Bangla News

Bangla News Like & Share for regular update. This is one of the most popular Bangla news portals in Bangladesh.

The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism. The portal provides real time news update, using utmost modern technology since 2022. It also provides archive of previous news, and printing facility of the specific news items. One can easily find latest news and top breaking headlines from Bangladesh and around t

he world within a short span of time from the online news portal. As a Bangladesh’s leading online news portal, is updating 24/7 days with the news of entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features. The news based site enriched with all the elements of country’s traditional newspapers.

18/04/2024
খালি দান বাড়েই❗
03/07/2023

খালি দান বাড়েই❗

সংখ্যাগরিষ্ঠরাই বেশীরভাগ ক্ষেত্রে দায়ী হয়েই থাকে,কিছু আবালদের জন্য মাসুল সাধারণদের দিতে হচ্ছে। হঠকারিতা হতে ধৈর্য উত্তম,...
03/07/2023

সংখ্যাগরিষ্ঠরাই বেশীরভাগ ক্ষেত্রে দায়ী হয়েই থাকে,
কিছু আবালদের জন্য মাসুল সাধারণদের দিতে হচ্ছে। হঠকারিতা হতে ধৈর্য উত্তম, আল্লাহ্ অসম ও ত্রিপুরার ভাইদের রক্ষা করুক আমিন।

ব্রাজিলে ইসলাম: এক করুণ ইতিহাস১৮৬০ সালে বাগদাদের ইমাম আব্দুর রহমান আফেন্দী ব্রাজিলের রিও ডি জেনিরো সমুদ্র বন্দরে নামেন। ...
12/12/2022

ব্রাজিলে ইসলাম: এক করুণ ইতিহাস

১৮৬০ সালে বাগদাদের ইমাম আব্দুর রহমান আফেন্দী ব্রাজিলের রিও ডি জেনিরো সমুদ্র বন্দরে নামেন। এই বন্দরে আসাটা তাঁর পূর্ব-প্ল্যান ছিলো না। সমুদ্রের মধ্যে তাঁর জাহাজ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে। পথ হারানো জাহাজ ব্রাজিলের বন্দরে গিয়ে আশ্রয় নেয়।

সম্পূর্ন অজানা পরিবেশে মুসলিমদের একটি দল এসেছে। এই বন্দরে কেউ তাদের পরিচিত নেই। এখানকার স্থানীয় মানুষ কেমন সেটা তারা জানে না। তাদেরকে যদি কিডন্যাপ করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়, তাদের কিছুই করার নেই। তাদেরকে যদি মেরে ফেলে, তবুও তারা কয়জন মিলে আর কী প্রতিরোধ করবে?

ইমাম আব্দুর রহমান আফেন্দী দেখলেন তাদেরকে দেখে কিছু লোক এগিয়ে আসছে। বিপদগ্রস্ত কাফেলা বুঝতে পারছে না স্থানীয় লোকেরা তাদের সাথে কেমন ব্যবহার করবে।

স্থানীয় লোকেরা সমুদ্র বন্দরে আশ্রয় নেয়া কাফেলার লোকদের দেখে নিলো। তাদের পরনের কাপড়, দাড়ি, পাগড়ি দেখে তাদের বুঝতে বাকি নেই যে, এই বিপদগ্রস্ত কাফেলার লোকেরা মুসলিম।

রিও ডি জেনিরোর অধিবাসীরা সালাম দিলো- ‘আসসালামু আলাইকুম’। আব্দুর রহমান আফেন্দীর চক্ষু চড়কগাছ। তিনি যেনো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। এই অদ্ভুত, অজানা জায়গায় এসে যখন দেখতে পেলেন সেখানকার অধিবাসীরা তাঁর মতো একই বিশ্বাস লালন করছে, তখন তাঁর অসম্ভব ভালো লাগা শুরু হলো।

