19/01/2022
#জরুরী_নোটিস
উচ্চ মাধ্যমিক ২০২০- ২১ শিক্ষাবর্ষের বর্তমানে #ষষ্ঠ_থেকে_দশম ও #এসএসসি_2021_2022 শ্রেণির শিক্ষার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত ইউনিক আইডি(UID) প্রদানের জন্য আগামী ২০/০১/২০২২ থেকে ২৫/০১/২০২২ তারিখের মধ্যে বিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ পূর্বক নিম্নোক্ত কাগজপত্র সহ অফিসে জমা দিতে বলা হলো ।
ইউনিক আইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। (অনলাইনে ভেরিফাইড কপি দেওয়ার চেষ্টা করবে)
৩. শিক্ষার্থীর পিতা ও মাতা উভয়ের NID এর ফটোকপি (পিতা ও মাতার মোবাইল নম্বর লিখে দিতে হবে)
৪. পিতা মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (যদি থাকে)
৫. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি
৬. জেএসসি পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি
৭. এসএসসি পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি (একাদশ ও দ্বাদশ শ্রেনির জন্য আবশ্যক)
৮. শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেট এর ফটোকপি
৯. পিতা মাতা উভয়ে জীবিত না থাকলে বর্তমান অভিভাবক এর NID ফটোকপি(মোবাইল নম্বর লিখে দিবে)
১০. শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্তের মেডিক্যাল রিপোর্টের ফটোকপি (যদি থাকে)
( সকল কাজ স্বাস্থ্য বিধি মেনে করতে হবে)
https://www.facebook.com/106143197531283/posts/466958824783050/
উপরেরএই লিংকে জন্ম নিবন্ধন এর অনলাইন ভেরিফিকেশন করে প্রিন্ট নিতে পারবে । কারও জন্ম নিবন্ধন এর তথ্য এখানে না পাওয়া গেলে মনে করবে তার জন্ম নিবন্ধন অনলাইন করা নাই, সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অনলাইন করে নিতে হবে । অন্যথা ইউআইডি(UID) প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে ।
#আজিমপুর_আদর্শ_উচ্চ_বিদ্যালয়
Enter "17 digits Birth Registration Number" and "Date of Birth" of a person to verify the Birth Record. জন্ম নিবন্ধন তথ্য যাচাই এর জন্য ১৭ অংকের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প.....