Sarishabari Crush & Confessions

  • Home
  • Sarishabari Crush & Confessions

Sarishabari Crush & Confessions ক্রাশ খাওয়ার ঘটনাবলি Message এ জানান-

01/01/2025

Happy New Year 🙈🫠

28/10/2024

আমার প্রিয় চা ওয়ালা ,আমি তোমার হাসিনা বলছি। তোমার চা বানানোর ভিডিও দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে তুমি কবে এই দেশ থেকে নিয়ে যাবে ,ওগো আমার চা ওয়ালা 🤤

🥹🙈
06/10/2024

🥹🙈

25/09/2024

সরিষাবাড়ি গার্লস হাই স্কুল এন্ড কলেজ ছুটির পর 🙂

30/08/2024

SCC No - 172

To :monisha rahman
From: apnar prio akjon
হে!সুন্দরীতমা,আপনি আপনাকে আমার ভালো লাগে কেন? বলুন তো!ভালোলাগার জন্য হয়তো কোনো কারন লাগে,হুট করেই ভালোলাগা শুরু হয়ে যায়!আপনি যেমন সুন্দর, আপনার কন্ঠ ও তেমন ই সুন্দর! আপনাকে আমার ভীষণ ভালোলাগে!আমার ইচ্ছে কি জানেন,আপনার আমার যদি কখনো দেখা হয়!আপনি আমার হাতে হাত রাখবেন আর দুজনে ঘুরে বেড়াবে!মনে রাখবেন কিন্তু! আর আপনি সব সময় ভালো থাকুন এই প্রত্যাশা করি 🌻
I hope this letter finds you well. I wanted to take a moment to express my admiration and appreciation for you.

The first time I saw you, I was struck by your beauty and grace. As I've had the opportunity to get to know you better, I've come to appreciate your intelligence, kindness, and sense of humor. You have a way of brightening up my day, even when I'm feeling down.

I know we haven't had a chance to speak much, but I wanted to let you know that you have made a lasting impression on me. I find myself thinking about you often and wishing I had the courage to express my feelings to you.

I understand if you don't feel the same way, but I couldn't keep these feelings to myself any longer. I wanted you to know that I have a crush on you, and I would be honored if you would give me the chance to get to know you better.

দীর্ঘ ১৬ বছরে সরিষাবাড়ি একটা ট্রেন ছাড়া আর কিছুই পায়নি।তারপরও এটা কেড়ে নিবে। সরিষাবাড়ি বিরুদ্ধে এমন চক্রান্ত রুখে দাও প্...
28/08/2024

দীর্ঘ ১৬ বছরে সরিষাবাড়ি একটা ট্রেন ছাড়া আর কিছুই পায়নি।তারপরও এটা কেড়ে নিবে। সরিষাবাড়ি বিরুদ্ধে এমন চক্রান্ত রুখে দাও প্রিয় সরিষাবাড়িবাসী।


প্রিয় সরিষাবাড়ী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমাদের ট্রেন ফিরিয়ে দাও।।রেলওয়ের অব্যবস্থাপনা বিদায় নাও ✊
আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস - Jamalpur Express 799/800 ও ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে এবং অবিলম্বে ট্রেন দুটি পুনরায় চালু করা সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
স্থানঃ সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গল
তারিখঃ ২৮ শে আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা।
সার্বিক পৃষ্ঠপোষকতায় ও আয়োজনে-
প্রিয় সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণ।
সরিষাবাড়ীর আপামর জনসাধারণ, ছাত্র-জনতা সহ সকল শ্রেনীপেশার মানুষ দলে দলে যোগদান করুন এবং শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করুন।
ধন্যবদান্তে-
অ্যাডমিন প্যানেল
প্রিয় সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ

সরিষাবাড়ি শিমলা বাজারে অবস্থিত  আমাদের কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার নিয়ে দুইটা কথা বলি,।শিমলা বাজারের নামকরা আর  প্রসিদ্ধ ...
21/06/2024

