Golpo poka

Golpo poka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golpo poka, Digital creator, .

08/05/2024

তার প্রতি কেমন অভিযোগ রাখবো তার সাথে জীবনের সেরা সময়টা পার করছি সে ছিলো বলেই নিজেরে নতুন করে বাচতে শিখিয়েছি সে ছিলো বলে জানতে পেরেছি ভালোবাসা কি। থাক না তার দেয়া ভালোবাসা টা থাক তার সাথে কাটানো জীবনের সেরা মুহুর্ত গুলা আর সে থাকুক তার প্রিয় মানুষের বুকে😩😩❤️

04/05/2024
—একই কষ্ট আপনি আবার আমাকে দিলেন,,রোজ রোজ খঞ্জর এর আঘাতে খুঁচিয়ে হত্যা করার কি তৃপ্তি তা আপনার চেয়ে ভালো কেউ জানে না..
15/04/2024

—একই কষ্ট আপনি আবার আমাকে দিলেন,,
রোজ রোজ খঞ্জর এর আঘাতে খুঁচিয়ে হত্যা
করার কি তৃপ্তি তা আপনার চেয়ে ভালো
কেউ জানে না..

🥲🥲
15/04/2024

🥲🥲

—কেউ বলে অপেক্ষা করা কষ্টকর,কেউ বলে ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টকর,কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর হলো,,??যখন আপনি জানেন না, অপ...
28/03/2024

—কেউ বলে অপেক্ষা করা কষ্টকর,
কেউ বলে ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টকর,
কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর হলো,,??
যখন আপনি জানেন না, অপেক্ষা করতে হবে নাকি ভুলতে হবে..‌.

একটা মেয়ে ৩টা  স্টেপে আপনার থেকে দূরে সরে যায়—প্রথমে সে আপনাকে নিজের মনের কথা খুলে বলবে কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সির...
28/03/2024

একটা মেয়ে ৩টা স্টেপে আপনার থেকে দূরে সরে যায়—
প্রথমে সে আপনাকে নিজের মনের কথা খুলে বলবে কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নিবেন না।
তারপর সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে অভিমান করবে।এইবারো হয়তো আপনি বিষয়টা পাত্তা দিলেন না।
তারপরের স্টেপটা খুবই ভায়ানক। সে আপনার প্রতি অল্পতেল বিরক্ত হবে। আপনাদের মধ্যে প্রচুর ঝগরা হবে। একটা সময় পরে সে একদম চুপচাপ হয়ে যাবে।কোনো কিছুই পাত্তা দিবে না।
আপনি ভাববেন সব ঠিক হয়ে গিয়েছে আপনাদের মাঝে,কিন্তু না.....হুট করে একদিন দেখবেন ছোট্ট কোনো ব্যেপারে সে আপনাকে ছেড়ে চলে গেছে।আপনি ভাববেন কি হলো,,কিন্তু উত্তর খু্জে পাবেন না।

20/02/2024

একবার তাকে বুঝতে দাও তুমি তার প্রতি দূর্বল, তখন সে হবে মেসি তুমি হবে ফুটবল!🙂

29/01/2024

Hmm,,

প্রকৃতির মাঝে আরেক প্রকৃতি ❤️❤️
29/01/2024

প্রকৃতির মাঝে আরেক প্রকৃতি ❤️❤️

Hum..
25/01/2024

Hum..

Feng leng naki feng ling❤❤
14/01/2024

Feng leng naki feng ling❤❤

Hmm
14/01/2024

Hmm

তারা আজ পূর্ণ রূপে বিকাশিতবোলুন তো কাদের কথা বোলতেছি??
13/01/2024

তারা আজ পূর্ণ রূপে বিকাশিত
বোলুন তো কাদের কথা বোলতেছি??

11/01/2024

❤️❤️

সেই স্বাদ..
10/01/2024

সেই স্বাদ..

প্রিয় একটি ফুল।'🌸
10/01/2024

প্রিয় একটি ফুল।'🌸

সবশেষে যে তোমারে পাইলো সে যেনো ফুল ভালোবাসে।❤
10/01/2024

সবশেষে যে তোমারে পাইলো সে যেনো ফুল ভালোবাসে।❤

এই শহরে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে ফুল।🥰
10/01/2024

এই শহরে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে ফুল।🥰

আপনার ফুলকে ফুল উপহার দিন।'🌸🥰
10/01/2024

আপনার ফুলকে ফুল উপহার দিন।'🌸🥰

কারণে অকারণে ফুল ভালো লাগে!'😊💜
10/01/2024

কারণে অকারণে ফুল ভালো লাগে!'😊💜

তুমি ফুল হয়ে থেকে যাও আমি যত্নে রেখে দিবো!'🥰🧡
10/01/2024

তুমি ফুল হয়ে থেকে যাও আমি যত্নে রেখে দিবো!'🥰🧡

ফল আমার  নুন, চিনি আপনাদেে😋স্বাদে যাই হোক দেখতে কিন্তু আমার দারুন লাগে😘🍎চায়না কমলালেবু🍎🍎🍎
08/01/2024

