Sportz40

Sportz40 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sportz40, Magazine, .
(2)

20 years gone in between…Good night
19/11/2023

20 years gone in between…

Good night

19/11/2023

খেলার রেজাল্ট কি হতে পারে ?
যদিও আমি এখনো আশাবাদী ।

19/11/2023
19/11/2023

তবুও বলবো IND যা রান করবে Aus তার অর্ধেকও যেতে পারবে না, পিকচার আভি বাকি হায়😉🇮🇳

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম হিজাব পরা ফুটবলার হিসেবে নারী বিশ্বকাপে অভিষেক হলো মরক্কোর নুহায়লা বেনজিনার
31/07/2023

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম হিজাব পরা ফুটবলার হিসেবে নারী বিশ্বকাপে অভিষেক হলো মরক্কোর নুহায়লা বেনজিনার

আসলেই হাস্যকর🤣
18/07/2023

আসলেই হাস্যকর🤣

খেলার সম্বন্ধে আরও অন্যান্য ইন্টারেস্টিং তথ্য জানতে পেজটি ফলো করে শেয়ার করে পাশে থাকুন।
14/07/2023

খেলার সম্বন্ধে আরও অন্যান্য ইন্টারেস্টিং তথ্য জানতে পেজটি ফলো করে শেয়ার করে পাশে থাকুন।

28/06/2022

Allah amar kopale jare rakhcho ore ektu taratari amr life e pathai dew please 🥺

26/06/2022

ঘুম আসতে আসতে রাত শেষ
ঘুম ভাঙতে ভাঙতে দিন শেষ ।😔

ছবি গুলো দেখছি আর বুকের মধ্যে কাঁপছে।একটু সচেতন হোন 😰🙏🙏
27/04/2021

ছবি গুলো দেখছি আর বুকের মধ্যে কাঁপছে।
একটু সচেতন হোন 😰🙏🙏

চা..!😋❤
06/01/2021

চা..!😋❤

27/12/2020

এই বছর আমি হেরেছি, জিতেছি, ব্যর্থ হয়েছি, কেঁদেছি, হারিয়েছি, হেসেছি, ভালােবেসেছি কিন্তু সর্বোপরি আমি "শিখেছি"❤️