সরিষাবাড়ি শিমলা বাজারে অবস্থিত আমাদের কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার নিয়ে দুইটা কথা বলি,।
শিমলা বাজারের নামকরা আর প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান
কালাচাঁদ মিষ্টান্ন।
তার দোকানের মিষ্টান্ন চাহিদা ভালোই তা সকলের জানা
এখন ঈদের টাইম এখন আরো বেশি।
এখন আসি মূল কথায় গত দুইদিন আগে ছোট বোন আমাদের বাসায় আসার সময় কালাচাঁদ মিষ্টান্ন থেকে মিষ্টি আর দই নিয়ে আসে,, সেই মিষ্টির ভেতরটা শক্ত যা খাওয়ার সময় উপলব্ধি করা যায়।।
আর দই যা ছিলো টক মিষ্টি দইয়ের টক সাধ যা দইয়ের নিদিষ্ট স্বাদে ছিলো বিদঘুটে।
আজ আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে একটা খাওয়ার আয়োজনের প্রয়োজন হওয়া টকদই নিতে কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারে গেলে তারা ২শ ৮৮গ্রাম টকদইয়ের দাম রাখে ১০০টাকা সেই হিসাব করলে ১ কেজি টকদই হয় ৪০০ টাকা, ভাবা যায় ব্যাপার টা??
তার পর সেই দই ফেরত দিয়ে পাসের একটা দোকান থেকে ১কেজি টক দই নেই ১৫০ টাকা দিয়ে ব্যাপার টা কি ভাবার মত না?? মানলাম তাদের খাবারের মান ভালো তাই বলে কি এতো দামের পার্থক্য তা মানা যায়??
তারা নামকরা বা প্রসিদ্ধ দোকানি হওয়ায় কি এই ভাবে ব্যাবসা করবে??
এটা কি যুক্তি যুক্ত? নাকি আমরাই তাদের মানহীন পন্য বেশি দামে কিনে তাদের প্রসিদ্ধ করছি???

18/05/2024

প্রত্যেকটা মানুষ তার প্রিয় সবকিছুকেই ভালোবাসে।সেটা হোক তার প্রিয় মানুষ বা প্রিয় জায়গা বা প্রিয় জন্মভূমি! 🌿🥰

ধন্যবাদ Mir Mohammad Abir এত সুন্দর একটি মুহূর্ত ধারণ করার জন্য। 😊

সবাই টাইমলানে শেয়ার দেই। Mention দেই। 🥰

Promote Post..

17/05/2024

নিজেকে যখন আপনি বড় মনে করবেন তখনই আপনার পতন ঘটবে। 😊

সম্মান দিয়ে কথা বললে , আপনিও সম্মান দেওয়া শিখুন।

ধন্যবাদ।

SCC No : 171From: tumar school er senior...To: Moon.....💛জীবনের প্রতিটি জিনিস কিছু না কিছুর বিনিময়ে পেতে হয়....আমার কাছে...
13/05/2024

SCC No : 171

From: tumar school er senior...
To: Moon.....💛
জীবনের প্রতিটি জিনিস কিছু না কিছুর বিনিময়ে পেতে হয়....
আমার কাছে কেবলমাত্র তোমার মুগ্ধতা ছাড়া আর কিছুই নেই যার বিনিময়ে আমি তোমায় পাবো.........!💛🙃

SCC No - 170From:স্পেশাল কেউ একজনTo:Jibon Khan❤️❤️তথ্য সূএে জানতে পারছিপড়াশোনা:ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর ডিপার...
07/05/2024

