Vinfo Live

Vinfo Live Let's Talk Facts.
গণ-সংযোগ গণমাধ্যম, গণমত ও গন-অধিকার

07/02/2025

“প্রথমত, আপনি যার ডাকে ভাঙচুর করতে যাচ্ছেন, সে নিরাপদে বিদেশে বসে আছে। হাতুড়ি নিয়ে যাচ্ছেন আপনি, সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছেন আপনি, সাংবাদিকের নোটবুকে নাম উঠছে আপনার, এবং কখনো বিচার হলে— আদালতে দৌড়াবেন আপনি। জেলে বসে কাঁদবেন, পরিবার নির্ঘুম থাকবে। কিন্তু সেই শয়তান, যে বিদেশে বসে আপনাকে তার অ্যাসাইলাম নিশ্চিতের ভেহিকল বানালো, তার কিছু হবে না। সে ইউরোপ-আমেরিকায় নিরাপদ জীবন কাটাবে, পাঁচ-দশ লাখ টাকার চাকরি করবে, নিউ-ইয়র্কে উবার-ট্যাক্সি চালালেও মাসে দশ লাখ টাকা আয় হয়, কিন্তু আপনি? গরিব আব্দুল? আপনার ভাগ্যের কোনো পরিবর্তন নেই। আপনি নরকে জীবন কাটাবেন। বাংলাদেশ তো নরকই। একবার জন্ম হয়ে গেলে মৃত্যু ছাড়া এখানে সবকিছুই অনিশ্চিত।

সে ভিডিও ছাড়ছে, মাসে মাসে টাকা আসছে ফেসবুক ও ইউটিউব থেকে, আপনি তার বিনা-মাইনের খদ্দের। আপনি ভাবছেন লোকটি দেশপ্রেমিক গান্ধী, কিন্তু আদতে সে গণ্ডগোল লাগিয়ে বিদেশের আদালতে দেখাতে চায়— আমার অ্যাসাইলাম বাতিল করো না, শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আমার জন্য অনিরাপদ! চিরকাল বাংলাদেশকে সে অনিরাপদ দেখাতে চায়, গণ্ডগোলে আক্রান্ত এক চিরবধ্যভূমি। তার হাতের গুঁটি আপনি। আপনার মতো কোটি কোটি মগজহীন কীটপতঙ্গ তার খাদ্য। সে আপনাকে খেয়ে বেঁচে আছে, আপনি টের পাচ্ছেন না।

আপনাকে খেয়ে সে বিখ্যাত হচ্ছে, ফলোয়ার কামাচ্ছে, টেলিভিশনে যাচ্ছে, বাংলা একাডেমিতে অনুষ্ঠান করছে, তালেবর সাজছে, অভিনয় করছে বুদ্ধিজীবী চরিত্রে, ডাক দিচ্ছে— অ্যাই কে কোথায় আছো বুলডোজার নিয়ে ছুটে যাও, ভেঙে দাও।

কিন্তু সে নিজে যাচ্ছে না। সে হয়তো অস্ট্রেলিয়ার নাগরিক। দেশে বেড়াতে এসে শ্বশুর বাড়িতে বিশ পদের খাবার খাচ্ছে। টেলিভিশনে আপনাদের ভাঙাভাঙি দেখছে, কিন্তু নিজে ভাঙায় অংশ নিচ্ছে না। আপনি তাকে বলুন, হে মহান জ্ঞানবল্টু, আসুন একসাথে ভাঙি, বুলডোজারটা আপনি চালাবেন, সামনে থাকবেন, ঝড়-ঝাপ্টা এলে মাথা পেতে নেবেন, তখন উত্তর পাবেন না। সে আসবে না। সে কেবল ঠিক করে দেবে কোনটা ভাঙতে হবে, কোনটা পোড়াতে হবে, কিন্তু ভাঙার কাজটা আপনি করবেন। দিয়াশলাইটা আপনি জ্বালাবেন। কারণ আপনি তার খাদ্য। তার জিঘাংসা পূরণের হাতিয়ার। গরিবরা চিরকাল ধনীদের হাতিয়ার রূপে ব্যবহৃত হয়েছে। এবং গরিবরা এ কাজে খুব আরাম পায়।

সুতরাং, নিজের ভালোটা যদি কেউ নিজে না বোঝে, তাকে আমরা বুঝিয়ে কুল পাবো না। কখনো সেধে গরিবের উপকার করতে গেলে গরিব খুব সন্দেহের চোখে দেখে। ভাবে, কোনো মতলব নেই তো? কিন্তু যারা তাকে ব্যবহার করে মতলব চরিতার্থ করে, তাদেরকে খুব বিশ্বাস করে। ডাক দিলেই ভাবে, আহা, প্রিয় ভাই ডাক দিয়েছেন, প্রিয় রাহবার, প্রাণটা দিয়ে আসি। কিন্তু সে এ হিসাব করে না, লোকটি সবসময় ভাঙাভাঙির কাজে আমাকে পাঠাতে চায় কেন? সে নিজে আসেনা কেন?

