Daily Bogura

Daily Bogura বগুড়া সহ সারাদেশের খবর পেতে পেজে লাইক দিন If you have a news story for us, email us at : [email protected] or message us on facebook.

DailyBogura.com is a online news portal committed to bring you up-to-the minute news & featured stories from around Bogura, Bangladesh & all over the world. Overview:
Daily Bogura (ডেইলি বগুড়া) delivers up-to-the-minute information on the latest Bogura, Bangladesh, National and world News, business, sports and entertainment headlines. We have our representative across the country and world for the fastest update of unprejudiced information about the world.

17/07/2024
01/09/2023

ট্রেনে কাটা পড়ে বগুড়ার শ্যামলী হোটেল মালিকের কন্যা নিহত

29/07/2023

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

28/07/2023

রাজশাহী বোর্ডে এবারও মেধায় শীর্ষে বগুড়া

বিএনপির জনস্রোত!
28/07/2023

বিএনপির জনস্রোত!

23/07/2023

বগুড়ায়
ছু.রি.কা ঘা তে
একজন খু.ন

31/12/2022

বগুড়ায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক চোরের মৃত্যু!!!

05/09/2022

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, পরিচয় শনাক্ত ৭ জনের

05/06/2022

প্রথম সন্তানের মুখ দেখা হলো না ফায়ার ফাইটার মনিরের

31/05/2022

বগুড়ার ইয়ুথ কয়্যারের বিখ্যাত আরেকটি গান -
" হামরা বগুড়ার ছোল "
দলীয় পরিবেশনা - বগুড়া ইয়ূথ কয়্যার

17/05/2022

বগুড়ায় ফসলের ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

16/05/2022

বগুড়ার শিবগঞ্জে বিদূৎ শক করে সিজু (২২) নামের এক যুকের মৃতু্

16/05/2022

টাকার মান কমলো আরও ৮০ পয়সা

বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট২০২২ সালেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে সংস্কার করে আন্তজার্তিক ম্যাচ আয়োজনের উপযোগী ...
11/05/2022

বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

২০২২ সালেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে সংস্কার করে আন্তজার্তিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলা হবে-জানিয়েছেন বিসিবির প্রভাবশালী পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব এনাম
সূত্র-ঢাকা পোস্ট

বগুড়ার ধুনটে হিন্দু ধর্ম ত্যাগ করে এক পরিবারের ৫জন ইসলাম ধর্ম গ্রহন।                                                    ...
10/05/2022

বগুড়ার ধুনটে হিন্দু ধর্ম ত্যাগ করে এক পরিবারের
৫জন ইসলাম ধর্ম গ্রহন।

বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দিলিপ চন্দ্র দেবনাথের পরিবারের ৫ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে।
দিলিপ চন্দ্র দেবনাথ জানান, আমি ব্যক্তিগত ভাবে সনাতন (হিন্দু) ধর্মের পুরান,বেদ ইত্যাদি পাঠ করি। পাশাপাশী ইসলাম ধর্মের কুরআন হাদিস এবং নবী ও রাসুলের বানী বিভিন্ন কিতাব পাঠ ও পর্যালোচনা করি। এতে আল্লাহর একত্ববাদ ও তার প্রেরিত রাসুল এবং পবিত্র কোনআনের প্রতি গভীর বিস্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। এরপর পুর্ব পুরুষের হিন্দু (সনাতন) ধর্ম পরিত্যাগ করিয়া একজন মাওলানার নিকট পবিত্র কলেমা পাঠ করে আমি ও আমার স্ত্রী এবং তিন ছেলে ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি। আমরা গত (৮ই মে) রোববার বগুড়া নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে এফিডেভিটে মাধ্যমে দিলিপ চন্দ্রের পরিবর্তে দেলোয়ার হোসেন, স্ত্রী ঝরনা রানীর পরিবর্তে হাফেজা খাতুন, তিন ছেলে সুমন চন্দ্রের পরিবর্তে সুমন ইসলাম, দোলাল চন্দ্রের পরিবর্তে সোহেল রানা ও মদন কুমারের পরিবর্তে জুয়েল রানা হিন্দু ধর্মের নাম পরিবর্তন করে ইসলামী নাম ঘোষনা করিয়াছি। এবিষয়ে দিলিপ চন্দ্র বর্তমান নাম দেলোয়ার হোসেন বলেন, আমি সহ পরিবাবের সদস্যরা স্বেচ্ছায় স্বজ্ঞানে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করিয়াছি।

©সাংবাদিক রাশেদ

বেহুলা-লক্ষিন্দরের বাসর ঘর, মহাস্থান,বগুড়া
10/05/2022

বেহুলা-লক্ষিন্দরের বাসর ঘর,
মহাস্থান,বগুড়া

10/05/2022

30/04/2022

সৌদিআরবে আজ শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি।
তাই আগামীকাল রবিবার ৩০ রমজান এবং সোমবার ঈদুল ফিতর পালিত হবে মধ্যপ্রাচ্যে।

বগুড়ায় নবদম্পতির ‘আত্মহত্যা’ বগুড়া প্রতিনিধি:পরিবারকে না জানিয়ে ভালবাসার সম্পর্কের চূড়ান্ত রূপ দিতে সোমবার বিকেলে প্রেমি...
22/03/2022

বগুড়ায় নবদম্পতির ‘আত্মহত্যা’

