ক্যানিং হাসপাতালে বসে উচ্চমাধ্যমিকের শেষ পরীক্ষা দিলেন পরীক্ষার্থী
সোমবার ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষদিন। এদিন ভূগোল পরীক্ষা ছিল।অসুস্থ এক পরীক্ষার্থী হাসপাতালেই পরীক্ষা দিলেন। জানা গিয়েছে সুন্দরবনের ঝড়খালি উপকূল থানার অন্তর্গত হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শুক্লা মন্ডল।তার উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ।পরীক্ষার শুরু থেকেই ঠিকঠাক ভাবে পরীক্ষা দিচ্ছিলেন ওই পরীক্ষার্থী।এডুকেশান বিষয়ের পরীক্ষার দিন আচমকা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সেই মুহূর্তে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে সুস্থবোধ করলে সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। সোমবার ভূগোল পরীক্ষার আগেই আবারও অসুস্থ হয়ে পড়ে ওই পরীক
ত্রিপুরা প্রতিনিধি.......
আবারো গাঁজা আটক। ঘটনা শুক্রবার ভোর নাগাদ মুঙ্গিয়াকামি থানাধীন মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ভোর নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার নেতৃত্বে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি এলাকায় MH05AM 2084 নম্বরের একটি কন্টেনার গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩৫ প্যাকেট অর্থাৎ ৩৫০ কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয়। সাথে ভূষণ রায় নামে বিহার রাজ্যের গাড়ির চালককে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। আটকৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা হবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। গাঁজাগুলি আগরতলা থেকে বহির রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে।
ত্বহা সিদ্দিকী তৃনমুলের দালাল
বক্তা হোসেন গাজী