Onno Barta

Onno Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Onno Barta, Media/News Company, .

অ্যাভেঞ্জারদের সাথে থেকে সকল লড়াইয়ে জয়ী হলেও ব্ল্যাক প্যান্থার হেরে গেলেন মৃত্যুর কাছে। ৪৩ বছর বয়সে কোলন ক্যান্সার ছিনিয...
29/08/2020

অ্যাভেঞ্জারদের সাথে থেকে সকল লড়াইয়ে জয়ী হলেও ব্ল্যাক প্যান্থার হেরে গেলেন মৃত্যুর কাছে। ৪৩ বছর বয়সে কোলন ক্যান্সার ছিনিয়ে নিল ওয়াকান্দারাজকে।

বিদায়, চ্যাডউইক বোসম্যান!
বিস্তারিত আসছে।

বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক রিয়াজের ছোটবেলার ছবি।ছবিটি সম্ভবত ১৯৭৯ সালের দিকের।ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।
27/08/2020

বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক রিয়াজের ছোটবেলার ছবি।
ছবিটি সম্ভবত ১৯৭৯ সালের দিকের।
ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।

Street scene of Old Dhaka. Rothkhola mor, Nawabpur road, Dhaka (1952)Photographer- Clarence W. Sorensen
26/08/2020

Street scene of Old Dhaka. Rothkhola mor, Nawabpur road, Dhaka (1952)

Photographer- Clarence W. Sorensen

আজ ২৭শে আগস্ট ২০২০, বৃহস্পতিবার। ১২ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৮ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৯তম...
26/08/2020

আজ ২৭শে আগস্ট ২০২০, বৃহস্পতিবার। ১২ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৮ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৯তম (অধিবর্ষে ২৪০তম) দিন। বছর শেষ হতে আরো ১২৬ দিন বাকি রয়েছে।

#ঘটনাবলি:
১২২৭ - মুসলমানদের প্রথম নৌ যুদ্ধ সংঘটিত হয়।
১৭৮৯ - ফরাসি জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।
১৮৭০ - শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি।
১৮৮৯ - প্রথম বারের মতো সেলুলয়েড রোল ফিল্ম তৈরি হয়।
১৯১৬ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।
১৯২৮ - প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।
১৯৩২ - আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৫৮ - সোভিয়েত ইউনিয়ন দু’টি কুকুরসহ স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
১৯৬৯ - ইসরায়েলের কমান্ডোরা মিশরের অভ্যন্তরে প্রবেশ করে নিল উপত্যকায় মিশরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।
১৯৭১ - লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
১৯৮৮ - প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
২০০৮ - বারাক ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয় ডেমোক্রেটিক

#জন্ম:
১৭৭০ - জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেল।
১৯০৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন।
১৯০৮ - ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যান।
১৯২২ - জহুর হোসেন চৌধুরী, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক।
১৯২৬ - নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড।
১৯৪১ - ক্রিস্তফ কিয়েশলফস্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
১৯৫৯ - লরে মরগান, আমেরিকান গায়িকা।
১৯৭২ - দিলিপ সিং রানা ওরফে 'দা গ্রেট কালী' ভারতীয় বংশভূত আমেরিকান রেসলার।
১৯৭৪ - পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
১৯৭৯ - এরোন পল, আমেরিকান অভিনেতা।
১৯৭৭ - রাউল গনজালেস, স্পানিশ ফুটবল খেলোয়াড়।
১৯৮০ - নেহা ধুপিয়া, ভারতীয় অভিনেত্রী।

#মৃত্যু:
১৭৩৬ - সম্রাট জাহাঙ্গীর।
১৯৬৫ - সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ে।
১৯৭৬ - ভারতের কণ্ঠশিল্পী মুকেশ।
১৯৭৬ - বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
১৯৭৯ - লর্ড মাউন্টব্যাটেন।

সালঃ ১৯৭০স্থানঃ নীলহ্মেত মোড়উৎসঃ ইন্টারনেট।
26/08/2020

সালঃ ১৯৭০
স্থানঃ নীলহ্মেত মোড়
উৎসঃ ইন্টারনেট।

আজ ২৬শে আগস্ট ২০২০, বুধবার। ১১ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৭ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৮তম (অধি...
25/08/2020

আজ ২৬শে আগস্ট ২০২০, বুধবার। ১১ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৭ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৮তম (অধিবর্ষে ২৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ১২৭ দিন বাকি রয়েছে।

#ঘটনাবলি:
১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।
১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ - ফরাসী বিপ্লব বিজয় লাভের পর সেদেশের সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮২১ - আর্জেন্টিনার বয়েন্স আয়ারেস বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ - কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।
১৯৪১ - উপ মহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ।
১৯৭০ - সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

#জন্ম:
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ে।
১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।
১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।
১৮৮৫ - বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স।
১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী।
১৯২০ - থাইল্যান্ডের জেনারেল ও প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দ।
১৯২০ - কৌতুকাভিনেতা ভানু (শাম্যময়) বন্দ্যোপাধ্যায়।
১৯৫১ - ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড উইটেন।
১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৮৮ - ইভান রোস, আমেরিকান অভিনেতা।
১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

#মৃত্যু:
১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুক।
১৯১০ - মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেম্‌স।
১৯৩৪ - বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেন।
১৯৮২ - ইতিহাসবেত্তা সুশোভন সরকার।
১৯৮৮ - প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্মথ রায়।

আজ ২৫শে আগস্ট ২০২০, মঙ্গলবার। ১০ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৬ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৭তম (অ...
25/08/2020

