30/12/2022
আজকাল ইন্টারভিউ বোর্ডে নিজের শিক্ষাগত যোগ্যতার English Abbreviation লিখতে বলা হয়। ৯০% প্রার্থী এটা জানার পরও ইন্টারভিউ বোর্ডে ভুল করে বসেন। যেগুলো জানতে চাওয়া হয় ও তার নমুনা উত্তরঃ
1. S.S.C = Secondary School Certificate.
2. H.S.C = Higher Secondary Certificate.
3. B.S.S = Bachelor of Social Science.
4. M.S.S = Master of Social Science.
বেশিরভাগ প্রার্থী Secondary, Certificate, Bachelor এবং Science বানান ভুল লেখেন। আর একটা জিনিস আমরা অনেকেই ভুল করি। তা হলো আমরা Master, Master's, Masters কথাটা গুলিয়ে ফেলি। আসলে Master's of Arts, Masters of Social Science হবে না। Of থাকলে S হবে না। আর Masters শব্দটি বহুবচন। সঠিক উত্তর হবে Master of Arts, Master of Science ইত্যাদি।
আসুন, নিজের স্কিল ডেভেলপে সচেষ্ট হই।