03/08/2025
পটলের দরমা ❤️
পটলগুলো ভালো করে ছাড়িয়ে মাছ বরাবর হালকা হালকা করে চিরে রেখেছি নুন হলুদ টক দই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি।
☘️☘️ কড়াইতে গরম মসলা ফোন দিয়ে তেজপাতা শুকনা লঙ্কা পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে মেরিনেট করা পটল দিয়ে ভালো করে ১০ মিনিট মত কষিয়ে ভাজা ভাজা করে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট হলুদ গুঁড়ো নুন-সাদমতো চিনি দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে কষিয়ে আরো পাঁচ মিনিট মত অল্প আছে রান্না করে গা মাখা করেন নামিয়ে দিয়েছি, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও