Straight from the heart

  • Home
  • Straight from the heart

Straight from the heart It's an attempt to write my own imaginations & realisations....the page straight from which i desire

13/08/2024

লজ্জা

তিল তিল করে সমাজবিরোধীদের, বহিরাগত ও অভ্যন্তরীণ জানোয়ারগুলোকে ক্ষমতা ও সাহস জোগানোর মাসুল আমাদের ঘরের বোনদের দিতে হচ্ছে। আর জি কর সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো। পশ্চিমবঙ্গের সবকটা মেডিকেল কলেজের অবস্থা একই। সমাজবিরোধী, দালাল, টাকা পয়সা খেঁকো স্বাস্থ্যকর্মী, পাহারাদার, নার্স অধিকাংশ জন অসৎ ও রাজনৈতিক আশ্রিত। এগুলো বলার কারণ প্রত্যেকদিন এই একটু একটু করে বাড়িয়ে দেওয়া সাহস, না করা প্রতিবাদ, টাকা নিয়ে বাহ ভয়ে চুপ করে সমাজবিরোধীদের অবাধ প্রবেশ করতে দেওয়া হাসপাতালে, যোগাসাজস, কলেজ প্রশাসনের চোখ বুঝে থাকা, নিজেদের শিরদাঁড়া মুড়িয়ে ফেলা, এই সব মিলিয়েই আর জি করের ঘটনা ঘটেছে বাহ ঘটাতে সাহায্য করা হয়েছে । ওই রাতের ধর্ষণ ও খুঁনটাই মৃত্যুর একমাত্র কারণ নয়। কাল অন্য কোনো মেডিকেল কলেজও যাখুশি তাই ঘটতে পারে। নিরাপত্তা বলে সত্যিই কিছু যে নেই এই মানুষের জীবনের নিরাপত্তা দেবার প্রতিষ্ঠানে, সেটা একটু খবর রাখা সব মানুষই জানেন। বাহ বলা ভালো নিরাপত্তা দেওয়ার জন্য গেটে বসা দুই / তিনজন পুলিশের লোক নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগেন। কারণ রাজনীতির রং লাগা কাউকে ধরলে বাহ সমাজবিরোধী কাউকে আটকালে কাল হয়তো তারই চাকরিটা বদলি হয়ে যাবে অনত্র। বলতে খারাপ লাগলেও আমাদের রাজ্যে সরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা অনেকটা বর্তমানের নেতা নেত্রীদের সততার মতো, হোর্ডিং জুড়ে আছে, বাস্তবে নেই।

08/08/2024

হাসির ফোয়ারা

পড়তে বসে ছাত্রী, "দোরাবজি টাটা" ও "মরাবজি দেশাইকে" গুলিয়ে ফেলে দোরাবজি দেশাই বলে ডাকা।

পরের পৃষ্ঠায় সেটাও গুলিয়ে ফেলে "দেবরাজ দেশাই" বলা।

কিছুক্ষণ পর পড়ার ধকল নিতে নিতে সেটা "দোবরাজ দেশাই, দোবরাজ দেশাই" বলে প্রতিষ্ঠা করার চেষ্টা।

ছাত্রীর হতাশা চরমে পৌঁছলে , একদম শেষে " দোবরাজ দেশলাই " বলার পর সামনের শিক্ষক জ্ঞান হারান।

Lalji Mandir, mobile cam photography...
03/08/2024

Lalji Mandir, mobile cam photography...

This Sunday let us 🙏🏼 this devi.... The saviour Palak...🫡🫡. She has completed in financially assisting 3000 surgeries ti...
28/07/2024

This Sunday let us 🙏🏼 this devi.... The saviour Palak...🫡🫡. She has completed in financially assisting 3000 surgeries till now.

Singer Palak Muchhal funds free heart surgeries for underprivileged children. She has helped over 3,000 kids so far.More power to you, Palak! 👏 ...

26/07/2024

Gurudev: "You must have time in life for memories, flashbacks."

Young disciple: "Without having the time to create them?"

Bitter truth of todays life. All are running the only race to brain death, the emotional death.

