Tridib Sourav

  • Home
  • Tridib Sourav

Tridib Sourav Graphic Designer

12/03/2022
08/11/2020

What ever you have to do is your job.
What ever you love to do is your business.

পৃথিবীতে সবচেয়ে ইউজলেস এবং মিথ্যা কথা হলো, "Money can't buy happiness." বাচ্চাটার বাবার টাকা থাকলে পৃথিবীতে আসার আগেই তা...
18/10/2020

পৃথিবীতে সবচেয়ে ইউজলেস এবং মিথ্যা কথা হলো, "Money can't buy happiness."
বাচ্চাটার বাবার টাকা থাকলে পৃথিবীতে আসার আগেই তার জন্য হ্যাপিনেস কেনা হয়ে যেতো।

ফুটফুটে এই বাচ্চাটার ছবি দু'টো ২০১৫ বা ২০১৬ এর দিকে ভাইরাল হয়েছিলো... তখন তার বয়স ঊর্ধ্বে পাঁচ কি ছয়। ছবিগুলো আমি সেভ করে রেখেছিলাম ফোনে, এই দেশে মানুষের স্ট্রাগলের আসল চিত্রটা সবসময় মনে রাখার জন্য।
সে এখন কোথায় আছে, তার ভাগ্য ফিরেছিলো কি না জানি না। কেউ জানলে জানাবেন।

জগতের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টাকা... টাকা থাকলে সব আছে। আর টাকা দিয়ে কেনা সবচেয়ে মূল্যবান জিনিসের নাম এক থালা ভাত।
এই বাচ্চাটা বেতন পেতো না সম্ভবত, দুই বেলা ভাত পেতো জাস্ট।

শাহরুখ খান এর একটা কথা আছে- "Don't be a philosopher, until you're rich."

মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব 😓 🐘কেরলের Silent valley national park এর একটি 15 বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর এক...
03/06/2020

মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব 😓 🐘

কেরলের Silent valley national park এর একটি 15 বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর একটি গ্রামের কাছে চলে আসে খাবারের সন্ধানে। সেখানে গ্রামবাসীরা তাকে একটা আনারস খেতে দেয় । অবলা প্রাণীটা সেটি খেয়েও নেয়। আনারসটির ভেতরে ছিল বারুদ ভর্তি। খাওয়া মাত্রই বাজি গুলো তার মুখে ফেটে যায়। রক্তাক্ত হয়ে ওঠে সারা মুখ।

তবুও নিজের সন্তানের কথা ভেবে সেই রক্তাক্ত শরীর নিয়েই ছুটে বেড়ায় সারা গ্রাম একটু খাবারের খোঁজে। শেষ অবধি সে খাবার পায়নি আঘাত ও করেনি কোনো গ্রামবাসী কে, ভাঙেনি কোনো ঘর। সোজা চলে এসে মাঝ নদীতে চুপচাপ দাঁড়িয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বহু চেষ্টাতেও তাকে সরানো যায়নি সেখান থেকে।

ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে তার বিবৃতি দিলেন তখন সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন সমস্ত সাংবাদিক।

তিনি বলেছিলেন, "ডাক্তার যখন হাতিটির ময়নাতদন্ত করেন তখন তিনি বলেন যে হাতিটি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাঁপা গলায় আরও জানান যে হাতিটির মধ্যে একটা চেতনা কাজ করেছিল। সে জানতো তার মৃত্যু আসন্ন। শুঁড় সহ গোটা শরীর রক্তময়, যন্ত্রণায় জ্বলছিল সারা দেহ। এই অবস্থায় সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর মাঝে জলের মধ্যে যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকা-মাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়। আর শেষ অবধি সে ওই মাঝ নদীতেই প্রাণ ত্যাগ করে। 🥺 😢 😭

নিজের ক্ষত বিক্ষত হয়ে ও গ্রামের বা গ্রামবাসীর কোনো ক্ষতি করেনি,
একটা প্রানী তার মনুষ্যত্ব দেখলো, অার মানুষরা দেখলো তাদের পশুত্য।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tridib Sourav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tridib Sourav:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share