03/02/2020
বৃত্তির আবেদন সম্পর্কিত কতিপয় বহুল প্রচলিত জিজ্ঞাসাঃ
১। আমার আসল সার্টিফিকেট এখনো স্কুল/কলেজে আসেনি, কী করব?
উত্তরঃ রেজাল্ট এর পরে Testimonial দেয়, সার্টিফিকেট এর পরিবর্তে সেটা সব জায়গায় ব্যবহার করা যাবে।
২। ইনকাম এর সনদ বলতে কি বুঝাচ্ছে?
উত্তরঃ অভিভাবকের আয়ের উৎস এবং এর সংক্ষিপ্ত বিবরন সম্বলিত একটা প্রত্যয়ন পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র থেকে নেয়া হয়, এটাই ইনকাম এর সনদ।
৩। আবেদন পত্র কোথায় পাব?
উত্তরঃ আসল সার্কুলারটা ভালভাবে পরে দেখবেন, যদি ডাউনলোড করেই কাজ হয়, করে নিবেন, যদি ব্যাংক ব্রাঞ্ছ এ যেতে বলে, ডাউনলোড করবেন না, যদি অনলাইন এই ফরম থাকে, সেখানেই পূরণ করে নিবেন।
৪। আবেদন পত্র কোথায় পাঠাব?
উত্তরঃ সার্কুলার টা ভালভাবে পরে দেখুন। ঢাকায় পাঠাতে হলে ৫/৭ দিন আগে কুরিয়ার করুন। পোস্ট অফিসে দিলে ৭ দিন আগে দিন। জিইপি পোস্ট করে দিলে ১ দিনেই যাবে। যদি ব্যাংক ব্রাঞ্ছেই দিতে বলে তবে সেখানেই দিন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
বর্তমানে চলছে নিম্নের দুইটি বৃত্তি।
মারকেনটাইল ব্যাংক বৃত্তি ২০২০
https://www.ofuran.com/2018/02/mercantile-bank-abdul-jalil-scholarship-notice.html
এবং প্রবাসী কল্যাণ বৃত্তি ২০২০
https://www.ofuran.com/2019/02/wage-earners-welfare-board-wewb-scholarship-notice-result.html
ধন্যবাদ।
শেয়ার করতে ভুলবেন না।