Amra prokaler jattiri

  • Home
  • Amra prokaler jattiri

Amra prokaler jattiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amra prokaler jattiri, News & Media Website, .

24/04/2022

পাড়া মহল্লার কত জ্ঞাণী গুণী মারা গিয়েছে।তাদের সন্তানেরা কি একটু দোয়া করে? আমরা একই পথের পথিক

06/04/2022

🔶একটি শিক্ষামূলক পোস্টঃ🔶

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে

01/04/2022

শূন্য হাতে এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে।কেউ কারো খবর রাখবে না।সুতরাং সতর্ক হই

08/05/2020
উত্তর সাতকানিয়া আলি আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের  ২০০০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচী
22/04/2020

উত্তর সাতকানিয়া আলি আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচী

আলহাজ্ব হাফেজ আহমেদ চেয়ারম্যান এর উদ্যোগে  কালিয়াইশ ইউনিয়ন পরিষদ  কতৃক ৫ম দপাই চাউল বিতর।
22/04/2020

আলহাজ্ব হাফেজ আহমেদ চেয়ারম্যান এর উদ্যোগে কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কতৃক ৫ম দপাই চাউল বিতর।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Amra prokaler jattiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share