জিভে জল চলে আসে~🤤
22/11/2020

জিভে জল চলে আসে~🤤

 ুয়ে_গেল_ছবিটা....😌 #ক্ষুধার্ত_কিন্তু_বেইমান_নয়🤗🤗
12/11/2020

ুয়ে_গেল_ছবিটা....😌
#ক্ষুধার্ত_কিন্তু_বেইমান_নয়🤗🤗

শক্তি. অহংকার. ক্ষমতা.কোনটাই চিরস্থায়ী থাকে না।
26/08/2020

শক্তি. অহংকার. ক্ষমতা.কোনটাই চিরস্থায়ী থাকে না।

20/08/2020

💛

20/08/2020

Female ভার্জিনিটি vs bleeding !!...মন দিয়ে পড়বে সবাই!!
জানা খুব দরকার আমাদের নিজের প্রয়োজনে!....
একটা রিসার্চ ফার্মে কাজ করতে গিয়ে ৫০ জন
মহিলার সাথে প্রায় ই আমার দেখা হতো !
সাভারের একটা গ্রামে তারা থাকেন,
একটা ছোটো সংগঠনে তারা কাজ করেন,
তাদের কেউ মানুষের বাসায় কাজ করেন,
কেউ গার্মেন্টস এ কাজ করেন,
কারো চায়ের টং দোকানে বসেন,
কেউ কেউ কৃষি কাজ করেন!
একদিন দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করছেন
এবং উনার হাসবেন্ড উনাকে অনেক মারধর
করেছে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে!
আমি জিজ্ঞেস করলাম কেনো ডিভোর্স
দিয়েছে,
তখন ওই আন্টি বললেন তার হাসবেন্ড ১ বছর ধরে
তাকে কথায় কথায় গালাগালি করে, মারধর করে এবং তার
চরিত্র নিয়ে কথা বলে
কারন প্রথমবার in*******se এর সময় ওই মহিলার ব্লিডিং
হয়নি
এবং এর পরে কখন ই না!
এরপর বাকিরা একে একে মুখ খুললো,
আমি তাদের মেয়ের বয়সী, তারা খুব লজ্জা
পাচ্ছিলেন,
আমি অনেক কস্টে তাদের easy করলাম!
তারপর যা শুনলাম সেটা পাব্লিকলি বলার মতো না !
এটা আমাদের ভদ্র সমাজের খুব পরিচিত একটা
কুসংস্কার,
ব্লিডিং না হলে মনে করা হয় মেয়েটা ভার্জিন না,
চরিত্র ভালোনা!
Well,
একটু যদি scientifically চিন্তা করি তাহলে কিন্তু সব
পানির মত পরিস্কার!
১. ব্লিডিং হবে কি হবে না এটা নির্ভর করে H***N
নামক একটা membrane এর উপর
২.এই membrane টা vaginal opening কে cover
করে রাখে
৩.কিন্তু কতটুকু cover করে রাখবে এটা নির্ভর
করে এক্টা female person এর বয়স, উচ্চতা, ওজন
এবং শরীরের অনেক ফিচারের উপর
৪.H***n যদি thin হয়, ব্লিডিং না হবার সম্ভাবনা অনেক
বেশি,আর thick হলে ব্লিডিং হতে পারে
৫. অনেক female এর জন্মগত ভাবেই h***n
থাকে না, so bleeding না হওয়াটাই স্বাভাবিক
৬. যেসব মেয়েরা cycling করে, exercise করে,
জিমে যায়, অথবা skipping করে, jumping করে
তাদের ওই
H***n নামক পর্দা ভেঙে যায়, so bleeding হওয়ার
পসিবিলিটি নাই!
৭.British Medical Journal এর একটা রিসার্চে বললা
হয়েছে " worldwide ৬৩% মেয়েদের first time
s*xual relation এ bleeding হয়না, এবং the one &
only reason is H***N MEMBRANE
৮.আরো একটা রিসার্চে বলা হয়েছে, বয়স যত
বাড়বে, যাদের মেমব্রেন আছে, সেটা আরো
thin হতে থাকে এবং একটা সময় পর্দাটা ফেটে
যাবে, তাহলে কিভাবে ব্লিডিং হবে যদি membrane এ
না থাকে? frown emoticon:(
৯.তার মানে দাঁড়ায় একটা ১৫-১৬ বছরের মেয়ের
ফার্স্ট টাইম in*******se এর সময় ব্লিডিং হওয়ার সম্ভাবনা
যত বেশি, একটা ২৫-২৬ বছরের মেয়ের ব্লিডিং
হওয়ার সমম্ভাবনা ততটাই কম!.....
যতই বলি আমরা এগিয়ে যাচ্ছি,আমাদের মেন্টালিটি
কিন্তু এখনো অনেক নিচে।
আর দোষ দিবো কাকে?
আমাদের education system টাই অনেক বেশি ত্রুটি
পুর্ন!
s*x education নিয়ে কোথাও পড়ানো হয় না,
সিলেবাসে এইসব টপিক তো নাই ই,
বরং যে এক দুইটা চ্যাপ্টার আছে menstruation and
adolescence নিয়ে, ওইগুলো ও ঠিক মতো
পড়ানো হয় না!
আমি জানি এই পোস্ট টা আপডেট করার পর কিছু নোংরা মানুষ যা ইচ্ছা Comment এ লিখবে কিন্তু আমার কিছু আসে যায় না!.......শুধু গ্রামের মানুষ এরকম না, অনেক শিক্ষিত মানুষ
ও এমন,
তাদের কাছে ভার্জিনিটি মানেই bleeding!
বুঝাবার মতো কেউ নেই,
বলার মত কিছু নেই।।।
কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। সুখী থাকুন!