15/07/2024

Finally the marriage was concluded with an estimated expenditure of 600 million USD.

This has now become the worlds most expensive wedding 👏🏻

Keeping all the trolls aside, one should study how an "amm admi" became "am bani"

It needed efforts, years of hardwork, sacrifice, mindset, perseverance, intelligence, planning etc etc. It's not easy to build an empire and to maintain it. There may be some negatives as well all through these years but point is how you keep moving forward facing them to build a group of 120,000 million USD.

Dhirubhai 🫡

09/06/2024

কতটা সাফল্যের মুখ তুমি দেখতে চাও জীবনে?

যতটা মানসিক সফল হলে, নিজের পরিবারের ভাই বোনের মধ্যে সম্পর্কটা, কে কত টাকা রোজগার করে বাহ কে কোন পদে জীবিকা নির্বাহ করে তাই দিয়ে নির্ধারিত হয়না।

যতটা মানসিক সফল হলে নিজের দেশে, নিজের মাটিতে শ্রম দেওয়াটা, বিদেশে গিয়ে উপার্জন করার চেয়ে ছোটো মনে হয়না।

যতটা সফল হলে বন্ধুর সার্বিক উন্নতি দেখলে মনের ভেতর একটা আনন্দের ধারা বয়ে যায়, কোনোদিনও সেটা প্রতিযোগিতা হয়ে ওঠেনা।

যতটা সফল হলে সাধারণ জীবন যাপন ও জীবনের আসল সত্যিগুলো, উচ্ছৃঙ্খল ভোগ বিলাসের ও মিথ্যার প্রলোভনের চেয়ে অনেক শ্রেয় মনে হয়।

যতটা সফল হলে দামি গাড়ি, বাড়ি, সম্পত্তির মালিক ও সর্বহারাকে একই ভাবে মানুষ মনে করে, মানবিক ব্যবহার করা যায়, নিজের আচরণে সমতা রাখা যায়।

যতটা সফল হলে আমিত্ব, অহংকার, ইর্ষা, প্রতিশোধ, রাগ, ঘৃণা, কু-রাজনীতি, কুকথা থেকে মুক্ত হওয়া যায়, নিজের শুরু থেকে শেষ বিচার ও উপলব্ধি করা যায়।

চলো, ঠিক তততাই সফল হই জীবনে।

সোমক

23/05/2024

সবাই নিজের জায়গা থেকে অন্যকে বিচার করে কিন্তু নিজেকে বিচার করেনা।

সবাই গুরুত্ব পেতে চায় কিন্তু নিজে কতটা গুরুত্ব দিচ্ছি সেটা কেউ ভাবেনা।

ভুল বোঝা এতটা সহজ, যে আমরা সেটা অভ্যেসে পরিণত করি, কিন্তু নিজের ভাবনা চিন্তায় কতটা ভুল বাহ নিজেকে কতটা পরিণত হওয়া উচিত সেটা ভুলে যায়।

প্রত্যেক প্রজন্মর চাওয়া পাওয়া আলাদা হয় তাই আমাকে দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মকে ঢেকে দেওয়া যুক্তিসংগত না।

এইগুলো এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে বিশেষ করে আমরা যখন আমিত্বকে অত্যাদিক প্রাধান্য দিচ্ছি এই সামাজিক মিডিয়ার যুগে। অন্যের চিন্তা ভাবনাকে সম্মান করার জায়গাটা লোপ পেয়েছে এই সময়ে। তাই রাজনৈতিক পরিবর্তন বাহ সামাজিক পরিবর্তন মানুষ যেটাই করুক, মানবিক ভিত্তিতা স্থাপন হওয়া খুব জরুরি। সঠিক চিন্তা করুন ও নির্বাচন করুন আপনার ভবিষ্যৎ।

21/05/2024

দেখিতে গিয়েছি আরব সাগর,
দেখিতে গিয়েছি ভারত মহাসাগর,
দেখিলাম শেষে হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান পারসি জৈন সকল মানুষ সুখের স্নানে মগ্ন,
ভেদ নেই সেথা ভিজিয়ে দেওয়া জলরাশিতে ,
সবাই সমান, তার সন্তান,
বুঝলাম ফের আমার তোমার হৃদয়টাই ভগ্ন।

সোমক

26/04/2024

Har bar nahi

Khaamoshee ki takat mahasoos karne wale,

Kabhi na kabhi to mohabbat ki he,

Dard ki nadiya khud me samane wale,

Haste huye Mohabbat se dhoka jarur kayi he.

