Kachuainsider24X7

  • Home
  • Kachuainsider24X7

Kachuainsider24X7 kachuainsider24X7 is a kachua fastest updated 24X7 news page which offers the latest local online news. Thanks

মুক্তমত: গনঅভ্যুত্থান মানে দেশের সব অর্গান ব্যার্থ, এটা পাগলেও বুঝে-বাংলাদেশের শত শত ছাত্র জনতাকে যারা হত্যা করেছিল, তখন...
10/08/2024

মুক্তমত: গনঅভ্যুত্থান মানে দেশের সব অর্গান ব্যার্থ, এটা পাগলেও বুঝে-বাংলাদেশের শত শত ছাত্র জনতাকে যারা হত্যা করেছিল, তখন প্রধান বিচারপতির ফুল কোট কোথায় ছিল, এখন ছাত্র জনতা অভ্যুত্থান করে বুঝিয়ে দিয়েছে জনগনই সকল ক্ষমতার উৎস, অতএব সাধু সাবধান, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে রাস্ট্র সংস্কার চলছে চলবে!

06/08/2024

প্রিয় এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো ভাই,আপনি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ছিলেন,আপনার সংবাদ মাধ্যম সবসময় প্রতিবাদী কন্ঠস্বর নীপিড়িত মানুষের পাশে ছিলেন, শুরু থেকে আপনি ছাত্র জনতার পক্ষে ছিলেন ২০২৪ সালের মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কচুয়া উপজেলার জন্য আগামী বাংলাদেশে প্রজন্মের রাজনীতিতে আপনাদের মতো মানুষের বড্ড প্রয়োজন, যত তারাতাড়ি পারেন দেশে চলে আসেন!

14/06/2024
24/12/2023

ভিডিও কে এই নৌকার প্রার্থী? কচুয়া উপজেলায় কেন নৌকায় ভোট দিতে কেন্দ্রে যাবে না সাধারণ জনগন শুনুন কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির কাছেই!

24/11/2023

প্রেসবিজ্ঞপ্তি-বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি লন্ডনে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবকের সাথে আজকে একান্ত আলোচনা ,সাথে ছিলেন আমার বাবা,দুই মুক্তিযুদ্ধার কাছ থেকে দেশের ইতিহাস শুনে মুগ্ধ, নমিনেশন পাওয়া না পাওয়া বড় কথা নয়, ওনাদের দোয়া নিয়ে আজীবন বাচতে চাই-

বাংলাদেশ ও লন্ডনে আমার জীবনে বহুবার কাউন্সিলর কিংবা এম পি হওয়ার সুজুগ আসবে, মহীউদ্দীন খান আলমগীর প্রথম এবং ২য় অন্য কেউ আসলে আমার আপত্তি নেই, কোন রাজাকার সন্তান নৌকা নিয়ে আসলে নৌকাকে ডুবাতে ডজন খানেক স্বতন্ত্র প্রার্থী হতে পারে কচুয়ায়,তা হবে দলের জন্য হীতে বিপরীত-এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো

অভিযোগ:কচুয়া সেলিম @পাপুল মাহমুদের পাপের পাহাড়াদারের দায়িত্ব পালন করছে তার পালিত সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ, বিনা অপরাধে...
23/10/2023

অভিযোগ:কচুয়া সেলিম @পাপুল মাহমুদের পাপের পাহাড়াদারের দায়িত্ব পালন করছে তার পালিত সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ, বিনা অপরাধে হয়রানি গ্রেফতারে ওসি ইব্রাহীম কে প্রত্যাহার চাইবে সাধারন জনগন?

