02/12/2023
গাছটি আপনি অনেক কষ্ট করে লাগিয়েছেন, যত্ন নিয়েছেন।
কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
ঠিক তেমনি আপনি রাত দিন আল্লাহর ইবাদত করছেন, তাহাজ্জুদ নামাজ, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না।
ভোগ করবে অন্যরা। যাদের নামে আপনি গীবত করে বেড়িয়েছেন, বাজে সমালোচনা করেছেন। কেয়ামতের দিন আপনি আমি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আপনার আমার নেক আমল ওদের দিয়ে দেওয়া হবে। তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চেপে দেওয়া হবে। সেদিন জাহান্নাম থেকে থেকে বাঁচার জন্য অন্য কোনো পথ থাকবে না🥀
আসুন আমরা গীবত ও খারাপ সমালোচনা করা বন্ধ করি.....
🤲আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জানার, বোঝার, ও মানার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।
আমিন...❤️