SCC No - 170

From:স্পেশাল কেউ একজন
To:Jibon Khan❤️❤️
তথ্য সূএে জানতে পারছি
পড়াশোনা:ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর
ডিপার্টমেন্ট:ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
গ্রামের বাড়ি:জামালপুর,সরিষাবাড়ী এর চেয়ে বেশি কিছু জানি না।
১ম দেখা বিএনসিসি ক্যাম্পে।
কেমন আছেন?হয়তো বা ভালোই আছেন সিনিয়র।আপনাকে সব সময় ফলো করি।ফ্রেন্ড লিস্টে না রাখলে কী হবে ফলোয়ার লিস্টে তো আছি।ফেসবুকে খুব রোমান্টিক পোস্ট করেন তার মানে প্রেম কী করেন🤔বার বার বলার চেষ্টা করেছি কিন্তু পারি নি।আপনাকে সাভার রেজিমেন্টাল ক্যাম্পে ১ম দেখেছিলাম।আপনাকে দেখার জন্য মন সবসময় ছটফট করে💔
মন চায় সারাক্ষণ দেখি।বিএনসিসি করলে হয়তো আবার কোন ক্যাম্পে দেখা হতো।জানি না কখনো দেখা হবে কী না😥
কিন্তু অনেক মিস করি😌
ভালোবাসি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি❤️
ক্যাম্পে সিনিয়র ছিলেন বলে বলার সাহস পাই নি😔
#স্পেশাল ম্যাসেজ: ক্যাম্পে আপনার বানানো শরবতটা খুব মিস করি☺️
ভালো থাকবেন,নিজের খেয়াল রাখবেন।

SCC No :169 নাম: জানি না🖤(জিজ্ঞেস ও করার সুজগ ও  পেলাম না)কলেজ: এইচএসসি দিবে বা দিয়েছে। এমন তারা কথা বলছিল।আমি ঢাকাতেই থ...
30/04/2024

SCC No :169

নাম: জানি না🖤(জিজ্ঞেস ও করার সুজগ ও পেলাম না)
কলেজ: এইচএসসি দিবে বা দিয়েছে। এমন তারা কথা বলছিল।

আমি ঢাকাতেই থাকি,মাঝে মাঝে গ্রামের বাড়ীতে বেরাতে যাওয়া হয়,প্রতিবারের মত এবার ও গিয়েছিলাম।কিন্তু সেই মুহুর্ত গুলো অন্যসব বার এর মত ও হতে পারত,কিন্তু হলো একদমি তার বিপরীত।আমি গ্রামে গেলে বেশি থাকা হয়ে উঠে না,যেইদিন ঢাকাতে চলে আসব,সেইদিন খুব আগেই মনে হয় বেরিয়ে পরলাম,ট্রেনে করেই ঢাকা আসা হয়ে থাকে,তারাতারি বের হওয়া হয়ত, তোমার সাথে দেখা হওয়ার ও কারন ছিল! পপুলার বসি,তারিখ ছিল:২৮এপ্রিল🌸❤️‍🩹 তখনি আমার সেই অচেনা মানুষ,তার বান্ধুবীদের নিয়ে আসে,আমরা তখন পাস্তা খাচ্ছিলাম,আমাদের পাশের টেবিলেই তারা বসল,হটাত করে অচেনা একজন মানুষকে দেখে এত চেনা লাগছিল যে তার সাথে অনেক দেখা হয়েছে,বা তার সাথে আমি দেখা না করে থাকতেই যেনো পারবো না,অনেক বার নিজের অজান্তেই তার দিকে আমার চোখ যাচ্ছিল,
জানিনা আমাকে তুমি খেয়াল করেছো কিনা,তবে আমার লুকিয়ে লুকিয়ে তোমার সব মুহুর্ত গুলোই আমার এখন শুধুই মনে গেথে আছে।তোমার মনে পরে,যখন তুমি চলে যাচ্ছিলে তুমি রাস্তার ওই পাশে তোমার বান্ধুবীদের সাথে ভেন এর অপেক্ষা করছিলে,তখন ওই তোমার চলে যাওয়ার মুহুর্ত খুবিই খারাপ অনুভূতি দিচ্ছিল,মনে হচ্ছিল তোমাকে না হারিয়ে ফেলছি,তুমি যখন ভেন গাড়িতে উঠৈ পরলে বার হারানোর ভয়, নিজের অজান্তেই নাড়া দিচ্ছিল।

তোমাদের ভেন এর পিছনেই আমরা ভেনে যাই,আরেকটু সময় এর জন্য হলে ও তোমাকে দেখতে,
আমি জানি তুমি এই লিখা দেখলে চিনতে পারবে।আমি ওই ৩জন ছেলের ভিতর একজন ছিলাম।

আসলে কি জানো প্রমে পরলে হয়ত, তোমাকে ভুলে যেতে পারতাম,না ভেবে থাকতে পারতাম।
আমি না তোমার সেই মায়াতেই আটকে গেছি।