উক্তি-ভালো কাজ করলে হুমকি আসবে কেন? সন্ত্রাসের প্রেতাত্মা কচুয়া উপজেলায় সেলিম@পাপুলের নিরাপত্তা কোথাও নেই, রাজনীতিতে এসে তার নিজ জীবন ও পরিবারের জীবন হুমকির সম্মুক্ষীন, পুলিশ প্রটোকল দিয়েও থামানো যাচ্ছে নিরাপত্তা হুমকি, ভালো মানুষ কে জামায়াত - শিবির ট্যাগ দিয়ে মানবাধিকার কর্মীর ওপর হামলা ছাত্রলীগের,সচেতন মহলের তীব্র নিন্দা ও প্রতিবাদ,নিজ উপজেলার জনগনের কাছে যার নিরাপত্তা নাই সেও নাকি এম পি হবে, প্রটোকল না সড়ালে ওসি ইব্রাহীম কে প্রত্যাহার চাইবে জনগন!
চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নের মধুপুর প্রাইমারী মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এর রাজনৈতিক সভা চলাকালে মধুপুর বাজারের দক্ষিণ প্রান্তে ২ নং পাথুরী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালমান চৌধুরী কাইয়ুম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সদস্য নাজমুল হাসান মজুমদারের উপর জামাত শিবির ট্যাগ দিয়ে হামলা চালায়। উপর্যুপরি কিল ঘুসি লাথি মেরে আহত করে। পরক্ষণেই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাজমুল এর বিরুদ্ধে স্লোগান দিয়ে পরিস্থিতির উত্তাপ ছড়াতে থাকে।পরবর্তীতে সেলিম মাহমুদ এর প্রোটোকলে থাকা পুলিশ সদস্যরা পরিস্হিতি খারাপ দেখে নাজমুলকে তাদের গাড়িতে তুলে এবং থানায় নিয়ে তাকে মামলা দিয়ে আদালতে প্রেরন করলে আদালত তাকে জামিনে মুক্তি দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান চৌধুরী ওরফে কাইয়ুম মোল্লা প্রাথমিক শিক্ষার গন্ডি পার হয়নি।সে স্হানীয় রহমানীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় হেফজখানায় পড়া কালীন সময়ে ধর্মভিত্তিক সংগঠন চরমোনাইয়ের মুজাহিদ কমিটির সক্রিয় কর্মী হয়ে ওঠে।পরবর্তীতে ভোল পাল্টে ছাত্রলীগ বনে গিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠে।নির্যাতন - নিপীড়ন,মাদক- ইয়াবার স্বর্গ রাজ্যে পরিণত করার মহা নায়কের ভূমিকায় অবতীর্ণ।

08/10/2023

ভিডিও পাাপুল কান্ডের বিচার চাই, বাংলাদেশ থেকে দেশ বিদেশে রাজাকার পুত্রের পাপুল কান্ড ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে,হোক প্রতিবাদ,লাইক শেয়ার করে ছড়িয়ে দিন!

ভিডিও লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে রাজাকার সন্তান পাপুল কান্ডের মুলহোতার বিচার দাবী! লিংক
03/10/2023

ভিডিও লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে রাজাকার সন্তান পাপুল কান্ডের মুলহোতার বিচার দাবী! লিংক

প্রেস রিলিজ:বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সকল ভুয়া মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করা না পর্যন্ত...

22/09/2023

বাংলাদেশ আওয়ামী থেকে পাপুলের গডফাদাররা নৌকার মনোনয়ন পাবে না, পাপুলের গডফাদার আওয়ামী লীগের কে?

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে আটক হয়েছেন এটা পুরনো খবর। এই আটকের পর কুয়েত সরকার কারাগারে রেখেছেন সেটাও সবাই জানে। লক্ষ্মীপুরের এই এমপি স্বতন্ত্র এমপি এবং তাঁর স্ত্রীও স্বতন্ত্র কোটায় এমপি হয়েছেন। কিন্তু পাপুলের গ্রেপ্তারের পর আওয়ামী লীগের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাপুল স্বতন্ত্র এমপি হলেও এই ঘটনায় আওয়ামী লীগ বিব্রত হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে, আওয়ামী লীগের একটি অংশকে ম্যানেজ করেই পাপুল এমপি হতে পেরেছিলেন এবং আওয়ামী লীগের একটি অংশ তাঁকে সহায়তা করেছিল। সবথেকে বড় অভিযোগ এসেছে যে, পাপুল যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন আওয়ামী লীগের প্যাডে তাঁকে সমর্থন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। এই চিঠি দেওয়ার ফলেই ঐ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন পাপুল। অনেকেই অভিযোগ করেন যে, টাকা দিয়ে তিনি বিজয়ী হয়েছেন।

কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে, আওয়ামী লীগের কোন দায়িত্বশীল নেতা এই চিঠি দেননি। এই চিঠিটি কে দিয়েছে তা নিয়ে আওয়ামী লীগের মাঝেও তোলপাড় চলছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কাকে সমর্থন দেওয়া হবে, কাকে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে ইত্যাদি বিষয়ে চিঠি দেওয়ার ক্ষমতা একমাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া এই ধরণের চিঠি দেওয়ার এখতিয়ার কারো নেই। অনুসন্ধানে দেখা গেছে যে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাপুলের ব্যাপারে চিঠি দেওয়া তো দূরের কথা, এই ব্যাপারে তিনি অবহিতই ছিলেন না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই ব্যাপারে কোন চিঠি দেননি। প্রশ্ন উঠেছে যে, চিঠি দিয়েছে কে তাহলে?

অনুসন্ধানে দেখা গেছে যে, পাপুলকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্যে চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য এবং তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও বটে। আর আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সদ্য যোগ দেওয়া একজন সম্পাদক মণ্ডলীর সদস্য সেলিম @পাপুল মাহমুদ চিঠি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে যে, এই দুইজন কিসের ভিত্তিতে চিঠি দিলেন এবং এই চিঠির কার্যকারিতা কি? এই ব্যাপারে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের একজন যুগ্ন সাধারণ সম্পাদক বলেছেন যে, আওয়ামী লীগ দলীয়ভাবে কখনোই পাপুলের পক্ষে অবস্থান করেনি এবং এই সংক্রান্ত কোন সিদ্ধান্ত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত হয়নি।

অর্থাৎ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, লক্ষ্মীপুর-২ আসনে ২০১৮ এর ৩০ ডিসেম্বরের নির্বাচনে পাপুলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ছিলনা এবং আওয়ামী লীগ সভাপতি কখনোই এই ধরণের সিদ্ধান্ত দিতে পারেন না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন যে, যারা এই ধরণের ন্যাক্কারজনক কাজ করেছেন এবং যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন তাঁরা এটা নিজ দায়িত্বেই করেছেন। এই ব্যাপারে দলের পরবর্তী নির্বাচকমণ্ডলীর সভায় বিষয়টি আলোচিত হবে বলেও নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একজন মনোনয়ন বোর্ডের সদস্য।

জানা গেছে যে, ওই উপদেষ্টার ও সেলিম @পাপুলের সঙ্গে পাপুলের ব্যক্তিগত সখ্যতার কারণেই ঐ চিঠি দেওয়া হয়েছিল। একইভাবে এই চিঠি দেওয়ার জন্য দলের সম্পাদক মণ্ডলীতে সদ্য আসা সেই তরুণ নেতাকেও নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে, বিষয়টি নিয়ে আওয়ামী লীগ বিব্রত। পাপুলের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই এবং যারা এই সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছে তাঁদেরকে চিহ্নিত করা হবে। আওয়ামী লীগ এইসমস্ত অপকর্মকারীদের দায় কখনোই নিবে না এবং তাঁদের সম্পর্কে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে, সাম্প্রতিক সময়ে কিছু কিছু ব্যক্তি হটাৎ করেই আওয়ামী লীগের নেতা হয়েছেন। তাঁরা তাঁদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার এবং ব্যক্তিগত লাভের জন্য অনেক বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ লোকজনকে আওয়ামী লীগে ভেড়াচ্ছেন। পাপুলকেও আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে স্বতন্ত্রভাবে দাঁড় করান। আওয়ামী লীগের কোন নেতা ব্যক্তিগতভাবে তাঁকে সাহায্য করতে পারেন, তবে তাঁর দায়িত্ব কোনভাবেই আওয়ামী লীগের নয়।