11/08/2020

#বিশ্ববিদ্যালয়ে একজন নতুন
অধ্যাপক তাঁর ক্লাস নিতে শুরু
করলেন।
#যে মুহুর্তে তিনি পড়ানোর জন্যে
ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন,
সেই সময় ছাত্রদের মধ্যে কেউ একজন
সিনেমা হলের মতো জোরে
শীস বাজালো।
#অধ্যাপক ঘুরে ক্লাসের দিকে
তাকিয়ে জিজ্ঞেস করলেন, --কে,
কে শীস দিয়েছে? কে সিটি
মারলো?
#কেউ উত্তর দিলোনা। সবাই চুপ।
#অধ্যাপক শান্তভাবে চকটি
টেবিলে রেখে বললেন, আজকে আর
লেকচার দেবোনা। তবে
তোমাদের
একটি গল্প বলব বাকি সময়টুকুর জন্য।
#সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে
বসলো। অধ্যাপক গল্প শুরু করলেন।
---গতকাল রাতে আমি ঘুমানোর
জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম
আমার চোখ থেকে কয়েক মাইল
দূরে আছে মনে হলো। ভাবলাম, ঘুম
যখন আসছেনা আমার গাড়িতে
রাতে পেট্রল ভরে রাখি, যা কাল
সকালের ভিড়ে আমার সময় বাঁচাবে
এবং তারপর নির্ভীগ্নে আমি
ঘুমাতেও পারবো।
---গাড়ি নিয়ে বেরিয়ে ট্যাঙ্কটি
ফুল করে নেয়ার পরে দেখি রাস্তা
খালি। বাতাসটিও ঠান্ডা,
আকাশে হালকা মেঘের আড়ালে
আধো চাঁদ, তাই ভাবলাম একটু
আশেপাশে ঘুরেই আসি।
---একটু সামনে এগুতেই হঠাৎ রাস্তার
পাশের কোণে আমি একজন
ভদ্রবেশী তরুণী মেয়েকে দেখলাম
আলো আঁধারীতে দাঁড়িয়ে আছেন
অসহায় ভঙ্গী নিয়ে। বিউটিফুল
ফিগার, যেই রকম সুন্দরী সেই রকম
সুন্দর পোশাক তাঁর। পোশাকটি
দেখে মনে হচ্ছিলো তাঁর রূপের
সঙ্গে ম্যাচ করে কোন নিপুণ
শিল্পী এরকমটি বানিয়েছেন।
নিশ্চয়ই কোনও পার্টি থেকে
ফিরে আসছেন এই ফুল-পরীটি। আমি
চোখ ফেরাতে পারছিলাম না।
মনে হলো প্রথম নজরেই প্রেমে
পড়ে গেছি।
---সৌজন্যতা বোধ হারিয়ে
আমি আমার গাড়িটি ঘুরিয়ে তার
পাশে থামিয়ে কাঁচ নামিয়ে
জিজ্ঞেস করলাম--- আমি কি
কোনো সহায়তা করতে পারি
আপনাকে? যদি কোন সাহায্য
করতে পারি তবে বলুন।
---তরুণীটি হেসে উঠলো সলজ্জ
ভাবে, তাঁর শুভ্র দন্ত রাশির
ঝিলিক দেখে মনে হলো যেন
সন্ধ্যাতারা রাস্তার কোনে
নেমে এসেছে।
---তিনি মৃদু ভাবে আমাকে
জিজ্ঞাসা করলেন, আমি কি তাকে
তার বাড়িতে পৌঁছে দিতে
পারি? তাঁর গাড়িটি আসবেনা
কারণ স্টার্ট নিচ্ছেনা বলে
জানিয়েছে তার ড্রাইভার, আর সে
কোন ট্যাক্সিও পাচ্ছেনা অনেক্ষন
ধরে।
---আমার হার্টবিট বেড়ে গেলো,
আমি গাড়ী থেকে নেমে সামনের
দরজা খুলে দিলে তিনি আমার
সাথে সামনের সিটেই বসলেন
সানন্দে।
---আমি তাকে নিজের পরিচয়
