Smart study

Smart study English,speaking English,English practice,vocabulary,spoken English,learn English,learning English

22/11/2023

Vocabulary (Mis সম্পর্কিত)
💠 Mistake (মিসঠেইক) - ভুল করা, ভুল বোঝা
💠 Misguide (মিসগাইড) - ভুল পথে চালিত করা
💠 Misbehave (মিসবিহ্যাভ) - অশোভন আচরন করা
💠 Miscall (মিসকল) - ভুল নামে ডাকা
💠 Misinterpret - ভুলভাবে ব্যাখ্যা করা
💠 Miscalculate (মিসক্যালকুলেট) - ভুল হিসাব/গননা করা
💠 Mish*t (মিসহিট) - ভুল আঘাত করা, লক্ষ্যভ্রষ্ট হওয়া
💠 Misdate (মিসডেইট) - তারিখ ভুল করা
💠 Misuse (মিসইউজ) - অপব্যবহার
💠 Misinform (মিসইনফম) - ভুল তথ্য দেওয়া
💠 Mistrust (মিসট্রাষ্ট) - অবিশ্বাস করা
💠 Misadvise (মিসএ্যাডভাইস) - ভুল পরামর্শ দেওয়া
💠 Misjudge (মিসজাজ) - ভুল বিচার করা
💠 Mispronunciation (মিসপ্রোনান্সিয়েশন) - অশুদ্ধ উচ্চারণ
💠 Mishap (মিসহাপ) - দুর্ঘটনা
💠 Misgiving (মিসগিভিং) - সন্দেহ, সংশয়
💠 Misfortune (মিসফচুন) - দুর্ভাগ্য
💠 Mislead (মিসলিড) - ভুল পথে চালানো
💠 Misquotation (মিসকোটেইশন) - অশুদ্ধ উদ্ধৃতি
💠 Misrepresentation (মিসরিপ্রেজেন্টেইশন) - অতথ্য/অসত্য/উপস্থাপনা

21/11/2023

⏺️ I should have gone with you.
-তোমার সাথে আমার যাওয়া উচিত ছিল।
⏺️ I should have studied more for my test.
-আমার পরীক্ষার জন্য আমার আরও পড়াশোনা করা উচিত ছিল।
⏺️ I should have eaten breakfast this morning.
-আমার আজ সকালে নাস্তা করা উচিত ছিল।
⏺️ I should have listened to your advice.
-আমার আপনার পরামর্শ শোনা উচিত ছিল.
⏺️ I should have listend to you.
-আমার আপনার কথা শোনা উচিত ছিল।
⏺️ I should have met you.
-আমার আপনার সাথে দেখা করা উচিত ছিল।
⏺️ I should have done the work.
-আমার কাজটা করা উচিত ছিল।
⏺️ I should have learned english.
-আমার ইংরেজি শেখা উচিত ছিল।
⏺️ I should have come early.
-আমার তাড়াতাড়ি আসা উচিত ছিল।
⏺️ I should have bought a new mobile.
-আমার একটা নতুন মোবাইল কেনা উচিত ছিল
⏺️ I should have worked hard.
-আমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল।

20/11/2023

কী খাবো ভেবে পাচ্ছি না।
I can't think what to eat.
কী বলবো ভেবে পাচ্ছি না।
I can not think what to say.
কী করবো ভেবে পাচ্ছি না।
I can not think what to do.
কী নিবো ভেবে পাচ্ছি না।
I can not think what to take.
কী শেখাবো ভেবে পাচ্ছি না।
I can not think what to teach.
কী শিখবো ভেবে পাচ্ছি না।
I can not think what to learn.
কী লিখবো ভেবে পাচ্ছি না।
I can not think what to write.
কী পরিধান করবো ভেবে পাচ্ছি না।
I can not think what to wear

19/11/2023
19/11/2023

I didn’t have to call him - আমার তাকে কল করতে হয়নি৷
I didn't have to go - আমাকে যেতে হয়নি।
I didn't have to come - আমাকে আসতে হয়নি।
I didn't have to study - আমাকে পড়াশুনা করতে হয়নি।
I didn't have to eat - আমাকে খেতে হয়নি।
I didn't have to put - আমাকে রাখতে হয়নি।
I didn't have to worry - আমাকে চিন্তা করতে হয়নি।
I didn't have to do it - আমাকে এটা করতে হয়নি।
I didn't have to begin - আমাকে শুরু করতে হয়নি।
I didn't have to bring - আমাকে আনতে হয়নি।
I didn't have to see - আমাকে দেখতে হয়নি।
I didn't have to work hard - আমাকে কঠোর পরিশ্রম করতে হয়নি৷