বাংলাদেশ থেকে হাজার হাজার নেতা কর্মী প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বিএনপি জামাতকে না বলুন! রাস্ট্র মেরামতের দায়িত্ব নেবে আওয়া...
31/08/2023

বাংলাদেশ থেকে হাজার হাজার নেতা কর্মী প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বিএনপি জামাতকে না বলুন! রাস্ট্র মেরামতের দায়িত্ব নেবে আওয়ামীলীগের তরুন প্রজন্ম, বাংলাদেশের যেকোন ব্যাক্তি অগ্রাধিকার ভিত্তিতে ড.ইউনুস তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রধান হলে আমার দলের অনেক ব্যাংক চোর ডাকাত, শপথবদ্ধ রাজনৈতিক বিচারক, মামলাবাজ,মানব পাচারকারীদের শীর্ষ গডফাদার,অর্থ পাচারকারী ও অন্যান্য অপরাধীদের স্থান হতে পারে জেলখানায় চার দেয়ালের মাঝে, ১/১১র মতো পালিয়ে বিদেশে কিংবা রাজনীতি থেকে অদৃশ্যও হয়ে যেতে পারেন তারা, অত:পর দেশে নেতৃত্বশুন্য আওয়ামীলীগের হাল ধরতে হতে পারে আমাদের মতো দেশ প্রেমিক এবং নিঃস্বার্থবান রাজনৈতিকদেরকেই, দেশের বিচার বিভাগ ,নিরাপত্তা বাহীনি ও শীর্ষ প্রতিষ্ঠান গুলা আজ ধ্বংসের সম্মুক্ষীন এর থেকে উত্তরনের উপায় খুঁজে বের করতে হবে, এই অচলাবস্থার অবসান একদিন হবেই ইনশাআল্লাহ-বীর মুক্তিযোদ্ধার সন্তান ,১/১১র মাননীয় প্রধানমন্ত্রী ও ড. মহীউদ্দিন খান আলমগীর এম পি মুক্তি সংগ্রাম পরিসদের রুপকার এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো- জয়বাংলা !

"এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে,সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে –বত্রিশ নম্বর থেকেসবুজ শস্যের মাঠ বেয়েঅমল রক্তের ধারা বয়ে গেছে...
01/08/2023

"এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে,
সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে –
বত্রিশ নম্বর থেকে
সবুজ শস্যের মাঠ বেয়ে
অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে।

মাঠময় শস্য তিনি ভালোবাসতেন,
আয়ত দু’চোখ ছিল পাখির পিয়াসী,
পাখি তাঁর খুব প্রিয় ছিল –
গাছ-গাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে
চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন,
পাখিদের শব্দে তাঁর, খুব ভোরে, ঘুম ভেঙে যেত।
স্বপ্ন তাঁর বুক ভরে ছিল,
পিতার হৃদয় ছিল, স্নেহের-আর্দ্র চোখ –
এ দেশের যা-কিছু তা হোক না নগণ্য, ক্ষুদ্র
তাঁর চোখে মূল্যবান ছিল –
নিজের জীবনই শুধু তাঁর কাছে খুব তুচ্ছ ছিল;
স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে
বিশাল শরীর …

তাঁর রক্তে এই মাটি উর্বর হয়েছে
সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ
তাঁর ছায়া দীর্ঘ হতে হতে
মানচিত্র ঢেকে দ্যায় সস্নেহে আদরে
তাঁর রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে –
তাঁর রক্তে সবকিছু সবুজ হয়েছে।

এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে,
সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে –
স্বপ্নের স্বদেশ ব্যেপে
সবুজ শস্যের মাঠ বেয়ে
অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে"