“তোমরা তাহলে মুসলমান?”
“জ্বি, আমরা মুসলমান।”
“এখানে আরো মুসলমান আছে?”
“জ্বি, এখানে আরো মুসলমান আছে।”
আব্দুর রহমান আফেন্দী দেখতে পেলেন যে, এখানের অধিবাসীদের মধ্যে অনেকেই মুসলিম হলেও ইসলামের শেকড় থেকে তারা অনেকটাই বিচ্ছিন্ন। তারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে জানে না, ইসলামের ফরজ বিধান সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট না। তারা নামাজের সময় হলে হাত তালির মতো শব্দ করে নামাজ পড়ে, নাচে। কয়েকটি ভাঙ্গা ভাঙ্গা আরবি শব্দ তারা জানে। ‘লা ইলাহা...’ বলতে পারে।

আব্দুর রহমান আফেন্দী কারণ অনুসন্ধান করতে লাগলেন। তারা মুসলিম ঐতিহ্য থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লো, কিভাবে তারা ইসলামের প্রাথমিক বিধান ভুলে গেলো সেটা খুঁজতে গিয়ে এক করুণ ইতিহাস চলে এলো। তারা কিভাবে ব্রাজিলে এসেছিলো, সেই ইতিহাস।

আব্দুর রহমান আফেন্দী স্থানীয় লোকদের সাথে থেকে যাবার মনস্থ করলেন। তিনি বললেন, “তাদের সাথে থাকা, তাদেরকে ইলম শিক্ষাদান আমার জন্য ওয়াজিব। আল্লাহ এজন্যই হয়তো বাগদাদ থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন।”

দীর্ঘ ৬ বছর আব্দুর রহমান আফেন্দী ব্রাজিলের মুসলিমদের মাঝে বসবাস করে তাদেরকে তাদের শিকড়ের সন্ধান দেন। তাদেরকে নামাজ, রোজার মতো প্রাথমিক বিধান শিক্ষা দেন। তারপর ফিরে যান স্বদেশে। ব্রাজিলে ৬ টি বসন্ত কাটিয়ে তাঁর এই বিস্ময়কর ভ্রমণের বর্ণনা নিয়ে একটি বই লিখেন। বইয়ের নাম- ‘ব্রাজিলের সফরনামা’।

দুই.

বর্তমান সময়ে যারা সভ্য সেজে পৃথিবীর মানুষকে সভ্যতা শেখানোর দায়িত্ব পালন করছে, সেই ইংল্যান্ড, অ্যামেরিকা, পর্তুগাল, স্পেনের অসভ্যতার এক কালো ইতিহাস আছে। তাদের অসভ্যতার ইতিহাসের প্রথম তালিকায় থাকবে- ‘Atlantic Slave Trade’ বা আটলান্টিক মহাসাগরে দাস বাণিজ্য।

প্রায় ৪০০ বছর ধরে তারা আফ্রিকা থেকে মানুষকে ধরে-বেঁধে নিয়ে যেতো ব্রাজিল, অ্যামেরিকা, ক্যারিবিয়ায়। আফ্রিকার স্বাধীন মানুষ, যারা সেখানে পরিবার নিয়ে তাদের মতো করে বসবাস করছে, তাদেরকে লোহার চেইনে বেঁধে জাহাজে করে নিয়ে যাওয়া হতো শ্রমিক হিশেবে। তবে, পারিশ্রমিকের বিনিময়ে না, দাস হিশেবে।

এই ধরণের কিডন্যাপিং দাস বাণিজ্য সর্বপ্রথম শুরু করে পর্তুগাল। ব্রাজিলে ছিলো তাদের উপনিবেশ। ১৫২৬ সালে পর্তুগীজরা সর্বপ্রথম ‘ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্য’ শুরু করে। তাদের দেখে ইউরোপ-অ্যামেরিকার বাকি সব সাম্রাজ্যবাদী দেশগুলো এই ঘৃণ্য, অমানবিক কাজ করতে থাকে। ৪০০ বছরে ধারণা করা হয় ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে আফ্রিকা থেকে দাস বানিয়ে তারা নিয়ে যায়। শুধুমাত্র ব্রাজিলেই নিয়ে যাওয়া হয় ৩০ লক্ষের বেশি আফ্রিকান মানুষ।

