তফারেন্স

  • Home
  • তফারেন্স

তফারেন্স Let's try something different

খুনিদের সাথে কোনো আপোষ নাই।"তিনি (ইয়াহিয়া খান) বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকব। আমি ...
18/07/2024

খুনিদের সাথে কোনো আপোষ নাই।

"তিনি (ইয়াহিয়া খান) বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকব। আমি বলেছি, কিসের বৈঠক বসবে, কার সঙ্গে বসবো? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, তাদের সঙ্গে বসবো?"

- বঙ্গবন্ধু

এক সময় ভাবতাম ইতিহাস জেনে কীহবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু এখন মনে হয় ইতিহাস জানার দরকার, কারন" History repeated  ...
18/07/2024

এক সময় ভাবতাম ইতিহাস জেনে কীহবে?
যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু এখন মনে হয় ইতিহাস জানার দরকার, কারন" History repeated itself."

-কালক্রমে ইতিহাসের পুনঃরাবৃত্তি ঘটে। ব্যবধান শুধু সময়।

🇦🇷
15/07/2024

🇦🇷

07/07/2024

না আছে কোটা
না আছে মেধা

🤦‍♀️

কোটা সংস্কার এর দাবিতে  শিক্ষার্থীদের ক্লাস বর্জন 🚩সর্বজনীন পেনশন স্কিম চালুতে শিক্ষকদের ক্লাস বর্জন 🚩ব্যাস 🤝এইভাবেই চলত...
07/07/2024

কোটা সংস্কার এর দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন 🚩
সর্বজনীন পেনশন স্কিম চালুতে শিক্ষকদের ক্লাস বর্জন 🚩

ব্যাস 🤝
এইভাবেই চলতে থাকুক। এমনেও পড়ালেখা এই দেশে নেই 🫡🥲

03/07/2024

The middle class family girl is not easy to survive
এইখানে সন্তান হওয়ার পর ছাকা হয়।
ছেঁকে ছেলে-মেয়ে আলাদা করা হয়।
ছেলেদের লাভ প্রোজেক্ট হিসেবে মা-বাবা যত বছর ইচ্ছা নিজেদের কাছে রেখে দেয়। (age 30+এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ছেলে হাত ছাড়া করতে চায় না)আর মেয়েদের লস প্রোজেক্ট হিসেবে মেয়ের মুখ দেখার সাথে সাথে বয়স গুনতে থাকে কখন একটু বয়স হবে আর কোন রকম মেয়ে নামক বোঝাটা অন্যের কাধে চাপিয়ে দিবে।

এরপর মেয়ের অবস্থা যাই হোক, মা - বাবার উক্তি এমন যে," মরে গেলে তোমার শশুরবাড়ি থেকে লাস আনবো, তোমায় আনতে পারবো না" 😅
ভাগ্য কে মেনে নাও।( মেয়ে হয়ে জন্ম নিসো ভাগ্য কে মেনে নাও)।

25/06/2024

অনেক সমীকরণ মিলিয়ে দেখলাম,
কাপ নিয়ে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই! 🤦‍♀️

©

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখ...
21/06/2024

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।

শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।

এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো।তখন দেখবেন সে সিঙ্গেল না,আবার মনে করেন সিঙ্গেল হলোও কিন্তু সে তার এক্স কে এখনো গেট ওভার করতে পারেনা টাইপ আরো নানান ক্যাচাল।

ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।

এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে।কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।

এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ।যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়।উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা,সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাড়িয়ে পড়া যায়।

যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়।

হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে।

©

💙
15/06/2024

💙

😂☕
14/06/2024

😂☕

13/06/2024

সরি!
পার্সোনাল গরুর দরকার নেই
আমি নিজেই একটা গরু।

10/06/2024

থাক বাদ দে, Argentina World Cup জিতছে মনে করে ঘুমিয়ে যা 🫶😴

Dhetttttttt!!!!!💔
10/06/2024

Dhetttttttt!!!!!💔

10/06/2024

পড়তে বসার সেরকম রুটিন নেই, যখন মন চায় তখনই পড়তে বসি, বিগত দুবছর মন চায়নি।

©️

Your VS My life 🚩🚩হলুদ কিনলে মরিচ শেষ মরিচ কিনলে জিরা শেষ জিরা কিনলে ধনিয়া শেষ আদা কিনলে রসুন শেষ চাল কিনলে ডাল শেষ চিনি...
08/06/2024

