Rajon marak

Rajon marak Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajon marak, Digital creator, .
(1)

13/10/2024
22/09/2024

আপনারা যা দেখছেন চারিদিকে প্রতিটা দেশে দেশেই অনেক দুর্ঘটনা হচ্ছে হত্যা এবং অনেক সংঘর্ষ হচ্ছে আপনারা কি একটাবারও ভাবছেন পৃথিবীতে কি হতে চলছে আমরা প্রতিটা মানুষ জানি পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটাই কিছু অংশ হতে চলেছে আমাদের খ্রিস্টানদের বাইবেলে যেমন যেমন লেখা হয়েছে সেভাবেই হতে চলেছে এবং ইসলাম ধর্মের কোরআন শরীফও ঠিক এমনটাই লেখা আছে যেমন এখন হচ্ছে আচ্ছা আপনারা কি একটা বারো ভেবেছেন আমাদের খ্রিস্টান ধর্ম আমাদের মুসলিম ধর্ম আমাদের বৌদ্ধ ধর্ম আমাদের হিন্দু ধর্ম প্রত্যেক জাতির ধর্ম থেকে এইভাবে শিক্ষা দেওয়া হয়নি
আমার নিরীহ মানুষদের কে হত্যা করা এবং আমার নিরীহ মানুষদেরকে ক্ষতি করা কোনো ধর্মেই এভাবে শিক্ষা দেওয়া হয়নি
যারা এই কাজটি করে তারা ধর্মের নামে কলঙ্কিত তারা হলো নিকৃষ্ট মানুষ তাই বলছি হে আমার মানবজাতিরা তোমরা আমার প্রতি হতিষ্ঠ হইয়ো না কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা
তোমরা আমার প্রতি বিশ্বাস রাখ আর ধৈর্য ধরো

22/08/2024

দেশের কিছু কিছু জেলাতে এমন বন্যার অবস্থা তা দেখে সহ্য করতে পারছি না কিন্তু দুঃখের বিষয় আমি নিম্ন ব্যাক্তির গড়ের সন্তানের ছেলে হয়ে পারছিনা তাদেরকে সাহায্য করতে ভাই আপনারা কেউ কি আছেন তাদেরকে সাহায্য করার জন্য যদি পারেন তাদেরকে সাহায্য করুন

22/08/2024

শুধু ফেনী, নোয়াখালী বা কুমিল্লা না, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি অস্বাভাবিক।

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

ফেসবুকের এই সচেতনতার লেখাটি আপাতত ছড়িয়ে দিন।


এত পানি কোথা থেকে এলো , কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো । এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না ?
22/08/2024

এত পানি কোথা থেকে এলো , কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো ।
এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না ?

22/08/2024

বর্তমান বন্যার পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের সবার প্রতি সম্মান ও ভালোবাসা সবসময় ! ❤️

ফেনী ,কুমিল্লা,হবিগঞ্জ, ও অন্যান্য এলাকায়
বিপদসীমা অতিক্রম করা বন্যার পানিতে হাজারো মানুষ অসহায় অবস্থায় দিন রাত অতিক্রম করছে।
সবাই দোয়া করুন।তাওফিক অনুযায়ী এগিয়ে আসুন।

আমাকে দেওয়ার মতো কেউ নাই, 🥲🥺
08/07/2024

আমাকে দেওয়ার মতো কেউ নাই, 🥲🥺

28/06/2024

দিম ৫০/৫৫ টাকা
আলু ৫৫/৬০ টাকা
আদা ৩৫০ টাকা
পিয়াজ ৯৫/১০০টাকা
রসুন ২৩০/২৫০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৪০/৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ২০/২৫ টাকা হাটা

চিনি ১৮০ টাকা
এর ভিতরে ও ২৪ ঘন্টার ভিতরে ভালো করে ৮ ঘন্টাও বিদ্যুৎ থাকেনা!!
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা
আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুজি।
কারণ বাজারটা আমি নিজে করি 😢 এই হলো ডিজিটাল বাংলাদেশের অবস্থা

15/06/2024
15/06/2024

Follow back to back

আমাদের এই বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ঠিক এই ছবির মতই তাহলে এটাই কি নিয়তি ছিল আমাদের এই লাল সবুজ বাংলাদেশসে 😒🤨
10/06/2024

আমাদের এই বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ঠিক এই ছবির মতই তাহলে এটাই কি নিয়তি ছিল আমাদের এই লাল সবুজ বাংলাদেশসে 😒🤨

মানুষ কখনো লোহার মতো কখনো গোলাপের মতো দুর্বলতা সবার থাকে দুর্বল জায়গায় যখন আঘাত পায় তখন মানুষ তার বিবেক বুদ্ধি সবকিছু...
21/05/2024

মানুষ কখনো লোহার মতো কখনো গোলাপের মতো দুর্বলতা সবার থাকে দুর্বল জায়গায় যখন আঘাত পায় তখন মানুষ তার বিবেক বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলে এটাই স্বাভাবিক সমাজ 😒😄🥀

11/05/2024

ভালোবাসা কি সুন্দর 🥰🥰

04/05/2024

Night moon vibes 🌚🌘🌙

😂😂😂🤣
04/05/2024

😂😂😂🤣

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajon marak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share