্রেমের বর্ণনা করা হয়েছে। রাধা তার অষ্টসখিদের নিয়ে পুকুরে স্নান করতে যায়।
সখিরা তাদের নিজ নিজ বসন খুলে বিবস্ত্র হয়ে জলেতে নামিল।
বিবস্ত্র হয়ে জলে নামার কথাটা উল্লেখ আছে পরের শ্লোকে।
পৃষ্ঠা : ১০৩, ধানুষীরাগ : ॥
একতালী॥
আল বড়ায়ি সাত পাঁচ সখিজন লআঁ।
জলেত ণাম্বিলী লাঙ্গট হআঁ ॥ল॥....॥ শ্রীকৃষ্ণ কীর্ত্তন : যমুনা খন্ড :পৃষ্ঠা : ১০৩ : ধানুষীরাগ :॥
(শব্দার্থঃ কদম্ব তরুর- কদম গাছ,
তোক্ষার- তোমার, আক্ষার- আমার,যাবত- যতক্ষণ, উঠিবেঁহে- উঠিয়া আসিবে, জলের ভিতর- জল থেকে, তড়াত- তাড়াতাড়ি করে,বুইল- বলল, দিআঁ- দিয়ে, গিআঁ-গিয়ে, দামোদর - কৃষ্ণ, করী- করে,লআঁ- নিয়ে, ণাম্বিলী- নামিল,লাঙ্গট- উলঙ্গ।)
এখানে, তোক্ষার বসন আক্ষার
হাতে ॥৩॥
তোমার কাপড় আমার হাতে।
যাবত না উঠিবেঁহে জলের ভিতর।
যতক্ষণ না উঠিয়া আসিবে জল থেকে।
তাবত বসন নাহি দিব দামোদর ॥
ততক্ষণ কাপড় নাহি দিবে কৃষ্ণ।
💦💦💦 রেফারেন্স ২ঃ
[19/08, 19:10] Rubel: https://bn.m.wikipedia.org/wiki/রাধা_কৃষ্ণ
[19/08, 19:11] Rubel: https://banglalive.com/why-didnt-lord-krishna-marry-radhika/

27/07/2023

আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থ থেকে
বহুবিবাহের প্রসঙ্গে:-
প্রাচীনকাল থেকে হিন্দু সমাজে বহুবিবাহ
প্রথা চালু ছিল। ঝগবেদে বহু মন্ত্রে এর প্রমান
পাওয়া যায়। বিষ্ণুর অবতার কৃষ্ণের প্রধান
স্ত্রীর সংখ্যা ছিল আট জন। এসব স্ত্রী ব্যতিত
কৃষ্ণের আরও ষোলো হাজার একশত স্ত্রী ছিল।
রামের পিতা দশরথের তিন স্ত্রী ছাড়াও
কয়েকশো উপপত্নী ছিল। হিন্দুশ্রাস্ত্র থেকে
বহুবিবাহের আরও বহু উদাহরন দেওয়া যেতে
পারে। মোট কথা হিন্দুধর্মে বহুবিবাহ কেবল
যে বৈধ তা নয়, একজন পুরুষের কতজন স্ত্রী বা
উপপত্নী থাকতে পারে, তারও নির্দিষ্ট
কোনো সীমারেখা খুজে পাওয়া বিরল।
এ কেমন বিচার ? অনুসারীদের নিকট জানবার
চাই:-
(সুত্র:- মনুসংহিতার শূদ্রভাষ্য পৃ.নং-৮৮,পুরানা ও
ঝ্গবেদ)

" আধুনিক গবেষকদের মতে, বেদ বৃটিশদের চক্রান্তে সৃষ্টি" ---- উৎসঃ ড শঙ্করীপ্রসাদ বসুর লেখা " বিবেকান্দ ও সমকালীন ভারতবর্ষে...
27/07/2023

" আধুনিক গবেষকদের মতে, বেদ বৃটিশদের চক্রান্তে সৃষ্টি" ---- উৎসঃ ড শঙ্করীপ্রসাদ বসুর লেখা " বিবেকান্দ ও সমকালীন ভারতবর্ষের ১৩৯ পৃষ্ঠায় আছে –
মস্কো থেকে পুথি এনে ম্যাস্মুলার সাহেব সম্পাদিত ঋগবেদ দেবনাগর অক্ষরে মুদ্রণ করে লন্ডন থেকে ভারতে পাঠান । উৎসঃ বজ্রকলম... পৃষ্ঠা ২৮ মুলঃ রামতনু লাহাড়ী ও তৎকালীন বঙ্গসমাজঃ শ্রী শিবনাথ শাস্ত্রী পৃস্টা ৫৫-৫৬
রাজ্যের উপনিষদের প্রকাশ ঘটতে শুরু হয়েছিলো ১৮১৭ সাল থেকে। আর এই উপনিষদের ব্যাপক প্রচার ঘটাতে সক্ষম হন নরেন্দ্রনাথ দত্ত । উৎসঃ বজ্রকলম... পৃষ্ঠা ৪২
এছাড়া বজ্রকলমের ৩২ পৃষ্ঠায় আমরা দেখতে পাই মহাভারত ও রামায়ণ লেখার কাহিনী । নীচের ছবিতে তা দেওয়া হলঃ

