14/01/2020
# 2
Moumita Islam
31st batch at CPSCR
তোমার কাজলমাখা মায়াবী চোখের চাহনির মাঝেই নিজের সুখগুলো খুজে নিয়েছি। সত্যি তুমি ধরনীর এক অপরূপ সৃষ্টি। তোমাকে প্রথম দেখি ফেসবুকে এর পরই সরাসরি দেখা কোনো এক অনুষ্ঠানে। ছবির তুমি আর বাস্তবের তুমিতে অমিল নেই।
শুধু ফেসবুকে ছবি দেখেই তোমার প্রতি অদৃশ্য মায়াটান অনুভবের সৃষ্ট। আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালে, তোমার প্রথম ছবি দেখেই আমি প্রেমে পরে যাই, ভাল লাগাটা ভালবাসায় পরিনত হয়ে যায় ধীরে ধীরে।
আর আমি এত গুছিয়ে লিখতে পারি না
শুধুু এইটুকু বলবো অনেকটা ভালবাসি।
কিভাবে কাব্যের পুর্ণতা দিব বুঝতে পারছিনা। তবে এই নুব ও কাব্যের পুর্ণতা দিতে ব্যাস্ত যে হয়ে পড়েছে। তোমাকে প্রথম দেখার দিনটি মনে নেই। তা মনে করতেও চাইনা কারন তুমি হঠাৎ আমার হৃদয়ে এক বিস্ফোরণের জন্ম দিয়েছিলে। হ্যা, ভালোবাসার সেই বিস্ফোরণ। যা আমার মতো মানুষের জন্যে কাল হয়ে দাড়িয়েছে। বেশি বলতে পারিনা। জানি তুমি এসব পছন্দ করনা। প্রিয়, তোমাকে নিয়ে কি আর লিখবো। আমার দেখা পৃথিবীর সবচেয়ে মায়াবতী নারী তুমি। কারণ তোমার ভালবাসার মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। প্রায়ই তোমাকে দেখি দেখলেই কেনো যেনো ভালবাসার অগ্নী লীলা আমার মাঝে বহমান হয়ে ভিতর থেকে ঢুকঢুক আওয়াজ আসে। অনেক অনেক ভালবাসি তোমাকে খুঁজে নিও আমাকে।