Digital Rafik

  • Home
  • Digital Rafik

Digital  Rafik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Rafik, Digital creator, .

17/12/2022

দূর্দমনীয় এক ডিজিটাল কর্মবীর, পানি সম্পদ খাত তথা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে গতিশীল এবং স্বমহিমায় প্রতিষ্ঠিত করার প্রধান রূপকার।
আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

মন্ত্রিপরিষদ সচিব।মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগের আনুষ্ঠানিক প্রধান। মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা পদমর্যাদাক্রম ...
14/12/2022

মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগের আনুষ্ঠানিক প্রধান। মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা পদমর্যাদাক্রম অনুসারে ১২তম। পদমানক্রমে তার পদমর্যাদা সংসদ সদস্য এবং তিন বাহিনী প্রধানদের উপরে।

মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান নির্বাহী। বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সরকারি কর্মকর্তাকে সরকার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেন। এছাড়াও তিনি সুপিরিয়র সিলেকশন বোর্ডের চেয়ারম্যান।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথে আলোচনা করেন এবং তার পরামর্শ গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ (বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ) বাংলাদেশ সরকারের প্রশাসনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ মন্ত্রিপরিষদের এর নমনীয় কার্যাবলী পরিচালনা করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার মন্ত্রণালয়/বিভাগের মধ্যে পার্থক্যকে বিশৃঙ্খলা ও আন্তঃসম্পর্কীয় সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে সচিবের স্থায়ী/আডহক কমিটিসমূহের মাধ্যমে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে সিদ্ধান্তে সহায়তা করে।

১৯৭২ সালে বাংলাদেশ সরকারকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ মন্ত্রণালয় গঠিত হয়। ১৯৮৫ সালের পর এটি রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালের পর সংসদের আইন দ্বারা সরকার রাষ্ট্রপতি সরকার বিলুপ্ত হয়ে যায় এবং ১৯৯১ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ প্রশাসন হিসাবে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত হয়।

বাংলাদেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব কবির বিন আনোয়ার। প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ ডিসেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

পানি ভবনের সভাকক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বি...
16/11/2022

পানি ভবনের সভাকক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এর পানি সম্পদ কৌশল বিভাগের একঝাক মেধাবী কৃতী ছাত্রছাত্রীর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ইন্টার্নশিপ সম্পন্ন করায়, তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা নকশা ও গবেষণা ড. জিয়া উদ্দিন বেগ এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত মহাপরিচালক পূর্ব রিজিয়ন মাহবুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়ন মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী পরিকল্পনা ড.শ্যামল চন্দ্র দাসসহ বোর্ডের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ২০২১ এর বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংল...
16/12/2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ২০২১ এর বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ মহোদয় বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পণ করেন।

19/06/2021

ইপিওয়াপদা থেকে বাপাউবো

১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যপরি ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশন এর সুপারিশক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি-১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা-২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।
After recurrence devastating flood of 1954 and 1955 Crug Mission was formed in 1957 under United Nations (UN) to boost up food productivity by minimizing flood damage and water resources development & management in this region. As per mission’s recommendations, Bangladesh Water Development Board (BWDB) started its operation in 1959 as the water wing of the erstwhile ‘East Pakistan Water and Power Development Authority’ in 1959. As the principal agency of the government for managing water resources of the country it was given the responsibility of accomplishing the tasks of executing flood control, drainage and irrigation projects to increase productivity in agriculture and fisheries. After the independence of Bangladesh, the authority was restructured in 1972 into two different organizations to deal with water and power separately. BWDB was created under the Bangladesh Water and Power Development Boards Order 1972 (P.O. No. 59 of 1972) as a fully autonomous organization. The reform program and structural adjustment process were undertaken by the GoB for transformation of BWDB is the enactment of the BWDB Act, 2000 that requires the BWDB's functions be guided by the National Water Policy (NWPo)-1999 and National water Management Plan (NWMP)-2004. Policy making and overseeing the overall management of BWDB is now vested on the Governing Council (GC) with thirteen Members headed by the Minister, Ministry of water Resources.

17/06/2021

১৫ জুন, ২০২১ পানি ভবনের কনফারেন্স রুমে এবং জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/অধিদপ্তরসমূহের ২০২০-২১ অর্থবছরের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রদর্শনী আয়োজন করা হয়। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে এবছর অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
এই অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের ২ (দুই) টি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২ (দুই) টি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ১ (এক) টি উদ্ভাবনী কার্যক্রম সফলভাবে প্রদর্শিত হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের উদ্ভাবনী কর্মকাণ্ডের অংশ হিসেবে ১১তম-২০তম গ্রেডভুক্ত কর্মচারিগণ অবসর গ্রহণের পর এ মন্ত্রণালয় কর্তৃক পেনশন ও ল্যামপ্র্যান্ট মঞ্জুরি প্রদান প্রক্রিয়া দ্রুতকরণ এবং প্রকল্পের ডিপিপি যাচাইবাছাইকরণ সহজিকরণের মাধ্যমে বাস্তবায়নকারী সংস্থা হতে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরিত ডিপিপি প্রক্রিয়াকরণপূর্বক পরিকল্পনা কমিশনে প্রেরণ করতে সময় হ্রাস করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২০-২১ সালের উদ্ভাবনী কর্মপরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল সেচ ব্যবস্থাপনা সেবা এবং Online Payment Gateway Service System এর মাধ্যমে পানিবিজ্ঞান সংক্রান্ত সেবাপ্রাপ্তির ব্যবস্থা চালু করেছে।
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীদের বেতনভাতা প্রদান সংক্রান্ত কার্যক্রমটি জনতা ব্যাংকের সাথে সমঝোতার মাধ্যমে সহজিকরণ করা হয়েছে। এতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে সময় কমেছে।
আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব জাহিদ ফারুক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির বিন আনোয়ার, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আজাদুর রহমান মল্লিক, যুগ্ম সচিব ও চীফ ইনোভেশন অফিসার, পানি সম্পদ মন্ত্রণালয়। আয়োজনে সশরীরে এবং অনলাইনে সংযুক্ত হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক জনাব এ.কে.এম. ওয়াহেদ উদ্দিন চৌধুরীসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা/অধিদপ্তরসমূহের মহাপরিচালক/সংস্থা প্রধান, ইনোভেশন টিমের সদস্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এই আয়োজনে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/অধিদপ্তরসমূহের ২০২০-২১ অর্থবছরের উদ্ভাবন ও সেবা সহজিকরণ এর ডকুমেন্টেশন বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জনাব জাহিদ ফারুক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। আয়োজনে বছরের সেরা তিনটি উদ্ভাবন হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর Online Payment Gateway Service System এর মাধ্যমে পানিবিজ্ঞান সংক্রান্ত সেবাপ্রাপ্তির ব্যবস্থা ও ডিজিটাল সেচ ব্যবস্থাপনা সেবা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের ডিপিপি যাচাইবাছাইকরণ সহজিকরণের উদ্যোগগুলোকে নির্বাচিত করা হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটিতে সংযুক্ত ভিডিও ডকুমেন্টারিটি প্রদর্শিত হয়।

সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ড এর ক্রসবার।
03/06/2021

সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ড এর ক্রসবার।

Sirajganj Hard Point 2020
03/06/2021

Sirajganj Hard Point 2020

পানি ভবনের অভ্যন্তরে...
03/06/2021

পানি ভবনের অভ্যন্তরে...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Rafik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share