Faraz's mom

Faraz's mom Alhamdulillah for everything

‼️৬ মাসের শিশুর ৩০ দিনে ফুড চার্ট ‼️৬ মাস পর্যন্ত ১টি শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে! ৬ মাস পূর্ণ হলে যখন বাচ্চার ...
06/12/2024

‼️৬ মাসের শিশুর ৩০ দিনে ফুড চার্ট ‼️

৬ মাস পর্যন্ত ১টি শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে! ৬ মাস পূর্ণ হলে যখন বাচ্চার সলিড শুরু করবেন সঠিক খাদ্য তালিকা ফলো করুন, তাহলে বাবু ভালো থাকবে! সলিড এর শুরুতে প্রথম মাসে যদি বাচ্চাকে সঠিক খাদ্যভ্যাস ধরাতে না পারেন তাহলে আগামী তিন বছর আপনাকে বাবুর খাবার নিয়ে যন্ত্রণা দেবার সম্ভাবনা অনেক বেশি!

✳️সলিড শুরুর প্রথম মাস এ বাচ্চাকে যে দশটি খাবার দিতে পারেন!

১) পাকা কলার পিউরি ✅
২)আপেলের পিউরি ✅
৩)মিষ্টি কুমড়া সেদ্ধ ✅
৪)মিষ্টি আলু সেদ্ধ ✅
৫)চাউল ও দুধের মিশ্রণের যে কোন সিরিয়াল বা বাসায় বানানো চাউলের সুজি ✅
৬)মুগ ডাল ✅
৭)ভাত✅
৮)মসুর ডাল ✅
৯)গাজর সেদ্ধ ✅
১০)নাশপাতি পিউরি ✅
১১) ব্রকলি পিউরি✅
১২) সুজির পায়েস✅
১৩ ) সবজি খিচুড়ি✅
১৪) সাবুদানা পায়েস✅
১৫) চিড়ার পোহা✅
১৬) গাজর মিক্সড মিষ্টি কুমড়া পিউরি✅
১৭) মিক্সড ডালের পিউরি✅
১৮) সাবুদানার খিচুড়ি✅
১৯) রাইস পিউরি✅
২০) রাইস নুডুলস✅

"সলিড শুরুর ১ম মাসটা ৪টি সপ্তাহে ভাগ করুন! এই ১ম মাসে বাবুকে এ ১০টি খাবারের সাথে পরিচয় করান! এই ১০টি খাবার ১ম মাসে বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দিন! বাকি সময় বেবিকে চাহিদা মতন বুকের দুধ কি খেতে দিন! চাইলে আপনি আরো অন্য খাবারও দিতে পারেন!

✅যেভাবে বেবির প্রথম শুরু করবেন :
♓১ম সপ্তাহে:
এই সময় সলিড খাবার প্রথম সপ্তাহে সকাল ৯টায় বাচ্চাকে দিবেন আর বাকি সময় বাচ্চাকে বুকের দুধ খেতে দিবেন!

১-৩দিন (প্রথম ৩দিন) =কলার পিউরি ✅

৪-৬দিন (দ্বিতীয় ৩দিন)=আপেলের পিউরি ✅

৭-৯দিন (তৃতীয় ৩দিন) =চাউলের সুজি✅

♓২য় সপ্তাহে:

১০-১২তম দিন (চতুর্থ ৩দিন)=মিষ্টি আলু সেদ্ধ ✅

১৩-১৫তম দিন ( পঞ্চম ৩ দিন) = মিষ্টি কুমার সেদ্ধ ✅

♓৩য় সপ্তাহে :
৩য় সপ্তাহে বাবুকে ২বার সলিড খাবার দিন! সকাল ৯ টায় এবং দুপুর ১.০০ টায়! বাকি সময় বাবা বাবুর চাহিদা মতন বুকের দুধ দিবেন!

তৃতীয় সপ্তাহে পূর্বের ২ সপ্তাহে যে খাবার দিয়েছেন তার সাথে নতুন আরও দুইটা খাবার যেমন ভাত এবং ডাল যুক্ত করুন!