যদি আমার এই লেখা কখনো তোমার সামনে আসে,একটু না হয় খবর নিও🖤🌸 অপেক্ষাতেই থাকবো

অচেনা সেই ছেলে🖤🌸

SCC No : 168From :Sometimes your eyes meet mine. I am that Person To: sadman shahriar sakib      প্রিয় অনেক দিন ধরেই তোম...
26/04/2024

SCC No : 168

From :Sometimes your eyes meet mine. I am that Person
To: sadman shahriar sakib

প্রিয় অনেক দিন ধরেই তোমাকে ভালোবাসি। হোক না এক তরফা ভালোবাসা ।তবে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না । মনের কথা সবসময় লুকানো যায় না।
সেই কবে থেকে তোমাকে চিনি।ভালো লাগে 😔
কী করেই বা জানাবো?তুৃমি তো অন্য কাউকে চাও।হয়তো সে তোমাকে চায় না।আর এদিকে আমি তোমাকে চেয়েও পায়নি।দেখো,কী অদ্ভুত আল্লাহর লীলা!তাই দূর থেকেই ভালোবেসেছি তোমাকে।তোমার মধ্যে তেমন কোনো অসাধারণত্ব আমি দেখিনি। তবুও ভালোবাসি সাধারণ তুমিটাকেই।
হৃদয়ে থাকা আবেগ অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না। বুজে নিতে হয়। হয়তো আমার আবেগ অনুভূতি -ভালোবাসাও কখনো তোমার কাছে প্রকাশিত হবেনা।শুধু এতটুকুই জেনো পৃথিবীর কোনো এক প্রান্তে বসে রোজ কেউ তোমার জন্য দোয়া করে। ভালোবাসা সুন্দর ঠিক লাল গোলাপের মতে।তুমি আমার সেই লাল গোলাপ যাকে নিরন্তন পাহারা দেয় এক কাঁটার বাগান। যে-ই কাঁটার বাগান পেড়িয়ে হয়তো কোনোদিন তোমায় ছোঁয়া হবে না। তবুও তুমি আমার বড্ড শখের...🌸
আপনাকে দেখার মাঝে আমার এক আকাশ পরিমাণ তৃপ্তি,ভালোবাসি আপনাকে যেমন মানুষ দূর থেকে চাঁদকে ভালোবাসে
আড়ালে থেকে মায়ায় জড়ানো মানুষগুলোর প্রতি ভালোবাসা কখনো কমেনা সবসময় বাড়তে থাকে হয়তো সুখ হয়ে নয়তো দুঃখ হয়ে,আপনি আমার সুখও নন আবার দুঃখও নন, আপনি আমার কল্পনায় বিচরণ করা একমাত্র মানুষ যেখানে আপনি একান্তই আমার
আপনাকে অসম্ভব ভালোবাসি 🙂
আপনার প্রতি থাকা মুগ্ধতা আমার কখনই শেষ হবে না
দোয়া করি সবসময় ভালো থাকবেন🤍🤍

From: জুনিয়র To:  Rashid আপনাকে সেই কোচিং লাইফ থেকে ভালো লাগে আমার 🤭 অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ আপনি তাই সাহস করে ক...
24/04/2024

