Khaled Never Ending

  • Home
  • Khaled Never Ending

Khaled Never Ending This is an entertainment page. if you liked this page's content pls share and press follow button. Thank you

আপনার ভবিষ্যত দেখতে ছবিতে টাচ করুন
27/05/2023

আপনার ভবিষ্যত দেখতে ছবিতে টাচ করুন

19/04/2023

স্ত্রী গর্ভবতী। জরুরী পাঁচ হাজার টাকা দরকার। সাতপাঁচ না ভেবে সঙ্গে সঙ্গে টাকাটা ধার দেই। এরপর পেরিয়ে গেছে ১১ মাসের বেশি। কম হলেও ত্রিশবার সেই টাকা ফেরত চেয়েছি। আজ না কাল এভাবে সময় যাচ্ছে।
বাবার প্রথম বিমান ভ্রমণ-সমুদ্র দর্শন। ফেসবুকে স্ট্যাটাস। স্ত্রী-সন্তানদের নিয়ে গতমাসে কক্সবাজার ঘুরে এলেন। রাগে-ক্ষোভে আর টাকাটা চাইনি। নিজের কাছেই নিজের লজ্জা লাগছে।

তখন তিন হাজার টাকা বেতন পাই। একজন কলিগ হঠাৎ হুড়মুড় করে আমাকে টেনে অফিসের ব্যালকনিতে নিয়ে গেলেন। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন- বাবা অসুস্থ এখনই বাড়ি যেতে হবে। সদ্য পাওয়া বেতনের তিন হাজার টাকাই তুলে দিলাম। এ পর্যন্ত একশবারের অধিক চেয়েছি। ফেসবুকের ইনবক্স ভর্তি অনুনয়-বিনয়। মন গলেনি। তেরো বছর পার হয়েছে। ফেরত দেয়নি। আমি ভুলিনি। আড্ডা মারি এখনও, গল্প হয়। একেকদিনে আড্ডার বিল দেয় সাত/আটশ টাকা।

এক বড় ভাই বছর দুই আগে বিপদে পড়েছিলেন। ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলাম বিনাবাক্যে। এরপর বেশ কয়েকবার ফেরত চেয়েছি, দেয়নি। কিছুক্ষণ আগে স্ট্যাটাসে দেখলাম-ইন্ডিয়াতে গেছেন। ইনবক্সে নক করলাম, বললো ঈদের শপিং করবেন। দিন তিনেক পর ফিরবেন।

কিছু বলিনি। নিজেকে বোকা বোকা লাগছে।

ইউনিভার্সিটির একটা ছেলে মায়ের অসুখ, ঘরে খাবার পর্যন্ত নেই। কাতরভাবে ইনবক্স করলো। খবর নিয়ে নিশ্চিত হলাম, আসলেই মায়ের অসুখ। ছয় হাজার টাকা দিলাম। বললো ভাইয়া ফেরত দিব। ৭/৮ মাস। রংবেরঙের ছবি দেখি ফেবুতে। টাকাটা দেয়না।

মধ্যবিত্ত শ্রেণিটা বিলুপ্ত হয়ে গেছে। অর্থে নয় চরিত্রে। স্রোতের সঙ্গে গা ভাসানোর আয়োজন। দশ টাকা থাকলে দশ হাজারের ফুটানি। ভাসাভি, ইল্লিইনের সামনে সিরিয়াল। বসুন্ধরা, যমুনায় জায়গা নেই। নিউমার্কেটে পা ফেলতে পারবেন না। মানুষ ছুটছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর।

হলফ করে বলতে পারি এই পিৎজা প্রজন্মের অনেকের পকেটে পরের দিনের খাবারের টাকা নেই। অনেকে লাখ টাকা বিলাসিতায় খরচ করছে। অথচ পরের মাসের বেতন নির্ভর। চাকরি বা উপার্জন না থাকলে হাত পাততে হয়। বড় চিকিৎসার দরকার হলে বন্ধু-পরিচিতজনের দুয়ারে দুয়ারে ঘুরে। অথচ এখন রাজকীয় জীবন, একটু সঞ্চয় নেই। একটু খবর নিয়ে দেখেন, যারা নিজেদের ঢোল পিটাচ্ছে- ঐশ্বর্যের জয় গান গাচ্ছে, ভিতরটা পুরাই ফাঁপা।