১৯-২১তম দিন( ৭ম ৩ দিন)= সকাল ৯ঃ০০ টায় পুরনো যেকোনো একটি খাবার এবং দুপুর ১টায় মসুর ডাল!

♓চতুর্থ সপ্তাহের :

৩য় সপ্তাহের মতন ঠিক একইভাবে পুরনো আর নতুন খাবার ২ বার দিন!

➡️এই সলিডের শুরু থেকেই বাবুকে পানি খেতে দিবেন ! দিনে ১০০ মিলি বা ২০ চা চামচ পানি খেতে দিন!

♥️আপনার আদরের সোনামণির জন্য স্বাস্থ্যসম্

‼️৬ মাস শিশুর দৈনিক খাবার তালিকা ও রেসিপি ‼️♦️প্রথম সপ্তাহের সলিড খাবার :সকাল :৮-৯ টায়♣️প্রথম দিন: এক চিমটি বাদাম গুড়া ক...
25/11/2024

‼️৬ মাস শিশুর দৈনিক খাবার তালিকা ও রেসিপি ‼️

♦️প্রথম সপ্তাহের সলিড খাবার :

সকাল :৮-৯ টায়
♣️প্রথম দিন: এক চিমটি বাদাম গুড়া করা।

♣️দ্বিতীয় দিন: হাফ চা চামচ কলা ম্যাশ করা।

♣️তৃতীয় দিন: ১ চা চামচ কলা ম্যাশ করা।

♣️চতুর্থ দিন: ১ চা চামচ কলা ম্যাশ

১ -২ টায়
দুপুর : ১ চা চামচ কলা ম্যাশ করা।

♣️পঞ্চম দিন : ১ চা চামচ কলা ম্যাশ করা

১-২ টায়
দুপুর : ১ চা চামচ কলা ম্যাশ করা

৫-৬ টায়
বিকাল : ১ চা চামচ কলা ম্যাশ করা।

♣️ষষ্ঠ দিন :
(সকাল -১ চা চামচ কলা ম্যাশ) + (দুপুর -১ চা চামচ কলা ম্যাশ) +( বিকাল - ভাত ম্যাশ)

♣️সপ্তম দিন :সকাল -১ চা চামচ কলা ম্যাশ) + (দুপুর -১ চা চামচ ভাত ম্যাশ) +( বিকাল - ভাত ম্যাশ)

⚠️প্রথমে বাদাম দেওয়ার কারন। বাদাম এলার্জি ও হজম প্রক্রিয়া জন্য দেওয়া হয়েছে। এতে তাড়াতাড়ি বুঝতে পারবেন। বাচ্চার এলার্জি ও হজমে সমস্যা আছে কিনা। আপনি চাইলে বাদাম দেওয়া স্কিপ করে,ভাত দিতে পারেন।

♦️দ্বিতীয় সপ্তাহের সলিড খাবার :

♣️প্রথম দিন : সকাল( ১ টেবিল চামচ আপেল ম্যাশ বা সিদ্ধ) + দুপুর ( ২ টেবিল চামচ কলা ম্যাশ করা) + বিকাল ( ২ টেবিল চামচ ভাত ম্যাশ)

♣️দ্বিতীয় দিন : সকাল ( ১ টেবিল চামচ আপেল ম্যাশ বা সিদ্ধ) + দুপুর ( ১ চা চামচ আলু সিদ্ধ ম্যাশ করা) +বিকাল ( ২ টেবিল চামচ কলা ম্যাশ করা)

♣️তৃতীয় দিন: সকাল ( ১ চা চাচামচ গাজর সিদ্ধ ম্যাশ) + দুপুর ( ৩ টেবিল চামচ কলা ম্যাশ করা) + বিকাল ( ৩ টেবিল চামচ ভাত ম্যাশ করা)

♣️চতুর্থ দিন : সকাল (১ চা চামচ নাশপতি সিদ্ধ ম্যাশ)+ দুপুর ( ৩ টেবিল চামচ ভাত ম্যাশ) + বিকাল( ২ টেবিল চামচ গাজর ম্যাশ করা)