দরিদ্ররা নিজের মূল্যটা কখনো আবিষ্কার করে না। গরিব কেন গরিব থাকে, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছি, গরিবরা নিজের মূল্যটা কিছুতেই ধরতে পারে না। সবসময় অন্য লোক তার মূল্য ঠিক করে দেয়।”


—মহিউদ্দিন মোহাম্মদ
(সাক্ষাৎকার / ৬ ফেব্রুয়ারি ২০২৫)

Dear Darling! Tulip Siddiq Crashed to you and you crushed everyone.What a publicity by   your casualties.
16/01/2025

Dear Darling! Tulip Siddiq Crashed to you and you crushed everyone.
What a publicity by your casualties.

Tulip Siddiq resigns as Treasury minister over alleged Bangladeshi financial links
14/01/2025

Tulip Siddiq resigns as Treasury minister over alleged Bangladeshi financial links

আহা এই বেসুরে সুর। বেতালে উন্নতির গান গেয়ে সেই তাল লয়েই চালিয়েছিল হরিলুট। বড্ড সাধু-বাবা পিকে মালদার ( পি কে হালদার) কান...
14/01/2025

আহা এই বেসুরে সুর। বেতালে উন্নতির গান গেয়ে সেই তাল লয়েই চালিয়েছিল হরিলুট। বড্ড সাধু-বাবা পিকে মালদার ( পি কে হালদার) কান্ডে শেষ পর্যন্ত ফেসে গেলেন?
সিতাংশু কুমার (এস কে) সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন এবং সুবিধা নিয়েছেন।২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এমনকি সে অনুসন্ধানে তার সিতারও নাম আছে।
#সোইমো

04/01/2025
গু গুপ্তের গোঙানিবিস্তারিত লিংকে
30/12/2024

গু গুপ্তের গোঙানি
বিস্তারিত লিংকে

ঠিক যেন ঠাকুর মার ঝুলির বুড়ী কে দেখছি এখন। হায়রে অভাগা জাতি। ধিক্..  থু
30/12/2024

ঠিক যেন ঠাকুর মার ঝুলির বুড়ী কে দেখছি এখন। হায়রে অভাগা জাতি। ধিক্.. থু

শুনতে কী পাও?সচিবালয়ের মতো স্পর্ষকাতর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের খবর ছিল আতকে উঠার মতো। জীবনের ক্লান্তিময় রাতেও ...
26/12/2024

