11/05/2023
সার্বিক বিবেচনায় সকালের ঘুম বিপদজনক ও মারাত্মক ক্ষতিকর।
-----------------------------
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দু'আ—“اللهم بارك لأمتي في بكورها”
“হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর অংশকে বরকতময় করুন”।
”الصبحة تمنع الرزق“
“সকালের ঘুম রিযিককে বাধাগ্রস্ত করে”।
রঈসুল মুফাস্সিরীন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি. তাঁর এক সন্তানকে সকালে ঘুমোতে দেখে বলেছিলেন—
”أ تنام في الساعة اللتي تقسم فيها الرزق؟“
“তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো, যখন রিযিক বণ্টন হয়?”
যুক্তরাষ্ট্রের একদল গবেষক প্রায় পাঁচ লক্ষ মানুষের ওপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়—যারা সকালে ঘুমে অভ্যস্ত তাদের আয়ু কমে যায়, অকালে মৃত্যু হয়। আলোক আমাদেরকে হেফাজত করুন।
✍️Ashraf Ali Nezam puri