♣️পঞ্চম দিন : সকাল ( ২ টেবিল চামচ নাশপতি সিদ্ধ ম্যাশ করা) + দুপুর (১ টেবিল চামচ মিষ্টি কুমড়া সিদ্ধ ম্যাশ) +বিকাল (৩ টেবিল চামচ কলা ম্যাশ + ভাত)

♣️ষষ্ঠ দিন : সকাল (১ চা চামচ মিষ্টি আলু) + দুপুর ( ২ টেবিল চামচ আপেল সিদ্ধ ম্যাশ করা) + বিকাল (২ টেবিল চামচ ভাত + মিষ্টি আলু সিদ্ধ ম্যাশ করা।

♦️তৃতীয় সপ্তাহে সলিড খাবার :

♣️প্রথম দিন :সকাল ( ১ চা চামচ ব্রকলি ম্যাশ) +দুপুর ( ২ টেবিল চামচ কলা ম্যাশ করা) + বিকাল( ২ টেবিল চামচ নাশপতি সিদ্ধ ম্যাশ করা)

♣️দ্বিতীয় দিন :সকাল (১ চা চামচ মটরশুঁটি সিদ্ধ ম্যাশ) + দুপুর (২ টেবিল চামচ আলু সিদ্ধ ম্যাশ) বিকাল (৩ টেবিল চামচ আলু + ভাত ম্যাশ করা)

♣️তৃতীয় দিন: সকাল (২/৩ টেবিল চামচ কলা ম্যাশ করা

বাচ্চাও বাবাকে দেখে মায়ের কোলে আর থাকতে চায় না🤷‍♀️
17/11/2024

বাচ্চাও বাবাকে দেখে মায়ের কোলে আর থাকতে চায় না🤷‍♀️

Allahumma Barik Laha ❤️ আমাদের  ছেলেটা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে 🥰🤲BoBoshir Ahmed Akondu
09/11/2024

Allahumma Barik Laha ❤️ আমাদের ছেলেটা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে 🥰🤲BoBoshir Ahmed Akondu

04/10/2024

I waited 9 months to see this happy moment🥺💞Boshir Ahmed Akondu

মাতৃত্ব🤱🏻জীবনের প্রথম ত্যাগ হলো প্রিয় ঘুম।😴যেই মেয়ে দুপুর ১২ টা ১ টার আগে ঘুম থেকে উঠতে পারতো না সেই মেয়ে এখন সারারাত...
01/10/2024

মাতৃত্ব🤱🏻জীবনের প্রথম ত্যাগ হলো প্রিয় ঘুম।😴যেই মেয়ে দুপুর ১২ টা ১ টার আগে ঘুম থেকে উঠতে পারতো না সেই মেয়ে এখন সারারাত জেগে থাকতে পারে।☺️আবার একদম সকালে তারাতাড়ি ঘুম থেকে উঠেও পড়ে।😅মাতৃত্ব ভয়ংকর সুন্দর।🥰এটি আপনার জীবনকে নতুন করে পাল্টে দেয়।❤️যে মুহূর্তে বাচ্চা পৃথিবীতে এসে যাবে সেই মুহূর্ত থেকেই আপনার দায়িত্ব শুরু।🤱🏻আপনি চাইলেও আর এই দায়িত্ব ফেলে রাখতে পারবেন না।😅কারণ তখন আপনাকে টানবে নাড়ীর টান।😌

02/07/2024

02 July 2023 ..
Happy First Wedding Anniversary My Dear Husband..🥰
I'm so lucky to have you as my husband & this is the best day in my life..😇
Last year on this day there were two of us. Today we are three..☺️
Alhamdulillah..🤲🏻
1 Year as husband wife..👩🏻‍❤️‍👨🏻
52 weeks of togetherness..💜
365 days of friendship..🤍
8,760 hours of laughter..☺️
5,25,600 minutes & 3,15,36,000 seconds of Love..❤️
-One Year Down......Forever to Go..😌

28/01/2024

Alhamdulillah ❤️❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Faraz's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faraz's mom:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share