❤️

Treat everyone well with grace and respect!!

31/03/2024

সম্প্রীতি তোমার আমার,
ইফতারের সকল সম্প্রদায় মিলন হোক,ধর্ম সবার।

নীতির রং লাগুক আমাদের জীবনে,রাজনীতির নয়।শুভ দোল পূর্ণিমা, সুস্থ ও সচেতনভাবে রং নির্বাচন করুন যাতে মানুষের আগামীদিনে আবার...
25/03/2024

নীতির রং লাগুক আমাদের জীবনে,
রাজনীতির নয়।

শুভ দোল পূর্ণিমা, সুস্থ ও সচেতনভাবে রং নির্বাচন করুন যাতে মানুষের আগামীদিনে আবার মনে না হয় 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি |'

সোমক

16/03/2024

With full credit to our engineers and railway authority for starting the first under water metro in Kolkata/India, a basic question still remains unanswered:

Why do the people travelling inside the metro under the river, are holding the phone cameras on to record something within closed concrete tunnel?? Do they think the metro rake will displace the waters of the river to move ahead and inbetwen they will meet the fishes and aquatic animals on the way through the window??

So, its basically "Hori Potter metro"!!! Horibol..Horibol....

When G.O.A.T actually clicks himself with a GOAT, it's a genuine picture, not edited, PC:TOI
24/02/2024

When G.O.A.T actually clicks himself with a GOAT, it's a genuine picture, not edited, PC:TOI

18/02/2024

সব পেয়েও নষ্ট জীবন?

মানুষ সখ পূরণ করার জন্য অর্থ সঞ্চয় করে,
আবার অর্থ সঞ্চয় করতে গিয়ে সখ পূরণের সময় আর পায়না,

হাজার সরঞ্জাম ও ইন্টারনেট থাকলেও হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, একে অন্যের জন্য দাঁড়াবার সখ পূরণ হয়না। সব থেকেও মনের সখ ও সুখ শূন্য।
দিনের পর দিন পরিবারের বাহ বন্ধুদের বাচ্চাদের বেড়ে ওটা আর দেখা হয়না, নিজের বাড়ির মানুষদের পাশে থেকে গল্প করা হয়না, বাড়তে থাকে শারীরিক ও মানসিক দূরত্ব, পাড়ার রতন জ্যেঠু বাহ হারান কাকু বাহ ঝুমা কাকিমা কবে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই খবরও নেওয়া হয়না, তাদের পরিবার কি ভাবে চলছে সেই প্রশ্ন দুই বছর পর বাড়ি গিয়ে করা নেহাত উপহাস মাত্র। ছোটবেলার খেলার সাথী বুবাই, বাপি, মনি, রানী ওদের দেখেও সেই প্রাণের টান অনুভব হতে দেওয়া যায়না, ওদের বাঁচার লড়াইটা সময়ের অভাবে শোনা ঠিক হয়না। বিদেশে থাকা প্রিয়জনদের মনে পড়ে নিজেদের স্ট্যাটাস দেখানোর সময়, কিন্তু বিগত তিন বছর তারা কোন জায়গায় আছে সেটাই জানা হয়না বাহ আমরা কেমন আছি সেটাও তারা খোঁজ নেয়না। এই ভাবে সম্পর্কের ব্যাপ্তিগুলো কমতে কমতে আর গভীরতা মাপা যায়না। সামাজিক স্বার্থপরতা এখন গা সোয়া হয়ে গেছে। কোনো এক রবিবারের দুপুরে আধ ঘন্টা ধরে এসব লিখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় বের করা যায়না কারণ নিজের সাথে দেখা করারও সময়ই যে হয়না।