From: জুনিয়র
To: Rashid
আপনাকে সেই কোচিং লাইফ থেকে ভালো লাগে আমার 🤭 অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ আপনি তাই সাহস করে কখোনো কথা বলা হয়নাই আপনার সাথে।প্রায় ই আপনার কোচিং অটোর সামনে বসে যেতাম।কিন্তু মাঝখানে আপনি ক্লাস টেন পাস করে চলে যাওয়ার পর আর খুঁজে পাই নাই আপনাকে🙂 একদিন হঠাৎ ই ট্রেনের মধ্যে আপনার সাথে দেখা।সেটা আবার ৬ বছর পর।মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করা শুরু করে দিলো।আবাও সেই পছন্দের আপুটাকে খুজে পেলাম।অবশেষে সাহস করে বলেছিলাম, কেমন আছেন আপু😇 কিন্তু আপনি আমাকে চিনতেই পারেন নি😞।যখন শুনলাম আপনি ময়মনসিংহ থাকেন আরও মনের মধ্যে লাড্ডু ফাটলো কারণ আল্লাহর রহমতে আমিও এগ্রিভার্সিটিতে ঐ বছর চান্স পয়ে যাই।অনেক কষ্ট করে আইডি টাও খুজে বের করেছিলাম আপনার।কয়েকবার রিকুয়েস্ট পাঠানোর পরও আপনার সাড়া পাই নাই🙂 কিছুদিন পর পর আইডি স্টক করতাম আর রিকুয়েস্ট ক্যাস্নেল করে আবার রিকুয়েস্ট দিতাম যাতে আপনার চোখে পড়ে কিন্তু আফসোস!! আপনি এক্সেপ্টই করলেন না আমার রিকুয়েস্ট।কিছুদিন বিরতি নিয়েছিলাম ফেসবুক থেকে। আজকে খোলার পর, হঠাৎ ই আপনার আইডি স্টক করতে গিয়ে হতাশ হয়ে গেলাম আমি।প্রোফাইলটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি 🙃। এই জুনিয়রের না বলা কথাটা আর বলাই হলো না।সত্যি বলতে আপনি আমার দেখা সেরা একজন মানুষ।আপনাকে অনেক পছন্দ করতাম আপু।আগের মতোন এখনও দূর থেকেই দেখে যাবো😥
ইতি
আপনার অচেনা জুনিয়র 😪

SCC No 166প্রিয়, আশা করি ভালো আছো! আমাকে চিনবে না, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। তোমার চিন্তায় নিজেকে এতটাই মগ্ন করেছি যে...
28/03/2024

SCC No 166

প্রিয়,
আশা করি ভালো আছো!
আমাকে চিনবে না, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। তোমার চিন্তায় নিজেকে এতটাই মগ্ন করেছি যে তোমাকে ভালোইবেসে ফেলেছি। প্রথম দেখেছিলাম সেদিন বাজারে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে, দেখে ক্রাশ খেলেও তেমন পাত্তা দেই নি। তবে স্বরস্বতী পূজায় যখন তোমাকে দেখেছিলাম মনে বসে গিয়েছিলে, তারপর প্রায়ই তোমাকে বাজারে দেখতে দেখতে ভালো লেগে যায়! 🥰 তখন থেকেই বেশ কিছুদিন ধরে... না, বেশ কয়েক সাপ্তাহ ধরেই তোমার উপর নজর রাখছি...! লোক লাগিয়ে তোমার নাম, কি করো, কোথায় থাকো এসব তথ্য জানতে পেরেছি। তোমার আইডিটাও সংগ্রহ করেছি। আইডিটা ঘুরে ভালোবাসা টা আরেকটু বেড়েই গেছে বোধহয়। তোমাকে ফ্রেন্ড রিকুয়েষ্টও পাঠিয়েছি কিন্তু এক্সেপ্ট করোনি। সামান্য ভালো লাগা থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। বিশেষ করে তোমার হাসিটা! মুগ্ধতা নিয়ে সেই হাসি সারাজীবন দেখে কাটিয়ে দিতে পারবো! 😌
আশা করি, ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করবে! ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল নিও! 🤗

ভালোবাসি প্রিয়! 🖤

ইতি,
অরুণিমা

23/03/2024
SCC No : 165From: আমাকে তুমি জীবনেও চিনবা না এমন একজন।To: Arpitaপ্রথমেই বলতে চাই তোমাকে আমার খুব ভয় লাগে। হয়তো এজন্যই কখ...
10/03/2024

