nothing

nothing for muslim

বিচ্ছেদের দিন!বাবা আর সন্তানের মধ্যে এ স্টেশনের শেষ আলিঙ্গন।[খান ইউনিস, গাযযা]Post Talligram: Rokonation
27/03/2024

বিচ্ছেদের দিন!
বাবা আর সন্তানের মধ্যে এ স্টেশনের শেষ আলিঙ্গন।

[খান ইউনিস, গাযযা]

Post Talligram: Rokonation

04/07/2023

Fakebaaz ex muslim🤣🤣🤣
Muftiyasirnadeem
































18/06/2023

জীবনের দর্শন বদলানো মানে হলো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা দেওয়া। তাঁকে ভালোবাসা এবং ভয় করা। সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই, দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস! এই ভয় যতো বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি৷

18/06/2023

‘যদি জানতে চান আল্লাহর কাছে আপনার অবস্থান কীরকম তাহলে দেখুন তিনি আপনাকে কোন কোন কাজে ব্যস্ত রেখেছেন’।

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ।

15/06/2023

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা এবং অন্য কোন আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না’।

মুসলিমের অপর এক বর্ণনায় আছে, একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আয়েশা (রাঃ)-কে বলেন, ‘কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না, তা দোষণীয় হয়ে পড়ে’ (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)। (সহিহ হাদীস)

13/06/2023

আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না।

সুনান আবূ দাউদ ৪০৯১

মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ, আহমাদ। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান সহীহ।

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ) পুনঃনিরীক্ষণঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) ২৭/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس)

Al-Baqarah 195
11/06/2023

Al-Baqarah 195

11/06/2023

Dua😂😅

05/06/2023

"তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট...।" [সূরা আল বাকারাঃ ২১৪]

কেউ যদি প্রশান্তি খোঁজে কিন্তু ত্যাগ স্বীকার করতে না চায়, কষ্ট করতে না চায়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে না চায়-- এভাবে জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়া সম্ভব না!

[সংগৃহীতঃ লিয়াদ্দাবারুল আয়াত]

কুরআনের ব্যাপারটা ও তাই। আমরা জীবনে কুরআন চাই কিন্তু তার জন্য কষ্ট করতে চাই না। সময় দিতে চাই না। জীবনে কোনো পরিবর্তন আনতে চাই না।

এভাবে চলবে??

27/05/2023

For the Muslims and the non Muslims who has a question about the marriage of Prophet Muhammad sallallahu alaihi wasallam with Aysha Radhi Allahu anha.

May Allah grant him long long life.

17/05/2023

মানুষের জীবন পরিবর্তনের জন্য কুরআনি দাওয়াতের চাইতে উত্তম কিছু হতে পারে না। আত্মার পরিশুদ্ধির সবচে বড় মাধ্যমের নাম কালামুল্লাহ। আল্লাহ বলেন, 'নিশ্চয়ই মুমিনদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর বিগলিত হয় এবং তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনালে তাদের ঈমান বৃদ্ধি পায় আর তারা একান্ত আল্লাহর ওপরই ভরসা করে।

Video:Iqra Insaan

The most difficult Night for Human, it is the first night of the grave, may Almighty Allah save us from the Torment of t...
14/05/2023

The most difficult Night for Human, it is the first night of the grave, may Almighty Allah save us from the Torment of the Grave.

Always be Grateful, Alhamdulillah.
02/05/2023

Always be Grateful, Alhamdulillah.