ফল আমার নুন, চিনি আপনাদেে😋
স্বাদে যাই হোক দেখতে কিন্তু আমার দারুন লাগে😘🍎
চায়না কমলালেবু🍎🍎🍎

জীবন পর্ব৩তুমি মা হতে পারবে!তোমার স্বামীকে বলবে এটা তোমার সন্তান।সুলতানা আমি তোমাকে অনেক ভালোবাসি।ণীশি ডাইরিটা খুলেই দেখ...
27/12/2023

জীবন
পর্ব৩

তুমি মা হতে পারবে!তোমার স্বামীকে বলবে এটা তোমার সন্তান।

সুলতানা আমি তোমাকে অনেক ভালোবাসি।

ণীশি ডাইরিটা খুলেই দেখতে পেলো বড় বড় অক্ষরে এই লেখাটা,আর লেখাটা দেখে ভীষনভাবে চমকে উঠল।
শফিক যখন বাহিরে বের হয়েছে ওমনেই ণীশির ডাইরির কথা মনে পড়ে যায়।

আর খুলে যা দেখল তাতে অবাক না হয়ে পারলো না।
ণীশির মেজাজ টা গরম হতে লাগলো।কাকে সে জেল থেকে ছাড়িয়ে এনেছে এইটা দেখার জন্য।আর মানুষ কি বলবে,আর বাড়িতে চলে গেলে কয়দিন বা ভালো থাকতে পারবে।

আর কোনো স্বামী যখন পরনারীতে আসক্ত হয়,তখনও সেটা নাকি মেয়েদেরই দোষ।কারন মেয়েরা নাকি শক্ত করে স্বামীকে আঁচলে বাঁধতে না জানলে এমনই হয়।আর আমার মা আগে একটু অন্যরকম ছিলো,মেয়ে বলে অবহেলা করত,বিয়ে দিলেই যেনে বেঁচে যেত তাই এসএসসি পাশ করার পরেই বিয়ে দিয়ে দিয়েছে। আমার কপাল টাই খারাপ।এখন যদি শশুড় বাড়ি থেকে চলে যাই,বাপের বাড়ি গিয়ে কাব্য পেইজ
আর কতদিন থাকা যায়,বড় হয়েছি তো!এখন বেশিদিন থাকলে কোন বাবা মায়ের ভালো লাগবে বলুন।

যখনি আমি শাশুড়ী কে শফিকের কথা টা বলতে লাগলাম,তখনি বলে উঠল,

~আমার ছেলে আরও বিয়ে করবে তাতে তোর ভালো লাগলে থাক, না লাগলে চলে যা।

~কি বলেন এসব,তাহলে আমাকে ছেলের বউ করে
না আনলেই পারতেন।

~তোরে তো আনছি বাড়ির কাজ করার জন্য।

ণীশি কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেলো।আর দেখল,সুজন তার রুমের দিকে আসছে।আসলে ণীশি আগে যেমন কষ্ট করেছে আজও তাকে তেমনি কষ্ট সহ্য করতে হচ্ছে।

সুজন জিজ্ঞেস করতে লাগল,

~ভাবি কি হয়েছে আপনার?

~কিছু না,কিন্তু কষ্ট দিয়ে জীবনটা ঘেরা।ছোট থেকে জীবনটা কষ্টের মাঝখান দিয়েই চলছে।গরিব পরিবারে জন্মগ্রহন করলে যা হয় আরকি।তুমি তো জানোই কারন তোমার নানু বাড়ি ওই জায়গায় ছিলো।

অামার জীবনের কাহিনী পুড়োটা জানোনা,আজ তোমায় বলছি শুনো।

জীবনে সুখ কি জিনিস সেটা হয়ত আমার কপালে ছিলো না।কারন জীবনটা এমন যে সুখ কখনো ধরাই দেয় নি।

আমার মনের আশা কখনো পূরণ হতো না যখন যাই ভাবতাম না কেনো,পরে তার উল্টো টাই আমার সাথে হতো।
আমারা ছিলাম দুই ভাই বোন।

অামি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সবার অবহেলা সহ্য করতে হয়েছে।আর সবাই কেনো অবহেলা করবে না,যদি নিজের মা আমার সাথে এমন করে।