আফ্রিকার যেসব অঞ্চল থেকে মানুষ দাস বানিয়ে নিয়ে যাওয়া হতো, সেসব অঞ্চলের মধ্যে অনেকগুলো ছিলো মুসলিম অধ্যুষিত। সাম্রাজ্যবাদী দেশগুলো আফ্রিকার মুসলিমদেরকে দাস বানিয়ে নিয়ে যায় অ্যামেরিকা মহাদেশে। সবচেয়ে বেশি নিয়ে যায় ব্রাজিলে। সেখানে নিয়ে চিনি চাষ করাতো। কড়া নজরদারিতে রাখতো, যাতে তারা মাথাচড়া দিয়ে দাঁড়াতে না পারে। মুসলিমরা তাদের ধর্মচর্চা করতে তো পারতোই না। যদি নামাজ পড়ার সময় ধরা পড়ে, তাহলে তাদেরকে শাস্তি দেয়া হতো।

আস্তে আস্তে আফ্রিকা থেকে দাসত্বের বন্ধনে আবদ্ধ ব্রাজিলের মুসলিমরা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলে। নামাজ, রোজাসহ ইবাদাত করতে পারতো না। এক প্রজন্মের পর আরেক প্রজন্মে হারিয়ে যায় তাদের বিশ্বাস, সংস্কৃতি। তারা শুধু জানতো যে, তারা মুসলিম। কিন্তু, ধর্মীয় বিধান পালনের কঠোর বিধি-নিষেধের ফলে স্বাভাবিকভাবে তারা সেগুলো ভুলে যায়। আরবিতে কথা বললে, আরবি নাম রাখলে তাদেরকে মারধর করতো তাদের মনিবরা। সুকৌশলে তাদেরকে বিচ্ছিন্ন করা হয় গোটা মুসলিম সভ্যতা, সংস্কৃতি থেকে।
তাছাড়া অনেক মিশনারী এসে তাদেরকে খ্রিস্টধর্ম গ্রহণে প্রলোভন দেখায়, কোনো কোনো মনিব বলপ্রয়োগ করে ব্রাজিলের মুসলিমদের খ্রিস্টধর্ম গ্রহণে বাধ্য করে।

আটলান্টিক দাস বাণিজ্য সর্বশেষ বন্ধ হয় ব্রাজিলে। ১৮৩১ সালে ব্রাজিলে নতুন করে দাস নিয়ে আসার প্রথা আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হলেও অবৈধভাবে সেটা চলতে থাকে। তাছাড়া মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, তাদেরকে ধর্মান্তরিত করার প্রয়াসও কয়েক গুণ বেড়ে যায়।
সবকিছু মিলিয়ে ব্রাজিলে দাসরা একটি বিদ্রোহ করে। ১৮৩৫ সালের সেই বিদ্রোহের নাম ‘মালী বিদ্রোহ’। এই বিদ্রোহ সংগঠিত হয় বাহিয়ায়। এই বিদ্রোহে অংশগ্রহণকারী মুসলিমদের মধ্যে প্রায় একশো জনকে হত্যা করা হয়। ব্রাজিল থেকে ইসলামের চিহ্ন মুছে দেবার জন্য নানান প্রচেষ্টা চালানো হয়। অনেক মুসলিম সুযোগ পেয়ে আবার আফ্রিকায় ফেরত যান; তাদের পিতৃপুরুষদের দেশে। তবু, ১৯১০ সালের দিকে দেখা যায় ব্রাজিলে প্রায় ১ লক্ষ মুসলিম বসবাস করে।
বর্তমানে (২০১০ সালের) সরকারি তথ্যমতে ব্রাজিলে প্রায় ৩৫ হাজারের বেশি মুসলিম বসবাস করে। বেসরকারি তথ্যমতে বর্তমানে ব্রাজিলে মুসলিমদের সংখ্যা প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ।

