মুক্ত টিভি $

  • Home
  • মুক্ত টিভি $

মুক্ত টিভি $ আল্লাহ সর্বশক্তিমান

17/03/2024

‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

12/03/2024

পবিত্র মাহে রমজানের ইফতারের সময় আল্লাহ তায়ালা সকলের মনকে প্রশান্তি দাঁড়া ভরে দেন।

12/03/2024

রোযা মুসলমানদের ধৈর্য্যের পরীক্ষা নেয় আর ইফতার মুসলমানদেরকে আর্শীবাদে পূর্ণ করে। সুবহানাল্লাহ

12/03/2024

আল্লাহ তাআলা বলেন, নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহকে দাও উত্তম ঋণ । তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালযাহা কিছু অগ্রীম প্রেরণ করিবে , তোমরা তাহা পাইবে আল্লাহর নিকট উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর নিকট । নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল , পরম দয়ালু । 🖤👍

12/03/2024

কাজ নির্ভর করে নিয়্যতের উপর।

যারা কষ্টে আছে তারা একটু ভ্রবন করে আসেন , দেখবেন মনটা কিছুটা হলো ভালো হয়ে যেতে পারেন ।
09/03/2024

যারা কষ্টে আছে তারা একটু ভ্রবন করে আসেন , দেখবেন মনটা কিছুটা হলো ভালো হয়ে যেতে পারেন ।

05/03/2024

ফেসবুক অল্প কিছু সময়ের জন্য ডায়রিয়া হয়ে গেছিল । 😅😅

05/03/2024

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়,,😇😌

এই ভর দুপুরের পানির তৃষ্ণা 😜🖤  গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবেনা,,,!
04/03/2024

এই ভর দুপুরের পানির তৃষ্ণা 😜🖤 গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবেনা,,,!

শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে 🖤🥰 রাজীব হাসান
03/03/2024

শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে 🖤🥰 রাজীব হাসান

বাতাছুবার নিচে 😜 রাজীব হাসান  PC: MA ZH AR
03/03/2024

বাতাছুবার নিচে 😜 রাজীব হাসান PC: MA ZH AR

বিত্র শবে বরাতের নামাজের নিয়ত, নিয়ম ও দোয়া,,,! #শবে বরাতের নামাজের নিয়তনাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ...
24/02/2024

বিত্র শবে বরাতের নামাজের নিয়ত, নিয়ম ও দোয়া,,,!

#শবে বরাতের নামাজের নিয়ত

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত করলে এই ভাবে করা যাবে : ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার।’

শবে বরাতের নামাজের নিয়ম কানুন:

নিয়ত: নামাজ পড়ার পূর্বে নিয়ত করতে হবে। নিয়ত করার সময় মনে মনে বলতে হবে, “আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শবে বরাতের ২/৪ রাকাত নফল নামাজ আদায় করছি।”

ওয়াক্ত: শবে বরাতের রাতের যেকোনো সময়ে নফল নামাজ পড়া যায়। তবে, রাতের শেষ তৃতীয়াংশে নামাজ পড়া l

রাকাত: শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই। যত ইচ্ছা রাকাত নামাজ পড়া যায়। তবে, সাধারণত ৮, ১২ অথবা ১০০ রাকাত নামাজ পড়া হয়।

নামাজের নিয়ম: অন্য নফল নামাজের নিয়ম অনুযায়ী শবে বরাতের নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হয়।

নামাজের পর: নামাজ শেষে দোয়া-মুনাজাত করা উচিত। এ রাতে আল্লাহর কাছে ক্ষমা, মাগফিরাত ও জান্নাতের প্রার্থনা করা উচিত।

শবে বরাতের রাতে করণীয়:

রাত জেগে ইবাদত-বন্দেগিতে কাটানো।
নামাজ, দোয়া, তাসবিহ, তিলাওয়াত ইত্যাদি করা।
ক্ষমা প্রার্থনা করা।
গরিব-দুঃখীদের সাহায্য করা।

