Dainikdesheralo24.com

  • Home
  • Dainikdesheralo24.com

Dainikdesheralo24.com দেশ ও দশের খবর প্রতি মুহুর্তে লাইক দিয়

মহান আল্লাহ বলেনঃ  (হে নবী!) তুমি কি তাদের দেখেছো,  যারা প্রতিফল দিবসকে (কিয়ামতকে) মিথ্যা মনে করে।  তারা হলো সেই সব লোক...
14/02/2023

মহান আল্লাহ বলেনঃ (হে নবী!) তুমি কি তাদের দেখেছো, যারা প্রতিফল দিবসকে (কিয়ামতকে) মিথ্যা মনে করে। তারা হলো সেই সব লোক, যারা ইয়াতীমকে (গলা) ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দিতে নিরুৎসাহি করে।

....."  কবিতাঃ-বসন্ত বাতাসে "... এসেছে ফাগুন, লেগেছে আগুনপ্রকৃতিপ্রেমী স্বপ্নচারীদের মনে মনেদ্বিপ্রহরে কৃষ্ণচূড়ার যে ডাল...
14/02/2023

....." কবিতাঃ-বসন্ত বাতাসে "...
এসেছে ফাগুন, লেগেছে আগুন
প্রকৃতিপ্রেমী স্বপ্নচারীদের মনে মনে
দ্বিপ্রহরে কৃষ্ণচূড়ার যে ডালে ডালে,
সুবিস্তীর্ণ হৃদয়ের আবেগের বহ্নিকে।

বিশ্বময় প্রেমের উৎসবে মাতোয়ারা
হৃদয়ের লেনাদেনায় ব্যস্ত প্রকৃতিরাজু!
উন্মুক্ত আকাশের বিস্তীর্ণ অঙ্গনে সুরে
সংগীতের সুমধুর সুধায় মোহনীয় জাদু!

কোন সে প্রিয়া আজ রং ছড়াবে মেঘে
এ ফাগুনের হাওয়ায় নিজেকে মাতাবে,
গাহিবে গান শুনবে কেউ মাধুকরী মনে
হাত ধরে হাতে পাশাপাশি দূরের গহীনে।

ওগো বিষ্ণুপ্রিয়া এসো গো একবার মনে
ও পথ ধরি রয়েছি আশে তোমার পানে।
তোমার লাগি আসবে তুমি দেখবে চেয়ে
বহুদিন পর কেমন আছ তুমি ভেজা চুলে।
------------ আবু সাইদ আশিক।

❤️ " প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ "গজরা ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
08/02/2023

❤️ " প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ "
গজরা ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

03/02/2023

কবি আবু সাইদ আশিকের কন্ঠে গান।

🌷কবিতাঃ- ফিরে এসো তুমিপশ্চিমের ঐন্দ্রিলা...... ফিরে এসো তুমি পূর্ণিমা রাতে  হৃদয়ের হৃদপিন্ডে...... তোমার জন্য আসন গড়ে দে...
02/02/2023

🌷কবিতাঃ- ফিরে এসো তুমি
পশ্চিমের ঐন্দ্রিলা......
ফিরে এসো তুমি পূর্ণিমা রাতে
হৃদয়ের হৃদপিন্ডে......
তোমার জন্য আসন গড়ে দেবো!
জ্যোৎস্না ভরা সবুজ গঙ্গায়
তোমাকে স্নান করাবো।
সুখপুর থেকে তোমাকে....
ভালোবাসার সুখ কিনে দেবো।

সখী আবার ফিরে এসো...
তুমি বর্ষার বৃষ্টিঝড়া রাতে
ঝুমঝুম বৃষ্টিতে তোমাকে,
ঘুম পাড়ানির গান শোনাবো।
শোন-গো বছর ছয়েক পরে
আবার ফিরে এসো তুমি।
আমার সবুজ গ্রামের সবুজ
ছোট্ট কুটির বাড়িতে।

স্বার্থপরের মতো তোমাকে,
কখনো ফিরিয়ে দেবোনা
উজানতলীর বাজার থেকে...
তোমায় শরবত খাওয়াবো।
শান্তগ্রাম থেকে কচি কচি ডাব এনে,
তোমায় খাওয়াবো।
তোমার পছন্দের রঙিন ফুল দিয়ে,
তোমায় সাঁজাবো!

পশ্চিমের ঐন্দ্রিলা....
ফিরে এসো তুমি আলোকিত রাতে।
আমি তোমাকে গান শোনাতে,
গাইয়ালকে খবর দেবো!
হিম-শীতল হাওয়া এনে......
তোমাকে পরশ বুলিয়ে দেবো,
মায়াপুড়ি থেকে তোমার জন্য,
শান্তির ঘুম কিনে দেবো।

---- আবু সাঈদ আশিক।

... "কবিতাঃ- সূর্যাস্ত বেলা"তুমি বলেছিলে আবার আসবে ফিরেকুয়াশার চাদর জড়িয়ে সন্ধ্যার নীড়ে,বেলা ফুরাবার আগে যখন মনে পড়েহৃদয়...
02/02/2023

... "কবিতাঃ- সূর্যাস্ত বেলা"
তুমি বলেছিলে আবার আসবে ফিরে
কুয়াশার চাদর জড়িয়ে সন্ধ্যার নীড়ে,
বেলা ফুরাবার আগে যখন মনে পড়ে
হৃদয়ের সমস্ত অস্তিত্বমাখা স্নেহ ঘরে।

তুমি বলেছিলে আবার আসবে ফিরে
কোনো এক হলুদ বিকেলে মিষ্ট হেঁসে,
ক্লান্তি শেষে সূর্যটা যখন পড়বে হেলে
মৃত্যু আসার আগেই পৌঁছবে গন্তব্যে।

তুমি বলেছিলে বেলা ফুরাবার আগে
আপন প্রভুর মহিমা গুনকীর্তন করবে,
আল্লাহ্ আল্লাহ্ রবে নিজকে ফুসলাবে
মরন সন্ধিক্ষণের আগে তসবি জপবে।

জান্নাত থেকে ছিটকে অস্তিত্ব হারালে
আপন নীড়ে কথা ছিল তরী ভীরাবে,
কিন্তু ইবলিশ প্রতিটি পথে বাঁধ সাধলে
জীবনের আসল উদ্দেশ্য গেলে ভুলে।

গতকালও তো তুমি ভুলের মধ্যে ছিলে
এখনো সময় আছে জীবনের মূল্য বুঝ?
পবিত্র কুরআন একটা কথাও মিথ্যানা
সাহস থাকলে একটা ভুল প্রমান দেখা।

চেলেঞ্জ ধরার বিশ্ববেহায়া তো কেউ নেই
বেলা ফুরাবার আগেই বন্ধু ফিরে এসো,
মৃত্যু উপত্যকার কঠিন গিড়িপথ পেরিয়ে
আল্লাহ রসূলের সত্য সুন্দরের আহ্বানে।

----- আবু সাইদ আশিক

06/11/2022

কবিতাঃ-মায়াপুরীতে মায়া নেই
কোথাও শান্তি নেই যন্ত্র সভ্যতার যুগে
কষ্টেরা জমা আছে অবহেলায় অযত্নে!
শেওলা পড়া ইট পাথর ভালোবাসাহীন
স্বার্থবাজ মানুষগুলো যেনো হৃদয়হীন!

শুন্যতায় ভরা যেনো ভালোবাসার ঘর
লোভের লালসায় চাপা পড়েছে স্বপ্নসুর!
হিংস্রতায় মোড়ানো স্নেহ মমতার বাধঁন,
স্বার্থে বন্দি যেনো সনাতনী সুখের সাধন।

কঠিন থেকে কঠিনতর যাপিতজীবন
করুনাও যেনো উধাও শুধু স্বার্থবিহন!
নিদ্রাহীন চোখের কোনে যে লোনাজল
লাভে বন্দি যেনো সব প্রেমের জনগণ!

এই নগর শহরে প্রতিদিনই খুন-গুম হয়,
উন্মুক্ত লালসায় রক্তের আজব খেলাময়
শহুরে প্রেম যেনো অভিশপ্ত রপ্ত অভিনয়
বিপন্ন সভ্যতা চুরমার যে শান্তি সুখময়!

লোভ লালসার মাঝে মুছে যাক স্বার্থ
এই শহরে শান্তির সেতু নির্মাণ হোক!
ভালোবাসায় ভরে যাক প্রতিটি নগর,
স্নেহ মমতার ঝড় উঠুক প্রতিটি বাসর!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainikdesheralo24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share