আজ ২৫শে আগস্ট ২০২০, মঙ্গলবার। ১০ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৬ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৭তম (অধিবর্ষে ২৩৮তম) দিন। বছর শেষ হতে আরো ১২৮ দিন বাকি রয়েছে।

#ঘটনাবলি:
১০৯৫ - মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
১৬০৯- ইতালিয়ান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই আইনপ্রণেতাদের সামনে তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন।
১৮২৫ - উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩০ - বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৮৯৬ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ - লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
১৯২০ - এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।
১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।
১৯৪৪ - জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।
১৯৬০ - রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
১৯৭৫ - জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
১৯৮৯ - একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

#জন্ম:
১৫৩০ - প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভানের জন্ম।
১৯০০ - সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম।
১৯০৬ - ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম।
১৯১৬ - নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনসের জন্ম।
১৯৩০ - অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারি জন্মগ্রহন করেন।
১৯৬২ - নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম।
১৯৯২ - রিকার্ডো রড্রিগেজ, সুইস ফুটবলার।

#মৃত্যু:
১৭৭৬ - খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউমের মৃত্যু।
১৮১৯ - বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের মৃত্যু।
১৮২২ - জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল মৃত্যুবরণ করেন।
১৮৬৭ - ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন।
১৯০০ - জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশের মৃত্যু।
১৯০৮ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আঁরি বেকরেলের মৃত্যু।
১৯৬৬ - মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসনের মৃত্যু।
২০১২ - মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নিল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন।

দুই পর্দা নিয়ে আসুসের নতুন ল্যাপটপ।আসুস-এর জেনবুক বাজারের আধুনিক ফিচারসম্পন্ন ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম। এবার আরও আধুনিক...
24/08/2020

দুই পর্দা নিয়ে আসুসের নতুন ল্যাপটপ।

আসুস-এর জেনবুক বাজারের আধুনিক ফিচারসম্পন্ন ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম। এবার আরও আধুনিক ও উদ্ভাবনী রূপ নিয়ে এসেছে আসুস জেনবুক প্রো ডুও। একটি নয়, ল্যাপটপ খুলে বসলেই চোখ চলে যাবে দুটি পর্দায়, আর দুটোই অত্যাধুনিক ফোরকে প্রযুক্তিসম্পন্ন। দুই পর্দা দিয়ে এক সঙ্গে করা যাবে নানা ধরনের কাজ। বিশেষ করে ‘মাল্টি টাস্ক’ যারা করতে চান, তাঁদের জন্য জেনবুকের নতুন এই সংস্করণ এসেছে বিশাল চমক হয়ে।

ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চির মূল পর্দা ফোরকে ও এলইডি প্যানেল সম্পন্ন। কি-বোর্ডের ওপরে থাকা স্ক্রিনপ্যাড প্লাসও কম যায় না, সেটিও মূল পর্দার মতো ফোরকে রেজ্যুলেশনের। তাই এতে ছবি ও ভিডিও সম্পাদনা হবে আরও নিখুঁত। ‘মাল্টি টাস্ক’ বা এক সঙ্গে একাধিক কাজ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মূল পর্দায় কোনো ছবি বা ভিডিও সম্পাদনা করার সময় একই সময় স্ক্রিনপ্যাড প্লাসে গান চালাতে পারবেন। আবার মূল পর্দায় স্কাইপে কল এলে কথা বলতে বলতেই স্ক্রিনপ্যাড প্লাসে হিসাব-নিকাশ, ছবি আঁকা চালিয়ে যাওয়া যাবে অনায়াসে। কি-বোর্ডের ওপরে থাকা পর্দাটিতে একসঙ্গে চালানো যাবে একাধিক অ্যাপ, যা বাড়িয়ে দেবে কাজের গতি।

স্ক্রিনপ্যাড প্লাস আর মূল পর্দার পাশাপাশি এই ল্যাপটপে আছে টাচপ্যাড ও নাম্বারপ্যাড। টাচস্ক্রিন সেন্সরটিও বেশ বাস্তবসম্মত। অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পরিচালিত হবে এমন অতি উচ্চমাত্রার সেন্সর নয়, আবার সহজে পরিচালনা করা যাবে না এমন স্থিরও নয়। যথোপযুক্ত সেন্সর ক্ষমতা রয়েছে ল্যাপটপটির প্রতিটি পর্দায়।
কোর আই নাইন প্রসেসর সমৃদ্ধ জেনবুক প্রো ডুওর ভেতরের আটটি হাইপার-থ্রেডেড কোর (২.৬ গিগাহার্টজ বেজ স্পিড) এর গতিকে আরও বাড়িয়ে দেয়। এই গতি সর্বোচ্চ ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে তো ৩২ জিবি মেমোরি তো আছেই, যা এই ল্যাপটপে উচ্চ রেজ্যুলেশনের ছবি, ফোরকে ভিডিও, বিশাল ডেটাবেজ ব্যবস্থাপনা আর ক্যাড অ্যাপ্লিকেশনে কাজ করা সহজ করে দেয়।

জেনবুক প্রো ডুও-তে যেকোনো সফটওয়্যার সহজে কাজ করবে, কারণ এর এক টেরাবাইট এসএসডি যেকোনো অ্যাপ্লিকেশনকে দ্রুত পরিচালনা করাতে পারদর্শী। এই ল্যাপটপের ওয়েবক্যাম, হেডফোন জ্যাক আর অ্যারে মাইক্রোফোন সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ও অ্যাপ্লিকেশনকে ধারণ করতে পারে। অ্যালেক্সা ভয়েজ-রিকগনিশন করতে পারবে এই নতুন জেনবুকটি।
জেনবুকের নতুন এই সংস্করণ উত্তাপ আর শব্দ নিয়ন্ত্রণে সবার চেয়ে এগিয়ে আছে। সর্বোচ্চ গতিতেও এর অভ্যন্তরীণ তাপমাত্রা থাকবে সহনীয়।