প্রেস বিজ্ঞপ্তিঃ- পড়ুন খবরের অন্তরালে, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক আলোচিত মামলাবাজ রাজাকারপুত্র সেলিম মাহমু...
24/07/2023

প্রেস বিজ্ঞপ্তিঃ- পড়ুন খবরের অন্তরালে, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক আলোচিত মামলাবাজ রাজাকারপুত্র সেলিম মাহমুদ কে দল থেকে বহিঃস্কার চেয়ে সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী, একজন শীর্ষ মানব পাচারকারী থেকে(পাপুল-শফিক)আওয়ামীলীগ নেতার উত্থান, চোখ রাখুন দেশ-বিদেশ থেকে বাংলা-ইংরেজী মিডিয়া প্রচারিত হবে,কচুয়ারডাক উপজেলার প্রথম শীর্ষ অনলাইন সত্য প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ!

12/07/2023
24/06/2023

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশের রাজনীতিতে শত ফুল ফুটতে দিন---শেখ হাসিনা এম পি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভালো ফুলগুলোই বেছে নিলেন গোলাম হোসেন- পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব শাহজালাল প্রধান জালাল বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা গোলাম হোসেন শাখায় যোগদান করায় অভিনন্দন!

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের বড় ভাই পৌরসভার সজাপ্রাপ্ত ও খুনি সাবেক কাউন্সিলার মামুন আবারও গ্রেফতার উপজেলায় ধর্ষনকারীর...
18/06/2023

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের বড় ভাই পৌরসভার সজাপ্রাপ্ত ও খুনি সাবেক কাউন্সিলার মামুন আবারও গ্রেফতার উপজেলায় ধর্ষনকারীর স্থান নেই, সেলিম মাহমুদ থানায় ধর্ষনকারীর পক্ষে তদবির,বিভিন্ন মহলের তীব্র নিন্দা অব্যাহত!

23/04/2023

Nobel Laureate Professor Muhammad Yunus in front of the Martin Luther King Jr Monument with cherry blossoms, March 23, 2023. Photo : Susan Gibson

মেয়াদোত্তীর্ণ ছবি ব্যাবহার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘ডিজিটাল বা ইলেকট্রনি...
23/04/2023

মেয়াদোত্তীর্ণ ছবি ব্যাবহার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা’’ অর্থ কোনো ব্যক্তি কর্তৃক

ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে

অথবা অনুমতি ব্যতিরেকে কোনো কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, ডিজিটাল নেটওয়ার্কে

বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্য পরিবর্তন করা,

মুছিয়া ফেলা,

নূতন কোনো তথ্যের সংযুক্তি

বা বিকৃতি ঘটানোর মাধ্যমে উহার মূল্য বা উপযোগিতা হ্রাস করা,

তাহার নিজের বা অন্য কোনো ব্যক্তির কোনো সুবিধা প্রাপ্তির (এই জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের)

বা ক্ষতি করিবার চেষ্টা করা বা ছলনার আশ্রয় গ্রহণ করা।

22/04/2023

কচুয়া উপজেলার প্রথম ও শীর্ষ অনলাইন কচুয়ারডাক ফেসবুক পেইজ ও ওয়েবসাইট হ্যাক, মালয়েশিয়া থেকে কোটি টাকা চাঁদা দাবী,বিস্তারিত আসছে!

প্রেস বিজ্ঞপ্তি:আলহামদুলিল্লাহ মাসিক তালিম ও তাফসিরুল কোরআন মাহফিল এখন থেকে উক্ত মাদ্রাসায় প্রতিমাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছ...
27/10/2022

প্রেস বিজ্ঞপ্তি:আলহামদুলিল্লাহ মাসিক তালিম ও তাফসিরুল কোরআন মাহফিল এখন থেকে উক্ত মাদ্রাসায় প্রতিমাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে,আপনিও আমন্ত্রিত -কচুয়া উপজেলা "কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদ্রাসা’'অনাবাসিক/আবাসিক ছাত্রদের থাকার সু-ব্যাবস্থাসহ মাদ্রাসায়,ভর্তি বিজ্ঞপ্তিঃ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে -
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া মোহাম্মাদুর রাসুল (সাঃ)
প্রিয় সুধী,
আসসালামুআলাইকুম, বাংলাদেশে সর্বপ্রথম নায়েবে নবী তৈরির মারকাজ-ছাত্রদের আমল আখলাকে, আকিদায় শিক্ষা দীক্ষায় আরও বিজ্ঞ আরও আল্লাহওয়ালা হিসেবে গড়ে তুলতে একটি উন্নত জাতী ও সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৮৫ সালে ছারছীনায় প্রথম দ্বীনিয়া মাদ্রাসা চালু হয়। দ্বীনিয়া মাদ্রাসার লক্ষ ও উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে উজ্জীবিত সুন্নতে নববীর মোজাচ্ছাম নমুনায় পার্থিব স্বার্থ বিমুখ একদল হক্কানি আলেম তথা নায়েবে নবী তৈরি করা, যারা হবেন লাদিনিয়াত, বেদয়াত, কুসংস্কার, বদ-আকীদা মোকাবিলায় আপোষহীন।
বাংলাদেশ এবং উপমহাদেশের প্রখ্যাত আল্লামা হযরত মাওলানা শাহ্ ছুফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) ছারছীনা দরবারের শরীফের একজন একনিষ্ঠ ভক্ত ও মুরীদানের উদ্যোগেই চাঁদপুর জেলা কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত ‘’কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদ্রাসা’’
ভর্তি বিজ্ঞপ্তিঃ গত পহেলা রমজান থেকে উক্ত মাদ্রাসায় ভর্তি চলছে
দ্বীনি শিক্ষা বিভাগঃ নূরানী নাজেরা , হেফজ ও আধুনিক প্রযুক্তি সম্বলিত কারিগরি বিভাগ (আসন সংখ্যা সীমিত)
ভর্তির নিয়মাবলীঃ অভিভাবক ও ভর্তি ইচ্ছুকদের ২ কপি ছবি, জন্ম-সনদসহ মাদ্রাসা অফিস থেকে নির্ধারিত ফিস দিয়ে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
বৈশিষ্ট সমুহঃ
স্বল্প সময়ে অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ আল-কোরআন বিশুদ্ধভাবে শিক্ষাদান।
দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
বিশেষ ও অমনোজোগী শিক্ষার্থীদের আলাদাভাবে পাঠদান।
দ্বীনিয়া ও মাদ্রাসার নিজস্ব মানসম্মত সিলেবাসের মাধ্যমে পাঠদান।
আরবী বাংলা ও ইংরেজির উপর দক্ষতা অর্জন।
বিজ্ঞ আলেম ও মুফতীগনের পরামর্শে পরিচালিত।
আধুনিক কম্পিউটার ও কারীগরী শিক্ষার উপর গুরুত্ব আরোপ।
আদর্শ জীবন গঠনে ইস্লামিক মোটিভেশনাল প্রোগ্রাম।
সার্বক্ষণিক বিদুৎ ব্যবস্থা।
মাল্টিমিডিয়া ক্লাসরুম।
সি সি ক্যামরা ধারা সার্বক্ষনিক ক্লাস মনিটরিং এর ব্যাবস্থা।
ইয়াতিম ও গরীব ছাত্রদের পড়া, থাকা ও খাওয়ার খরচ সম্পূর্ণ ফ্রি!
বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণীর ব্যাবস্থা করা।
ভর্তির প্রয়োজনেঃ WhatsApp IMO ০১৯৬৯৪০৩০০৮, ০১৮৮৭৪৫৮০৭০, ০০৪৪০৭৯৩২৮৪৪৯২৯
ই-মেইলঃ [email protected]
www.SOLAIMANIYAH.ORG
মাদ্রাসা প্রতিষ্ঠালগ্নে কর্জে হাসানা পরিশোদ ও মাদ্রাসার দানের জন্য আমাদের বিকাশঃ০১৯৬৯৪০৩০০৮ , ০১৭৮৭৪২২৯৩০
কচুয়া শাখা দি সিটি ব্যাংকঃ একাউন্ট নাম্বার ২১০১১৮৮৪৭৪০০১
ধন্যবাদান্তে
এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বিঃদ্রঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান-নাজমা ফাউন্ডেশান ফাউন্ডেশানের একটি দ্বীনি প্রতিষ্ঠান রেঃজিঃ ০০০৩৪৫

