13/08/2024
লজ্জা
তিল তিল করে সমাজবিরোধীদের, বহিরাগত ও অভ্যন্তরীণ জানোয়ারগুলোকে ক্ষমতা ও সাহস জোগানোর মাসুল আমাদের ঘরের বোনদের দিতে হচ্ছে। আর জি কর সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো। পশ্চিমবঙ্গের সবকটা মেডিকেল কলেজের অবস্থা একই। সমাজবিরোধী, দালাল, টাকা পয়সা খেঁকো স্বাস্থ্যকর্মী, পাহারাদার, নার্স অধিকাংশ জন অসৎ ও রাজনৈতিক আশ্রিত। এগুলো বলার কারণ প্রত্যেকদিন এই একটু একটু করে বাড়িয়ে দেওয়া সাহস, না করা প্রতিবাদ, টাকা নিয়ে বাহ ভয়ে চুপ করে সমাজবিরোধীদের অবাধ প্রবেশ করতে দেওয়া হাসপাতালে, যোগাসাজস, কলেজ প্রশাসনের চোখ বুঝে থাকা, নিজেদের শিরদাঁড়া মুড়িয়ে ফেলা, এই সব মিলিয়েই আর জি করের ঘটনা ঘটেছে বাহ ঘটাতে সাহায্য করা হয়েছে । ওই রাতের ধর্ষণ ও খুঁনটাই মৃত্যুর একমাত্র কারণ নয়। কাল অন্য কোনো মেডিকেল কলেজও যাখুশি তাই ঘটতে পারে। নিরাপত্তা বলে সত্যিই কিছু যে নেই এই মানুষের জীবনের নিরাপত্তা দেবার প্রতিষ্ঠানে, সেটা একটু খবর রাখা সব মানুষই জানেন। বাহ বলা ভালো নিরাপত্তা দেওয়ার জন্য গেটে বসা দুই / তিনজন পুলিশের লোক নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগেন। কারণ রাজনীতির রং লাগা কাউকে ধরলে বাহ সমাজবিরোধী কাউকে আটকালে কাল হয়তো তারই চাকরিটা বদলি হয়ে যাবে অনত্র। বলতে খারাপ লাগলেও আমাদের রাজ্যে সরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা অনেকটা বর্তমানের নেতা নেত্রীদের সততার মতো, হোর্ডিং জুড়ে আছে, বাস্তবে নেই।