শবে বরাতের রাতে এড়িয়ে চলা উচিত :

পাপাচার ও গুনাহের কাজ করা।
রাত জেগে গান বাজনা শোনা ও অন্য অনৈতিক কাজ করা।

পবিত্র শবে বরাতে রোজা রাখা :
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে শাবানে ১ দিন রোজা রেখেছে, তাকে আমার সাফায়াত হবে। আরো একটি হাদিস শরীফে আছে যে, হুজুর সালল্লাহু তালা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন ছোঁবে না।

পবিত্র শবেবরাতের দোয়া
রমজানের দুই মাস আগ থেকেই রাসুল (স.) একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি আমরা পুরো রজব-শাবানে পড়তে পারি। দোয়াটি হলো— اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ (অর্থ) ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ আনাস (রা.) বর্ণনা করেছেন, রজব মাস শুরু হলে রাসুল (স.) এই দোয়া পাঠ করতেন। (বায়হাকি: ৩৫৩৪; নাসায়ি: ৬৫৯; মুসনাদে আহমদ: ২৩৪৬)।

নিচের দোয়াটাও এ রাতেও পড়া যায়।

للَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى উচ্চারণ: আল্লাহম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এ ছাড়াও এ রাতে কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ পাঠ পর দিন রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে।



আল্লাহ তায়ালা সবাইকে কোরআন-হাদিসের ওপর সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন। আমিন।

24/02/2024

কখনো ব্যর্থ হলে সিজদায় পরে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবেন 👍🤲🖤। সুবহানাল্লাহ

24/02/2024

যেকোন পরিস্থিতিতে সত্যকে মেনে নেয়ার মানসিকতা থাকাই প্রকৃত বীরের বৈশিষ্ট্য🖤👍

18/06/2023
14/06/2023

লা–ইলাহা ইল্লাল্লাহ / আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,,,🥰🥰

12/06/2023

এত বৃষ্টি মাঝে ঘন ঘন,,,,,,,,হচ্ছে।

07/06/2023

আপনি যদি রুটিন না উল্টান তাহলে কিন্তু রুটি পুরে যাবে।

03/06/2023

কাজের ফাঁকে ফাঁকে কিছু মজার আলাপ 🤣🤣🤸‍♀️

01/06/2023

মুহাম্মাদ (ছাঃ)-ই সর্বশ্রেষ্ঠ রাসূল।
👎
নিজে একটা লাইক দেন 👍

মাত্র এক সপ্তাহে ❤️❤️🤸‍♀️
01/06/2023

মাত্র এক সপ্তাহে ❤️❤️🤸‍♀️

01/06/2023

নিশ্চিন্তে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিন.
𝐁𝐚𝐜𝐤 দিবার দায়িত্ব আমার. 🔻ইনশাআল্লাহ🔻
⚛️কেউ 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে ঠকেনি⚛️
🔙♥𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗕𝗮𝗰𝗸 𝘁𝗼 𝗕𝗮𝗰𝗸 ♥🔙
100%গ্রান্টি দিয়ে বলছি মিথ্যা বলিনা
রিভিউ দিলে রিভিউ বেক পাবেন ইনশা আল্লাহ।❤️❤️

01/06/2023

আল্লাহর কাছে সবাই প্রার্থনা করেন যাতে গরম থেকে আমাদেরকে রক্ষা করে।

31/05/2023

এই গরমে কাজের যে অবস্থা, সবাই দোয়া করবেন🤲

30/05/2023

গরিবের কি কষ্ট 😭😭

পানির অপর নাম জীবন,,।
30/05/2023

পানির অপর নাম জীবন,,।

Address

Vill : Patrail, P. O : Bekhairhati , : Up. : Gouripur , Dist : Mymensingh

2401

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্ত টিভি $ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্ত টিভি $:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share