আজ ফিলিস্তিনের অবিসংবাদিত মহান নেতা ইয়াসির আরাফাতের জন্ম দিবস। যিনি তার বক্তব্যে বলতেনঃ“আমার এক হাতে জলপাই গাছের শাখা (শ...
24/08/2020

আজ ফিলিস্তিনের অবিসংবাদিত মহান নেতা ইয়াসির আরাফাতের জন্ম দিবস। যিনি তার বক্তব্যে বলতেনঃ
“আমার এক হাতে জলপাই গাছের শাখা (শান্তির প্রতীক), আর এক হাতে যুদ্ধাস্ত্র। আমার হাত থেকে জলপাই গাছের শাখা পড়তে দিও না।

ইয়াসির আরাফাত,ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ এক অবিসংবাদিত আরব জাতীয়তাবাদী নেতা। ১৯৬৯-২০০৪ পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অরগেনাইজেশন (পিএলও)এর চেয়ারম্যান ও ১৯৯৪-২০০৪ পর্যন্ত প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটির (পিএনএ) প্রেসিডেন্ট ছিলেন।

১৯২৯ সালের ২৪ আগস্ট মিশরের কায়রোতে এক ফিলিস্তিনি পরিবারে জন্মগ্রহণ করেন ইয়াসির আরাফাত। শৈশবের অধিকাংশ সময়ই তিনি মিশরের কায়রোতে ছিলেন। লেখাপড়া করেছেন মিশরের কিং ফুয়াদ ইউনিভার্সিটিতে। এখান থেকেই তিনি আরব জাতীয়তাবাদে আকৃষ্ট হন এবং ইহুদিবাদ বিরোধী আদর্শে প্রভাবিত হন।

১৯৪৮ সালে ফিলিস্তিন ভাগ করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রতিবাদে ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধে মিশরের মুসলিম ব্রাদারহুডের পক্ষে তিনি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। ১৯৫২-৫৬ পর্যন্ত ফিলিস্তিনি ছাত্রদের জেনারেল ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

ইসরাইলকে উৎখাত করে ফিলিস্তিন রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৯ সালে তিনি আধাসামরিক সংগঠন ‘ফাতাহ’ প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনি এ দলের নেতৃত্ব দিয়েছেন। এ দলটি মিশর, জর্ডান, লেবাননসহ বিভিন্ন আরব দেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে থাকে।

১৯৮৩-৯৩ সাল পর্যন্ত তিনি তিউনিসিয়ায় ছিলেন এবং সশস্ত্র সংগ্রামের পরিবর্তে ইসরাইলের সঙ্গে সমঝোতা ও শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যান। ১৯৮৮ সালে তিনি ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে নেন এবং ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনে ‘দ্বি-রাষ্ট্র’ ভিত্তিক সমাধান নীতির প্রতি সম্মতি দেন।

তার নেতৃত্বেই ১৯৮৮ সালের ১৫ নভেম্বর জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়া হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া।

১৯৯৪ সালে তিনি গাজায় বসতি স্থাপন করেন। ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে তিনি ইসরাইলের সঙ্গে বেশ কিছু শান্তি আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। তার নেতৃত্বে ১৯৯৩ সালে ইসরাইল ও পিএলও এর মধ্যে ঐতিহাসিক ‘অসলো চুক্তি’ স্বাক্ষরিত হয়। স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও এ চুক্তির মাধ্যমে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।

এই চুক্তি স্বাক্ষর করায় ১৯৯৪ সালে আইজ্যাক রবিনের সঙ্গে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তার কূটনৈতিক প্রচেষ্টার ফলে ১৯৯৫ সালের ২৪ সেপ্টেম্বর ইসরাইল ও পিএলও এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। রামাল্লাকে রাজধানী করে গাজা ও পশ্চিম তীরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে পিএনএ। যার প্রেসিডেন্ট হন ইয়াসির আরাফাত।

ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফাতাহের উত্থানে ফিলিস্তিনে আরেক বিপ্লবী সংগঠন হামাসের প্রভাব কমে আসে। ইসরাইল-ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদি ও শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ২০০২ সালে শান্তির জন্য রোডম্যাপ প্রস্তাব ঘোষণা করে। এ প্রস্তাব প্রণয়নে ভূমিকা রাখেন ইয়াসির আরাফাত।

ইসরাইল কর্তৃক দুই বছর ধরে রামাল্লা অবরোধের সময় ২০০৪ সালের শেষ দিকে ইয়াসির আরাফাতের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরে ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মহান নেতা।

ফ্রান্সের সামরিক বাহিনী তার কফিনে গার্ড অব অনার প্রদান করেন এবং ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক আরাফাতকে একজন ‘বীর পুরুষ’ হিসেবে আখ্যায়িত করেন।

মিশরের কায়রোতে তার শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়ে এই মহান নেতার প্রতি সম্মান জানান।

জেরুজালেমে পবিত্র আল-আক্বসা মসজিদের পাশে সমাহিত করার পরিকল্পনা থাকলেও ইসরাইলের আপত্তির কারণে তাকে রামাল্লায় সমাহিত করা হয়।

ইয়াসির আরাফাতকে বিষক্রিয়া দ্বারা হত্যা করা হতে পারে বলে অনেক বিশ্লেষক অভিযোগ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান এ নিয়ে অনেক তদন্ত ও গবেষণা করে।

