THEME Lovers

THEME Lovers This is intertainment related page and also for personal blog

09/09/2024

আজ কার কার জন্মদিন?

সবাইকে শুভ জন্মদিন❤️

ধরেন, যেই ছেলে আপনার ইমোশন বুঝেনা। আপনি ফুল পছন্দ করেন, এটা সে জানেনা। আপনি একটু তার সঙ্গে রাত জেগে কথা বলতে চান, সে বলত...
04/11/2023

ধরেন, যেই ছেলে আপনার ইমোশন বুঝেনা। আপনি ফুল পছন্দ করেন, এটা সে জানেনা। আপনি একটু তার সঙ্গে রাত জেগে কথা বলতে চান, সে বলতে চায়না। আপনি চান সে আপনার বিশেষ দিনগুলা প্ল্যান করুক, সে করেনা। আপনি চান আপনারা কোথাও ঘুরতে যান, সারাদিন সময় কাটান। কিন্তু এই জিনিসগুলা সে জানেইনা। তাকে বলে বলে সব করানো লাগে। প্রতিটা সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস হাতে কলমে বুঝানো লাগে। আবার এর মাঝে অনেককিছু সে পারেওনা, কারন মানুষ সবকিছু পারবেনা। মাঝেমাঝে সে চেষ্টা করবে, কিন্তু আপনার এক্সপেকটেশন গ্রাউন্ডে পৌঁছানোর চেষ্টা করবেনা। কারন সে জীবনে এগুলা আগে করেনাই। এর গুরুত্বও সে বুঝবেনা। আপনি কাঁদবেন, তার গায়ে লাগবেনা।

এরপর একদিন আপনি বিরক্ত হবেন। একদিন অভিমান করবেন। তারপর হয়তো ধীরে ধীরে দূরে সরে যাবেন।

আচ্ছা এখন একটা পুরান প্রসঙ্গ একটু নিয়ে আসি। আমি আর রুকসাত ভাই যেকোনো একদিন পুরান ঢাকার একটা রাস্তায় সিএনজি দিয়ে যাচ্ছি। রুকসাত ভাই এযাবতকালে আমার দেখা সবচে দায়িত্ববান সুপুরুষদের একজন। তো ভাই ওদিন গায়ে জ্বর নিয়া সদরঘাটে আমাকে রিসিভ করতে গেছিলো। সেদিন একজনের কথা উঠলো আর রুকসাত ভাই আমাকে বললো, শুনো ফারিয়া দায়িত্ব একদিনে আসেনা। দায়িত্ব উপরে আসতে মানুষ শিখে যায়। আমিও দায়িত্ববান ছিলাম না। যখন আমার উপর দায়িত্ব আসছে তখন আমি শিখসি। ওয় ও একদিন শিখে যাবে।

এইজে "একদিন শিখে যাবে" এই কথাটা আমি জানি। আমি যেই জিনিসগুলার জন্য রাতে কাঁদতে কাঁদতে ঘুমাইসি, সেই জিনিসগুলা আমি পাবোনা। সেই জিনিসগুলার গুরুত্ব শেখাবো আমি, ভোগ করবে আরেকজন। আমি অনেকটা ব্যাবসায়ের প্রথম ছয়মাসের লস ধরে রাখা টাইপ কিছু একটা। আপনি শিখাবেন দায়িত্ববান সুপুরুষেরা কেমন হয়, আপনার প্রস্থান শেখাবে। এই শিক্ষা কাজ করবে অন্য নারীর উপরে।

একদমই তাই❤️
04/11/2023

একদমই তাই❤️

অনেক কিউট🥺
03/10/2023

অনেক কিউট🥺

29/09/2023

রেস্টুরেন্টে যাবি ভালো কথা, কিন্তু টিস্যু চুরি করে ব্যাগে ঢুকাবি কেন!! বুঝা আমারে 🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when THEME Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share