কি হবে আমাদের দেশের❗
25/10/2022

কি হবে আমাদের দেশের❗

ছবির এই ডিভাইসটির নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।আপনি যদি আমাকে ঠিক এমন বা এরচেও আধুনিক বেস্ট কোয়ালিটির একটি ইভিএম ড...
20/10/2022

ছবির এই ডিভাইসটির নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

আপনি যদি আমাকে ঠিক এমন বা এরচেও আধুনিক বেস্ট কোয়ালিটির একটি ইভিএম ডিভাইস সরবরাহের অর্ডার দেন; আমি একজন দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আইটি, টেলিকম, কমপিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইসের সরবরাহকারী হিসাবে বলতে পারি এর প্রতিটি ডিভাইসের খুচরা মুল্য ম্যাক্সিমাম ৩০০ ডলারের বা ৩২ হাজার টাকার বেশী হবে না - এই মুল্য সফটওয়্যারসহ। আমি এই মুল্যে ইভিএম ডিভাইসটি সরবরাহ করার ক্ষমতা রাখি।

কিন্তু এই ডিভাইসটি মোট ২ লাখ ইউনিট কেনা হবে যার প্রতিটি মুল্য ধরা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টাকা বা ৩,১২২ ডলার। বর্তমান নির্বাচন কমিশনার ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা বাজেট চেয়েছে এই ডিভাইসটি কেনার জন্য।

বাংলাদেশের মানুষের কস্টের টাকাগুলো এভাবেই নস্ট করা হয়! © BanglaDay.com

কবিরাজ থেকে সাবধান❗
13/10/2022

কবিরাজ থেকে সাবধান❗

আস্তাগফিরুল্লাহ ✨
11/10/2022

আস্তাগফিরুল্লাহ ✨

একটি লোক নির্দোষ প্রমাণ হতেই তার চলে গেল জীবন থেকে ছয়টি বছর। একেই বলে জুলুম।
02/10/2022

একটি লোক নির্দোষ প্রমাণ হতেই তার চলে গেল জীবন থেকে ছয়টি বছর। একেই বলে জুলুম।

এটাই আমাদের চিত্র.....© BanglaDay.com
30/09/2022

এটাই আমাদের চিত্র.....
© BanglaDay.com

চাটখিলে নিয়ন্ত্রণ হারিয়ে জননী বাস ঢুকে পড়লো খাবার হোটেলে! নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার নামক স্থানে দ্রুতগতির জ...
22/09/2022

চাটখিলে নিয়ন্ত্রণ হারিয়ে জননী বাস ঢুকে পড়লো খাবার হোটেলে!

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার নামক স্থানে দ্রুতগতির জননী পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লীবিদুৎ এর খুটি ভেঙ্গে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোন হতা*হতের খবর পাওয়া যায়নি।

ইলিশের মৌসুম চলছে, অনেকেই ইলিশের মত দেখতে মাছ কিনে প্রতারিত হয়।তাদের জন্য এটি একটি সচেতনতা মূলক পোস্ট।ইলিশের মত দেখতে কি...
22/09/2022

ইলিশের মৌসুম চলছে, অনেকেই ইলিশের মত দেখতে মাছ কিনে প্রতারিত হয়।তাদের জন্য এটি একটি সচেতনতা মূলক পোস্ট।

