06/03/2024
SCC No : 164
From:চেনা হলেও কত্তো অচেনা
(Dandelion কিংবা
একটা ম্যাপল পাতা🍁)
To:Hasibur Rahman Himel
সুন্দর দিনগুলা তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই না প্রিয়?স্মৃতি গুলা থেকে যায় আর স্মৃতির বোঝা খুব ভারী।একসময় তোমায় চিনতামও না হঠাৎ জীবনে তোমায় পাওয়া।"পাওয়া" শব্দটা বেমানান,বললে ভুলও হবে আসলে তোমায় তো পাইনি কোনোদিনও।কোভিড টাইমে তোমারে প্রথম দেখা একটা রঙিন বিকালবেলায়।এত্তো এত্তো মানুষের ভীড়ে তুমি যে আমার বড্ড প্রিয় কেউ।তোমায় একটু দেখার জন্যে কত্তো বাহানা কত্তো কি করতাম ; দেখতেও পেতাম।কখনো কাঠফাটা রোদে বাসায় ফেরার সময় একপলক দেখা,কখনো বা পড়ন্ত বিকালে রোডে বাইক নিয়ে তোমার শো করে ছুটে যাওয়া আবার কখনো খুব সকালে হুটকরেই তোমারে দেখতে পাওয়া।সবই যেন এক একটা সুন্দর স্বপ্ন,সুন্দর স্মৃতি।এখন বসন্তকাল,এমনি কোনো এক বসন্তে সিডঘরের কাছে নাম না জানা ফুল নিতে গিয়ে তোমায় আবারো দেখা।সিডঘরের রোডে সুন্দর বকুল গাছটা ঐটাও আমার খুব প্রিয়।একদিন ঐখানে তোমার চোখে চোখও পড়েছিলো তুমি চিনতেও পারোনি।এক স্বপ্নের মতো জীবনে তোমার আগমন।একটা গান আছে না,"তখন তোমার একুশ বছর বোধহয়,আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়"।এই গানটা তোমার আর আমার ক্ষেত্রে আংশিক সত্য হয়তো।তোমার আলাদা জগৎ আছে,আছে আলাদা,আলাদা প্রিয় মানুষ,আছে তোমার প্রিয়রাও,তুমি তো সবার কাছেই প্রিয়,প্রিয় হয়েই থেকো সব সময়।আমার ঝাপসা চোখে "তোমার চোখ দুইটা সবচেয়ে সুন্দর সবচাইতে"।জানো তো "মেঘেরা সুন্দর প্রেমিকের চোখের মতোন"।এতো দিন পরও,এত্তো এত্তো কিছু পরও তুমি আমার কাছে এক অমোঘ সত্য,বড্ড প্রিয় কেউ।খুব আক্ষেপ হয় তোমায় পেয়েও পাওয়া যে হলো না প্রিয়।
সময়ের আবর্তনে এখন অনেক অনেক দূরে আমার ঠিকানা।মন হাজার বার চাইলেও তোমারে আমার এই ঝাপসা দুই চোখ একটু দেখতে পায় না।এমন দূরত্বে আজ বসবাস।আচ্ছা,তুমি যদি আমার,ঠিক আমার...ই হতে তাহলে কি এমন ক্ষতি হতো??? বলতে পারো কি???
আমি মানুষটা অনেক অনেক আর অনেক খারাপ কি😊...!
সবাই তোমায় অনেক ভালোবাসে সবার lovies তুমি।আমার এই ভালোবাসার দাম তোমার লাইফে নাই আমি ভালো করেই তা জানি।
ভালো লিখতে পারি না,ভালো বলতেও পারি না। তোমায় নিয়ে যা লিখলাম হয়তো অনেকে ভাববে মেকি/ভান কিংবা ছলনা করা।তবে আমার অন্তর-আত্মা জানে এর সত্যটা কি পরিমাণ।
ধরো এমন যদি হতো,,হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসের জনপ্রিয় দুই চরিত্র আমরা।তুমি আমার হিমু,,আমি তোমার রূপা।
হিমু কি রূপার কাছে আসবে না...?
এমন তো হয়ই,,,জনশ্রুতিও আছে,"The world wasn't ready for Heer & Ranjha..."
মানুষ হয়তো হাসবে,নাকও উঁচু করবে;করুক।দুই দিনের এই দুনিয়ায় কত্তো স্মৃতি জমা হয়।
তোমারও মনে আছে হয়তো,আমার তো মনে আছেই।
প্রিয় মানুষের সাথে সব-সময় ভালো থাকো এই কামনা করি প্রিয়।তোমারে আমি যে নামে ডাকি/চিনি তা একান্ত আমার থাকুক,আমার...ই থাকুক।কারো চোখ না পড়ুক তোমার এই নামে।সময়ের সাথে সাথে কত্তো কি পরিবর্তন হয়।মনও তার ব্যতিক্রম নয়।জানো,,আমার মনটাই হইলো না পরিবর্তন😊।
আমার প্রথম প্রিয়,প্রিয়রা(আমি বলি),আমার ভালোবাসা(আমার মন আজও বলে)আমার এই প্রিয় তুমি...
ভালোবাসার সাথে থাকো,থাকো প্রিয়দের সাথে,সুখময় হোক তোমার জীবন।
এক/দুইটা লাইন সবাই লিখতে পারে।তবে মন থেকে লিখে কয়জন??
আমি না হয় এত্তো দূরে থেকে মন থেকেই কয়েকটা লাইন লিখলাম কেমন...
পরিশেষে "তাহার অন্তরে জায়গা না পাইলেও; তিনি আমার সমগ্র হৃদয় জুড়িয়াই আছেন...
না পাওয়া প্রিয়,,,,বড্ড ভালোবাসি।
💜🌸💜