Celeb Tune

Celeb Tune An online entertainment news channel; videos on latest and genuine Media news, movie reviews, celebrities lifestyle, television news.
(1)

Overall all the latest news that is related to the entertainment world.

Legend Superstar of Hollywood ❤️
31/12/2022

Legend Superstar of Hollywood ❤️

31/12/2022

ডিভোর্স হয়ে যাচ্ছে পরি মনি এবং রাজ এর!

সদ্য পাওয়াফুটবল কিংবদন্তী পেলে আর নেই !!
30/12/2022

সদ্য পাওয়া
ফুটবল কিংবদন্তী পেলে আর নেই !!

মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম জানান, ‘তিনি আমাকে ডিভো...
29/12/2022

মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে।

বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম জানান, ‘তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। কারণ, তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তাঁর মঙ্গল কামনা করছি।’

28/12/2022

বিচ্ছেদ হয়ে গেছে
অভিনেত্রী মম এবং পরিচালক শিহাব শাহীনের

06/12/2021

ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা #মাহিয়া_মাহি

07/07/2021

মারা গেছেন চিত্রনায়িকা সিলভী ll Actress Silvi Azmi Chandni is no more

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৬ জুলাই) সকালে তিনি বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক-প্রযোজক-অভিনেতা বিপ্লব শরীফ।
তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী আজমী চাঁদনী। শরীফ বলেন, ‘আমার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেক দিন। অবশেষে তিনি আজ সকালে মার যান।

সিলভী আজমী চাঁদনী ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বলো না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।
এছাড়াও তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।

প্রয়াত হলেন অভিনেতা দিলীপ কুমার! আজকে, ৭ জুলাই সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছ...
07/07/2021

প্রয়াত হলেন অভিনেতা দিলীপ কুমার!

আজকে, ৭ জুলাই সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

ঘরে বাইরে থেকে অভিযান শুরু, জীবনের বেলাশেষে আমাদের ছেড়ে তারা চলে গেলেন দুজনেই।সৌমিত্র চট্টোপাধ্যায়ের না থাকার বেদনার ম...
16/06/2021

ঘরে বাইরে থেকে অভিযান শুরু, জীবনের বেলাশেষে আমাদের ছেড়ে তারা চলে গেলেন দুজনেই।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের না থাকার বেদনার মাঝেই স্বাতিলেখা সেনগুপ্ত। জীবনের ওপারে যে বেলাশুরু হলো, সেই আলোতেই ভালো থাকবেন চিরন্তন জুটি।

13/06/2021

নিজের ধর্ষণ এবং হত্যা চেষ্টা নিয়ে যা বললেন
#পরীমনি

প্রথম স্ত্রী মিনু হক ও কন্যা দেবযানীর সঙ্গে হুমায়ুন ফরিদী১৯৮৩ সাল
17/05/2021

প্রথম স্ত্রী মিনু হক ও কন্যা দেবযানীর সঙ্গে হুমায়ুন ফরিদী

১৯৮৩ সাল

16/05/2021

আবারও হ্যাকড নোবেল এর ফেসবুক পেইজ এবং দেয়া হচ্ছে থ্রেট

বৃহস্পতিবার চান রাত থেকে নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ 'নোবেল ম্যান' থেকে ১ ঘণ্টায় ১১টি স্ট্যাটাস পোস্ট করা হয়। যার বেশিরভাগই বাংলা ব্যান্ডের নগরবাউল খ্যাত জেমসকে নিয়ে।

সবগুলো স্ট্যাটাসই আপত্তিকর ও কুরুচিপূর্ণ।

এর একটিতে জেমসকে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুঁড়েছেন নোবেল।

এ বিষয়ে নোবেলের বক্তব্য, হ্যাকড হলেও তার পেজটি পুরোপুরি বেহাত হয়নি, নিয়ন্ত্রণ তার হাতেও রয়েছে। তবুও নগরবাউল জেমস ও সংগীতজ্ঞ ইথুন বাবুকে নিয়ে ভেসে থাকা স্ট্যাটাসগুলো মুছে ফেলতে পারছেন না। কারণ মুছলে এর চেয়েও জঘন্যরকম স্ট্যাটাস পোস্ট করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাকে।

ভারতীয় অভিনেতা দুলকার সালমান এবং তাঁর পরিবারের ঈদ উদযাপন। ছবিতে দুলকার সালমান, আমাল সুফিয়া ও মরিয়ম।
15/05/2021

ভারতীয় অভিনেতা দুলকার সালমান এবং তাঁর পরিবারের ঈদ উদযাপন।

ছবিতে দুলকার সালমান, আমাল সুফিয়া ও মরিয়ম।

13/05/2021

Wishing Everyone Eid Mubarak 🌙

Stay Safe... Stay Home 🏡

11/05/2021

পুরানো স্মৃতি!!