ইলিশের মত দেখতে কিন্তু ইলিশ বলে বিক্রি হয় এইসব মাছ।
প্রতারণা এখানে দুইভাবে হয়ঃ

১. ইলিশের নামে সব অন্য মাছ দেয়
২. আসল ইলিশের সাথে অন্য মাছ মিশিয়ে দেয়া হয়।

তাই দেখে বুঝে কিনুন।

ইংরেজ খোদাইকারী এবং মানচিত্রকার 'Thomas Kitchin' দ্বারা তৈরিকৃত ইস্ট ইন্ডিজের ১৭৭০ সালের মানচিত্র । লক্ষনীয় যে, এখানে ঢা...
21/09/2022

ইংরেজ খোদাইকারী এবং মানচিত্রকার 'Thomas Kitchin' দ্বারা তৈরিকৃত ইস্ট ইন্ডিজের ১৭৭০ সালের মানচিত্র ।

লক্ষনীয় যে, এখানে ঢাকা (DHAKA) কে ডাক্কা (DAKKA) বানানে উল্লেখ করা হয়েছে ।

✅ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ফি জেনে নিনঃ
19/09/2022

✅ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ফি জেনে নিনঃ

আপাততঃ লার্নার ড্রাইভিং লাইসেন্স হলেই মোটরসাইকেল কেনা/রেজিস্ট্রেশন করা যাবে।
16/09/2022

আপাততঃ লার্নার ড্রাইভিং লাইসেন্স হলেই মোটরসাইকেল কেনা/রেজিস্ট্রেশন করা যাবে।

তোমাদের সেই মহানায়কের এই চরিত্র !!!
14/09/2022

তোমাদের সেই মহানায়কের এই চরিত্র !!!

আহ,,,,,,,,,,,,,,,,,,❗নাম তার মাহদী হাসান (১৫)যশোর শার্শা সরকারী মডেল পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। তার বাবা ইটভাট্...
11/09/2022

আহ,,,,,,,,,,,,,,,,,,❗
নাম তার মাহদী হাসান (১৫)
যশোর শার্শা সরকারী মডেল পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। তার বাবা ইটভাট্টার সাধারণ শ্রমিক।

তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলেকে ভর্তি করান ঐ স্কুলে। দিন মজুর বাবার এই সন্তানকে স্কুলের শিক্ষকরা ড্রেস তৈরী করার জন্য সময় দেন সাত দিন।এর মধ্যে অনেক কষ্টে স্কুল ড্রেস হিসেবে ছেলেকে শার্ট বানিয়ে দেন অভাবী বাবা।

উক্ত সাত দিনের দুই দিনের মাথায় সোমবার সকালে স্কুল ড্রেস হিসেবে শুধু শার্ট পরিধান করে স্কুলে যাওয়ায় শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস থেকে ডেকে মাহদীকে নিয়ে যান স্কুল ল্যাব রুমে।

অতঃপর ১৫ বছর বয়সী শিক্ষার্থীর উপর চড়াও হন স্কুল শিক্ষক শহিদুল ইসলাম এবং নবম শ্রেণির ছাত্র মাহাদীর উপর শরু করেন পাষবিক নির্যাতন।

মাহদীর ঘটনা আজ আড়ালেই থেকে গেলো,কারণ মিডিয়াকে ঘুমের বড়ি খাইয়ে ঘটনা ঘটানো হয়েছে।

তবে মূল বিষয় হলো শিক্ষক ভাগ্যবান
মাদ্রাসা শিক্ষক না হয়ে স্কুল শিক্ষক হওয়ায়,
যদি সে স্কুলের ছাত্র না হয়ে মাদ্রাসার ছাত্র হতো❗

ইন্ডিকেটর লাইটের ব্যবহারঃ -আমরা যে কোন যানবাহন ই রাইড করি না কেন আশেপাশের যানবাহনের ড্রাইভারের সাথে আমাদের কমুনিকেট করার...
04/09/2022