28/01/2024

আজকাল সবসময় চাইলেই পাওয়া যায় বলে মানুষ মানুষের জন্য অপেক্ষা করার সুযোগও পায়না ও সেই ব্যাকুলতাটাও উপলব্ধি করেনা। অনেকে বলবেন অভাবটাই অনুভব করেনা। কিন্তু বেঁচে থাকার জন্য এই অভাবটাই সব। কারো টাকার অভাব, কারো বন্ধুর অভাব, কারো প্রতিপত্তির অভাব, কারো ক্ষমতার অভাব, কারো বংশধরের অভাব, কারো সময়ের অভাব, কারো স্বভাবে অভাব ইত্যাদি।

"তাই জীবনে অভাব অনটন থাকলে দুঃখ পাবেননা, কিছু না কিছুর অভাব প্রত্যেকটা জীবিত মানুষের রয়েছে।" এই বলে পকেটমার বইমেলা থেকে টেনিদার কেনা ৫ টা বই আর পকেটে থাকা মানিব্যাগ নিয়ে চম্পট দিল। কি করে চুরি হলো সেটা টেনিদাকে জিজ্ঞেস করাতে বলল "তাহলে তোরা কি শুনলি এতক্ষন ধরে। হুসের অভাব"

হাসতে থাকুন। ভালো থাকুন।

24/01/2024

Constitution Article

Article 27 ensures that individuals are not forced to contribute through taxes towards the promotion or maintenance of any specific religion or religious denomination. It upholds the principle of religious neutrality and prevents the use of public funds for the advancement of a particular religious belief or institution. The aim of Article 27 is to maintain a secular state where the government remains impartial towards all religions and does not favor or promote any specific religion using public funds. It ensures that taxpayers' money is not utilized to endorse or support any particular religious agenda, thus preserving the religious freedom and equality of citizens.

You are thinking wrong didis and dadas... This post is for students preparing for civil services.☺️

13/01/2024

চারিদিকে উৎসব
অযোধ্যা যাবে সব
অর্থের প্রাচীরে
হায় রাম! চমকিত ভারতবাসীরে
দেশ ব্যাপি বিরাট সমাগম
ওদিকে দারিদ্রে অনাহারে ছুটে যায় কাল ঘাম
কোটি কোটি বেকার যুবক যুবতী
তোদের মুখে কেন নেই রাম সীতার স্তুতি?
দেশের বাইরে ও ভেতরে পাচার হাজার হাজার কোটি
ধর্মের নামে কিন্তু সব ভুলিয়ে দেয় রাম চোটি
বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি থেকে সংবিধান
মহাদেব ভর করে সফল হলো তবে আমাদের চন্দ্রযান!
শিক্ষা,সমতা,ন্যায়ের অভাবে ওদের কি এতো হাঁসফাঁস?
অধিকার ক্ষমতার, নেই কিছু জনতার, মূল্যবৃদ্ধি তো উপহাস!
এও দেখা যায় মন্ত্রীকুল পুরোটাই আসামির ভূমিকায়
শিক্ষক আন্দোলন হাজার দিন,কি বাহ কার আসে যায়
মানুষের রক্ত চুষে একত্রিত কালো ধন
সেই দিয়ে চোরেরা করছে চুরির পাপস্খলন
দিন রাত বিবেকের রাম রহিমকে মাড়িয়ে
তীব্র কণ্ঠে মিথ্যা ভাষণ পাড়া যায় ছাড়িয়ে
রাখ ঢাক কোনো কিছু আর নেই ঝুলিতে
লুটে নিয়ে ঝাঁজরা করে দেবে গুলিতে
ভদ্রতা রাস্তায়, ভাষারা মুখ হারায়,সততা গেছে কবে হারিয়ে,
একদিন সব পাহাড়(দুর্নীতির)যাবে বুঝি এই দেশ ছাড়িয়ে
থেকে যাব তুমি আমি, থেকে যাবে আমাদের ভবিষ্যৎ,
সব সয়ে, পঙ্গু হয়ে, শেষটা চিতা কাঠ জ্বালিয়ে।