SCC No : 165

From: আমাকে তুমি জীবনেও চিনবা না এমন একজন।
To: Arpita

প্রথমেই বলতে চাই তোমাকে আমার খুব ভয় লাগে। হয়তো এজন্যই কখনো তোমার সামনে দাঁড়াতে পারি নাই। আমি জানি না আমার এই কনফেশন তুমি দেখবে কিনা কিন্তু আমি খুব সাহস নিয়ে লিখতেছি। তাই দেখলেও রাগ করো না।
আমি তোমাকে সারাজীবন ধরে শুধু দেখেই আসতেছি। তাই বুঝি তোমাকে দেখার অপেক্ষা এই চোখের সহ্য হয় না। মজার ব্যাপার হলো তোমাকে প্রথম ভালো লাগার মূহুর্ত টা অসাধারণ ছিল। আমি দেখলাম একটা মেয়ে রেল লাইনের উপর দিয়ে হাটতে গিয়ে হুট করে পড়ে গেল। তার সেই পড়ে যাওয়ার পরের মুখখানা আমার এখনো মনে আছে। যা হয়তো আমি কোনদিন ভুলতে পারবো না।
আমি যে কতটা হ্যাপি আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম আমি আর তোমার দেখা পাবো না। কিন্তু কীভাবে যে তোমার আর আমার কলেজ টা পাশাপাশি হলো তা আল্লাহই ভালো জানে। এবং আল্লাহর প্রতি শুকরিয়া যে এখন আমি তোমাকে প্রতিদিন দেখতে পাই। বাস থেকে নামার পর তুমি যে মাথা নিচু করে হাটা দেও🥲আমাকে আর দেখবাই বা কি করে? কি করে দেখবা যে একটা ছেলে তোমার দিকে কতটা ভালোবাসার দৃষ্টিতে তাকায় আছে।
আর তুমি এমন কেন করো আমার সাথে? আমি তো শুধু তোমাকে দেখতেই চাই। কিন্তু তুমি কলেজে কেন প্রতিদিন আসো না? দয়া করে প্রতিদিন আসো। ঘুম থেকে উঠতে না পারলে আমাকে বলো। আমি তোমার এলার্ম হয়ে যাবো।
আমার অনেক জমানো কথা লুকায়া আছে। আমার তো মনে হয় তুমি অনেক রাগী। পিক দিলে রাগ করবা তাই দিলাম না( অবশ্য আমার কাছে তোমার কোন পিক নাই)।
আমার কোন কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। এবং আমার কোন কথা তোমার হৃদয়ে সাড়া জাগালে এডমিনের কাছ থেকে আমার আইডি টা নিও।
আর হ্যাঁ শোনো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি।❤️

SCC No : 164From:চেনা হলেও কত্তো অচেনা          (Dandelion কিংবা         একটা ম্যাপল পাতা🍁)To:Hasibur Rahman Himelসুন্দর...
06/03/2024

SCC No : 164

From:চেনা হলেও কত্তো অচেনা
(Dandelion কিংবা
একটা ম্যাপল পাতা🍁)

To:Hasibur Rahman Himel

সুন্দর দিনগুলা তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই না প্রিয়?স্মৃতি গুলা থেকে যায় আর স্মৃতির বোঝা খুব ভারী।একসময় তোমায় চিনতামও না হঠাৎ জীবনে তোমায় পাওয়া।"পাওয়া" শব্দটা বেমানান,বললে ভুলও হবে আসলে তোমায় তো পাইনি কোনোদিনও।কোভিড টাইমে তোমারে প্রথম দেখা একটা রঙিন বিকালবেলায়।এত্তো এত্তো মানুষের ভীড়ে তুমি যে আমার বড্ড প্রিয় কেউ।তোমায় একটু দেখার জন্যে কত্তো বাহানা কত্তো কি করতাম ; দেখতেও পেতাম।কখনো কাঠফাটা রোদে বাসায় ফেরার সময় একপলক দেখা,কখনো বা পড়ন্ত বিকালে রোডে বাইক নিয়ে তোমার শো করে ছুটে যাওয়া আবার কখনো খুব সকালে হুটকরেই তোমারে দেখতে পাওয়া।সবই যেন এক একটা সুন্দর স্বপ্ন,সুন্দর স্মৃতি।এখন বসন্তকাল,এমনি কোনো এক বসন্তে সিডঘরের কাছে নাম না জানা ফুল নিতে গিয়ে তোমায় আবারো দেখা।সিডঘরের রোডে সুন্দর বকুল গাছটা ঐটাও আমার খুব প্রিয়।একদিন ঐখানে তোমার চোখে চোখও পড়েছিলো তুমি চিনতেও পারোনি।এক স্বপ্নের মতো জীবনে তোমার আগমন।একটা গান আছে না,"তখন তোমার একুশ বছর বোধহয়,আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়"।এই গানটা তোমার আর আমার ক্ষেত্রে আংশিক সত্য হয়তো।তোমার আলাদা জগৎ আছে,আছে আলাদা,আলাদা প্রিয় মানুষ,আছে তোমার প্রিয়রাও,তুমি তো সবার কাছেই প্রিয়,প্রিয় হয়েই থেকো সব সময়।আমার ঝাপসা চোখে "তোমার চোখ দুইটা সবচেয়ে সুন্দর সবচাইতে"।জানো তো "মেঘেরা সুন্দর প্রেমিকের চোখের মতোন"।এতো দিন পরও,এত্তো এত্তো কিছু পরও তুমি আমার কাছে এক অমোঘ সত্য,বড্ড প্রিয় কেউ।খুব আক্ষেপ হয় তোমায় পেয়েও পাওয়া যে হলো না প্রিয়।
সময়ের আবর্তনে এখন অনেক অনেক দূরে আমার ঠিকানা।মন হাজার বার চাইলেও তোমারে আমার এই ঝাপসা দুই চোখ একটু দেখতে পায় না।এমন দূরত্বে আজ বসবাস।আচ্ছা,তুমি যদি আমার,ঠিক আমার...ই হতে তাহলে কি এমন ক্ষতি হতো??? বলতে পারো কি???
আমি মানুষটা অনেক অনেক আর অনেক খারাপ কি😊...!
সবাই তোমায় অনেক ভালোবাসে সবার lovies তুমি।আমার এই ভালোবাসার দাম তোমার লাইফে নাই আমি ভালো করেই তা জানি।
ভালো লিখতে পারি না,ভালো বলতেও পারি না। তোমায় নিয়ে যা লিখলাম হয়তো অনেকে ভাববে মেকি/ভান কিংবা ছলনা করা।তবে আমার অন্তর-আত্মা জানে এর সত্যটা কি পরিমাণ।

ধরো এমন যদি হতো,,হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসের জনপ্রিয় দুই চরিত্র আমরা।তুমি আমার হিমু,,আমি তোমার রূপা।
হিমু কি রূপার কাছে আসবে না...?
এমন তো হয়ই,,,জনশ্রুতিও আছে,"The world wasn't ready for Heer & Ranjha..."

মানুষ হয়তো হাসবে,নাকও উঁচু করবে;করুক।দুই দিনের এই দুনিয়ায় কত্তো স্মৃতি জমা হয়।
তোমারও মনে আছে হয়তো,আমার তো মনে আছেই।
প্রিয় মানুষের সাথে সব-সময় ভালো থাকো এই কামনা করি প্রিয়।তোমারে আমি যে নামে ডাকি/চিনি তা একান্ত আমার থাকুক,আমার...ই থাকুক।কারো চোখ না পড়ুক তোমার এই নামে।সময়ের সাথে সাথে কত্তো কি পরিবর্তন হয়।মনও তার ব্যতিক্রম নয়।জানো,,আমার মনটাই হইলো না পরিবর্তন😊।
আমার প্রথম প্রিয়,প্রিয়রা(আমি বলি),আমার ভালোবাসা(আমার মন আজও বলে)আমার এই প্রিয় তুমি...
ভালোবাসার সাথে থাকো,থাকো প্রিয়দের সাথে,সুখময় হোক তোমার জীবন।

এক/দুইটা লাইন সবাই লিখতে পারে।তবে মন থেকে লিখে কয়জন??
আমি না হয় এত্তো দূরে থেকে মন থেকেই কয়েকটা লাইন লিখলাম কেমন...
পরিশেষে "তাহার অন্তরে জায়গা না পাইলেও; তিনি আমার সমগ্র হৃদয় জুড়িয়াই আছেন...
না পাওয়া প্রিয়,,,,বড্ড ভালোবাসি।
💜🌸💜

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarishabari Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share