সর্বশেষ ২০১৫ সালে ফ্রান্সের এক চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইয়াসির আরাফাতের মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। তার দেহে পলোনিয়াম নামে যে বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে, তা প্রাকৃতিক কারণেই হয়েছে বলে এ প্রতিবেদনে বলা হয়।

ইসরাইলের দৃষ্টিতে তিনি একজন বিতর্কিত ব্যক্তি হলেও ফিলস্তিনিসহ বিশ্বের নিপীড়িত মুক্তিকামী মানুষের কাছে ইয়াসির আরাফাত ছিলেন একজন পথ প্রদর্শক।

আজ ২৪শে আগস্ট ২০২০, শনিবার। ৯ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৪ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬তম (অধিব...
24/08/2020

আজ ২৪শে আগস্ট ২০২০, শনিবার। ৯ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৪ মুহাররম, ১৪৪২ হিজরী। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬তম (অধিবর্ষে ২৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ১২৯ দিন বাকি রয়েছে।

#ঘটনাবলি:
১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮১৫ - নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।
১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৯০২ - জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
১৯৪৪ - জার্মান থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।
১৯৭৪ - ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ - তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৯৫ - উত্তর আমেরিকার জনসাধারণের জন্য বাজারে ছাড়া হয় মাইক্রোসফট এর 'উইন্ডোজ ৯৫' অপারেটিং সিস্টেম।
২০১৬ - মধ্য ইতালিতে ৬.২ ম্যাগনিটিউট মাত্রার ভূমিকম্প আঘাত হানে যা রোম ও ফ্লোরেন্স শহরেও অনুভূত হয়।

#জন্ম:
১৮৯০ - আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেস।
১৮৯৩ - সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৮৯ - রেনাল্ডো, ব্রাজিলিয়ান ফুটবলার।

#মৃত্যু:
১৯২৭ - মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশা।
১৯৫৪ - ব্রাজিলিয়ান স্বৈরশাসক গেতুলিও বার্গাস।
১৯৮৮ - সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন।
২০০৪ - বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান।

কুষ্টিয়ায় সাড়া জাগিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যের শিক্ষা কর্মসূচি ‘অদম্য পাঠশালা’ কুষ্টিয়ায় সাড়া জাগিয়েছে সুবিধাব...
24/08/2020

কুষ্টিয়ায় সাড়া জাগিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যের শিক্ষা কর্মসূচি ‘অদম্য পাঠশালা’
কুষ্টিয়ায় সাড়া জাগিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যের শিক্ষা কর্মসূচি ‘অদম্য পাঠশালা’

করোনাভাইরাস মহামারির কারণে যেন সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা বন্ধ না হয়ে যায় সেজন্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনামূল্যের শিক্ষা কর্মসূচি ‘অদম্য পাঠশালা’ কুষ্টিয়ায় অল্প দিনেই ব্যাপক সাড়া জাগিয়েছে।

‘করোনায় থামবে না পড়া’ শ্লোগান নিয়ে চলতি মাসের ১ জুন থেকে শুরু হওয়া বিনামূল্যের এই শিক্ষা কর্মসূচি এখন অন্যদের কাছেও ভালো কাজের রোল মডেল হয়ে উঠেছে।

এর উদ্যোক্তরা জানান, প্রাথমিকভাবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দুটি ইউনিয়নের ৪টি স্থানে তাদের এই বিনামূল্যের শিক্ষা কর্মসূচির কার্যক্রম শুরু হলেও, পর্যায়ক্রমে এটি জেলাব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

বাসদ, ভেড়ামারা উপজেলা শাখা ও এর ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে করোনা দুর্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে পড়ালেখা অব্যাহত রাখতে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে বিনা বেতনের স্কুল অদম্য পাঠশালা তাদের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যেই প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এখান থেকে শিক্ষা সুবিধা গ্রহণ করছে। বিনামূল্যে শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণও বিনামূল্যে প্রদান করছে অদম্য পাঠশালা।

এই শিক্ষা কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক মাসুদ হাসান বলেন, ‘ধনীদের জন্য অনলাইন ক্লাস, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারে গৃহশিক্ষক বা বাবা-মার কাছে পড়াশুনা করার সুযোগ থাকলেও শ্রমজীবী দরিদ্র পরিবারের সন্তানদের সেই সুযোগ নেই। এদের একটা অংশ ঝরে পড়বে, আরেকটা অংশ স্কুল খোলার পর অন্যদের চেয়ে পড়াশুনায় অনেক পিছিয়ে পড়বে। সংকট দূর করতেই অদম্য পাঠশালা চালু করা হয়েছে।’

ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া, মাধবপাড়া ও কুচিয়ামোড়া মধ্যপাড়া এবং মোকারিমপুর ইউনিয়নের মধ্য গোলাপনগরে চলছে এই শিক্ষা কার্যক্রম। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা খোলা মাঠের মধ্যে সামাজিক দূরুত্ব বজায় রেখে এখানে শিক্ষা গ্রহণ করছে। সপ্তাহে শুক্রবার বাদে ৬ দিনই দুটি ব্যাচে ক্লাস থাকছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী দুটি ব্যাচের যে কোনো একটিতে অংশ নিয়ে পড়তে পারবে।

প্রতিদিন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয় ক্লাস। ইংরেজী, গণিত, বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের ক্লাস নেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের অন্য কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হলে এখান থেকে সে বিষয়েও সহযোগিতা করা হয়।

বাসদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থী, যারা করোনাভাইরাসের মহামারির কারণে এখন গ্রামে অবস্থান করছেন তারা এবং স্থানীয় কিছু মেধাবী শিক্ষার্থী এই অদম্য পাঠশালায় শিক্ষা প্রদান করছেন।