শুক্রবার বন্ধুদের সঙ্গে ইফতার করলাম কাঁটাবন মোড়ে। বাইকটা ফুটপাতের উপরে ঢাল ঘেষে রেখেছিলাম। যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয়। অফিসে ফিরতে হবে। ইফতার শেষে তাড়াহুড়া করে বাইক নামাতে গেলে স্লিপ কাটে। পড়ে যাই। আমার বাইক ঘেষেই দুটি কাপল দাঁড়ানো। আশেপাশেও কয়েকজন সিগারেট ফুঁকছে। পোশাক-আশাকে কেতাদুরস্ত। একটা মানুষ এগিয়ে এলোনা। উপর-নীচ বলে তুলতে কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম কেউ না কেউ দৌঁড়ে আসবে। নাহ, আমার ধারণা ভুল ছিল। বেশ কয়েকবার অনেকেই তাকিয়েছে।
খুব কষ্ট হচ্ছিল। এখনও ভুলতে পারিনি। অসহায় লাগছিল খুব।
এই আমাদের জেনারেশন। এটাই আমাদের মধ্যবিত্তের রূপ। সব বদলে গেছে। ভিতরে ফাঁপা, বাইরে ঝকঝকে। অথচ কিচ্ছু নেই। একটু বাতাসেই হালকা প্রলেপ খসে পড়বে।

-Sanaul Haque Sunny

18/04/2023

বিদ্যানন্দ - Bidyanondo
নতুন করে আরও একটি বিদ্যানন্দের মিথ্যাচার সামনে নিয়ে আসলাম।

গতকাল তারা যে পোস্টটি দিয়েছে, সেটার ১০ নাম্বার পয়েন্ট নিয়ে প্রমাণসহ ভিডিও দিলাম। এরপরেও তাদের কাজের অস্বচ্ছতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না!

 #বিদ্যানন্দ কিভাবে আপনার ইমোশন নিয়ে খেলে এই পোস্টটি তার উদাহরণ। বামপাশের ছবিতে, বিদ্যানন্দ গতকাল অর্থাৎ ১৫ এপ্রিল পোস্ট...
15/04/2023

#বিদ্যানন্দ কিভাবে আপনার ইমোশন নিয়ে খেলে এই পোস্টটি তার উদাহরণ।

বামপাশের ছবিতে, বিদ্যানন্দ গতকাল অর্থাৎ ১৫ এপ্রিল পোস্ট করে।
ডানপাশের ছবিটি উই গ্রুপের একজন উদ্যোক্তা ৯ মার্চ পোস্ট করেন!

খেয়াল করে দেখুন, #বিদ্যানন্দ কিভাবে একজন উদ্যোক্তার পণ্যকে বিনা অনুমতিতে,ক্রেডিট ছাড়াই নিজেদের তৈরি পণ্য বলে চালিয়ে দিয়েছে।

🤭🤭🤭
23/11/2022

🤭🤭🤭




চাহিবামাত্র ইহার বাহককেদিতে বাধ্য থাকিবেটাকায় কথাটি যে কারণে লেখা থাকে,টাকায় লেখা থাকা ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ...
08/10/2022

চাহিবামাত্র ইহার বাহককে
দিতে বাধ্য থাকিবে

টাকায় কথাটি যে কারণে লেখা থাকে,

টাকায় লেখা থাকা ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি নিশ্চয়ই খেয়াল করেছেন। তবে কখনো কী ভেবে দেখেছেন, ১,২ ও ৫ টাকা বাদে বাকি সব টাকার নোটে কেন এই কথাটি লেখা থাকে?

বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায়? বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি। ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়।

মনে করুন, আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১, ২ ও ৫ টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়।
চলুন বিষয়টি আরেকটু ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ ১, ২ ও ৫ টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন ১, ২ ও ৫ টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা (১, ২ ও ৫) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও ১, ২ ও ৫ টাকার কয়েন/ নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

১, ২ ও ৫ টাকা হলো টাকা, আর বাকিগুলো বিল অব এক্সচেঞ্জ। আর এজন্য ১, ২ ও ৫ টাকার নোটে লেখা থাকে না ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’। বাকি নোটগুলোয় ঠিকই লেখা থাকে।

২০১৬ সালে বহুল আলোচিত কেরানীগঞ্জের পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ আবদুল্লাহ(১১) হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন বর্তমানে আ...
07/10/2022