31/12/2023

বছর শেষে পাড়ার অনুষ্ঠানে লোমখাড়া করা বক্তৃতা দিতে গিয়ে বললাম, "সারা বছর আপনি যা দুর্ব্যবহার করেছেন আমার সাথে তার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাকে , কিন্তু আপনি ক্ষমা চাওয়ার আর সুযোগ পেলেননা শেষ দিনেও, এটাই আপনার সবচেয়ে বড় সাজা হয়ে থেকে যাবে জীবনের খাতায়। প্রতি বছর নতুন পাতায় লেখা শুরু হয়, আশা করি এই বছরের পাতাটা অন্যরকম হবে। আপনার মঙ্গল হোক।"

এই সব ভেবে গুছিয়ে বলার পর সামনের সিটে বসা পাড়ার টেনিদা জিজ্ঞেস করলো :
" আমার একটা প্রশ্ন আছে ভাই , আচ্ছা পাতাটা যদি ও ম আর (OMR) শিট হয় তাহলে কোন কালি ব্যবহার করব? "

Happy New Year 2024, সবাই ভালো থাকুন আর বোকা বোকা জোকস এ হাসতে থাকুন। এই পৃথিবীতে হাসার জন্য কার কতটা সময় কেউ জানেনা।🙏🏼

সোমক

The rose from our garden...."কত অবহেলায় অচিরেই কত গোলাপ ঝরে যায়,কিন্তু প্রতিটা গোলাপ তৈরিতে শত শত ভালোবাসা লেগে যায়।"
22/12/2023

The rose from our garden....

"কত অবহেলায় অচিরেই কত গোলাপ ঝরে যায়,
কিন্তু প্রতিটা গোলাপ তৈরিতে শত শত ভালোবাসা লেগে যায়।"

Unable to understand a single word of Jamal Kudu song? Me too😆. Horrible 'Animal'!!The lyrics of the original Iranian so...
14/12/2023

Unable to understand a single word of Jamal Kudu song? Me too😆. Horrible 'Animal'!!
The lyrics of the original Iranian song loosely translate to mean ‘Oh my darling, don't play with my heart, you are leaving and I am going crazy.’

The gist of the first two lines of the song is a girlfriend asking her boyfriend to leave her. ‘Vay Siyah Zangi Delamo Nakon Khun Vay To Rafti Safar Shodam Cho Majnun’ means do not break the heart of the one with black eyes, you left me and I became a lost cause like Majnu. ‘Hala Jamal Jamalo Jamalo Jamalo Kudu Jamal Jamalo Jamalo Jamalo Kudu’ means let the beauty shine... Just let it shine. Here Jamalo means to shine.

11/12/2023

Amulya Ratan :
Once Prince Charles invited Ratan Tata to honour him with lifetime achievement award for philanthropy at the Buckingham Palace. Columnist Suhel Seth mentioned “Everything was set. It (the award ceremony) was under the auspice of the British Asian Trust,” and recalled that he had reached London on the 2nd or 3rd of February to cover the event.

Shocked to find 11 missed calls from Mr Tata after Seth landed at the airport, a worried Seth called the former Tata chairman to hear "Tango and Tito, his dogs, one of them had fallen terribly ill,” Seth remembered Tata's word. "I can’t leave him and come,” he quoted Tata as saying.
Seth then mentioned on what Prince Charles said about Tata on hearing why he couldn’t make it to the ceremony.

“That’s a man. That’s the man Ratan is,” he quoted Prince Charles as saying.

06/12/2023

Your efforts and destiny chose you to be who you are today just like it chose the fate of a rickshaw puller, begger, janitor, hawker, luggage carrier, brick worker, garbage collector, street children, etc. you are lucky to be privileged, however, position can change anytime, your body can break anytime....your income may be gone just in the blink of an eye...so be humble and give respect to all.

Mentioned the above type of professions in post not to devalue them but to make us realise we all are same in different coloured shirts.....No work is small.. Nor the worker..