শুনতে কী পাও?
সচিবালয়ের মতো স্পর্ষকাতর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের খবর ছিল আতকে উঠার মতো। জীবনের ক্লান্তিময় রাতেও ঘুমাতে দেয়নি ঘটনাটি। দোসরদের অপরাধের ফিরিস্থি জ্বলে পুড়ে ছাই হচ্ছে। সেই ভাবনায় মজে গেলাম। এদিকে মনে, আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও অপরদিকে বিভিন্ন মন্ত্রলায়ের গুরুত্বপূর্ণ নথি পুড়তে থাকা ক্রমশই অশনি সংকেত দিয়ে যাচ্ছিল।
ভবনের বিপরীতমুখী সেকশন। যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অগ্নিকান্ড বরং পরিকল্পিত নাশকতার ম্পষ্ট ইঙ্গিত বহন করে। কারা জড়িত? সেই উত্তর, তদন্তের আগে না মিললেও বেশ কিছু বার্তা স্পষ্ট । যা ঘটনার প্রেক্ষিতে চলে আসে।
দ্বিধাহীন ভাবনায় স্বৈরাচারের প্রেতাত্মাদের জড়িত থাকার আশংকা কাজ করে। সেই সঙ্গে তাদের বিশেষ একটি মহল বা গোষ্ঠীর। যারা দীর্ঘদিন স্বৈর শাসনে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি ,সমর্থক , রক্ষক ও ভক্ষক ছিল। ছিল মানুষ-রুপী পিশাচ ।
যাদের কাছে দেশ ও জনগনের ভাগ্য ছিল মটির পুতুল। দূর্নীতি -লুটপাত, মানি লন্ডারিং,নিয়োগ -বানিজ্য,ক্ষমতার অপব্যবহার ,দেশের জনগনের অধিকার জিম্মি করে ফায়দা লুটা সহ এহেন ছোট-বড় কোন অপরাধ নেই যার সঙ্গে ওদের সম্পৃক্ততা ছিল না।
চোখ বন্ধ করে আপনি বলতে পারেন - এই স্বাধীন বাংলাদেশের শত্রুর তালিকা অনেক বড়। সেই তালিকার সর্ব শীর্ষে ,যদি আমলাদের রাখেন তাতে বিন্দু মাত্র ভূল বা আশ্চর্যের কারন হবে না। প্রমান চান? অধিকাংশদের বিলাসী জীবন, পরিবার পরিজনদের বেপরোয়া চলাফেরা ও নামে -বেনামের সম্পদের পাহাড় । চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে একটা প্রজাতন্ত্রে জনগণের চাকররা কীভাবে ফুলে ফেপে উঠেছিল বিগত সময়ে। পুরো দেশ ও দেশের কলকাঠি জিম্মি হয়ে পড়েছিল ওদের হাতে। যেন তারাই রাজা বাকী সব প্রজা।
এবার আসা যাক-আগুন প্রসঙ্গে। এত নিরাপত্তার মধ্যে কারো অনুপ্রবেশ; অসম্ভব। সম্ভব তখন, যথনই স্থায়ী-অস্থায়ী নিরাপত্তা চৌকি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার দায়িত্বরত সংঘবদ্ধ হয়ে কাজ করবে।
তাহলে কী শর্ষের মধ্যেই ভূত! একেবারেই অসম্ভব কিছু নয়। তদন্তে নিরাপত্তা ক্যামেরাগুলো্ই বিশেষ ভরসা। যদি ফুটেজ না মিলে ,ধরে নিতে হবে - দেশে নাশকতার আগুন শুধু জ্বলতে শুরু হয়েছে।
এমতবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই বিপ্লবের চেতনা জপে জপে দেশ রক্ষা করা যাবে না;ভক্ষকরা দিবে না।
তাহলে মুক্তি কোথায়? মুক্তি পুরো আমলাতন্ত্রকে ভেঙ্গে ফেলে নতুন করে সাজানো। পুরো পৃথিবীতে যে কোন বিপ্লবী শক্তিই পুরোনো সিস্টেম লাথি মেরে নতুন সিস্টেম গড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দিকে তাকান। শিক্ষা নেবার অনেক কিছু আছ।কীভাবে স্বল্প সময়ের বিদ্রোহে প্রায় ৫০ হাজার বিদ্রোহী পুরো রাষ্ট্রীয় সিস্টেম থেকে ছিটকে পরে। আর আমাদের উপদেষ্টারা শুধু তার সাথে ফটোশুটেই তৃপ্ত।
কেন এমন কথা বলছি? কারন সিস্টেমের ভেতর থেকে সিস্টেম ভাঙ্গা যায়না কেননা সংস্কার ইস্যুতেই যত অস্বাভাবিক ধ্বংসযজ্ঞ চলছে। কারণ সাধু শয়তান সংস্কার মানে না।
সর্বমহলে সৈরাচার হাসিনার পা চাটাদের বসিয়ে সংস্কার কখোনেই সম্ভব না। এতে শুধু ইউনুস সরকার নয় পুরো দেশ ক্ষতিগ্রস্থ হবে।
গোটা দেশের জনগনের কাছে গুটিকয়েক অমানুষের স্বার্থ কখোনই বড় হতে পারে না। এরা বিষধর সাপ। দুধ কলা দিয়ে পুষবেন? মরণ ছোবল আপনাকেই দেবে। সেই বিষক্রিয়ায় মারা যাবেন আপনি ও গোটা জাতি। অত:পর এখনোও – তুমি কী শুনতে পাও?

জামাত-শিবির মানেই  কী প্রকৃত মুসলিম? দলটি ইসলামি লেবাসে নিজস্ব ঘরানার রাজনৈতিক কার্যক্রম চালায়। তাতেই কী ইসলামের রাজনীতি...
24/12/2024

জামাত-শিবির মানেই কী প্রকৃত মুসলিম? দলটি ইসলামি লেবাসে নিজস্ব ঘরানার রাজনৈতিক কার্যক্রম চালায়। তাতেই কী ইসলামের রাজনীতি হয়ে গেল? ধরুন ,যদি কোন দল রাজনীতির বয়ানে ইসলাম বিক্রি করে তবে কী সে ইসলামের বাহক ? এমনটি যেমন বৈধ নয়, তেমনি ইসলামের সুকথনে জাতিকে ধোকা দেয়াও জুলুমের থেকে ও কোন অংশে কম নয়!
জামাত-শিবিরের দলীয় নীতি বা দলটির রাজনীতির অতি পিরিতির আলাপ- কী বলে যেমন তা মুখ্য নয়, তেমনি কাউকে অপদস্থ, লাঞ্চিত বা হেয় করাও শ্রেয় নয়। যাদের কিছুটা হলেও ইসলামের মাফহুম স্পষ্ট তারা ভালো করেই নিশ্চিত , কারো সম্মানহানি কতটা গর্হিত কাজ।