প্রয়াত সোহেল চৌধুরী এবং পারভীন সুলতানা দিতির কন্ঠে গাওয়া একটি জনপ্রিয় গান...

অরুণ চৌধুরীর রচনায় ১৯৯৫ সালে প্রচারিত 'নয়ন' নাটকের দৃশ্যে সালমান শাহ ও শমী কায়সার ❤️❤️
10/05/2021

অরুণ চৌধুরীর রচনায় ১৯৯৫ সালে প্রচারিত 'নয়ন' নাটকের দৃশ্যে সালমান শাহ ও শমী কায়সার ❤️❤️

07/05/2021

শুটিংয়ে আহত পূজা চেরি

ঢাকার অদূরে টাঙ্গাইলে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন ঢালিউড তারকা পূজা চেরি। মূলত একটি মারপিটের দৃশ্যে অংশ নিতে গিয়েই আঘাত পেয়েছেন তিনি, জানিয়েছেন ছবির পরিচালক ও অভিনয়শিল্পী দুজনই।
গত সোমবার ‘মাসুদ রানা’র শুটিংয়ের জন্য টাঙ্গাইলে যান পূজা চেরি।
এর আগে গেল মার্চ মাসে চট্টগ্রামেও এই ছবির শুটিংয়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশ নেন পূজা। সেই পাহাড়ের গায়ে দড়ি বেঁধে ঝুলে ছিলেন অভিনেত্রী পূজা চেরি। দড়ি বেয়ে উঠতে আর নামতে হয়েছে তাঁকে। আট দিনের শুটিংয়ের প্রায় সব দৃশ্যই ছিল ঝুঁকিপূর্ণ। সেসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে বুক, পিঠ ও পায়ে আঘাত পেয়েছেন পূজা।
‘মাসুদ রানা’ ছবিতে প্রথমবারের মতো কোনো ডামি ছাড়াই শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।পূজা জানান, টাঙ্গাইলেও কোনো ডামি ছাড়াই মারপিটের দৃশ্যে অংশ নেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মারপিটের দৃশ্যের একটা পর্যায়ে ইউনিটের লোকজন দেখতে পান, তাঁর পা থেকে রক্ত ঝরছে। পূজা বলেন, ‘তখনই প্রাথমিক চিকিৎসা নিই। ব্যথা ছিল। তাই শুটিং কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।’
‘মাসুদ রানা’ ছবিতে সোহানা চরিত্রে দেখা যাবে পূজাকে। পূজা বলেন, ‘ছবিটি দেখে দর্শক বলবেন, পূজাই সোহানা। এখনো প্রতিনিয়ত সোহানা হয়ে ওঠার চেষ্টা করছি। “মাসুদ রানা” বাজে হয়েছে, “মাসুদ রানা” গল্পকে ধ্বংস করা হয়েছে, এগুলো বলার কোনো সুযোগই পাবেন না দর্শক।
“সুলতান সুলেমান”–এর মতোই জনপ্রিয়তা পাবে “মাসুদ রানা”।’

06/05/2021

জন্মদিনে ক্ষেপে উঠলেন ওমর সানি II আমাকে নিয়ে যারা ট্রল করে, তারা সত্যিই মূর্খ

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে আগমন নায়ক ওমর সানির। এই নায়কের জন্মদিন আজ। শুরুর দিকে টানা কাজ করলেও একটা সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি।

জন্মদিনে তিনি বললেন অনেক না জানা কথা!
তিনি বলেন, এবারের জন্মদিনটা অন্যবারের চাইতে একটু আলাদা। জন্মদিনের ঠিক আগে সৃষ্টিকর্তা আমাকে আরেক মেয়ে (ছেলে ফারদীনের স্ত্রী) আয়েশাকে উপহার দিয়েছেন। আমার জন্য সে পাঞ্জাবি কিনেছে, কেক এনেছে।
অভিনয়শিল্পী হিসেবে আমার জীবনে কোনো অপূর্ণতা নেই। জীবন চলার পথে মৌসুমীর মতো সুন্দর মনের একজন মানুষকে পেয়েছি। আমি অনেক ভাগ্যবান।
তিনি আরও বলেন আমাকে নিয়ে Facebook এ যারা অহেতুক ট্রল করে, তারা সত্যিই মূর্খ। ক্ষেত্রবিশেষে এদের আমি অসুস্থও মনে করি। যেকোনো তারকাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তারা আলোচনায় থাকতে পছন্দ করে। এখন আবার ইউটিউবারের অভাব নেই। তারা তারকাদের নিয়ে ইউটিউবে কনটেন্ট বানিয়ে ব্যবসা শুরু করেছে। তাই তাদের নিয়ে আমার কোনো আগ্রহ নেই।