২০১৬ সালে বহুল আলোচিত কেরানীগঞ্জের পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ আবদুল্লাহ(১১) হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন বর্তমানে আলোচিত রিকশাচালক এই শামীম।
যার আসল নাম-মেহেদী হাসান।
(পরে বয়স বিবেচনায় জেল থেকে জামিনে মুক্তি পায়।)

একই বছরে র‍্যাবের হাতে হত্যাকাণ্ডের মূল আসামী মেহেদী হাসান ওরফে শামীমের পিতা মোতাহের হোসেন র‍্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' নিহত হয়।

বেকারির মালিক খাঁটি চিটাইংগা 😬
06/10/2022

বেকারির মালিক খাঁটি চিটাইংগা 😬

এই হলো শাকিব খানের প্রথম সন্তান রাহুল খান। ২০০৮/২০০৯ এর দিকে দৈনিক ভোরের কাগজের বিনোদন পতায় একটি ছবি প্রকাশ পায়। চিত্র ন...
30/09/2022

এই হলো শাকিব খানের প্রথম সন্তান রাহুল খান।

২০০৮/২০০৯ এর দিকে দৈনিক ভোরের কাগজের বিনোদন পতায় একটি ছবি প্রকাশ পায়। চিত্র নায়িকা রাত্রি আর শাকিব খানের বিয়ের ছবি। ভোরের কাগজের বিনোদন সম্পাদক Jahangir Biplob ভাই এই ছবিটি অনেক কষ্টে জোগাড় করেন। আমিও কাজ করি ভোরের কাগজে তখন।

তখন চাইলেই ছবি ইনবক্সে চলে আসতো না, ক্যামেরায় তোলা ছবি স্ক্যানিং করে পত্রিকার পাতায় ছাপাতে হতো। আর একটা ছবি জোগাড় করতে খবর হয়ে যেত, পকেটের টাকা খরচ হতো।

ছবিটি প্রকাশের পর তেলে বেগুনে জ্বলে ওঠেন শাকিব খান। এফডিসিতে ভোরের কাগজ নিষিদ্ধ ঘোষনা করা হয়। জাহাঙ্গীর বিপ্লব এবং ওমর ফারুক কে এফডিসিতে পাইলেই নাকি মারবেন শাকিব খান। খবর শুনে বিপ্লব ভাইয়ের মাথা গরম, আমি জুনিয়র তবুও উত্তেজনা কম না! বিপ্লব ভাইকে বললাম চলেন এখনই এফডিসিতে যাবো । দেখি শাকিব কোন বা*ল ছিড়ে!

প্রয়াত আওলাদ ভাই তখন এফডিসি তে যা বলেন তাই হয়। আওলাদ ভাই শাকিব কে ধমকালেন , কেন এমন কথা বললো আর আমাদের বোঝালেন ছেলেটার ক্যারিয়ার আছে চেপে যা। আমরা চেপে গেলাম , শাকিব খানও চেপে গেলো।

প্রশ্ন হলো, শাকিব খান তাহলে প্রথম সন্তান রাহুল খান এবং রাত্রির সাথে কেনো অবিচার করছেন? জয়এবং বীর স্বীকৃতি পেলে রাহুল কি দোষ করলো ?

বিনোদন সাংবাদিকগণ এই বিষয়টা নিয়ে এখন আওয়াজ তুলেন।একজন অসহায় স্ত্রীকে তার স্বামীর অধিকার আর বাবার আদর থেকে বঞ্চিত এক সন্তাককে বাবার অধিকার পেতে সহায়তা করতে পারেন ।

ছবি : সংগ্রহীত
পোস্ট ক্রেডিটঃ Omar Faruk

22/09/2022

An Honest Review

watch till the end 🐸


06/08/2022

আপনার বাইকার বন্ধুকে ট্যাগ করুন 🤐

হাওয়া মানে.... 😎
01/08/2022

হাওয়া মানে.... 😎

26/07/2022

অবুক এই মাইয়া তো খুব ইস্মার্ট 🔥

- নাসির উদ্দিন খান

24/07/2022

Socks পড়ে তার উপর মোজা পড়বেন!

Style Hut Roasted 🔥

21/07/2022

পয়সা ওভার এক্টিং

Joltorongo: masu.ake's art and Her Team

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Khaled Never Ending posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share