কচুয়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমেই প্রমানিত উপজেলা আওয়ামী লীগ জনাব শাহজাহান শিশিরচেয়ারম্যান কচুয়া উ...
06/09/2022

কচুয়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমেই প্রমানিত উপজেলা আওয়ামী লীগ জনাব শাহজাহান শিশির
চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ কচুয়া চাঁদপুর, সভাপতি পদপ্রার্থী্র নেতৃত্বে আসন্ন ১২/০৯/২২ ইং তারিখে এক এবং অভিন্ন থেকে জননেতা ড.মহীউদ্দিন খান আলমগীর এম পির হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ, জয়বাাংলা!

''বিসমিল্লাহির রাহমানির রাহীম'' বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার প্রতিথযশা রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে আমি গর্বিত-আমার ঘর আ...
27/08/2022

''বিসমিল্লাহির রাহমানির রাহীম'' বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার প্রতিথযশা রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে আমি গর্বিত-আমার ঘর আমার বেহেশত!

আল্লাহ সর্ব শক্তিমান
জয়বাংলা জয় বঙ্গবন্ধু
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার স্ব-পরিবার, জাতীয় চার নেতা, ২১ শে আগস্ট, সহ অদ্যাবদি বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং কচুয়া উপজেলা আওয়ামী লীগের জন্য
ইতিপূর্বে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

কচুয়ার জননেতা ড.মহীউদ্দিন খান আলমগীর এম পির সুযোগ্য উত্তরসুরী হিসেবে-
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এম পি ও ড.মহীউদ্দিন খান আলমগীর এম পির দুঃসময়ে ১/১১র আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো ভাই কে (সাবেক সরকারি আইনজীবী) প্রতিষ্ঠাতা সদস্য সচিব বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য শাখা l
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর-১ কচুয়া থেকে নৌকা প্রতীকে একক প্রার্থী, এবং উপজেলা আওয়ামী লীগ তারিখ ০৪/০৯/২০২২ইং কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে মহান মুক্তিযুদ্ধ প্রজন্মের কন্ঠ হিসেবে দেখতে চাই !

প্রচারেঃ ১/১১ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখা হাসিনা-ড.মহীউদ্দিন খান আলমগীর মুক্তি পরিষদ ও কচুয়া উপজেলার তৃণমূল আওয়ামী লীগ l

https://www.facebook.com/shakhawatformp/
www.Shakhawat-Hossain.com

কচুয়া পৌরসভার সেই বিতর্কিত মেয়র তার কথিত হাতুড়ি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড  ছেলে কে নিয়ে ফেসবুকে তা হুবুহু তুলে ধরা হলো, ...
17/08/2022

কচুয়া পৌরসভার সেই বিতর্কিত মেয়র তার কথিত হাতুড়ি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছেলে কে নিয়ে ফেসবুকে তা হুবুহু তুলে ধরা হলো, ছেলের জন্মদিনে লিখেন " শুভ জন্মদিন বাবাজান আজকের এইদিনে তুমি পৃথিবীতে এসেছিলে । অনেক আশা তোমাকে ঘিরে ।দোয়া করি মহান আল্লাহর দরবারে তোমাকে যেনো সঠিক পথে চলার তৌফিক দান করুন" বাকীটা ইতিহাস!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kachuainsider24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share