আগস্ট বিপ্লবের সুতিকাগার ব্রাক বিশ্ববিদ্যালয়।
উন্নয়নের মহাসড়ক চলে বাকে বাকে এক্টু খানি বৃস্টি হলে হাটু জল থাকে!!!
উন্নয়নের মহাসড়ক চলে বাঁকে বাঁকে
এক্টু খানি বৃস্টি হলে হাঁটুজল থাকে।
জীবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া।
জিবন থেকে নেয়া
জীবন থেকে নেয়া।
ইউক্রেনের ভয়ংকর পরিস্তিতির বর্ননা দিচ্ছে বুচা শহরের এক বাসিন্দার চোখের সামনেই রাশিযান সৈন দের গোলাগুলিতে নিহত হয় তার স্ত্রী ও দুই সন্তান।
“আমরা চলে যাচ্ছিলাম এলাকা ছেড়ে সবাই বন্ধু বান্ধব মিলে তৈরি হচ্ছিলাম ,
একটি পদাতিক বাহিনীর যুদ্ধের গাড়ি আমাদের সামনে এসে থামল।
এবং তারপরে আমি গাড়ি থামিয়েছিলাম, আমাকে প্রতিবেশীরা থামিয়ে দিয়েছিল, সাথে সাথে গোলাগুলি শুরু হয়েছিল।
সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তানের মৃত্যু হয় আমার চোখের সামনে!বড়টির বয়স ১০,সবচেয়ে ছোটটির বয়স ৫।
আমার গাড়িতে আগুন লেগেছে, আমি আহত হয়েছি, গাড়ি থেকে বেরিয়ে ফুটপাতে, একটি গাছের আড়ালে লুকিয়েছি।”
আমরা আশাকরি দ্রুত শেষ হোক ভয়ংকর অবস্হার!
ভিডিও তে দেখে নিন কিভাবে আক্রান্ত হলো বাংলাদেশের জাহাজ!!
ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) নিহত হয়েছেন।
“ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।”
ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় ২৩ ফেব্রুয়ারি রাতে নোঙর ফেলেছিল এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ। পরদিন ভোরে রাশিয়ার হামলা শুরু হয়। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।
এর আগে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত জানিয়েছিলেন, জাহাজটিকে মূল সাগরে আসতে হলে স্থানীয় পাইলট ল
Ukraine ব্লগারদের মানবিক আবেদন।
রাশিয়ান সৈন্য আত্মসমর্পণ অনেকে করেছে ।তারা যুদ্ধকরতে চায়না সক্রিয়ভাবে ।
উক্রিয়ানদের দেয়া খাবার খাচ্ছে। অনেক সেনা যুদ্ধাপরাধে জড়াতে চায় না। হয়তো তাদের জন্য এই স্বেচ্ছায় বন্দিত্ব কেবল তাদের জীবন বাঁচানোর নয়, ভবিষ্যতে শাস্তি এড়াতেও একটি সুযোগ।
যুদ্ধনয় শান্তির প্রয়াস।
মানবিক সাহায্য সবার জন্য উন্মুক্ত ।
যার যা প্রয়জন নিতেপারে এই দৃশ্যটি আজকের ইউক্রেনের শহর খিরসনের।
সারাদিন যেভাবে যাক রাতে এসে আশ্রয় নেয় মাটির নিচের মেট্রস্টেশন গুলিত।একটি স্বাধীন গনতান্ত্রিক দেশের উপর জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধে।
চিকিৎসা অক্সিজেন সরবরাহ কমে গেছে ।
একজন ডাক্তার বলেছেন, একটি ব্লাড ব্যাঙ্কে প্রয়জনিয় সরবরাহ নেই । পুতিন, যিনি আক্রমণটিকে একটি "বিশেষ সামরিক অভিযান" হিসাবে বর্ণনা করেছেন, যখন তিনি রাশিয়ার প্রতিরোধ বাহিনী - পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত ইউনিটগুলি -কে উচ্চ সতর্কতার দিক নির্দেশ দিয়েছেন।এটা উদ্বেগজনক !
ইউক্রেনের রাজধানী কিয়েভের ঐতিহাসিক ময়দানে যাওয়ার প্রধান রাস্তা ক্রিসিয়াটিক। এখান থেক ময়দান নাঝেল্নস্তি মাত্র ৩ মিনিটের পায়হাঁটা পথ ।আজ রাতের ভিডিও।
খুবি স্বল্পসংখক যানবাহন চলছে রাস্তায়।