05/05/2021

বিল গেটস এবং মেলিন্ডার না জানা কথা

টুইটারে বিল গেটস জানিয়ে দিলেন, মেলিন্ডার সঙ্গে ২৭ বছরের বিবাহিতজীবনের ইতি টানার খবর। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী দম্পতির প্রেম, বিয়ে ও দাম্পত্যজীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা জেনে নেওয়া যাক।
যেভাবে প্রেমের শুরু
কাজের সুবাদেই মেলিন্ডা আর বিল গেটসের পরিচয় হয়। ১৯৮৭ সালে মাইক্রোসফট করপোরেশনে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন মেলিন্ডা। তখনই তাঁদের প্রথম দেখা। বিল গেটস তখন মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও)। কিছুদিন পর মেলিন্ডাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেন বিল গেটস। শুরুটা হয়েছিল এভাবেই। এরপর সাত বছর চুটিয়ে প্রেম করেছেন দুজন। এক তথ্যচিত্রে বিল গেটস বলেন, ‘আমরা একে অপরের খুব খেয়াল রাখতাম। তখন আমাদের সামনে দুটি সম্ভাবনা ছিল। হয় আমাদের প্রেমে বিচ্ছেদ হবে, নয়তো আমাদের বিয়ে করতে হবে।’
সাত বছরের প্রেমকে পূর্ণতা দিতে বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল। যদিও মেলিন্ডার মা এই সিদ্ধান্ত শুনে বেঁকে বসেছিলেন। এত বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত মেলিন্ডার মায়ের কাছে তখন ঠিক পছন্দ হয়নি। কিন্তু সেই কথায় কান না দিয়ে বিল গেটসের সঙ্গেই আংটি বদলের সিদ্ধান্ত নেন মেলিন্ডা।
ধনকুবেরের ডেস্টিনেশন ওয়েডিং
১৯৯৪ সালের হাওয়াই দ্বীপের লানাইয়ে বিল-মেলিন্ডার বিয়ের আসর বসেছিল। ম্যানিলে বে হোটেলে জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন করা হয়। আলোচিত এই বিয়েতে প্রায় ১ মিলিয়ন ডলার অর্থ খরচ করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ গোপনীয়তা চেয়েছিলেন বিল গেটস। তাই তিনি পুরো হোটেলটি ভাড়া নিয়েছিলেন। হোটেলের ওপর দিয়ে কোনো হেলিকপ্টার যাতে উড়ে যেতে না পারে, তাই ওই দিন স্থানীয় সব হেলিকপ্টার ভাড়া নিয়ে রেখে দিয়েছিলেন বিল গেটস। বিল-মেলিন্ডার বিয়েতে কোনো গণমাধ্যম যাওয়ার সুযোগ পায়নি। নিমন্ত্রিত অতিথির তালিকাও ছিল সংক্ষিপ্ত।
বিয়ের কেকের গাণিতিক হিসাব
বিয়ের দিনে ধারণ করা একটি মজার ভিডিও ঠিক ২৫ বছর পর ২০১৯ সালে এসে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মেলিন্ডা। ভিডিওটির মাধ্যমে বিয়ের সুবর্ণজয়ন্তীর বিশেষ এই ক্ষণ মনে করিয়ে দেন তিনি। ভিডিওতে দেখা যায়, বিল গেটস কী যেন এক জটিল হিসাব কষে কেক কাটছেন। আর পাশে দাঁড়ানো মেলিন্ডা হেসেই গড়াগড়ি খাচ্ছেন। কেক কাটার পেছনের ঘটনাটি ভিডিওর ক্যাপশনে লিখে দিয়েছিলেন মেলিন্ডা। ক্যাপশনে মেলিন্ডা লেখেন, ‘আমি তোমাকে বলেছিলাম, এখন কেক কাটার সময় হয়েছে। আর তুমি ভেবেছিলে, তোমাকে সেখানকার সবার জন্য সমান ভাগ করে কেক কাটতে হবে। সবাই যেন এক সাইজের কেক পায় সে জন্য তুমি দ্রুত অঙ্ক কষা শুরু করে দিলে!’
বাবা–মায়ের উপহার
বিয়ের দিন বিল গেটসের মা–বাবা নববিবাহিত দম্পতিকে দুটি পাখির ভাস্কর্য উপহার দেন। পাখির অবয়ব দুটি পাশাপাশি বসে একই দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকেই পাখির ভাস্কর্যটি বিল-মেলিন্ডা দম্পতির বাড়ির সামনেই অবস্থান করছে। ২০১৮ সালে বার্ষিক এক চিঠিতে মেলিন্ডা লিখেছিলেন, ‘আমি সব সময় এটির (ভাস্কর্য) কথা মনে রাখি। প্রকৃতপক্ষে আমরাও (মেলিন্ডা ও বিল গেটস) তো একই অভিমুখে তাকিয়ে আছি।’