""গরু মাতা হলে.....1) চামড়ার জুতো ব্যবহার করেন কেন, মায়ের স্থান কি পায়ের নিচে?2) ষাঁড় কে "বাবার" মর্যাদা দেন না কেন?...
27/07/2023

""গরু মাতা হলে.....
1) চামড়ার জুতো ব্যবহার করেন কেন, মায়ের স্থান কি পায়ের নিচে?
2) ষাঁড় কে "বাবার" মর্যাদা দেন না কেন?
3) নিজে "এসি "ঘরে থেকে মাকে গোয়ালে রাখেন কেন?
4) গরুর মৃত্যুর পর মায়ের স্নেহে সৎকার করেন না কেন?
5) গরুর মূত্র পান করেন কিন্তু গর্ভধারিনী মায়ের মূত্র পান করে না কেন?
6) গরুর দুধ তার বাচ্চার জন্য আপনি তা নির্লজ্জ্বের মত "গেলেন" কেন?
7) মায়ের মাংস বিদেশে রপ্তানি করেন কেন? গরু মা হলে ছাগল ,শুকর, শিয়াল, কুকুর কে, কাকা "মামার "মর্যাদা দেন না কেন?
9)গোমূত্র, গোবর ছাড়া আপনাদের কোন শুভ কাজ হয়না,তবে নিজের আপন মায়ের পেশাব পায়খানা কেন ব্যবহার করেন না?

ধর্মের পার্থক্য থাকতে পারে কিন্তু মানুষের কোন পার্থক্য নেই!!!

আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমা করে দিয়েন।

ভারত আমাদের কেমন বন্ধু.??১। যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র- সরঞ্জাম লুট করেছিলো ভারতীয় সেনাবাহিনী? ( অমৃতবাজার দৈনিক...
27/07/2023

ভারত আমাদের কেমন বন্ধু.??
১। যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র- সরঞ্জাম লুট করেছিলো ভারতীয় সেনাবাহিনী? ( অমৃতবাজার দৈনিক -১২ মে ১৯৭৪) !
২। ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : ৭৪ সালের চুক্তি সত্বেও ভারত তিন বিঘা করিডোর হস্তান্তর করেনি বাংলাদেশকে !
৩।ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : ভাই ৭৫ থেকে বাংলাদেশকে পানির ন্যায্য হিসাব দেয়নি।পদ্মা শুকিয়ে আজ বাথরুমের টাংকি ! বছরে ২০০ কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ ! :
৪।ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে! সুল্ক জটিলতা সৃষ্টি করে প্রায় ২০ হাজার কোটি টাকার বানিজ্য ঘাটতি তৈরী করেছে ভারত!
৫।ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : প্রতিবাদের পরেও টিপাইমুখে বাধ দিচ্ছে - সিলেটের ১৬ জেলা মরুভূমি হয়ে যাবে ! :
৬।ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : হিন্দি চ্যানেল প্রচার করতে ৩০০০ থেকে ৪৫০০ কোটি টাকা ভারতকে দেয়া হয়। কিন্তু বাংলাদেশী চ্যানেল ভারতে নট অ্যালাউড! :
৭। ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : ভাই -গত ৪৪ বছরে ৬১ হাজার বাঙ্গালীকে সীমান্তে হত্যা করেছে !! :
৮। ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : আপনার গর্বের জায়গা 'ক্রিকেট' নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে-কেমন ছোটলোক !? :
৯।ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। .

তথ্য সত্য না মিথ্য জানা নেই!

হিন্দু ধর্মে আপন ভাই বোনের বিবাহ।অবাধ যৌনতা ,যম-যমির অবাধ যৌন ইচ্ছা।--------------------------------------------যদি কোন ...
27/07/2023