18/11/2023

🌈 Rain এর সাহায্যে নতুন নতুন শব্দ তৈরি করার টেকনিকঃ

Rain এর অর্থঃ বৃষ্টি, বৃষ্টি হওয়া।
Rain এর আগে B বসালে হয় Brain,
Brain এর অর্থঃ মগজ, ঘিলু, মেধা।
Rain এর আগে G বসালে হয় Grain,
Grain এর অর্থঃ খাদ্যশস্য।
Rain এর আগে D বসালে হয় Drain,
Drain এর অর্থঃ নালা, নর্দমা, পয়নালা।
Rain এর আগে T বসালে হয় Train,
Train এর অর্থঃ রেলগাড়ি।
Train এর আগে S বসালে হয় Strain,
Strain এর অর্থঃ প্রসারণ, টান টান অবস্থা

Write done....... ✍️
📌 Follow us

17/11/2023

Fond of= ভালো লাগে
I am fond of playing cricket
= আমার ক্রিকেট খেলতে ভালো লাগে।
I am fond of watching tv
= আমার টিভি দেখতে ভালো লাগে।
I am fond of sleeping
= আমার ঘুমাতে ভালো লাগে।
I am fond of writing
= আমার লিখতে ভালো লাগে
I am fond of catching fish
= আমার মাছ ধরতে ভালো লাগে
I am fond of eating fish
= আমার মাছ খেতে ভালো লাগে

Write done/make sentence ✅

16/11/2023

📕আমি ইংরেজিতে উন্নতি করতে চাই।
🏅I want to improve my English.
📕কিন্তু তা কিভাবে করতে পারি?
🏅But how could I do so?
📕আমি তা-ই জানতে চাই।
🏅I want to know that.
📕আমি ইংরেজি খবর শুনি।
🏅I hear English news.
📕আমি ইংরেজি পত্রিকা, সাময়িকী ইত্যাদি পড়ি।
🏅I read English newspaper, magazines etc
📕যখনই সময় পাই, আমি ইংরেজি গ্রামার পড়ি।
🏅I read English grammar whenever I get time.
📕আমি শিশুদের জন্য লেখা ইংরেজি গল্পগুলো পড়ি।
🏅I read English story books which are written for the children.
📕আমি সবকিছু ইংরেজিতে ভাবি।
🏅I think everything in English.
📕ইংরেজি মনে রাখতে এটা খুব সাহায্য করে।
🏅It is very helpful for remembering English.
📕আমিও এটা করতে পারি।
🏅I can also do this.
📕এখন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
🏅I shall try to my best from now.
📕তোমার পরামর্শের জন্য ধন্যবাদ।
🏅Thank you for your suggestion

এই রকম প্রতিদিন পোস্ট পেতে হলে অবশ্যই পেইজে ফলো দিয়ে রাখুন।

15/11/2023

I have =আমার আছে
I have to= আমাকে করতে হবে
I have to go = আমাকে যেতে হবে
I have to learn=আমাকে শেখতে হবে
I have to work=আমাকে কাজ করতে হবে।
I have to drive=আমাকে চালাতে হবে
I have to exam=আমাকে পরীক্ষা দিতে হবে।
I have to decide = আমাকে সিদ্ধান্ত নিতে হবে।
I have to qualify =আমাকে যোগ‍্যতা অর্জন করতে হবে।
I have to care= আমার যত্ন নিতে হবে
I have to practice = আমাকে অনুশীলন করতে হবে।
I have to love = আমাকে ভালবাসতে হবে।
I have to buildup= আমাকে তৈরী করতে হবে।
I have to think = আমাকে চিন্তা করতে হবে
I have to save money = আমাকে টাকা বাঁচাতে হবে।
🤗পড়া শেষে done লিখতে ভুলবে না।

14/11/2023

💠 কে উচ্চস্বরে কথা বলছে? - Who is talking loudly?
💠 কে চিল্লাচিল্লি করছে?- Who is shouting?
💠 কে দরজায় ঠক ঠক করছে? - Who is knocking at the door?
💠 কে তোমাকে বিরক্ত করছে?- Who is teasing you?
💠 কারা পীচ গলাচ্ছ? -Who are melting peach?
💠 কারা কয়লা পোড়াচ্ছ?- Who are burning coals?
💠 কে ঘন্টাটি বাজাচ্ছ? Who is ringing the bell?
💠 কে সেখানে ধুমপান করছে? Who is smoking there?
💠 কারা পাগলটির প্রতি পাথর ছুঁড়তেছে?- Who are throwing stones at the mad man.

13/11/2023

যাই হোক না কেন আমার শেখা প্রয়োজন।
No matter what, I need to learn.
যাই হোক না কেন আমার লেখা প্রয়োজন।
No matter what, I need to write.
যাই হোক না কেন আমার জানা প্রয়োজন।
No matter what ,I need to know.
যাই হোক না কেন আমার আসা প্রয়োজন।
No matter what, I need to come.
যাই হোক না কেন আমার জানানো প্রয়োজন।
No matter what , I need to inform.
যাই হোক না কেন আমার বলা প্রয়োজন।
No matter what , I need to say.
যাই হোক না কেন আমার শেখানো প্রয়োজন।
No matter what I need to teach.
যাই হোক না কেন বাংলাদেশের জয় প্রয়োজন।
No matter what, Bangladesh needs to win.