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার, ফোর্বস ও চিটশিট ডটকম

24/04/2021

প্রত্যক্ষদর্শীর দাবি নোবেল মিথ্যা বলছেন!

সড়ক দুর্ঘটনার ঠিক তিন দিনের মাথায় আলোচিত ও সমালোচিত গায়ক নোবেলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী সোয়াইব বিন আহসান। গুলশান আজাদ মসজিদ কোয়ার্টারের বাসিন্দা ও শিক্ষার্থী সোয়াইব জানালেন, ‘নোবেল উল্টো দিক থেকে বাইক চালিয়ে আসার সময় ২৫-২৬ বছর বয়সী একজন সাইকেল আরোহীকে ধাক্কা দেন।’

23/04/2021

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল।

এতে তার মাথা ও কপালে ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে ভাল আছেন এই সঙ্গীত শিল্পী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি শেয়ার করেন নোবেল।

23/04/2021

বাংলাদেশী রূপালী পর্দার কমেডিয়ানরা!

আশির দশকের শেষের দিকে, খান জয়নুল,রবিউল, হাবা হাসমত,মতি,দিলদার আরো অনেকে এ দেশের চলচ্চিত্রে কৌতুক অভিনেতা ছিলেন।
সম্ভবতঃ বাংলাদেশীয় সিনেমার প্রথম দিকের কমেডিয়ান অভিনেতা। শুধু সে কমেডিয়ান নয় তাকে নায়কের সহ নায়কও বলা চলে। দেশীয় চলচ্চিত্রে ষাটের দশকে যে ক’জন কৌতুক অভিনেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম অগ্রজ এ খান জয়নুল।
খান জয়নুলের অভিনয় করারর শখ ছির ছোটবেলা থেকেই। ১৭ বছর বয়সে যখন গোপালগঞ্জের এক স্কুলে পড়তেন তখন তিনি নাটকে প্রথম অভিনয় শুরু করেন। ক্রমেই চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ হয়ে উঠেন এবং তিনি কলকাতায় চলে যান সিনেমাতে অভিনয় করার উদ্দেশ্যে। খান জয়নুল- নাম পরিবর্তন করে ‘মৃণাল কান্তি রায়’ নামে কোলকাতার কিছু সিনেমাতে ছোটখাট চরিত্রে অভিনয় করেন। দেশ ভাগ হলে চলে আসে ঢাকায়। এখানে এসে মঞ্চে নিয়মিত অভিনয় করার পাশাপাশি নাটক লেখালেখিও করেছেন। এরপর এফডিসি প্রতিষ্ঠিত হলে দেশীয় কলাকুশলীদের নিয়ে সিনেমা তৈরির প্রথম সুযোগ সৃষ্টি হলে তাতে যুক্ত হন।
ঢাকার চলচ্চিত্রে তাঁর প্রথম আবির্ভাব ঘটে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে।
একাধারে অভিনেতা, নাট্যকার ও কাহিনীকার এ মহান শিল্পী ১৯৭৬ সালের ১৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

22/04/2021

বয়সের তথ্য গোপন নাকি কোভিড টিকা না নেওয়া, কেন বাদ পড়েছেন মিথিলা!