Your VS My life 🚩🚩
হলুদ কিনলে মরিচ শেষ
মরিচ কিনলে জিরা শেষ
জিরা কিনলে ধনিয়া শেষ
আদা কিনলে রসুন শেষ
চাল কিনলে ডাল শেষ
চিনি কিনলে লবন শেষ ,,,,,,,,,,,,,

We are not same Bro 🥲

05/06/2024

মুক্তিযুদ্ধে অংশগ্রহণটা কেন করলা না??????????😡

নানা 😔

Okay 🤧
04/06/2024

Okay 🤧

"Cost Accounting " বই হাতে নিয়ে, এত সুন্দর হাসি দিয়ে এইভাবে প্রেম কেমনে করে ভাই। আমার তো এই বই খুললেই কান্না পায় 😭
03/06/2024

"Cost Accounting " বই হাতে নিয়ে, এত সুন্দর হাসি দিয়ে এইভাবে প্রেম কেমনে করে ভাই।
আমার তো এই বই খুললেই কান্না পায় 😭

01/06/2024

জীবন টা দিন দিন Blue Fairy Laila মতো হয়ে যাচ্ছে যতই অপমান করুক, অবহেলা করুক।
শুধু একবার ডাক দিলেই দৌড়ে ছুটে যাই। 😂🤣

30/05/2024

বৃষ্টি আসার ঠিক আগে 💚

28/05/2024

Beauty of Sylhet 🤍

আবার যেতে চাই 🥹

বর্তমান অবস্থা 🥲All in one frame 😷
27/05/2024

বর্তমান অবস্থা 🥲
All in one frame 😷

ম্যাচিউরিটি জিনিসটা ভয়াবহ ,একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল করা যায়না। চাইলেই ছোট বেলার মত গলা ফাটিয়ে কান্না করে বলা যা...
24/05/2024

ম্যাচিউরিটি জিনিসটা ভয়াবহ ,একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল করা যায়না। চাইলেই ছোট বেলার মত গলা ফাটিয়ে কান্না করে বলা যায়না এটা কেন হলো! এটা আমি মানিনা! আমি তো এমন চাইনি!

যা আমরা ডেকে ঘরে আনি, তা আপদ হলেও একান্তই আপন।অভিযোগ না করে মানিয়ে নেয়ার অথবা মেনে নেয়ার আর্ট মাস্টার করতে করতেই বাকিটা জীবন কেটে যায়,আমরা চুপচাপ হয়ে যাই।

লেখা:নাঈমা হক

"সময় নেই" এই কথাটা আসলে ভু'ল! সময় সবারই আছে। কেউ যদি চায়, হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারে। ব্য...
21/05/2024

"সময় নেই" এই কথাটা আসলে ভু'ল! সময় সবারই আছে। কেউ যদি চায়, হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারে। ব্যাপারটা আসলে সময়ের সাথে না, priority-র সাথে সম্পর্কিত৷ আপনাকে বলা হচ্ছে, "Sorry - সময় পাইনি তাই রিপ্লাই করতে পারি নি।" অথচ অন্য কোথাও অঢেল সময় তার বরাদ্দ ছিল ঠিকই...

আপনি সময় পান নাই, তা না। আপনি Priority পান নাই৷ ব্যস্ততার অ.ভা'বে সময় না পেলে মেনে নেওয়া যায়। কিন্তু সম্মানের অভাবে Priority না পেলে সেটা মেনে নেওয়াটা বেশ কঠিন৷' 🥀

©️

🥱
21/05/2024

🥱

17/05/2024

আমি একবার দেখি,
বারবার দেখি
দেখি বাংলার মুখ 💚

16/05/2024

"আমার মেয়ে তো আমার বাসায় থাকতে একটা ডিম ভাইজা ও খায় নাই"

"আমি তো কিছুই করি না সারাদিন শুয়ে- বসে থাকি "

এই সময়ে এসে যে, আপনি কিছু পারেন না,আপনি যে একটা ' আমড়া কাঠের ঢেঁকি' তার পরিচয় মিলে। এই রকমের কথা গর্ব করে বলার মত কিছু না।

08/04/2021

XD

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when তফারেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share