জানিয়ে বললাম, আমি আপনাদের
বাসার এলাকারই পাশের
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
---উনিও ওনার পরিচয় জানালে
আমরা কথা বলতে শুরু করলাম এবং
অবাক হয়ে দেখলাম, সে খুবই
বুদ্ধিমতী এবং যেকোনো টপিক
নিয়ে আলোচনা করি, সবগুলিতেই
তার প্রভুত জ্ঞান আছে যা
আজকালকার অনেক যুবক যুবতী দের
নেই।
---অনেক দূরে তার ঠিকানায় যখন
পৌঁছলাম, তিনি আমার বিনীত
প্রকৃতি ও সুন্দর আচরনের প্রশংসা
করে বললেন, আমরা দুজনেই মুক্ত
মনের মানুষ, আমাদের আবার দেখা
হতে পারে, এবং লজ্জাবতী পাতার
মতো গুটিয়ে না গিয়ে বলেই
ফেললেন, আমার মতো একজন যুবক
ছিল তার কল্পনায়। রাখঢাক না
করেই জিজ্ঞেস করলেন, আপনি কি
বিবাহিত? আমি বুঝে ফেললাম,
তিনিও প্রথম দর্শনেই আমার
প্রেমে পড়েছেন।
---আমি বললাম,--আপনার অপরূপ
সৌন্দর্যের কারণে প্রথমেই আমি
গাড়ি ঘুড়িয়েছিলাম, এই রকম একজন
রাজকন্যার স্বপ্ন আমি দেখতাম, যে
দেখতে ঠিক আপনার মতো হবে
এবং আমি ভাবতাম তাকেই আমি
বিয়ে করবো। তারপর আপনার
নলেজ, বুদ্ধি ও কথার গভীরতা শুনে
আমি খোলাখুলি বলছি, ইতিমধ্যে
আমিও আপনার গভীর প্রেমে পড়ে
গেছি।
---মেয়েটি বললো, আসুন আমাদের
এপার্টমেন্টে, চা খাবেন ও আরো
কিছুক্ষন গল্প করা যাবে।
---প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে
দুই তরফে আর দ্বিধা কেন, ওনার
বাসায় চলে গেলাম।
---আরো কিছুক্ষন গল্প করে বিদায়
নেয়ার সময় সে আমাকে বললো,
শোনো, আমার ভাই তোমারই
ছাত্র হবে, ও এখন বাসায় নেই। তুমি
ওর দিকে একটু খেয়াল রেখো,
দেখো যাতে ঠিকমত পড়াশুনা
করে। এখন থেকে যেহেতু আমরা
দীর্ঘ সম্পর্কের মধ্যে থাকব, এটি
তোমার দায়িত্ব হয়ে গেল।
---আমি বললাম, তোমার ভাই
ছাত্রটির নাম কি?
---আমার নব্য প্রেমিকা বললো,
তুমি আর আমি পরস্পরকে আমাদের
প্রখর বুদ্ধির কারণে স্বল্প সময়ে
ভালোবেসে ফেলেছি। তুমি
তোমার বুদ্ধি দিয়ে খুঁজে পাবে
তাকে, তাই নাম বললাম না। আমার
ভাইয়ের একটা বৈশিষ্ট আছে যা
দিয়ে তাকে চিনতে পারবে।
পারবে তো?
---বললাম, --আচ্ছা, কি সেই
বৈশিষ্ট?
#প্রেমিকা বললো,--সে প্রায়ই
হটাৎ জোরে জোরে শিস দেয়!
#পুরো ক্লাসের সমস্ত চোখ
তৎক্ষণাৎ যে ছেলেটি শিস
দিয়েছিল তার দিকে ঘাড়
ফিরিয়ে তাকিয়ে রইলো।
#অধ্যাপক ধীরে ধীরে চকটি আবার
হাতে উঠিয়ে নিয়ে গম্ভীর ভাবে
বললেন: " #আমি_মনোবিজ্ঞানে_
আমার_পিএইচডি_ডিগ্রিটি_
কিনিনি , #আমি_এটি_অর্জন_করেছি
।"
# সংগৃহীত

