Jaherul Hasan Evan

  • Home
  • Jaherul Hasan Evan

Jaherul Hasan Evan Life's greatest moments and deepest connections exist outside your comfort zone. That's why I want to share my wanderlust with you. So stay connected.

Mountaineer
Climber
High Altitude Photographer
Textile Engineer
3D Designer

একটি ছেলে হাঁটছে একাঝর্না ধোয়া ছোট্ট পথে,বৃষ্টি ভেজা হালকা রোদেজানেনা জীবন কাকে বলে..
20/05/2024

একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে,
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানেনা জীবন কাকে বলে..

Touch down in 31.40 hours Harano Masjid (Jame' As-Sahaba)
13/04/2024

Touch down in 31.40 hours Harano Masjid (Jame' As-Sahaba)

Evan was here
13/04/2024

Evan was here

রাত ১২:৪৪ বাজে, মাত্র বঙ্গবন্ধু সেতু পার হচ্ছি।
12/04/2024

রাত ১২:৪৪ বাজে, মাত্র বঙ্গবন্ধু সেতু পার হচ্ছি।

Alhamdulillah getting ready for an epic journey 😎
07/04/2024

Alhamdulillah getting ready for an epic journey 😎

26/03/2024

Joss

BarakAllah
30/01/2024

BarakAllah

A two-year-old British boy is considered the youngest to reach Everest Base Camp.

Ross Dallas took their son Carter to the mountain’s southern campsite, 17,598ft above sea level.

Mr Dallas, 35, completed the trek with Carter on his back and alongside the toddler’s mother, Jade, 31.

Each year, around 40,000 trekkers reach South Base Camp in Nepal, with just 800 people attempting to scale the 29,031-foot mountain annually.

It is thought Carter is the youngest person to have reached South Base Camp.

A four-year-old child from the Czech Republic is understood to have held the previous record.

The family of three reached the base camp on October 25. Originally from Glasgow, they are currently on a one-year trip around Asia.

11/12/2023

Happy International Mountain Day

03/12/2023

Angel Biskupic ~

29/09/2023

Alhamdulillah it was enough for me

24/09/2023
23/09/2023

🔥

09/09/2023

বারাকাল্লাহ ❤️

04/09/2023

SubhanAllah ❤️

02/09/2023

BarakAllah

BarakAllah
27/08/2023

BarakAllah

BarakAllah ❤️
19/08/2023

BarakAllah ❤️

হাঙ্গেরীর বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোনো হিটে এই প্রথম এমন অর্জন বাংলাদেশি অ্যাথলিটের।

আমাদেরকে টুইটারে ফলো করুন: https://twitter.com/TSports_bd

আমি ছোটবেলা থেকেই কমিক বইয়ের ভক্ত। যে বই আমার মনে হিমালয়ে পর্বতারোহণ করার স্বপ্ন দেখিয়েছিল সেটা ছিল Tintin in Tibet। বন...
17/08/2023

আমি ছোটবেলা থেকেই কমিক বইয়ের ভক্ত। যে বই আমার মনে হিমালয়ে পর্বতারোহণ করার স্বপ্ন দেখিয়েছিল সেটা ছিল Tintin in Tibet। বন্ধুকে বাঁচানোর অদম্য চেষ্টা, তিব্বতের রীতিনীতি এবং পর্বতারোহনের আলোকে বন্ধুত্ব, ভালোবাসা এবং বিশ্বাস আমার মনে শুধু ছাপ ফেলেনি, এখনও গোটা শরীরে চিহ্ন ফেলে রেখেছে। সেই ছোট্ট আমি আলহামদুলিল্লাহ এখন শুধু পর্বতারোহণ করি না, পর্বতের জীবন ও শিক্ষা নিজের মধ্যে লালন করি। এখন আবার বাবাও হয়ে গেছি। মাশাআল্লাহ আজকে আমি ও আমার দুষ্টু ছেলে ইমাদ, তিব্বতে টিনটিন সিরিজটি দেখলাম তাও বাংলা ভাষায়। ইমাদ যে আগ্রহ নিয়ে সিরিজটা দেখল মনে হল আমি যেন আমার প্রতিচ্ছবি দেখছি সুবানাল্লাহ। আল্লাহ সুবাহানাতালা যেন আমাকে ও ইমাদকে একসাথে পাহাড়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমাদের জন্য দোয়া করবেন।

বিঃ দ্রঃ এতোটুকু লিখতে লিখতে আবিস্কার করলাম পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনার্স লেভেলে তিব্বতে টিনটিন পড়ানো হয়। ব্যাপারটা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশে এই কমিক বুক স্কুল লেভেলে পড়ানো উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন।

চারটা খেজুর, একটা স্নিকার, হাফ লিটার স্যালাইন, একটা সিগারেট আর একঘন্টা ঘুম।
15/08/2023

চারটা খেজুর, একটা স্নিকার, হাফ লিটার স্যালাইন, একটা সিগারেট আর একঘন্টা ঘুম।

রাফির মৃত্যু অনেকেই দেখলাম রাফির মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ে পাড়ার লোকজন তার সাথের টিমমেট এমনকি সেনাবাহিনী নিয়ে নানার...
14/08/2023

রাফির মৃত্যু

অনেকেই দেখলাম রাফির মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ে পাড়ার লোকজন তার সাথের টিমমেট এমনকি সেনাবাহিনী নিয়ে নানারকম কথা বলতেছে।