গত ৩ এপ্রিল গ্র্যান্ড ফিনালে শেষে চ্যাম্পিয়ন হওয়া তানজিয়া মিথিলার এসএসসি সনদ, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নাম নিবন্ধনের শেষ দিনে ৩০ বছর হতে বাকি ছিল ৫ দিন! অনুষ্ঠান শেষে বিষয়গুলো সামনে চলে আসায় মিথিলাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।

বয়সের তথ্য লুকানো এবং এসএসসি সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধনের তথ্যের মিল না থাকায় মিস ইউনিভার্স বাংলাদেশ হলেও তানজিয়া মিথিলাকে নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি। শুরুতে বয়স লুকানোর বিষয়টি সামনে এলে সেটাকে যৌক্তিক মনে করছেন বাংলাদেশি আয়োজক কর্তৃপক্ষ।

কথা ছিল মিস ইউনিভার্স বাংলাদেশ যিনি হয়েছেন সেই তানজিয়া মিথিলা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে অংশ নেবেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশি আয়োজক কর্তৃপক্ষ জানায়, দেশে লকডাউন অবস্থা বিরাজমান থাকায় সময় স্বল্পতা ও যথাযথ প্রস্তুতিতে ঘাটতির কারণে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান মিথিলার নাম প্রত্যাহারের জন্য আবেদন জানায়। সেই আবেদন মিস ইউনিভার্স কর্তৃপক্ষ গ্রহণও করেছে।’

Source: Internet

19/04/2021

একজন প্রকৃত শিল্পী! মনুষ্যত্বের দায়, সামাজিক দায়, যাকে বলে জনমানুষের শিল্পী, একজন বীর মুক্তিযোদ্ধা! মায়ের মতো ভূমিকা রূপ অভিনয়, নান্দনিক সুন্দর সত্যের এক অসাধারণ সাবলিল স্বাভাবিক মানুষ যিঁনি অনন্ত কালের দৃষ্টান্ত দেশ পৃথিবীর অন্তরে অন্তরে!
সত্যের মানুষগুলো ভালো থাকুক এপারে ওপারে সবসময়!

চলচ্চিত্রাঙ্গনে আবারও একটি শোক সংবাদ !!      জনপ্রিয় চিত্রনায়ক চলচ্চিত্রের সোনালী দিনের ওয়াসীম (মেসবাহউদ্দিন আহমেদ) আর ন...
17/04/2021

চলচ্চিত্রাঙ্গনে আবারও একটি শোক সংবাদ !!

জনপ্রিয় চিত্রনায়ক চলচ্চিত্রের সোনালী দিনের ওয়াসীম (মেসবাহউদ্দিন আহমেদ) আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

17/04/2021

মিনা পাল থেকে যেভাবে হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' কবরী !!

চলে গেলেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী। করোনা আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় গতকাল শুক্রবার রাতে মারা যান রূপালী পর্দার এই অভিনেত্রী।

সত্তর ও আশির দশকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কবরীকে যতটা নিজেদের মানুষ হিসেবে ভাবতে পেরেছিলেন, ততটা হয়তো বাংলাদেশের সিনেমা জগতে অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে পারেননি।

আর সেজন্যেই 'মিষ্টি মেয়ে' নামে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি।

Source: Internet

19/03/2021

বিয়ে করে নিখোঁজ অভিনেত্রী মিম

ফোনে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী মিম মানতাসাকে। একের পর এক পাঠানো হয়েছে খুদে বার্তা। কোনো সাড়া নেই তাঁর। এই অভিনেত্রীকে নানাভাবে খুঁজে হয়রান নির্মাতা, প্রযোজক ও শুটিং ইউনিট। এ অবস্থায় শিডিউল নিয়ে জটিলতায় পড়েছে ‘১০০ তে একশো’ নাটকের শুটিং ইউনিট। মিমের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন তাঁরা। সম্প্রতি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তারপর থেকেই তিনি লাপাত্তা।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!রাজধানীর সুত্রাপ...
20/02/2021

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

রাজধানীর সুত্রাপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এটিএম শামসুজ্জামানের দাফন হবে রাজধানীর জুরাইন কবরস্থানে।

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Celeb Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Celeb Tune:

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Welcome to Celeb Tune

We are Celeb Tune. All of our videos are highly edited for our viewers. We are an online entertainment news channel and we make videos on latest and genuine Media news, movie reviews, celebrities lifestyle, television news basically we provide all the latest news that is related to the entertainment world. We make videos in English and Bengali Language. Our main goal is to educate and enhance the knowledge of our viewers by giving them latest news. We have a team at Celeb Tune which is fully dedicated team whose aim is to provide informative, educational and high quality latest and unique content and our team includes reporters, writers, editors, voice over artists for background commentary and we also have digital marketing professionals. Celeb Tune is one of the biggest Dhallywood, Bollywood and Hollywood entertainment channel. Celeb Tune gives you latest and interesting news as quickly as possible. Celeb Tune always tries to upload quality content on a regular basis. Celeb Tune mostly prefers quality over quantity. Celeb Tune channel posts videos related to Bollywood updates, latest news, entertainment and television news, celebrity lifestyle, celebrity unknown facts, Box office collections and many more.

Stay with us !!