ডিভাইস এডিকশন-সন্তানকে রক্ষা করবেন যেভাবে...
ডিভাইস এডিকশন-সন্তানকে রক্ষা করবেন যেভাবে...
#smartphone_addiction
#device_addiction
#parenting
#parenting_guide
একুশ শতকে প্যারেন্টিং ভাবনা
"জিয়াউল হক" - যিনি বর্তমান প্যারেন্টিং এর গবেষনার কাজে বিশেষ ভূমিকা রাখছেন, তাঁর মুখেই আজ শুনব তাঁর ৩ প্রজন্মের প্যারেন্টিং কথন।
- তিনি কীভাবে প্যারেন্টেড হয়েছেন
- কীভাবে নিজের সন্তানদের প্যারেন্টিং করেছেন
- কীভাবে তাঁর সন্তানেরা, তাঁর বংশধরদের প্যারেন্টিং করছেন
Story time with salman - Episode 1
পারিবারিক আড্ডার মাঝেও প্যারেন্টিং করবেন কীভাবে?
Our new segment "Storytime with salman"
এর মাধ্যমে আপনারা জানবেন পারিবারিক একান্ত সময়গুলোকেও কীভাবে কাজে লাগিয়ে প্যারেন্টিং কালচার গড়ে তোলা সম্ভব...
Teen সন্তান, নিজের সামর্থের কাজগুলো নিজেই করুক.
#teenageparenting
#make_independent
মা-বাবা হিসেবে প্যারেন্টিং এর ক্ষেত্রে স্বজাতির উপর বর্বরতার শোককে পরিণত করি শক্তিতে
তুমি দেখেছিলে.....
তোমার ভাইদের কোলে নেতিয়ে থাকা মস্তিষ্ক বিদীর্ণ সন্তানকে,
সাদা ফসফরাস বোমায় ঝলসানো শিশুর চিৎকার,
ধ্বংস স্তূপের নিচে পড়ে থাকা শিশুর মৃত দেহ,
তবুও তুমি জাগলে না .......
৬ থেকে ১২ বছরের বাচ্চারা কিভাবে আত্মনির্ভরশীল হবে??!!
#parenting #independentchildren #proactiveparenting
সন্তানকে আত্ননির্ভরশীল দেখতে চান? ট্রেনিং শুরু করুন Toddler age থেকেই...
শিশুকে শিশুকাল থেকেই সাহায্য করুন সাম্য, নিরহংকার, পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠতে
ছোটবেলা থেকেই শিশুর মধ্যে এমন মানসিকতা তৈরি করতে হবে যাতে করে সে অন্যকে সাহায্য করে এবং আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষকে নিচু চোখে না দেখে
এত সচেতনতার পরেও বাচ্চা খারাপ ব্যবহার শিখছে কোথা থেকে?
২.৫ বছরের একটা শিশু, সবে কথা বলা শিখছে। এখনি বিভিন্না স্ল্যাং, গালি, খারাপ শব্দ শিখে বলতে থাকছে, কখনো কখনো আশে পাশে ব্যাক্তিদের সাথে খারাপ আচরণ করছে যা কখনোই আপনি তার সাথে করেননি।
তাহলে এমন আচরণ সে কীভাবে শিখছে?
হ্যাঁ.. আমাদের অসাবধানতাই এ বাচ্চাদের একটু একটু করে বিভিন্ন খারাপ কথা আর আচরণ শিক্ষা দিচ্ছে!!!
সামাজিক অবক্ষয় যুক্ত পরিবেশে সন্তানকে ঘরের বাইরে পাঠাবেন কি করে!!??
#islamicparenting #parentingtips #earlychildhood #shorts #parentingadvice #dua #purpose #parentinghacks #parentinglife #প্যারেন্টিং #parentingislami #parenting #BuildingABetterTomorrow #children #motherhood #Parenting #decisionmaking #quranicparenting #Mothersday2023 #reelsfb
আপনার কলিজার টুকরা সন্তানকে কতটুকু জানেন?
#Parenting #parentingtips #parentingislami #parentinghacks #parenting #parentinglife #shorts #children #parentingadvice #islamicparenting #প্যারেন্টিং #motherhood #quranicparenting #earlychildhood #Mothersday2023 #reelsfb #dua #decisionmaking #BuildingABetterTomorrow #purpose
গ্রামীণ পরিবেশ !! যা সন্তানের ন্যাচারাল গ্রোথ কে প্রভাবিত করে
প্রকৃতিবাদী দার্শনিক 'রুশো' মনে করতেন, “প্রকৃতিই মানুষের সর্বোত্তম শিক্ষক”। বর্তমানে প্রায় সকল শিক্ষাবিদ স্বীকার করেন যে, প্রাকৃতিক পরিবেশ নানাভাবে শিশুর জীবন বিকাশে সহায়তা করে। তাই সন্তানকে গ্রামীণ পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়ার গুরুত্ব অপরিসীম।
Not মা দিবস স্পেশাল...