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক মাসুদ হাসান, বিজেএম কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক সাইফুজ্জামানসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন বিনামূল্যের এই শিক্ষা কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছেন। এর ফলে খুব অল্প দিনেই এ শিক্ষা কর্মসূচি গোটা কুষ্টিয়া জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাসুদ হাসান জানান, করোনা দুর্যোগের শুরুতেই মহামারি মোকাবিলায় দলের পক্ষ থেকে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়। শিক্ষা কর্মসূচির আওতায় এই অদম্য পাঠশালা চালু করা হয়েছে।

দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু না হওয়া পর্যন্ত এ কার্যত্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!১০ হাজার ফেসবুক লাইক মাত্র ১৬৫০ টাকা। ফেসবুকে এমন অবাস্তব বিজ্ঞাপন প্রচার করছে ...
24/08/2020

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!

১০ হাজার ফেসবুক লাইক মাত্র ১৬৫০ টাকা। ফেসবুকে এমন অবাস্তব বিজ্ঞাপন প্রচার করছে একটি ফেসবুক পেইজ। বিজ্ঞাপনটি দেখে পেইজ লাইকের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেন আবীর হোসেন নামের এক ক্ষুদ্র বিক্রেতা। পেইজটির এডমিন ইমতিয়াজ হোসেন জানান, তারা ৫ দিনে ১০ হাজার লাইক করে দেবেন। তবে পুরো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে।
আবীর হোসেন প্রস্তাব দেন- তিনি অর্ধেক টাকা আগে দেবেন এবং ৫ হাজার লাইক পাওয়ার পর বাকি বাকি টাকা দেবেন। আবীরের প্রস্তাবে রাজি হন পেইজটির অ্যাডমিন ইমতিয়াজ। এরপর ইমতিয়াজের দেয়া নাম্বারে ৮০০ টাকা বিকাশ করেন আবীর।

কিন্তু বিকাশ পাওয়ার পরই বদলে যায় ইমতিয়াজের ব্যবহার। তিনি জানান, পুরো টাকা না দিলে বিজ্ঞাপন দেওয়া হবে না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আবীর তার ৮০০ টাকা ফেরত চাইলে ইমতিয়াজ জানান, ‘অ্যাডভান্স দিয়ে অ্যাড স্ট্যার্ট করা হয়েছে, বাকি টাকা দিলে লাইক আসা শুরু হবে। ’ এরপর আবীরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন ইমতিয়াজ।
শুধু এই পেইজ নয়, ফেসবুক লাইক আর বুস্টের নামে ফেসবুকে প্রতারণা করে যাচ্ছে বেশ কয়েকটি ফেসবুক পেইজ।

ক্রেতা সেজে আরও একটি পেইজের এডমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাকে আপনার পেইজে কাঙ্খিত লাইক এনে দেওয়া হবে। সেক্ষেত্রে বিজ্ঞাপনের ফিচার ইমেজ হিসেবে বিশেষ নায়িকার খোলামেলা ছবি বা ধর্মীয় কোন বিষয় যুক্ত করে দেওয়া হবে। সবাই নায়িকার খোলামেলা ছবি দেখার জন্য লাইক দিলেও লাইক আপনার পেইজেই আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন নির্দেশনা না থাকায় যে কেউই এসব পেইজ খুলে লাইক বা বুস্টের নামে প্রতারণা করছে। আর সাধারণ ব্যবসায়ী বা পেইজে লাইক প্রত্যাশীরা তাদের প্রতারণায় পা দিচ্ছে। এসব প্রতারক এক একজন আবার ২০-৫০টা পেইজ নিয়ন্ত্রণ করেন। এক এক পেইজ থেকে কিছুদিন প্রতারণা শেষে অন্য একটি পেইজ থেকে আবার প্রতারণা শুরু করেন। যে কারণে এদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তবে অতিসম্প্রতি এসব প্রতারকের ব্যাপারে খোঁজ খবর শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ কেউ ডিজিটাল আইনে আটকও হচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সবাই মিলে এদের ব্যাপার সোচ্চার হলে এরা আর বেশিদিন প্রতারণা করার সুযোগ পাবে না। আর এরা যা করছে তাতে ফেসবুক যে কোন দিন বাংলাদেশে তাদের বুষ্টিং সার্ভিস বন্ধ করে দেবে। কারণ এসব প্রতারকের কারণে বাংলাদেশে বিদেশের অনেক সার্ভিসই এখন বন্ধ আছে।

ফেসবুক বুস্টিং ব্যবসায়ী ইকরামুল ইহান বলেন, যে কোন ফেসবুক পেইজে লাইক পাওয়া এখন আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে। আগে যেখানে বুস্টিং করলে বাংলাদেশী ১ টাকায় ৪-৫টি লাইক পাওয়া যেত এখন সেখানে ১ থেকে ১.৫টি পাওয়া যায়। যে কারণে কোন ভাবেই এখন আর ২/৩ হাজার টাকায় ১০ হাজার লাইক পাওয়া সম্ভব না। যারা এমন প্রলোভন দেখাচ্ছেন তারা নিশ্চিত করেই প্রতারণা করছেন। আবার কেউ কেউ বিজ্ঞাপনে নায়িকাদের অশ্লীল ছবি ব্যবহার করে লাইক আনার চেষ্টা করছেন। যেসব লাইক পেইজ মালিকের কোন কাজে আসে না।

তিনি বলেন, লাইকের জন্য বিজ্ঞাপন না দিয়ে পেইজে ভালো ভালো কনটেন্ট দিলে ভালো লাইক পাওয়া যায়।