এদিকে এই দল -গোষ্ঠীর ভদ্র স্বভাবের শয়তানের চামুন্ডারা নাকি কাউকে জুতার মালা পরালো! সয়ং স্রষ্টা আল্লাহতো কোন বান্দাকে অপদস্থ করে না যতক্ষন না ব্যক্তি তার পাপকে জনসম্মুখে স্বীকৃতি দেয়।
ব্যক্তি যদি অন্যায় করে থাকে সরকার বা তার অঙ্গপ্রতিষ্ঠান বিচারিক কাজে অগ্রসর হবে। তুমি কে ব্যাটা –স্বাধীন ব্যক্তিকে জুতার মালা পরানোর।
তারা ধর্মীয় আদর্শের লেবাস নিয়ে অধর্মের কাজ করল। একটু ভাবুন- ধর্ম , ধর্মপ্রিয় মানুষ ও এদেশের সাধারণ জনগণ আগামীতে তাদের কাছে কতটুকু নিরাপদ? জামাত-শিবির ভাইয়েরা -তারা রাজনীতি করুক রাষ্ট্রের আদতে, তাতে কারো কোন হাত নেই। কিন্তু ধর্মের অজুহাতে কু-মতলবের রাজনীতি করতে আসা জামাত-শিবির জনসাধারন ও ইসলাম প্রিয় কেউ বরদাশত করবে না। ইনশাআল্লাহ..

হাম্বাদিক কিংবা সাংঘাতিকের আতুড়ঘর চাইনা। দেখতে চাই সাংবাদিকতা। শুভ কামনা প্রিয় "আমার দেশ"।Mahmudur Rahman - মাহমুদুর রহম...
22/12/2024

হাম্বাদিক কিংবা সাংঘাতিকের আতুড়ঘর চাইনা। দেখতে চাই সাংবাদিকতা। শুভ কামনা প্রিয় "আমার দেশ"।
Mahmudur Rahman - মাহমুদুর রহমান Daily AmarDesh

02/11/2024

ফেসবুক কে গালি তো আর দেয়া যায় না।
কারণ তার তো আর জাত বেজাত বলে কিছু নাই।
অন্য কোন লি ঙ্গ আছে কী?

বিশিষ্ট আতেলের বিজ্ঞ বচন;"পৃথিবীর প্রতিটি বিষয়েই বাংলাদেশী ছাগলদের কিছু না কিছু বলার আছে।"
02/11/2024

বিশিষ্ট আতেলের বিজ্ঞ বচন;

"পৃথিবীর প্রতিটি বিষয়েই বাংলাদেশী ছাগলদের কিছু না কিছু বলার আছে।"

উত্তর না জানলেও ক্ষতি নেই!

শুনলাম, তাদের মা জননী সকল জাউরালীগকে এতিম করে রাস্তায় ফেলে যায়। তাদের দেখে কুত্তালীগের কিছু উচ্ছিষ্টজীবি নাকি ঘেউ ঘেউ কর...
30/10/2024

শুনলাম, তাদের মা জননী সকল জাউরালীগকে এতিম করে রাস্তায় ফেলে যায়।
তাদের দেখে কুত্তালীগের কিছু উচ্ছিষ্টজীবি নাকি ঘেউ ঘেউ করে?

"চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমান আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান ও চট্টগ্রাম সিটি কপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী কর্মীদের দুর্দিনে রাস্তায় ফেলে আমেরিকায় মাছ ধরতেছে।"

এই নিয়ে পোস্ট চাই আপনার! ফেসবুক ইনবক্সে অনুরোধ পেলাম এটা। আমি মশিউর কিংবা গিয়াস কাউকেই ব্যক্তিগত ভাবে চিনি না বা এদের সাথে আমার কোন ব্যক্তিগত ক্লেশও নাই। এজন্য এই পোস্টকে কেউ পারসোনালি নিবেন না প্লিজ। আমি জাস্ট দলীয় তৃনমূলকর্মীদের পক্ষে তাদের ভাবনাটুকু তুলে ধরলাম।

29/10/2024

টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Vinfo Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share