ইন্ডিকেটর লাইটের ব্যবহারঃ
-
আমরা যে কোন যানবাহন ই রাইড করি না কেন আশেপাশের যানবাহনের ড্রাইভারের সাথে আমাদের কমুনিকেট করার প্রধান মাধ্যম ইন্ডিকেটর। আজকেই বাইকবিডিতে এই ইন্ডিকেটরের সিগনাল না বোঝার কারনে একজন R15 ইউজারের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার পোস্ট দেখলাম, আল্লাহ সহায় নইলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

আমাদের ধারণা শুধু পিকাপ মুচড়াইতে পারলে আর বাউলি মারতে পারলে সে প্রো রাইডার (আসলে মাথা মোটা রাইডার)। নিরাপদ রাইডিং এর জন্য বাইক চালানোর সাথে সাথে রোড সিগলাল, বিভিন্ন ধরনের সংকেত, গতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী।

আজকে শুধু ওভারটেকিং এর সময় ইন্ডিকেটর ব্যবহার নিয়ে আলোচনা করবোঃ
মেনে চললে আপনি ই লাভবান হবেন-

১. আপনার সামনে বাস, ট্রাক, প্রাইভেট কার যাই থাকুক যদি সে ডানে ইন্ডিকেটর দেয়, আপনি কোনভাবেই তাকে ওভারটেক করার চেষ্টা করবেন না, এই ইন্ডিকেটরের অর্থ বিপরীত দিকে অবস্টেকল আছে অথবা ঐ গাড়ি তার সামনের গাড়িকে ওভারটেক করতে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি ওভারটেক কর‍তে যাবেন না।

২. আপনি ওভারটেক করার জন্য সামনের গাড়িকে হর্ন অথবা পাস লাইট দিলেন, তখন সে যদি বামে ইন্ডিকেটর দেয় তখন আপনি দেখেশুনে তাকে ওভারটেক করতে পারবেন। যদি বামে ইন্ডিকেটর না দেয় তখনও দেখেশুনে ওভারটেক করতে পারবেন কিন্তু ডানে ইন্ডিকেটর দিলে আর ওভারটেক করতে যাবেন না।

৩. আপনার পিছের গাড়ি যদি আপনাকে হর্ন অথবা পাস লাইট দেয় তখন আপনি যদি সাইড দিতে চান তাহলে বামে ইন্ডিকেটর দিয়ে তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিন।

৪. আর যদি মনে করেন আপনি এই মুহূর্তে পিছের গাড়িকে ওভারটেক করতে দিতে চাচ্ছেন না, তাহলে ডানের ইন্ডিকেটর জ্বালিয়ে দিন, এতে পিছের ড্রাইভার বুঝবে আপনি এই মুহূর্তে তাকে সাইড দিতে পারছেন না।

এইভাবে সামনে পিছের যানবাহন এর ড্রাইভারের সাথে কমিউনিকেট করে রাইড করতে পারলে আপনি অনেকটা নিরাপদ থাকবেন।

আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই নিয়ম মেনে রাইড করবেন। ধন্যবাদ।

© BanglaDay.com

বলিউডের তিন “খান” আমাকে কুরআনের একটা আয়াত মনে করিয়ে দেয়। ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি তিন “খান” চেষ্টা করেছেন সর্বোচ্চ...
02/09/2022

বলিউডের তিন “খান” আমাকে কুরআনের একটা আয়াত মনে করিয়ে দেয়।

ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি তিন “খান” চেষ্টা করেছেন সর্বোচ্চ সেকুলার হওয়ার। নিজেদের গা থেকে মুসলিম গন্ধ মেটানোর আপ্রাণ চেষ্টায় শুধু নিজেদের নাম বাদে মোটামুটি সবই ছেড়েছেন।

শাহরুখ ঘরে মূর্তি রেখেছেন। সন্তানদের স্কুলে ধর্মের জায়গায় “ইন্ডিয়ান” লিখতে বলেছেন। বিয়ে করেছেন হিন্দুকে। আমিরও তাই। সালমান খানও চেষ্টা করেছেন নিজের ধর্মীয় পরিচয় যথাসম্ভব লুকিয়ে রাখার। গতকালও নিউজে দেখলাম সালমান, শাহরুখ দুজনেই গনেশ পূজা করছেন।

কিন্তু এত এত সেকুলার হয়ে কী লাভ হয়েছে? নাম বাদে ধর্মের বাকি সবকিছু বিসর্জন দিয়েও কি তারা বাঁচতে পেরেছেন?

