10/09/2023
এই বিষন্নতা আমি কই রাখি,বলো তো?
একদিকে মুক্তি পেতে তোমার এমন হুট করে বদলে যাওয়া,অন্যদিকে সময় আমার বিপরীতে!
পরিস্থিতির আর মনের সাথে যুদ্ধ করে করে আমি বড্ড ক্লান্ত আজ!কোথাও ঠাঁই নেই অভাগার!যেদিকে তাকাই শুধু শূন্যতা দেখি,তোমায় দেখি না।
অথচ সামান্য মন খারাপ হলেই তোমার সান্নিধ্যে দিন কা''টাতাম।মন ভালো হয়ে যেত অনায়াসে।শত ব্যস্ততাকে উপেক্ষা করে তোমায় সঙ্গ দিতাম।ক্যারিয়ার,নিজের কাজ,কিংবা নিজের জাগতিক সব চিন্তাভাবনা শুধু তোমায় নিয়েই ছিল।
এই আফসোস আমি আর কই রাখি,বলো?
পুরো পৃথিবীর বিনিময়ে শুধু তোমায় চাইলাম।আর তারপর না পেলাম পৃথিবী,আর না পেলাম তোমায়!আমার আর কি চাওয়ার থাকে বলো?
তোমার মতো করে,ঠিক তোমার মতো করে আমি ভাবতে পারিনি বলে আজ আমি শূন্য।তোমার সাথে সাথে ভালো থাকারাও কেমন হারিয়ে গেল!কত উৎসব,কত দিবস কেটে যায় বিষাদে,তা আমি কি করে বোঝাই?
সময়ের হেরফের হয়ে যখন আমি তোমায় খুঁজি,এ পৃথিবীর সমস্ত অশান্তি নিয়ে যখন তোমার কোলটাই খুঁজি,তখন তোমাকে পাইনা!অথচ তুমি বলতে,পৃথিবীতে সবচেয়ে বেশি নাকি আমাকেই ভালোবাসো।
কিন্তু দেখো,আমার সবচেয়ে বাজে পরিস্থিতিতে তুমি কখনোই পাশে থাকোনি।অধিকার কেড়ে নিয়ে,যোজন যোজন দূরত্বে নিজের অবস্থানে থেকে দিব্যি ভালো থেকেছো।অন্যদিকে আমার কতশত রাত কে টে গেছে একাকিত্বে,বিষন্নতায়,নির্ঘুমে;তার খোঁজ তুমি রাখোনি কখনো।
কাউকে মন থেকে ভালোবাসলে কি আর শুধু নিজেকেই ভালো রাখার কথা কেউ ভাবতে পারে?নাকি ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য মানুষ তার নিজের সর্বস্ব বিলিয়ে দেয়?ভালোবাসার মানুষ যদি ভালো না থাকতে পারে,তবে মানুষ নিজেকে ভালো রাখে কি করে?বলো...
✍️E-tv Live Mamun