Welcom to my page
This is an entertainment page and also lifestyle,Natural content creating page
08/12/2025
হ্নদয় যদি পবিত্র থাকে
তবে পৃথিবীর কোনো পাপই
মানুষকে ছুঁতে পারেনা
সেটা যত বড়ই হোকনা কেনো
19/08/2025
Natural view
18/08/2025
প্রাই দেখি যে মানুষ গুলো সামান্য
কথায় মন খারাপ করে,কেঁদে ফেলে
তাদের কেনো যেন মানুষ অনেক অবহেলা করে
অথচ আমার মনে হয় তারাই এই পৃথীবির সবছে
বোকা আর সরল মানুষ ( কিছু কিছু ক্ষেত্রে যদি বিষয়টা ভিন্ন)
17/08/2025
সেলফ আবসেস্ট মানুষ গুলা কখনো
নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেনা,সে যত আপনই হোকনা কেনো,তাদের কাছে মানুষের আবেগ অনুভূতি গুলোর কোনো মূল্য নাই।
নিজের ভালো থাকা আর ভালো লাগা গুলোই শুধু
তাদের কাছে মেটার করে।
09/07/2025
জীবনটা খুব অদ্ভুত!!
কখনো কখনো আমরা জীতে ও হেরে যাই।
আবার কখনো হেরে গিয়েও জীতে যাই।
তাই জীবনে যাই হোকনা কেনো সেটাই মেনে নেয়া উচিৎ।
আর শুকরিয়া আদায় করা উচিৎ।
♥️ আলহামদুলিল্লাহ্ ♥️
18/04/2025
কম্পোট জোন এই শব্দটা আামাদের সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
এর বাইরে আমরা কিছু করতে চাইনা বা করতে পারি না।
অথচ এই শব্দ দুটি থেকে বেরি আসতে পারলে আামাদের
জীবন অনেকটাই সহজ হয়ে যেতো।
10/02/2025
এটা জরুরী না যে সবাই যা করবে আপনাকেও
তাই করতে হবে।
বরং এটা জরুলি যে আপনি/ আমি যেটা ঠিক সেটা করছি কি না?
স্রোতে সবাই গা ভাসাতে পারে তবে সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
22/01/2025
কোন মানুষকে সম্মান করে কেউ ছোট হয়না। বরং অন্য মানুষকে সম্মান করে নিজেকে সম্মানিত করা যায়।
11/01/2025
আপনি যত বড় আর সফল হন না কেনো?
আপনি যদি বিনোয়ী না হতে পারেন?
তা হলে বুঝে নিবেন আপনার এই সফলতা ক্ষনিকের আপনাকে জীবন নিয়ে আরো ওনেক ভাবতে হবে।
আরো অনেক কিছু শিখতে হবে।
26/11/2024
প্রকৃতিকে কেন ভালোবাসবেন জানেন?
কারন এটা আপনাকে কখনো কস্ট দিবেনা বরং
আপনার কস্টগুলো মুছে দিবে, আপনাকে আরো বেশি প্রানোবন্ত করে তুলবে।
10/10/2024
মানুষের বাহ্যিক সৌন্দর্য বা ধন- সম্পদ দেখে যেমন তাকে মূল্যায়ন করা উচিৎ না।
তেমনি যারা ধন- সম্পদ দেখে তোমাকে মূল্যায়ন করে তাদের থেকে দূরত্ব বজায়ে চলাই
বুদ্ধিমানের কাজ।
এতে তোমার সম্মান এবং সময় দুটোই বেঁচে যাবে।
14/09/2024
চলার পথে হোছোট খেলে
থেমে যাবেন না, ঘুরে দাঁড়বেন। থেমে গেলে
হেরে যাবেন। দুষ্ট শক্তিগুলো পেয়ে বসবে আপনাকে বার বার হারানোর জন্য।💞
Be the first to know and let us send you an email when Piu's Passsion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.