শিশুকাল থেকেই সন্তানের কষ্টের দিনগুলোতে মা কখনো দিবসের চিন্তা করেননি, সময়ের হিসেব করেননি বরং দিনরাত সন্তানকে মায়া মমতা নিয়ে আগলে রেখেছেন।
সেই মায়ের জন্য বছরে একদিন কি কোন দিবস হতে পারে? প্রশ্নই আসে না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হকের ব্যাপারে বলেছেন:
তোমাদের পিতার তুলনায় মায়ের হক তিনগুণ।
তাই একথা ভুললে চলবে না,আমরা আমাদের পিতা-মাতার সাথে যেরকম আচরণ করব কাল আমরা আমাদের সন্তানদের থেকে তাই পাবো।
#Mothersday2023 #motherhood #parenting #parentinglife #parentinghacks #parentingadvice #parentingislami
নেককার সন্তান কেন রেখে যাবেন?
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় কেবল তিনটি আমল ব্যতীত।
(১) ছাদাক্বায়ে জারিয়াহ।
(২) ইলম, যা দ্বারা মানুষ উপকৃত হয়।
(৩) সুসন্তান, যে তার জন্য দো‘আ করে’। (মুসলিম হা/১৬৩১, মিশকাত হা/২০৩)।
#parenting #parentinghacks #parentinglife #parentingislami #parentingadvice
শিশুদের ফিতরাত কিভাবে পিতা-মাতার জন্য একটি নিয়ামাত?
কেন শিশুরা সহজাত ভাবেই আল্লাহর উপর ঈমান আনে?
না দেখে আল্লাহকে বিশ্বাস করব না!!!
শিশুরা কখনো এমনটা বলে না কেন?
শিশুরা সব বিষয়ে কৌতুহলী হয়ে রাজ্যের সব প্রশ্ন করে কেন?
শিশুদের এই ফিতরাত কে কাজে লাগিয়ে আমরা ঈমানের গভীর ভিত্তি স্থাপন করতে পারি
সূরা আল আরাফ 7:172 নং আয়াত
(স্মরণ করো) যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের (পরবর্তী) সন্তান-সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে (এ মর্মে আনুগত্যের) স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, (এর উদ্দেশ্য ছিল) যেন কেয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো আমরা এ বিষয়ে বে-খবর ছিলাম।
নবী ইয়াকুব (আ.) তার শিশু সন্তান ইউসুফ এর সাথে কি অসাধারণ সম্পর্ক গড়ে তুলেছিলেন
In Surah Yusuf, Ayah 4,
Yusuf (A.S) tells his father about a dream he had. In the dream, he saw eleven stars, the sun, and the moon, all bowing down to him.
Overall, this verse indirectly sheds light on the importance of open communication, being a good listener, emotional support, guidance, and fostering ambitions in the parent-child relationship. It serves as a reminder for parents to create a loving and nurturing environment where children can freely express themselves, seek guidance, and receive encouragement in pursuit of their dreams.
আপনার সন্তান হোক কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ও মানসিক-শারীরিকভাবে স্ট্রং লিডার
আপনি কি চান আপনার সন্তান ডিভাইস আসক্ত না হয়ে বই পড়ার অভ্যাস নিয়ে বেড়ে উঠুক?
সন্তানের ভবিষ্যৎ গঠনে গ্রোথ মাইন্ডসেট কেন জরুরী
আপনার সন্তান যখন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হবে তখন সে ঘাবড়ে না গিয়ে তা মোকাবেলা করতে শিখবে।
কিন্তু কিভাবে?
তাই ছোটবেলা থেকে তাকে গ্রোথ মাইন্ডসেট এর উপর বড় করবেন।
প্যারেন্টিং আলাপ - সমস্যা ও সমাধান
বর্তমানে সন্তানকে বড় করতে গিয়ে বাবা-মা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যা আগে দেখা যায়নি। তাই যুগের ভাষা বুঝে কিভাবে প্যারেন্টিং করবেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
🛑 ১ম আলোচক:
মুহাম্মদ এনামুল হক সিরাজ মাদানী ।
মুহাদ্দিস, জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া , চট্টগ্রাম।
🛑 ২য় আলোচক:
ড. আমিনুল হক
সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
আই আই ইউ সি।
পিএইচডি, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, সৌদিআরব।
🛑 ৩য় আলোচক:
শোয়াইব রশীদ মাক্কী।
লেকচারার- দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আই আই ইউ সি।
খতীব-কেন্দ্রীয় মসজিদ, আই আই ইউ সি ।