লতা মুঙ্গেশকরের চিতায় “দোয়া” পড়ে ফুঁ দেয়ায় শাহরুখকে ব্যাশিং খাওয়া লাগসে। পাকিস্তান টিমের প্লেয়ারদের পছন্দ করেন কেন প্রশ্ন উঠেছে বহুবার। সালমানের এক ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে তিনি রেগে গিয়েছিলেন কারণ একটা রাজনৈতিক অবস্থানের পেছনে সালমানের ধর্মীয় পরিচয় খোঁজা হচ্ছিলো। আর আমির খানের “পিকে” সিনেমার জন্য তাকে বয়কট করার ব্যাপারটা তো সবাই জানেই। “পিকে” সিনেমায় তিনি সব ধর্মের বিচিং করলেও তাকে হি*ন্দুফোবিক বলা হয়েছে, মুসলিম হওয়ার কারণে তিনি এমন হি*ন্দুফোবিক এমন কথা বলা হয়েছে। শুধু “পিকে” বয়কট করেছে এমন না, এই সিনেমার বহু পরে আসা রিসেন্ট সিনেমাও বয়কট করা হয়েছে পিকের সূত্র ধরে।

তিন “খান” ধর্মের সবকিছু বাদ দিয়ে শুধু নামটা রেখেছিলেন। এই নামটুকুও যে সমস্যা, সেটা তো তারা জানেন না। আহমেদ দীন রুমির একটা কবিতা পড়সিলাম। ওখানে তিনি বলতেছেন,

“তাও ধরো ভুইলা গেছি, মুইছা ফেলছি বেবাক
গেলাশ ভইরা মদ আর বাটিতে পর্ক না হইলে চলে না
ধরো মুসলমানির দাগ নাই আমার চেহেরা বা কাজে-কামে
ধরো সিজদা দেই মাইয়া বন্ধুর উড়ুতে,
আর ধর্মের মুরুব্বিগোরে দেখাই বুইড়া আঙুল
তাইলে কি ছাইড়া দিবা?”

এরপর বলেন,

“শুনবা নামের সাথে হাসান, আলি, সিদ্দিক, মুহাম্মদ
ভাববা টুইনটাওয়ার, পেন্টাগন, মুম্বাই, গুলশান”

ঠিক তাই। শুধু নামই যথেষ্ট। আপনাকে উগ্র হওয়া লাগবে না। মৌলবাদী হওয়া লাগবে না। আপনি একদম পরিপূর্ণ সেকুলার হয়ে উঠলেও আপনার এই নামটাই যথেষ্ট আপনার উপর WOT চাপায়ে দিতে। এই নামেই তো গন্ধ লেগে আছে। এই গন্ধ সেকুলার পারফিউম মিটাইতে পারবে না। এই তিক্ত সত্যটা খানেরা উপলব্ধি করলেন না। টিকে থাকার লড়াই করলেন। মুছে ফেললেন সব ইতিহাস। ধর্মের চিহ্ন। কিন্তু শেষ অবধিও কি তাদের সন্তুষ্ট করতে পারলেন? পারলেন না।

কী সুন্দর আমার রব্ব বলে দিয়েছেন,

“ইহুদি-নাসারারা তোমার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসারী হয়ে যাও”

[সূরা আল বাকারা: ১২০]

গ্রাফিক্স ডিজাইনার - দিনের পর দিন কষ্ট করে বইটার কভার ডিজাইন করলাম। আর তোমরা বলো বইয়ের কভার দেখে জাজ না করতে❗
02/09/2022