30/11/2023

যুদ্ধ নয়, শান্তি চাই??

দ্বিধা দ্বন্ধ নিয়ে অনেক
চলছি আমরা ধীরে জানি

রাজত্ব সব ঘুচলো তবু
রাজা পেলোনা খুঁজে মনের রানী

দিনের বেলা তেপান্তরে
অশ্ব ছোটার প্রবল গতি

রাত হলে সেই তো আবার
তাঁবুর ভেতর ফেরার রীতি

যুদ্ধক্ষেত্রের লাল জমিতে
ভরসা ভাসে ওই কিনারে

বিশ্বাস করার দরুন
রাজমাতা আজ কারাগারে

দূরত্ব যতই বাড়ে বাড়ুক
জেতার খিদে ঊর্ধমুখী

সব হারালেও শেষমেস আজ
হোক পরিবারের জয় ধ্বনি

সোমক

Lag Ja Gale Ki Phir Ye Hasin pal Ho Na HoShaayad Phir Is kadar Mulaaqaat Ho Na HoLag Jaa Gale ...Ham Ko Mili Hain Aaj, Y...
18/11/2023

Lag Ja Gale Ki Phir Ye Hasin pal Ho Na Ho

Shaayad Phir Is kadar Mulaaqaat Ho Na Ho

Lag Jaa Gale ...

Ham Ko Mili Hain Aaj, Ye Ghadiyaan mehenat Se

Ji Bhar Ke Dekh Liye Ham apKo Karib Se

Phir humare Nasib Men Ye Baat Ho Na Ho

Shaayad Phir Is kadar Mulaaqaat Ho Na Ho

Lag Jaa Gale ...
(Remix credit :self)

Bhai Fota or Bhai dooj (Indian ritual)... The day to celebrate the bond between brothers and sisters...partners in crime...
15/11/2023

Bhai Fota or Bhai dooj (Indian ritual)... The day to celebrate the bond between brothers and sisters...partners in crime and glory.

