26/10/2022
গল্পটা আমার, শুধু একপক্ষীক।
জীবনটা অদ্ভুত, সংকীর্ণ
মায়াবী রোদনমাখা জর্জরিত ফ্রেমে বন্দি কিছু মুহুর্ত
কিছু সূক্ষ্ম সূক্ষ না ভোলা স্মৃতি
কিছু হাসি; কিছুটা মলিন,
কিছুটা আবার আবেগের প্রতুল ঢেউ
কিছু স্মৃতি অজান্তেই পেড়ে বসে মনে
একা একা হাসিয়ে তোলে খানিক
আবার তখনই উপলব্ধি হয় আমি একা
হাসির আওয়াজ হারিয়ে যায় মৃদু হতে হতে
চোখের পলক পড়ে না, মনস্তাপের শহরে কান্নারা ভীড় করে,
চোখে ঢল নামতে চায় বন্যার ন্যায়,
সর্বোচ্চটুকু দিয়ে তা আটকে রাখি;
হ্যাঁ, আমার তোমাকে ভালো লাগতো; এখনো তোমাকেই ভালো লাগে। কিন্তু কখনো তো বলিনি
প্রশ্রয় তো তুমিই দিয়েছিলে, মায়া জগানো কন্ঠস্বরে ডেকে
তাহলে এখন কেন অন্যের জন্যে হাসো? ঐ হাসিটা তো শুধু আমার জন্য হবার কথা ছিল;
কেন তুমি এসেছিলে অন্ধকারে মোম জ্বালাতে যদি তা কেড়েই নিতে?
আমার হাত ঝলসে যায়, বক্ষ পুড়ে হয় ছাই
কোথায় তুমি? কেন আস না তোমার খোলা চুলের শুভাস ছড়াতে?
সুখ খানী তো ওই টুকুই, তোমার হাসি মাখা মুখ;
ইচ্ছে হয় কাটিয়ে দিই কয়েক যুগ, শুধু তোমাতে চেয়ে।
তোমার সহসাতেই না বাড়িয়েছিলাম পা; জোর করেই না ধরেছিলে হাতখানা।
তবে কেন তা দিলে ছেড়ে? কেন অন্যকে আগলে নিলে?
ডায়েরিটা আমি ছিঁড়ে ফেলেছি; পৃষ্ঠা গুলোও হয়েছে দগ্ধ;
তবুও কেন ভুলতে পারি না তোমায়?
কেন চোখ বুঝলেই ভেসে ওঠে তোমার প্রতিচ্ছবি?
পাশের লোকটি তো আমি নই,
এমনটা কি হবার ছিল? তোমার কোলটা তো শুধুই আমার; আমার প্রশান্তির ঘুম পাড়ানোর কোমল স্থান যেখানে শুধু আমি মাথা রাখতাম।
কথা ছিল শুধুই আমার হাত ধরবে তুমি। তবে কেন অন্যেরে স্পর্শিলে?
কি কম ছিল তোমার আশায়? কেন ছেড়ে ঠেলে দিলে দূরে?
বেশি কিছুতো আমি চাইনি তোমায়?
হাসিটুকু পারতে দিতে।
এখনও আমি কেবল তোমার হাসিই দেখি, হোক বা সেটা অন্যের জন্যে;
ঘৃণা পোষার চেষ্টা তবুও তোমাকেই ভালোবাসি; কমবে না তা একবিন্দুও কভু।
তোমার ছবিটি আছে আজো, ড্রাইভে আপলোড দেওয়া।
যবরদস্তি করেছিলে মুছে ফেলতে। ফোন থেকে না হয় মুছলাম সেথা,
পারবে কি জোর করে মন থেকে তা মুছতে?
সাহস হয়নি সেদিন তা মুছে ফেলার; জানি না কোথায় পেয়েছিলাম শক্তি। নিজের বিরুদ্ধে গিয়েও মুছেছিলাম তোমার মুখ, কষ্টে কেঁদেছিলাম তিন রাত্রি।
অজান্তেই আপলোড হয়েছিল ড্রাইভে; আজ ঠিক এক বছর পর তাই এলো নোটিফিকেশন; ক্লিক করতেই সব স্মৃতি তাজা হলো।
মন খারাপ থাকলেও আনন্দ লাগছে; কতদিন বাদে দেখলাম তোমার হাসিখানি;
ব্যাথাতো রোজই দাও,
কি করে বোঝাবো তার যন্ত্রণা;
কোন ভুলে গেলে ছেড়ে, পাড়ি দিলে দূরে
না জানি কে দিল কূ-মন্ত্রণা।
তবে ভালো তুমি ভুলে গেছ আমায়; আমিও চাই না মনে রাখতে আর।
কিন্তু মন যে নাই আমার কবলে, বার বার ছুটিতে চায় দিকে তোমার- [Memories de 2k20]
Write Up & Photo Courtesy: Sakhawat Kamal