গাদ্দাফির সময়ের যে 16 টি জিনিস যা হয়তো লিবিয়া কোনদিন আর দেখবে না। ১,কোন বিদ্যুৎ বিল ছিলনা লিবিয়াতে সব নাগরিকের জন্য ...
23/08/2020

গাদ্দাফির সময়ের যে 16 টি জিনিস যা হয়তো লিবিয়া কোনদিন আর দেখবে না।

১,কোন বিদ্যুৎ বিল ছিলনা লিবিয়াতে সব নাগরিকের জন্য এটা বিনামূল্য ছিল।
২,আইন অনুযায়ী লিবিয়ান নাগরিকদের কেউ ব্যাংক লোন নিলে তা ছিল সুদ মুক্ত।
৩,প্রতিটি মানুষের নিজস্ব বাড়িঘর থাকা ছিল মৌলিক অধিকার।
৪,প্রত্যেক নব নব দম্পতি 50 হাজার ডলার সমমূল্যের এপারমেন্ট পেত তাদের সংসার শুরু করার জন্য।
৫,শিক্ষা এবং চিকিৎসা ছিল ফ্রি গাদ্দাফীর আগে যেখানে মাত্র 25 শতাংশ লোক শিক্ষিত। গাদ্দাফির সময় সেটা হয়েছিল 83 পার্সেন্ট।
৬,যদি কোন লিবিয়ান কৃষিকে পেশা হিসেবে নিতে চাইতো তবে সরকারের পক্ষ থেকে তাকে জমি ফার্ম হাউস বীজ থেকে শুরু করে সব ধরনের সহায়তা করা হতো।
৭,যদি কোন লিবিয়ান পড়ালেখা বা চিকিৎসার জন্য অন্য কোন দেশে যাওয়ার প্রয়োজন হতো যেটা লিবিয়াতে সম্ভব না। তাহলে সরকারের পক্ষ থেকে 23 মাসিক ডলার দেওয়া হতো।
৮,কোন লিভিয়ান গাড়ি কিনলে তাতে 50% পর্যন্ত ছাড় দেওয়ার নিয়ম ছিল।
৯,প্রতি লিটার পেট্রোলের দাম ছিল 0.14 ডলার।
১০, লিবিয়া একমাত্র দেশ ছিল যাদের বহির্বিশ্ব এ কোন ঋণ ছিল না। উপরন্তু 150 মিলিয়ন ডলার ছিল তাদের রিজার্ভে
১১, কোন লিবিয়ান গ্রাজুয়েশন করার পরও যদি চাকরি না পেত সরকার থেকে তাদের জন্য একটা নির্দিষ্ট টাকা দেয়া হতো যতদিন একটা চাকরি না হয়।
১২, তেল বিক্রি করে লিবিয়ান সরকারের যা আয় হতো তার একটা অংশ লিবিয়ান প্রতিটি নাগরিকের ব্যাংক একাউন্টে জমা হতো।
১৩, কোন মা সন্তান জন্ম দিলে তাকে পাঁচ হাজার ডলার দেওয়া হতো।
১৪, 40 পিস পাউরুটি কিনতে খরচ কত মাত্র 0.15 ডলার।
১৫, 25% লোকের বিশ্ব বিদায়ের ডিগ্রি ছিল।
১৬, গাদ্দাফি প্রথম বিশ্বের সবচেয়ে বড় সেচ প্রকল্প চালু করেছিল যেটা এখনো মানব ইতিহাসের এখনো সবচেয়ে বড় প্রকল্প।

আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস আজ। দাসপ্রথার বিরুদ্ধে সর্বাত্মক সচেতনতা গড়ে তোলার লক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংল...
23/08/2020

আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস আজ। দাসপ্রথার বিরুদ্ধে সর্বাত্মক সচেতনতা গড়ে তোলার লক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি আজ পালিত হচ্ছে। ১৯৪৯ সালের আজকের এই দিনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ব্যক্তি বেচাকেনা এবং শোষণ দমনের বিষয়ে কনভেনশন গৃহীত হয়। এই দিনটি স্মরণে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস। এই কনভেনশন গৃহীত হওয়ার আশি বছর চলে গেলেও দাসপ্রথা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে সারা বিশ্বে, এমনটি বলা যায় না। বরং নতুন রূপে নতুন আঙ্গিকে দাসত্ব বা ক্রীতদাস প্রথাকে জিইয়ে রাখা হয়েছে। উন্নত অনুন্নত সব দেশেই দৃষ্টির আড়ালে দেখা যায় আজও ক্রীতদাস; বিশেষ করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া, আরব ও আফ্রিকা অঞ্চলে। আর তাই আজকের এই দিনটি পালনের প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান।
আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে- মানবপাচার, যৌনদাস, জবরদস্তিমূলক শিশুশ্রম, বলপ্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো। সবচেয়ে বড় কথা, মানবপাচার হয়ে গেছে এখন আধুনিক বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়। একে ক্রীতদাস প্রথার নতুন রূপ বলেই অভিহিত করেছেন বিশেষজ্ঞগণ। ইতিহাস ঘাটলে দেখা যায়, ১৭৯১ সালে বর্তমান হাইতি ও ডমিনিকান রিপাবলিকান অঞ্চলে প্রথমে দাসপ্রথার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে বৃটেন ১৮০৭ সালে এবং যুক্তরাষ্ট্র ১৮০৮ সালে তাদের আফ্রিকান দাসদের মুক্তি দেয়। পরবর্তীতে যুক্তরাজ্য ১৮৩৩ সালে, ফ্রান্স ১৮৪৮ সালে এবং যুক্তরাষ্ট্র ১৮৬৫ সালে আইন করে দাসপ্রথা নিষিদ্ধ করে। তারপরেও এখনও বিশ্বের এক কোটি ২০ লাখ মানুষ জোর পূর্বক শ্রম, দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী রয়েছে। সমাজবিজ্ঞানীদের অভিমত হচ্ছে- দাসপ্রথার ভয়াবহতা এখন না থাকলেও এর রূপান্তর ঘটেছে, কিন্তু সমাজে তা এখনও বিদ্যমান। তাদের মতে, প্রত্যেকের ঘরে ঘরে দাস রয়েছে। তারা হচ্ছে, আমরা যাদের কাজের লোক বলি। তাছাড়া, সম্পদশালী ভূমি মালিকের জমি চাষে ‘কৃষক ক্রীতদাস’ এখনও খুঁজে পাওয়া যায়। রয়েছে শিশুশ্রম বিশ্বের অনেক দেশেই। বাংলাদেশে ১৪ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৬৩ লাখের ওপরে। ৮০ লাখ ১৭ বছরের নীচে শিশু শ্রমিক। আছে পতিতাবৃত্তি ও জোরপূর্বক বিয়ের প্রবণতা। এগুলো দাসত্ব প্রথার আওতায় পড়ে।
দাসত্ব বলতে বোঝায় কোন মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোন মানুষকে অন্য মানুষের ‘অস্থাবর সম্পত্তি’ হিসেবে গণ্য করা। এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধেই স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায়। তাদের শ্রমের কোন মজুরীও নেই। অতীতে কোন কোন সমাজে নিজের দাসকে হত্যা করাও আইনসঙ্গত ছিলো। সেইসব বর্বরতা থেকে আমরা বেরিয়ে এসেছি, এটা ঠিক। তবে ক্রীতদাস প্রথার যে আধুনিক রূপান্তর, তার থেকে মুক্তির উপায় বের করতে হবে। মানব-সভ্যতা এগিয়ে যাচ্ছে। বিশ্বের ‘তথাকথিত’ সুসভ্য জাতিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোও সেই অগ্রযাত্রায় পিছিয়ে নেই। এই প্রেক্ষাপটে যেকোন ধরনের দাসপ্রথাই যাতে আমাদের সেই অগ্রযাত্রার পথকে কলংকিত না করে সেটাই প্রত্যাশা।
লেখাঃ সিলেটের ডাক।

আজ ২৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৫তম (অধিবর্ষে ২৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৩০ দিন বাকি রয়েছে।ঘটনাবলীঃ১৯...
23/08/2020

আজ ২৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৫তম (অধিবর্ষে ২৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৩০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলীঃ

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।

জন্মঃ

১৮৫২ -রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক ।(মৃ.১৯/১২/১৯১৮)
১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৭৮ - কোবি ব্রায়ান্ট, একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৯৪ - অগাস্ট আমেস, কানাডিয়ান অভিনেত্রী

মৃত্যুঃ

১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৮৮৬ - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক।(জ.১৮১৯)
১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।(জ.১০/১১/১৮৯৩)
১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।(জ.১০/১০/১৯১৬)
২০১৯ - অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ
২০১৯ - কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী

দিবসঃ
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস ৷

সর্দি-কাশি নিরাময়ে ওষুধের চেয়ে কার্যকর, অ্যান্টিবায়োটিকের বিকল্প মধু।সর্দি-কাশির জন্য মধু ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) ওষুধ...
22/08/2020

সর্দি-কাশি নিরাময়ে ওষুধের চেয়ে কার্যকর, অ্যান্টিবায়োটিকের বিকল্প মধু।

সর্দি-কাশির জন্য মধু ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) ওষুধের চেয়ে ভালো চিকিৎসা হতে পারে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে। ওটিসি হলো সেই ওষুধগুলোর একটি যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়।

গবেষকরা বলেছেন, ঠাণ্ডা ও ফ্লু জাতীয় অসুস্থতার লক্ষণগুলো দূর করতে মধু সাধারণত বাণিজ্যিক ওষুধের চেয়ে বেশি কার্যকর ছিল এবং এটা অ্যান্টিবায়োটিকের চেয়ে নিরাপদ, সস্তা ও আরো সহজলভ্য বিকল্প হতে পারে।

গবেষকরা অ্যান্টিবায়োটিক দেয়ার পরিবর্তে রোগীদের এটার পরামর্শ দেয়ার বিষয়ে বিবেচনা করতে চিকিৎসকদের উৎসাহিত করেছিলেন। মধুর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও অ্যান্টিবায়োটিক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং অতিরিক্ত ব্যবহার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ হতে পারে।

বহু বছর আগে থেকেই মধু কাশির ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তবে সাধারণ অসুস্থতাগুলোর চিকিৎসায় মধুর কার্যকারিতা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল এবং প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সের নফিল্ড বিভাগের চিকিৎসকরা বিদ্যমান প্রমাণগুলো বিশ্লেষণ করেছেন। মধু সেবনে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো (ইউআরটিআই) কীভাবে প্রতিক্রিয়া দেখায় সেটা তারা নির্ধারণ করতে চেয়েছিলেন। ইউআরটিআই হলো ঠাণ্ডা জাতীয় অসুস্থতা, যা নাক, সাইনাস, ফ্যারিক্স ও স্বরযন্ত্রকে প্রভাবিত করে।