All glory belongs to Allah ☝🏽
02/05/2023

All glory belongs to Allah ☝🏽

20/04/2023

( মনে হয় যেন ) গতকালই আমরা রমাদানকে স্বাগত জানাচ্ছিলাম। আজকে বলছি আস্তে আস্তে চলে যাচ্ছে। আগামীকাল বিদায় জানাব। এটাই জীবন, আল্লাহ আপনাকে এর মধ্যে উত্তমটাই দিন।

- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ

11/04/2023
১০০ টাকার উপরে কোনো খেজুরের নেই। আমদানি বা বাইরে থেকে কেনার সময় দামের কোনো খেজুরের দামই ১০০ এর উপর যায় না।অথচ দেশে বিক্র...
09/04/2023

১০০ টাকার উপরে কোনো খেজুরের নেই। আমদানি বা বাইরে থেকে কেনার সময় দামের কোনো খেজুরের দামই ১০০ এর উপর যায় না।

অথচ দেশে বিক্রির সময়? হাজার টাকা কেজি। কিছু বলার নেই। আল্লাহ দুনিয়া ও আখিরাতে যোগ্য প্রতিদান দিক, আমীন।

ইসলামি সুন্নাহ এর সাথে খাবার গুলোকে যারা লাক্সারিয়াস প্রোডাক্ট রূপান্তর করে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিয়েছে তাদের অপরাধ আরো জঘণ্য, আল্লাহ এদের যোগ্যতম প্রাপ্য দিক, আমীন

09/04/2023

সূরা আত-তারিক • ফাহাদ আযিয

03/04/2023

হযরত আলী রা. বলেন, ৫ বস্তু পুরুষের জন্য সৌভাগ্যের পরিচায়ক।

যথা- ১. অনুগত স্ত্রী,

২. নেক সন্তান,

৩. পরহেযগার বন্ধু,

৪. সৎ প্রতিবেশি ও

৫. নিজ শহরে জীবিকার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ! ধর্মহীন বন্ধু, অসৎ প্রতিবেশি ও উৎপীড়নকারী স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই।

03/04/2023

"ভালোবাসা কী তা শিখেছি খোদার কাছ থেকে, যখন তিনি কতো দরদ নিয়ে বলেছেন আমাকে-

তুমি যদি আর গুনাহ না করার ওয়াদা ভেঙ্গে থাকো শতোবার! সমস্যা নেই! করেই দ্যাখো না তওবা আবার আরেকটিবার।"

অনেক মুসলিম ভাই অতিষ্ঠ হলেও এই অমুসলিম ভাইটি কিন্তু সাহরির সময়ের ডাকাডাকিতে ইসলামের সৌন্দর্যই দেখতে পান।
03/04/2023

অনেক মুসলিম ভাই অতিষ্ঠ হলেও
এই অমুসলিম ভাইটি কিন্তু সাহরির সময়ের ডাকাডাকিতে
ইসলামের সৌন্দর্যই দেখতে পান।

02/04/2023

পোশাক আসাক আর চাল-চলন দেখে মানুষদের সম্পর্কে বাজে ধারনা করা উচিত নয়!
কারন বাহ্যিক দৃষ্টিতে তার সব কিছু খারাপ লাগলে ও হতে পারে তার স্রষ্টার সাথে তার খুব ভাল সম্পর্ক রয়েছে!

আর যে স্রষ্টার কাছে সম্মানিত! জমিনবাসী না চিনলে ও আসমানে তার মর্যাদা অনেক বেশি।

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.একজন রিকশাওয়ালা বাবা😭😭
02/04/2023

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?
মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.
একজন রিকশাওয়ালা বাবা😭😭

02/04/2023

পুরুষের গায়রত(আত্মসম্মানবোধ) আর নারীর হায়া(লজ্জাবোধ) দিন দিন যেনো অচেনা বস্তুতে পরিণত হয়েছে।

Video :https://youtu.be/TUu2xNpyqgk

24/03/2023

❝ আপনার বক্তব্য যদি সত্য হয় এবং তাওহীদ যদি বিশুদ্ধ হয় - তাহলে মুসলিম নামধারীরাই অমুসলিমদের আগে আপনার শত্রু হবে! ❞

- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ
https://t.me/ShaikhAhmadMusaJibri

24/03/2023

কিছুটা বিপদগ্রস্ত, দুআয় স্মরণ করবেন আপনার বিপদগ্রস্ত ভাইবোনদের...

🖤
17/03/2023

🖤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when nothing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share