Bengali plate .Credits to .soulmates  ❤️ First Ilish/Hilsa for this season, had to be special 🐟 Ilish Bhape-ইলিশ ভাপে 💛🎏...
18/07/2020

Bengali plate .
Credits to .soulmates ❤️ First Ilish/Hilsa for this season, had to be special 🐟 Ilish Bhape-ইলিশ ভাপে 💛🎏

সয়াবিন বিরিয়ানি
15/07/2020

সয়াবিন বিরিয়ানি

Russia 👏
13/07/2020

Russia 👏

10/07/2020

- সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়!💘

- ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব!🌺❤️

Kitkat lovers 😍😍
09/07/2020

Kitkat lovers 😍😍

 #আমার_পরান_ও_যাহা_চায়🥰❣️😍🔥😋🔥🤗🔥🤤🔥🥳🔥           😋🤤😋🤤🥰🤤😋🤤😋
08/07/2020

#আমার_পরান_ও_যাহা_চায়🥰❣️😍

🔥😋🔥🤗🔥🤤🔥🥳🔥

😋🤤😋🤤🥰🤤😋🤤😋

Childhood memories of 90's kids 😍😍😍
14/06/2020

Childhood memories of 90's kids 😍😍😍

10/06/2020

13/05/2020

#অনেক_পরীক্ষা_এখনও_বাকি_তাই_বেঁচে_থাকা_অনেক_দামী

কলেজ তখন থেকে বন্ধ যখনও রাজ্যে একটাও করোনা পজিটিভের হদিশ মেলেনি। আজ দুমাস পর সংখ্যাটা যখন ২,০০০ এ দাঁড়িয়েছে, যখন প্রাণের ভয়ে আত্মহারা সাধারণ মানুষ এবং এক অমানবিক ভবিষ্যতের সম্মুখীন, তখনই হঠাৎ ‘কলেজ খুললেই একমাসের মধ্যে পরীক্ষা’র জন্য পাগল হয়ে উঠছে শিক্ষা দপ্তর। যখন দেশে মাত্র ৬০-৭০ জন আক্রান্ত, তখন বন্ধ করা হলো পরীক্ষা, আর সংখ্যাটা যখন ৭০ হাজার ছুয়েছে তখন পরীক্ষা শুরুর কথা উঠছে। শুরু হচ্ছে কলেজ সানিটাইজ করার প্রক্রিয়া। ভাবনা চিন্তা চলছে অনেক কিছুর। তবু পরীক্ষাটা নিতেই হবে। যেখানে ইউজিসি বলে দিয়েছে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক নয়, তবুও, পরীক্ষাটা নিতেই হবে। হোম সেন্টারে পরীক্ষা, মাস্ক জরুরী। দূরে দূরে বসানোর সিদ্ধান্ত। স্যানিটাইজার, গ্লাভস এরও ব্যবস্থা থাকবে... ইত্যাদি ইত্যাদি।
এ তো গেল সেন্টারের নিরাপত্তা। যে পরীক্ষা দিতে যাবে, সে পৌঁছবে কোন নিরাপত্তায় ? বাড়িতে গাড়ি পাঠাবেন তো? যারা কলকাতায় থাকে তাদের অনেকের আসার জন্য অটো লাগে, অনেকের মেট্রো, অনেকের ট্রাম, অনেকের বাস। তবে যে জিনিস টা সর্বাধিক প্রয়োজন তা হলো ট্রেন। হ্যাঁ, ওই লোকাল গুলি, যেগুলিতে পা রাখার জায়গা থাকে না। সেখানে স্যোশাল ডিসটেন্স কিভাবে মেনটেন করা যাবে ? নিশ্চই স্পেশাল ট্রেন দেওয়া হবে না ? কিংবা স্পেশাল বাস। যেখানে শুধু স্টুডেন্টস রাই ভিড় জমাতে পারে। আর সেখানেই যদি ভিড় জমে যায় তবে সেন্টারে ওই নিরাপত্তার কি মানে হয় মশাই?
আমি থাকি গ্রামে, এখানে জেলায় করোনা পজিটিভের সংখ্যা ৩। আমার মতো অনেকে থাকে এখানেই, কার বাড়িতে মেনে নেবে ছেলে/মেয়ে ২০০ কিমি দূরে পরীক্ষা দিতে যাক যেখানে ১৫০০ জন মৃত্যুর সাথে লড়ছে ? না জানি আর দুমাস পর সেটা কোথায় দাঁড়ায়।
একটা বন্ধুর বাড়ি স্টেশন থেকে ৪০ কিমি দূরে, আসার জন্য চালু করতে হবে বাস। ১৫০ কিমি অতিক্রম করে কলকাতা আসতে চালু করতে হবে ট্রেন। স্টেশন থেকে মেস পৌঁছতে অটো লাগে। সব চালু রাখতে হবে।
যারা হোস্টেলে থাকে তাদের স্যোশাল ডিসটেন্স এর কি হবে ? যারা হোটেলে খায় তাদের ? আর যার বাড়ির মালিক করোনা পজেটিভ তার থাকার ব্যবস্থা কি হবে ?
তুলে দিন সব বিধিনিষেধ, খুলে দিন স্কুল কলেজ। চালু করুন যাতায়াত ব্যবস্থা, হোটেল- মল সব সব... সব কটা অতিক্রম করে আমরা পৌঁছোই আপনার নিরাপদ হোম সেন্টারে। যাদের বাড়ি কোচবিহার বা বিহারে তারা নাহয় নাইবা এলো, আমরা যাবো। লাশের উপর লাশ পড়ে যাক শহরের বুকে, আমরা পরীক্ষা দিই। বেঁচে থাকলে রেজাল্ট টা শুনে যাবো। রুমে ফিরে মা জিজ্ঞেস করবে না পরীক্ষা কেমন হলো , শুধু প্রতিদিন রাতের ঘুম উড়িয়ে একটাই কথা বলবে, “ভালো আছিস তো?”
বেঁচে থাকলে পরের বছর আবার পরীক্ষা দেবো, তার জন্যে বেঁচে থাকতে চাই। কাগজ কলমের পরীক্ষা সুযোগ টুকু দেয় শুধরে নেওয়ার, জীবন মরণের পরীক্ষায় সেটুকুও নেই। পরিস্থিতি কোথায় দাঁড়ায় সেটা নির্বাচন করেই সিদ্ধান্ত নেওয়া হোক। হুট হাট করে ভিডিও কনফারেন্স করে আমাদের মার্ডার করার দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নিন। ডেলি ডেলি হার্টবিট বাড়াবেন না।
আর তারপরেও যদি পরীক্ষা নিয়েই ফেলেন হয়ত দেখবেন অনেক বছর পরে...
“হঠাৎ একদিন ভিড়ে ঢাকা
কলেজ গুলোর গেট,
লাশগুলো সব চেঁচিয়ে বলে
‘আমরা গ্রাজুয়েট!”