হিন্দু ধর্মে আপন ভাই বোনের বিবাহ।অবাধ যৌনতা ,
যম-যমির অবাধ যৌন ইচ্ছা।
--------------------------------------------
যদি কোন শিক্ষিত হিন্দু ধর্ম গ্রন্থ পড়ে তবে
সে নিশ্চিত ধাক্কা খাবে। বন্ধুগন চলুন ঘুরে আসি -
অথর্ববেদ, অষ্টাদশ (১৮)কান্ড, ১ম অনুবাদক, ১ম ও
২য়
সুক্ত। পড় এবং বুঝবে আসলেই কি এগুলো
ঈশ্বরের বানি? এমন শত যৌনতা আছে বেদ
পুরানে।
যম ও যমী, যমজ ভাই-বোন।
যম - যমিকে তার সাথে যৌন সঙ্গম ইচ্ছা পুরন
করতে বলে। গর্ভাবস্থা হতে চায়।
যমী একদিন যমকে বলে- "তোমার
সহবাসের জন্য আ অভিলাষিনী, গর্ভাবস্থা হতে
তুমি আমার সহচর। বিধাতা মনে মনে চিন্তা করে
রেখেছেন যে, তোমার ঔরসে আমার
গর্ভে আমাদের পিতার এক নাতি জন্মাবে। তুমি
পুত্রজন্মদাতা পতির ন্যায় আমার শরীরে প্রবেশ
কর।
সেই ঘটনাকে স্মরনীয় করে রাখতে কি হিন্দুরা
প্রতিবছর 'ভাইফোঁটা' নামক এক উৎসব পালন
করে? ঐদিন যম আর যমীর অনুপ্রেরণায় হিন্দু
ছেলেরা তাদের আপন বোনকে নিয়ে কল্পনা
করে আর ভাবে- "ঈশ! আমার বোনটাও যদি
যমীর মত হত..."
হিন্দু বন্ধু- তোমরা কেন মূল ধর্ম গ্রন্থ পড় না?

শ্রীকৃষ্ণের কতজন পুত্র ছিল❓❓অনন্তর কৃষ্ণ জল স্পর্শ করে শুচি হয়ে বলতে লাগলেন,একদা জাম্ববতী আমাকে বললেন তুমি পূর্বে মহাদে...
27/07/2023

শ্রীকৃষ্ণের কতজন পুত্র ছিল❓❓
অনন্তর কৃষ্ণ জল স্পর্শ করে শুচি হয়ে বলতে লাগলেন,
একদা জাম্ববতী আমাকে বললেন তুমি পূর্বে মহাদেবের আরাধনা করেছিলে, তার ফলে রুকষ্মিনীর গর্ভে
চারুদেষ্ণ সুচারু চারুবেশ যশোধর চারুশ্রুবা চারুযশা প্রদ্যুম্ন ও শম্ভু এই
আট জন পুত্র জন্মেছে, তাদের তুল্য একটি পুত্র আমাকেও দেও❗❗
🌹🌹(মহাভারত, অনুশাসনপর্ব ৪, হরপার্বতীর নিকট কৃষ্ণের বরলাভ)🌹🌹
--------------------------------

বি: দ্র: শ্রীকৃষ্ণের ১টা বউয়ের যদি ৮টি পুত্র হয় তবে ১৬০০০ বউয়ের পুত্র কতগুলা হবে??

27/07/2023

হিন্দুধর্মগ্রন্থে মুর্তিপূজা নিষেধ হওয়ার দলিল...
*"সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন রূপক নেই, কোন ফটোগ্রাফ নেই, তার কোন ভাস্কর্য নেই। " [শ্বেতাসএ উপনিষধ, অধ্যায় :৪, পরিচ্ছেদ:১৯; যযুর্বেদ, অধ্যায় :৩২, পরিচ্ছেদ:৩] .
*"যেসব লোক যাদের বিচারবুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাংখা, তারাই মুর্তিপূজা করে।" [ভগবাদগিতা, অধ্যায় :৭, অনুচ্ছেদ :২০] .
*"সত্য একটাই ঈশ্বর একজনই, তার কোন মূর্তি নেই। "
[ঋগবেদ, গ্রন্থ:১, পরিচ্ছেদ:১৬৪, অনুচ্ছেদ :৪৬; যযুর্বেদ, অধ্যায় :৪০, অনুচ্ছেদ :৮,৯] .
এমনকি ঋগবেদে কঠোরভাবে মুর্তিপূজার বিরোধীতা করার পাশাপাশি ঈশ্বরের অন্য নাম আল্লাহ দেওয়া আছে।
ঋগবেদে 'ঈশ্বরের অন্য নাম আল্লাহ দেওয়া আছে'
[ঋগবেদ, গ্রন্থ:২, পরিচ্ছেদ:১, অনুচ্ছেদ :১১: ঋগবেদ, গ্রন্থ:৩, পরিচ্ছেদ:৩০, অনুচ্ছেদ :১০; ঋগবেদ, গ্রন্থ:৯, পরিচ্ছেদ:৬৭, অনুচ্ছেদ :৩০] .
সুতারং হিন্দুধর্মে কঠোরভাবে মুর্তিপূজা নিষেধ জানার পর ও যেসব ভাইয়েরা এখন থেকে মুর্তিপূজা করবে, তারা প্রকৃতভাবেই তাদের নিজেদের হিন্দুধর্ম গ্রন্থের বিরোধীতা করছে এবং কাল্পনিক মনগড়া ভাবে ধর্ম (জাহান্নাম) পালন করতেছে!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hindu Pondit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share