বগুড়া প্রতিনিধি:
পরিবারকে না জানিয়ে ভালবাসার সম্পর্কের চূড়ান্ত রূপ দিতে সোমবার বিকেলে প্রেমিক সবুজ মিয়া (২১) বিয়ে করেন প্রেমিকা মার্জিয়া জান্নাতকে (১৮)। কিন্তু তার কয়েকঘণ্টা যেতে না যেতেই ‘আত্মহত্যা’ করেন এই নবদম্পতি।

অভিযোগ উঠেছে, দিনমজুর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মানতে পারেনি জান্নাতের পরিবার।

সোমবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, নববিবাহিত সবুজ উপজেলার দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। আর মার্জিয়া মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। নামুজা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা তুলনামূলকভাবে অবস্থা সম্পন্ন।

প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

কিন্তু মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় সেখান থেকে জোরপূর্বক মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, রাত ১০টার দিকে নিজ নিজ বাড়িতে সবুজ এবং মার্জিয়া আত্মহত্যা করেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

23/02/2022

বগুড়ার শেরপুরে ৪ বছর এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

23/02/2022

ব্রেকিং নিউজঃ

★ বগুড়ায় পর্নো ভিডিও তৈরি করতে গিয়ে ২ পর্নো নায়িকা ও ৩ পর্নো নায়ক সহ RAB এর হাতে ৫ জন আটক

21/01/2022

২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

17/01/2022

শিবগঞ্জে লুঙ্গিতে আলু ঘাটি ভরাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ !! সাবেক ইউপি সদস্য সহ ৩ জন আহত। হাসপাতালে ভর্তি

16/12/2021
07/12/2021

মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

06/12/2021

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

17/11/2021

আদমদীঘির একটি গ্রামে ব্যতিক্রম নবান্ন উৎসব, সকাল হতেই ৯২মণ গরু-মহিষের মাংস বিক্রি শেষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সালগ্রাম নামে একটি গ্রামে ব্যতিক্রম নবান্ন উৎসব পালন করেছেন গ্রামবাসি। গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার ওই গ্রামে বড় আকারের ৫টি মহিষ ও ২১টি গরু জবাই করে প্রায় ৯২ মণ মাংস সকাল ৮টার মধ্যেই বিক্রি শেষ হওয়ার এক চা ল্যকর খবর পাওয়া গেছে। এছাড়া সকাল থেকেই গ্রামের রাস্তার ফাঁকা জায়গায় নবান্ন উৎসব মেলা বসেছে। অনেকেই মাংস না পেয়ে আদমদীঘি সদরে কসাই পট্রিতে ভীড় জমায়।

সরজমিনে দেখা গেছে, সেখানে নবান্ন উৎসবের ধুম পড়েছে। এ উপলক্ষে পাড়ায় পাড়ায় শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন ও রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। আদমদীঘি উপজেলার মধ্যে একমাত্র সালগ্রামেই প্রতি বছরই পালন করে আসছে ব্যতিক্রম এই নবান্ন উৎসব। ওই গ্রামে রাস্তার দুই ধারে বিভিন্ন ফাঁকা জায়গা দখল করে চুড়ি ফিতা, মিষ্টি, খেলনার দোকানসহ মেলা বসেছে। এই উৎসবে বড় আকারের ৫টি মহিষ ও ২১ টি গরু জবাই করে প্রায় ৯২ মণ মাংস গভীর রাত থেকে সকাল ৮টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। সালগ্রামের ৮৭ বছর বয়সের বৃদ্ধ অছিম উদ্ধীন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা, রইছ উদ্দিন, আলতাফ আলী খাঁসহ অনেকেই জানান, তাদের এই নবান্ন উৎসব প্রথা প্রায় দুই‘শ বছর আগে থেকেই চলে আসছে। ওই গ্রামের বয়োবৃদ্ধ শিশু নারীসহ প্রায় ৯ হাজার নারী পুরুষের বসবাস হলেও এই নবান্ন উৎসবে মেয়ে জামাইসহ দুর দুরান্ত থেকে হাজার হাজার আত্মীয় স্বজনদের সমাগম ঘটানো হয়। এযেন একটি অন্যরকম নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে জনপ্রতিনিধিদের আগমনে সমগ্র গ্রামবাসি যেন একত্রিত হয়ে ঈদের আমেজকেও হার মানায়। এছাড়াও উপজেলার অন্যান্য গ্রামে স্বপ্ল পরিসরে নবান্ন উৎসব পালন করা হয়।

02/11/2021

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ১ টারদিকে নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর ব্রীজের পূর্বপার্শ্বে চাকলমা গামী পাকা রাস্তায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক নুর আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের জামাল হোসেনের ছেলে মনির হোসেন (২০)।

তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতির আলামত উদ্ধার করে থানা পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার ২ নভেম্বর বিকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

13/10/2021

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র আবিরের মৃত্যু

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির হোসেন আকাশ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার শহরের মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবির মালগ্রাম জিলাদার পাড়ার বেলাল হোসেনের ছেলে। আবির এবার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

আবিরের চাচা শামীম হোসেন জানান, পাড়ার কয়েকজন বন্ধু মিলে খান্দার এলাকায় মেডিকেল সড়কে ব্রিজের নীচে ডোবায় মাছ ধরতে যায়। তারা বৈদ্যুতিক পাম্প দিয়ে ডোবার পারি নিষ্কাশন করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় আবির ডোবার পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আবিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Daily Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bogura:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share