গ্রাফিক্স ডিজাইনার - দিনের পর দিন কষ্ট করে বইটার কভার ডিজাইন করলাম। আর তোমরা বলো বইয়ের কভার দেখে জাজ না করতে❗

আজকে চট্টগ্রামে বৃষ্টির প্রার্থনায় সালাত আদায় শেষে বৃষ্টি নামলো... আলহামদুলিল্লাহ।‘তিনিই আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, ...
01/09/2022

আজকে চট্টগ্রামে বৃষ্টির প্রার্থনায় সালাত আদায় শেষে বৃষ্টি নামলো... আলহামদুলিল্লাহ।

‘তিনিই আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা (বায়ু) মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে (মেঘমালাকে) স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে, তার মধ্য হতে বৃষ্টিধারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তা (বৃষ্টি) পৌঁছান; তখন তারা আনন্দিত হয়।’ (সুরা রুম, আয়াত : ৩৮)

বুঝলে বুঝপাতা না বুঝলে তেঁজপাতা❗
31/08/2022

বুঝলে বুঝপাতা না বুঝলে তেঁজপাতা❗

১৯৬২ সালে তোলা ছবিতে সদরঘাট এলাকা।
30/08/2022

১৯৬২ সালে তোলা ছবিতে সদরঘাট এলাকা।

ছবিটি দেখে মনে হতেই পারে, হয়তো কোনো পাহাড়, সুড়ঙ্গ, অথবা কোনো গুহা। তাই না ? মোটেও এটা তেমন কিছুই না। এটি হলো আপনার আমার ...
30/08/2022

ছবিটি দেখে মনে হতেই পারে, হয়তো কোনো পাহাড়, সুড়ঙ্গ, অথবা কোনো গুহা। তাই না ? মোটেও এটা তেমন কিছুই না। এটি হলো আপনার আমার শরীরে ইঞ্জেকশন সূঁচের ক্ষত, ইংরেজীতে এটাকে Needle Puncture বলা হয়ে থাকে।

এক্ষেত্রে ইলেকট্রনিক টেলিস্কোপের সাহায্যে, ছবিটি কয়েক লক্ষ গুন ZOOM করে, Highly Magnified প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে,, আপনার আমার চামড়া, ঠিক যেনো মাটির কোনো এবড়ো-থেবড়ো দেওয়াল, আর, নিডল পাংচার ঠিক যেনো সেই দেওয়ালে অবস্থিত একটি গুহার মতো।
ছবিটি দেখে, সঙ্গে সঙ্গে এই আয়াত মনে পড়ে গেলো,
মহান আল্লাহ বলেন..
وَ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ مِّنۡ حَمَاٍ مَّسۡنُوۡنٍ
আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা। (সূরা হিজর আয়াত ২৬)
তাই বলে কি তিনি আমাদেরকে সুন্দর করেন নি ? অবশ্যই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন..
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।(সুরা আত ত্বীন আয়াত ৪) তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন ? তা হলে জেনে নেন আল্লাহ বলেন..
وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ
আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে। (সুরা আয যারিয়াত আয়াত ৫৬) মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুন।

বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়। সে তাওবাহ করে ফিরে এলে সেই নিয়ামত বা সে রকমই একটা নিয়...
30/08/2022

বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়। সে তাওবাহ করে ফিরে এলে সেই নিয়ামত বা সে রকমই একটা নিয়ামত আবার ফিরে পায়। আর যদি গুনাহর উপর অটল থাকে, তাহলে সেই নিয়ামত আর ফিরে পায় না।

এভাবে গুনাহগুলো একের পর এক নিয়ামত সরাতে থাকে, এক পর্যায়ে সব নিয়ামত তার থেকে ছিনিয়ে নেওয়া হয়।

- ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[ত্বরীকুল হিজরাতাইন: ২৭১]

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share