প্রমাণভিত্তিক মেডিসিন জার্নাল বিএমজেতে তারা লিখেছেন, ইউআরটিআইয়ের লক্ষণগুলো উপশমের জন্য মধু স্বাভাবিক যত্নের চেয়ে বেশি কার্যকর। এটি অ্যান্টিবায়োটিকের সস্তা বিকল্প হতে পারে। মধু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিস্তারকে ধীর করার প্রচেষ্টাগুলোতে সহায়তা করতে পারে। তবে এটা ভালোভাবে বুঝতে আরো উচ্চমানের প্লাসিবো নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন।

গবেষকরা ১৪টি গবেষণার ফলাফল সংকলন করেছেন, যার মধ্যে ৯টিতেই শিশুরা অংশ নিয়েছিল। গবেষণাগুলোতে ওটিসি ওষুধের মতো প্রচলিত চিকিৎসার সঙ্গে মধু তুলনা করা হয়।

যুক্তরাজ্যের জনস্বাস্থ্য সংস্থাগুলো অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করছে। ২০১৮ সালে তারা বলেছিল, ওভার-প্রেসক্রিপশনের কারণে অ্যান্টিবায়োটিকের প্রভাব হ্রাস (জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা হারালে) পেলে লাখ লাখ সার্জিক্যাল চিকিৎসা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

গবেষণার লেখকরা প্রতিবেদনে লিখেছেন, বেশিরভাগ ইউআরটিআই ভাইরাল সংক্রমণ হওয়ায় অ্যান্টিবায়োটিক অকার্যকর ও অনুপযুক্ত। তবে কার্যকর বিকল্পের অভাব এবং রোগী-চিকিৎসকের সম্পর্ক সংরক্ষণের ইচ্ছা উভয়ই অ্যান্টিবায়োটিকের ওভার-প্রেসক্রিপশনে ভূমিকা রাখে।

এছাড়া পূর্ববর্তী গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধুর ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, এটা ই. কোলাই ও সালমোনেলাসহ ব্যাকটেরিয়ার কয়েক ডজন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর।

১৩৯টি শিশুর ওপর পরিচালিত অপর একটি গবেষণায় দেখা গেছে, কাশির চিকিৎসায় জনপ্রিয় ওষুধ ডেক্সট্রোমেথোর্ফান ও অ্যান্টিহিস্টামিন ডিফেনহাইড্রামাইন উভয়ের চেয়ে মধু রাত্রীকালীন কাশি নিরসনে এবং ঘুমের উন্নতির জন্য অধিকতর ভালো কাজ করে।

শরতের শুরু থেকে বৃষ্টির বিরাম নেই। ভাদ্র যেন সেই আষাঢ়ে ফিরে গেছে। কখনো ঝুম বৃষ্টি, কখনো ঝিরিঝিরি—অঝোর ধারা চলছেই। আবহাওয়...
22/08/2020

শরতের শুরু থেকে বৃষ্টির বিরাম নেই। ভাদ্র যেন সেই আষাঢ়ে ফিরে গেছে। কখনো ঝুম বৃষ্টি, কখনো ঝিরিঝিরি—অঝোর ধারা চলছেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে আরও কয়েক দিন এমন বৃষ্টি হবে।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে অঞ্চল হয় আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে। এ কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ ২২শে আগস্ট ২০২০, শনিবার। ৭ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। বছর শে...
22/08/2020

আজ ২২শে আগস্ট ২০২০, শনিবার। ৭ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৩১ দিন বাকি রয়েছে।

#ঘটনাবলি:
১৬২৭ - ফ্রান্সে খ্রীস্টান ক্যাথলিক ও প্রোটেষ্ট্যান্টদের মধ্যে সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয়।
১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৪ সালের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৮৬৪ সালের এই দিনে জেনেভায় যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে ঐতিহাসিক জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯২৭ সালের এই দিনে মিথ্যা মামলায় আমেরিকার দুই বামপন্থী শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেত্তিকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ - জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।
২০০৬ সালের এই দিনে ভারতে’ বন্দে মাতরম্’ বিতর্ক নিয়ে দেশটির পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দিতে হয়।

#জন্ম:
১৬৪৭ - ডেনিস পাপিন, ফরাসি পদার্থবিদ, গণিতবিদ ও প্রেসার কুকারের আবিষ্কারক।
১৮৩৪ - স্যামুয়েল পিয়েরপন্ট ল্যাংলি, আমেরিকান পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮৫৪ - প্রথম মিলন, তিনি ছিলেন সার্বিয়ার শাসক।
১৮৬০ - পল গোটলিয়েব নিপকোও, পোলিশ বংশোদ্ভূত জার্মান প্রকর্মী ও উদ্ভাবক।
১৮৬২- ক্লাউড ডেবুসয়, ফরাসি সুরকার।
১৮৭৪- মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭- একে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।
১৯০২- লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৯- জুলিয়াস জে. এপস্টাইন, মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১৫- শম্ভু মিত্র, নাট্যকার ও পরিচালক।
১৯৩৯- ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।
১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৫৮- মুকুল চৌধুরী, কবি ও গীতিকার।
১৯৬৩ - টোরি আমস, আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
১৯৯১ - ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।
১৯৯৫ - ডুয়া লিপা, ইংরেজ গায়ক ও গীতিকার।

#মৃত্যু:
১৮১৮- ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৮৫০ - নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।
১৯০৪ - কেট ছপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯২২ - মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
১৯৭৭- সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৭৮ - কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তা।
২০১০ - স্টজেপান বোবেক, ক্রোয়েশীয় ফুটবলার ও ম্যানেজার।
২০১৩- আন্ড্রেয়া শেরভি, ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।
২০১৫- আর্থার মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Onno Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Onno Barta:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share