✍️collet

13/05/2020
10/05/2020

আজ যে পাঁচ ধরনের পোস্ট ফেসবুক নিউজ ফিডে দেখবেন-
ক্রমিক নং ১- নিজ মায়ের সাথে ছবি সঙ্গে ' হ্যাপি মাদার্স ডে'।
ক্রমিক নং ২- নিজ মায়ের সাথে সুন্দর দক্ষতা দিয়ে এডিট করা ভিডিও সঙ্গে থাকবে ইমোশনাল মিউজিক।
ক্রমিক নং ৩- ওরে পাগল সবদিনই 'মাদার্স ডে',এর জন্য কোনো ভিন্ন দিনের দরকার হয়না।
ক্রমিক নং ৪- এত ভালোবাসা থাকলে বাড়ির বাসনগুলো মেজে দে,ঘর মুছে দে।
ক্রমিক নং ৫- উপরিউক্ত চার ধরনের একটি ও না করে আমার মতো ভাট বকা ।

এগুলি ছাড়া বাঙালী বাঙালীই নয় ❤️❤️
01/05/2020

এগুলি ছাড়া বাঙালী বাঙালীই নয় ❤️❤️

23/04/2020

😂

😋😛😋
20/04/2020

😋😛😋

😋
15/04/2020

😋

15/04/2020

শুভ নববর্ষ, নতুন এই বছরটা ভালো কাটুক, ভালো থাকবেন।
- পেজ এডমিন

Life before mobile 💖
09/04/2020

Life before mobile 💖

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sportz40 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share