13/11/2023

অনেকদিন ধরেই অনেকের জিজ্ঞাসার ফলে, চন্দননগরের সম্পর্কে কয়েকটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। বিশেষত যখন এই শহরের ২০২৩ সালের জগদ্ধাত্রী পুজোর আর মাত্র পাঁচ দিন বাকি তখন আপনাদের অনেকেরই এই তথ্যগুলো বিশেষ আকর্ষণ করবে।
১) এই শহর ভারতের অন্তর্গত হয় ১৯৫২ সালে ও পশ্চিমবঙ্গের অন্তর্গত হয় ১৯৫৪ সালে। এই শহর তৈরী করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি (ব্রিটিশ নয় কিন্তু)।
২) বর্তমানে পশ্চিমবঙ্গে মাত্র সাতটি (৭) কর্পোরেশন বাহ্ পৌরনিগম আছে, চন্দননগর তাদের মধ্যে একটি, বাকিগুলো হলো কলকাতা, বিধাননগর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি ও হাওড়া।
৩)চন্দননগরের মেয়র বাহ্ পৌরপিতার নাম শ্রী রাম চক্রবর্তী ও WBCS (Exe). কমিশনার হলেন শ্রী স্বপন কুন্ডু।
৪) লোকসংখ্যা বর্তমানে আনুমানিক ২ থেকে ২.৫ লাখ এর মধ্যে সুতরাং এটি আপাদমস্তক একটি শহরাঞ্চল নাগরিক সুবিধা ও জীবনযাত্রার দিক দিয়ে।
৫) চন্দননগরের দূরত্ব কলকাতা বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার ও হাওড়া স্টেশন থেকে ৪৫ কিলোমিটার (গাড়ির রাস্তা অনুযায়ী), ট্রেনে হাওড়া থেকে ৫৫ মিনিট লাগে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ দুটো ট্রেন সাধারণত প্রতি বছর রাতের দিকে হাওড়া থেকে আসে ও ফিরে যায়। তাছাড়া অন্য সমস্ত লোকাল ও মেল / এক্সপ্রেস যেগুলো এখানে থামে তারা পুজো চলাকালীন অনেক বেশি সময় ধরেই দাঁড়ায়।
৬)চন্দননগর পুলিশ কমিশনারেট এর বর্তমান প্রধান IPS শ্রী অমিত জাগালবি। সব রকম তৎপরতার সাথেই পুলিশ তাদের দায়িত্ব পালন করে পুজোর কদিন।এই কমিশনারেট হুগলী ডিস্ট্রিক্ট এর অনেক বৃহৎ এলাকার দায়িত্বভার বহন করে।
৭) বড়ো বারোয়ারি পুজোর সংখ্যা প্রায় ১৮০, আর মাঝারি ও ছোটো পুজো অনেক। এই ১৮০ এর মধ্যে ৭০ এর মতো বারোয়ারি ছাড়পত্র পায় বিসর্জনের শোভাযাত্রাতে অংশগ্রহণ করার। এটা শোভাযাত্রা, কার্নিভাল নয় কিন্তু। মানে নিজস্বতা আছে, অনুকরণ নেই।
৮) পুজো ৫ দিনের। ষষ্ঠী থেকে দশমী ও একাদশীতে বিসর্জন। মা জগদ্ধাত্রী মা দূর্গার আরেকটি রূপ। এই পুজোতে যে আলোকসজ্জা দেখা যায় তা সারা পৃথিবী ব্যাপি প্রসিদ্ধ ও সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় (দেশ ও দেশের বাইরে) সকল উৎসব ও পার্বনে সকল মানুষের প্রথম ও একমাত্র পছন্দ।
৯) পুজো চলাকালীন বাইরের যানবাহন শহরের ভেতর প্রবেশ সাধারণত নিষেধ। গাড়ি নিয়ে এলে নাকা চেক পোস্ট এ গাড়ি রেখে, পরিচয় পত্র দেখে তবেই পুলিশ ঢুকতে দেয়। শহরের ভেতরে যেসব গাড়ি চলার ছাড়পত্র থাকে সেগুলোর পাস আগে থেকে কর্পোরেশন থেকে নির্দিষ্ট দিনে নথিভুক্ত করে আগে থেকে সংগ্রহ করে নিয়ে গাড়িতে লাগিয়ে তবেই বেরোতে পারবেন। নয়তো গাড়ি বাজেয়াপ্ত হয় এবং এটা সত্যিই হয়।
১০) পুজোর এই ৫/৬ দিন পাস বাহ্ আলাদা ছাড় আছে যে সব জানবাহনের সেগুলি ওই ভোর ৫ টা থেকে দুপুর ১ টা অবধি চলতে পারে, বাকি সময় সেগুলো চলাও নিষিদ্ধ।
আশা করি কিছুটা ধারণা দিতে পারলাম। বাকিটা এসে দেখতে হবে। 😊🙏🏼।

ভালো লাগলে আমার পেজের লিংক শেয়ার করবেন।

10/11/2023

What is Dhanteras?

According to Hindu mythology, it is believed that those who offer prayers to Lord Dhanvantari on this Dhanteras festival get relieved from all types of diseases and sufferings.Dhanvantari, who is considered the god of Ayurveda, imparted the wisdom of Ayurveda for the betterment of mankind to get rid of the suffering of disease.

The mythology says during Amrita manthan (charning of ocean), along with Dhanvantari devi, lakshmi devi & kuber also appeared.So, hindus also worship lakshmi devi and kuber along with dhanvantari devi on this day for prosperity.

Let us all refrain from the idea that today is the day to multiple our wealth and property. On a true sense to celebrate Dhanteras, it is the way to multiple our health and minimise bodily sufferings.Let us invest correctly.🙏🏼

Where Swami Vivekananda meditated for 2 days, the Vivekananda Rock, it changed the geopolitical and religious position o...
27/10/2023

Where Swami Vivekananda meditated for 2 days, the Vivekananda Rock, it changed the geopolitical and religious position of India infront of the world... It is also the last point of India in south direction..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Straight from the heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Straight from the heart:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share