23/12/2021
সময় বাড়লো লেখা আহ্বানের; অনেক অনেক সাড়া পেয়ে সময় বর্ধিত করা হলো যাতে আরও ভালো ভালো লেখা/কাজ পাওয়া যায়।
***লেখা আহ্বান***[বিইউপিয়ানদের জন্য শুধু]
সুখবর! সুখবর! সুখবর! 😀
নভেম্বর ১৯ তারিখ হতে ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত লেখা আহ্বান করা হচ্ছে এক ম্যাগাজিনের জন্য। ইংরেজি ডিপার্টমেন্ট থেকে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা সব ডিপার্টমেন্টের জন্যই উন্মুক্ত। অনেকেই আছেন যারা লেখালেখির সাথে যুক্ত। তাই দেরি কেন! কাগজ-কলম নিয়ে বসে পড়ুন কিংবা রঙ-তুলি বা মুঠোফোন/ক্যামেরা।
সব লেখক/কবি/ফটোগ্রাফার/আর্টিস্ট যার যার লেখা বা কাজ
[email protected] এ প্রেরণ করবেন নির্ধারিত সময়ের মাঝে তবে সময় যেহেতু আছে তাই ধীরে ধীরে আগালেও চলবে। চেষ্টা করবেন ডক(Mj Suttony font হলে ভালো) ফাইলে পাঠাতে। আর লেখার একদম শুরুতে লেখক বা কবির পুরো নাম লিখে তারপর লেখার নাম দিতে হবে(যদি থাকে)।
♠♠[এবং পুরো প্রতিযোগিতা বাংলা এবং ইংরেজি উভয় ভাষার লেখার উপর হবে। 😊]♠♠
এবার আসি লেখার জন্য কী কী টপিক নির্বাচন করা হয়েছে তা নিয়ে:
Travelogue
Movie review
Book Review
Short Story (1000 words max)
Essay- Biography,
On Theory (Basically Opinion Pieces)
Poems
Photography
ArtWork
Open Letter
যেহেতু এই বছরের ইংরেজি ডিপার্টমেন্ট থেকে প্রথম লেখা আহ্বান; সেহেতু এবার বিষয় উন্মুক্ত থাকবে; যার যে বিষয়ে ভালো লাগে তা নিয়ে লিখবেন নির্ধারিত টপিক ধরে। তবে অবশ্যই লেখায় নতুনত্ব থাকতে হবে। তাই গল্প,কবিতা বা অন্যান্য অংশের জন্য লেখা শুরু করে দিন বা হাতে তুলে নিন আপনার রঙ তুলি কিংবা মুঠোফোন/ক্যামেরা।
নিয়মকানুনঃ
১) গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসংখ্যা - ১০০০
২) কবিতার ক্ষেত্রে সর্বোচ্চ ২০লাইন
৩) অন্যান্য - এই অংশের জন্যও ১০০০ সর্বোচ্চ শব্দসংখ্যা
৪) Photography বা Artwork এর জন্য সর্বোচ্চ দুইটা গ্রহণযোগ্য
তাহলে তৈরি হয়ে যান আপনার মূল্যবান কাজের জন্য😀 আপনাদের জন্যেই এই লেখা আহ্বান; কাজেই সবার অংশগ্রহণ একান্ত কাম্য। 😊
[কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ]
*** আহ্বানে: Department of English, BUP