✅পড়া শেষে Done লিখতে ভুলবেন না কিন্তু 🥰

12/11/2023

১০০+ গুরুত্বপূর্ণ Linking words/ Conjunction
✪ As - কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So - অতএব , সুতরাং
✪ Who - কে, যে, কেকে
✪ And - এবং ,ও
✪ But - কিন্তু, তথাপি
✪ That - যে , যা, যাতে, ফলে
✪ Even - এমনকি
✪ At first - প্রথমত
✪ Often - প্রায়ই , মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ As if - যেন
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While - যখন
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that - যাতে , যেন
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ Such as - তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually - সাধারনত
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly - প্রথমত
✪ Finally - পরিশেষে
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also - এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
✪ As a matter of fact -বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
✪ Including - সেই সঙ্গে
✪ Nonetheless - তবু
✪ Nevertheless - তথাপি , তবুও , তারপরও
✪ Lest - পাছে ভয় হয়
✪ Whether - কি ...না , যদি
✪ Comparatively - অপেক্ষাকৃত
✪ To be honest - সত্যি বলতে
✪ Come what may - যাই ঘটুক না কেন
✪ If you do care - যদি আপনি চান
✪ Next to nothing - না বললেও চলে
✪ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned - আমার জানা মতে ।
✪ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
✪ On the other hand - অন্যদিকে ।
✪ In this connection - এ বিষয়ে ।
✪ In addition - অধিকন্তু, মোটের উপর
✪ Infact - প্রকৃতপক্ষে
✪ To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Though - যদিও, সত্বেও
✪ Incidentally - ঘটনাক্রমে
✪ Then - তারপর ,তখন
✪ Than - চেয়ে , থেকে
✪ For a while - কিছুক্ষণের জন্য
✪ In order to - উদ্দেশ্যে, জন্যে
✪ Suddenly - হঠাৎ
✪ Unless - যদিও না
✪ Above all - সর্বপরি
✪ For example - ঊদাহরনস্বরূপ
✪ Yet - তথাপি, তবুও
✪ Actually - প্রকৃতপক্ষে
✪ After that - তারপর
✪ Instead of - পরিবর্তে
✪ Thus - এইভাবে
✪ Unfortunately - দূর্ভাগ্যবশত
✪ Once - একদা
✪ Gradually - ধিরে ধিরে
✪ Since - কারন, যেহেতু
✪ Sometimes - মাঝে মাঝে
✪ Above all - সর্বপরি
✪ As a result - ফলে
✪ In that - কারন
✪ Till - পর্যন্ত
✪ As long as - যতক্ষন পর্যন্ত
✪ Until - যতক্ষন পর্যন্ত না
✪ As though - যেন , যেন মনে হয়
✪ Even though - এমন যদিও হয়ও
✪ No sooner - হতে না হতেই
✪ Sooner or later - আজ না হোক কাল
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ On the occasion of - উপলক্ষ্যে
✪ From a reliable source - বিশ্বস্ত সূত্রে
✪ As you know - আপনারা জানেন
✪ Due to - কারণে
✪ Without hesitation - বিনা দি¦ধায়
✪ First of all - প্রথমেই
✪ Surprisingly - আশ্চর্যজনকভাবে
✪ Strangely enough - আশ্চর্যের ব্যাপার হলো
✪ Truly speaking - সত্য বলতে কি !
✪ Although I could, but - যদিও পারতাম, কিন্তু
✪ So long as - যদি না/ এই শর্তে যে
✪ This very man - এই লোকটিই
✪ For good – চিরতরে|
✪ Even if - এমনটি যদিও
✪ Coming back to - মূল কথায় ফিরে আসলে
✪ Not only....but also - শুধু এটিই নয় ... ওটিও

💥 এই রকম প্রতিদিন পোস্ট পেতে হলে Follow দিয়ে রাখুন

08/11/2023

Basic spoken english

I am okay - আমি ঠিক আছি।
I am busy - আমি ব্যস্ত।
I am sociable - আমি মিশুক।
I am lucky - আমি ভাগ্যবান।
I am proud - আমি গর্বিত।
I am fit - আমি উপযুক্ত।
I am thirsty- আমি তৃষ্ণার্ত।
I am optimistic- আমি আশাবাদী।
I am exited- আমি উত্তেজিত।
I am so so- আমি মোটামুটি।
I am shy - আমি লজ্জিত।
I am sorry- আমি দুঃখিত।
I am concerned - আমি উদ্বিগ্ন।
I am devoted- আমি অনুগত।

Follow my page for new videos.
24/10/2023

Follow my page for new videos.

Ramadan Mubarak to all my Muslim brothers and sisters 🌙🕌
23/03/2023

Ramadan Mubarak to all my Muslim brothers and sisters 🌙🕌

21/12/2022

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

07/12/2022

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Kamrangirchor

Alerts

Be the first to know and let us send you an email when Smart study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share