অামি পড়ালেখা একটু কম পারতাম আর আমার ভাই পড়ালেখায় খুব ভালো ছিলো।আর হবেই তো ভালো, কারন ও তো ছেলে ওর গুরুত্ব একটু বেশি।মেয়েরা তো আর বাবা, মার কাছে সারাজীবন থাকবে না।আর ছেলেরা তো চাকরি করবে তা

জীবন পর্ব ২পাঁচমাসের অন্তসত্তা নীশির পেটে লাথি মারায়,জলের মাছ ডাঙায় উঠলে যেমন ছটফট করে নীশি ঠিক তেমনে ছটফট করতে লাগলো।এট...
27/12/2023

জীবন
পর্ব ২

পাঁচমাসের অন্তসত্তা নীশির পেটে লাথি মারায়,জলের মাছ ডাঙায় উঠলে যেমন ছটফট করে নীশি ঠিক তেমনে ছটফট করতে লাগলো।

এটা কোন জানোয়ারের কাজ হতে পারে না।সাথে সাথে আশেপাশে যতলোক ছিলো সব লোক শফিক কে গালিগালাজ করতে শুরু করল।শফিক চুপচাপ দাঁড়িয়ে আছে আর আর্তনাদ দেখছে।একবারের জন্যেও ওর চোখে আপসোস দেখছেনা কেউ।কিন্তু ণীশির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে হয়ত লাথি টা আস্তে মারতে চেয়েছিলো ভুল করে জোড়ে হয়ে গিয়েছে।আস্তে আস্তে ণীশির চোঁখের সামনে সবকিছু ঝাঁপসা হয়ে আসছে!মৃত্যু যেন হাতছানি দিয়ে ঢাকছে।

সবাই যার যার মতো ণীশির হাত পা টিপতে লাগলো।আর পড়ে গিয়ে মাথাটা লেগেছে চেয়ারের এক কোঁনায়,যার জন্য মাথা ফেঁটে গিয়ে রক্ত বের হচ্ছে।সবাই বলাবলি করছি, এতো নিষ্ঠুর স্বামী হতে পারে,শফিক তো এমন ছিলো না।

ণীশির জ্ঞান নেই।হাত,পা একদম ছেড়ে দিয়েছে।কখন জানি জীবন নামের পাখিটা ফুড়ুৎ করে চলে যায়।সবাই ভয় পেয়ে গিয়েছে কি থেকে কি হয়ে যায়।আর জ্ঞান হারাবার পর ণীশির সাথে কি ঘটেছে কিছু মনে নেই।

গ্রাম্য ডাক্তার কে খবর দেওয়া হয়েছিলো যেহেতু অন্তসত্তা তাই ভয়ে সে সামন্য ঔষুধ পর্যন্ত দেয়নি।যদি ঔষুধে পেটের বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়।গ্রাম্য ডাক্তার ণীশির অবস্থা দেখে সাথে সাথে হাসপাতালে নেওয়ার জন্য বললেন।যেহেতু বালুচড় তাই হাসপাতাল ও অনেকটা দূরে আর রাস্তাও বেশি ভালো না।এদিকে ণীশির অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।মরে গেলে জেল হাজত নিশ্চিত ভয়ে তাড়াহুড়া করে সিএনজি নিয়ে হাসপাতালে যায়।

সুজন এই অবস্থা দেখে সাথে সাথে ফোন দেয় ণীশির বাড়িতে।খবর পেয়ে সাথে সাথে ণীশির মা,বাড়ির লোকজন আর পুলিশ নিয়ে রওনা হয় হাসপাতালে।পুলিশ নেওয়ার কারন
এর আগেও ণীশিকে অনেক অত্যাচার করেছে তার শাশুড়ি তবু কিছু বলেনি।শুধু ণীশি কিছু বলতে মানা করেছে। কিন্তু এবার তো অবস্থা খারাপ আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। মানুষ খারাপ বলবে এটা ভেবে ণীশি ডির্বোস ও দেয় নাই,আর মানুষ বলবে মেয়েটার দোষ তাই সংসার ভেঙ্গে গেছে।তবে এবার আর না,অনেক সহ্য করেছে আমার মেয়ে।

হাসপালে গিয়ে দেখতে পেলো ণীশিকে ইমারজেন্সি তে ভর্তি করা হয়েছে।আর ণীশির সাথে শুধু শফিক রয়েছে আর কেউ নেই।

যখন ণীশির জ্ঞান ফিরলো তখন দেখতে পেলো হাসপাতালের বেডে শুয়ে আছে আর পাশে তার মা বসে আছে।ণীশি আশেপাশে তাকিয়ে আছে আর মা কে বলছে,

~মা,আমি তো ভেবেছিলাম মারা যাবো কিন্তু কিভাবে বাঁচলাম?

~এটা আল্লাহুর ইচ্ছে,মালিক

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo poka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share