👉চুয়াডাঙ্গা ভিজে স্কুলে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালীন খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে থাপ্পর মারলো ছাত্র!!
(সংগৃহীত)।
চা শ্রমিকদের উল্লাস
চা শ্রমিকদের উল্লাস, বেতনে এখন খুশি
সরিষাবাড়ীর পিডিবির সাথে আসলে যা ঘটেছিল তার ভিডিও
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় লাইন বিচ্ছিন্ন করেছে পিডিপি। পরে বাসায় লাইট জ্বলতে দেখে পিডিপির লোকজন জানতে যায় যে বিচ্ছিন্ন লাইন চলে কেমনে? যদিও পিডিপির লোক তার বাসায় ঢুকেনি, তবুও পিডিপির বিরুদ্ধে লুটপাট ও লুটতারাজের অভিযোগ। পিডিপি তার নিজের জায়গায় দাঁড়িয়ে জানালা দিয়ে প্রশ্ন করছে মাত্র।
মূলত ঐ বাসার মালিকের অবৈধ লাইন কেটে দেওয়ায় আক্রশমূলকভাবে মিথ্যাচার করা হচ্ছে। পাশাপাশি ঐ বাসার মালিক পিডিপির জমি অবৈধভাবে দখল করে আসছিল, সেই জমি পিডিপি উদ্ধার করেছে বলে এই রকম কিচ্ছা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন পিডিপি।
পিডিপি আরো অভিযোগ করেন, ঐ বাসার মালিক আমাকে বড় অংকের ঘুষ দিয়ে বারবার ম্যানেজ করতে চেয়েছেন। আমি তা সব সময় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। সে রেকর্ড আমার কাছে আছে। আমাকে ঘুষ দিয়ে ম্যানেজ করতে না পেরে এই সব মিথ্যাচার করা হচ্ছে।
বাংলাদেশের সোনালি আঁশ পাট ধোঁয়ার অপরূপ দৃশ্য লোকেশনঃ সিন্দুর আটা,চরগিরিশ,কাজিপুর, সিরাজগঞ্জ
মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরে ‘ঢাকা ম্যারাথন ২০২১’ শুভ উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার 'ঢাকা ম্যারাথন-২০২১' শনিবার পিরোজপুরে শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ হর্স, ৭ পদাতিকডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়, পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগীতায় ৫ কি:মি: ম্যারাথন দৌড় প্রতিযোগীতা জেলা স্টেডিয়াম মাঠ থেকে সকালে শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। --- পিরোজপুর থেকে হাসান মামুন
পিরোজপুরে দুর্ঘটনা কমাতে গণসচেতনতামূলক সভা
সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে রোববার সকালে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্তরে ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে ট্রাফিক আইন সচেতনতার লক্ষ্যে বাস চালক শ্রমিক, মটর সাইকেল চালক রেন্ট-এ কার চালকদের সাথে গণসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। -পিরোজপুর থেকে হাসান মামুন
Stop torturing https://www.facebook.com/112414790604266/posts/148069283705483/
Torture on a Journo