প্রথমত রাফি স্লিপ খেয়ে উপর থেকে পরছে যা সরাসরি তার মাথায় আঘাত হানে।সাধারণত এই সকল আঘাতের রোগী ২০ থেকে ১ ঘন্টার ভিতর মারা যায় এসকল ইনজুরি হলে সাথে সাথে ওটিতে নিলেও বাঁচার সম্ভাবনা ১% থাকে। মাথা যদি নিচে পড়ে সেই ইনজুরি থেকে সারভাইভাল চান্স প্রায় থাকেই না।
ঘটনার কিছুক্ষণের ভিতর সে মারা যায়।

আমারা যারা পাহাড়ে যাই তারা জানি যে দিনের আলোতে পাহাড় যতটুকু সুন্দর তাদের পাহাড় ততটুকু ভয়ানক থাকে।
বর্ষার রাতের পাহাড় আরো ভয়বহ হয় করাল অন্ধকার গ্রাস করে পাহাড় কে সেই সাথে মশা উনিমুখ পোকার কামড়ে বৃষ্টির ভিতর ভেজা শরীরে কোন সাধারণ মানুষের পক্ষে ১ থেকে ২ ঘন্টার বেশি বসে থাকা সম্ভব না যেহেতু বৃষ্টির দিন তার মানে পোকা মশার সাথে যোগ হয়েছে ভয়ানক ঠান্ডা।

রাফির ভূমিকা

এমন দূর্যোগ পূর্ণ আবহাওয়াতে এতগুলো মানুষ নিয়ে তার যাওয়া উচিত হয় নাই।এতগুলো মানুষ নিয়া যাওয়ার পর তাদের সাথে ছিলো না কোন ফাস্ট এইড ; ছিলো না রেসকিউ করার মত কোন লোকাল গাইড। রাফির উচিত ছিলো এত বড় টিমের জন্য কোন লোকাল গাইড সাথে নেওয়া।

সে ট্যুর কেনসেল করতে পারতো বা ভালো পরিমাণে লোকাল সার্পোট নিয়ে যেত পারতো।

তার কপালে মৃত্যু লেখা ছিলো সেখানে তাই সেখানেই সে গিয়েছে যে যথেষ্ট অভিজ্ঞ ছিলো কিন্তু মৃত্যুর সাথে অভিজ্ঞতার কোন দাম নাই।

টিমমেটদের ভূমিকা

রাফির এক্সিডেন্টের পর অন্য এডমিন সহ তার বউ পাড়ায় আসে তাকে উদ্ধার করার লোক নেওয়ার জন্য।
তখন টিমমেটদের সাথে কোন হোস্ট ছিলো না।এই অবস্থায় কি করবে খুব ইনটিলিজেন্ট লোক ছাড়া বুদ্ধি বের করা সম্ভব না।
তারা চেষ্টা করছে রাফি কে আনার কিন্তু মানুষ মারা যাবার পর তার ওজন কয়েকগুণ বেরে যায়। এমতাবস্থায় তাকে উদ্ধার করে আনা কোন বাঙালির পক্ষে সম্ভব না।
এই অন্ধকারে ভেজা শরীরে ঠান্ডার ভেতর কোন শেল্টার ছাড়া তারা কতক্ষণ ঠিকে থাকতে পারবে যারা পাহাড়ে গেছেন তারাই বুঝতে পারবেন। এমন দূর্গম রাস্তায় ২০ জন কেন ৫০ জন বাঙ্গালি থাকলেই এই লাশ নিয়ে আসতে পারতো না।
কারো কোন অভিজ্ঞতা নাই লাশ বা পাহাড়ি রাস্তায় মানুষ বহন করে আনার।তাদের সাথে ছিলো না কোন শেল্টার ছিলো না পর্যাপ্ত আলো। তাদের চেয়ে দেখা ছাড়া কোন কিছু করার ছিলো না। তারা চেষ্টা করছে সবাই মিলে পাড়ার লোকজন কে ধরে যেন উদ্ধার করা যায়।

সবাই অযথা টিমমেটদের দোষ দিচ্ছেন । পাহাড়ের এমন অবস্থায় ১২-১৪ ঘন্টা কোন মানুষের পক্ষে লাশের পাশে থাকা কখনোই সম্ভব না।

পাড়ার লোকজনের ভূমিকা

অনেকেই জানেন একেক জাতিগোষ্ঠীর নিজস্ব ধর্ম আছে কালচার আছে।
মুরং উপজাতির কেউ মারা গেলে তারা লাশ রাতে স্পর্শ করে না।
এমনকি রাতে পাড়ার বাহিরে মারা গেলে লাশ পাড়ায় আনে না।
তারা অন্য উপজাতির মত কবর কিন্তু পাড়ার পাশে দেয় না।
মৃতকে নদী তীরবর্তী চিতায় দাহ করে। তাহলে বুঝেন তারা লাশ কেন পাড়ায় আনে নাই।

যখন পাড়ায় এক্সিডেন্টের খবর আসে তখন জীবিত আছে মনে করে পাড়াথেকে লোক যায় উদ্ধার করার জন্য। গিয়ে যখন তারা রাফি কে মৃত দেখে তখন বুঝতে পারে যে লাশ পাড়ায় আনতে পারবে না। তখন তারা লাশ কে যেন বন্য প্রাণী না খায় সেজন্য উঁচু গাছের ঢালে হ্যামক দিয়ে পেচিয়ে বেঁধে রেখে আসে।যতকিছুই হউক মানুষ কিন্তু একজনের জন্য তাদের হাজার বছরের কালচার পরিবর্তন করবে না।
এমনকি বাকিরা যেন বিপদে না পরে তাই লাশ নিরাপদে রেখে তাদের কে সাথে করে নিয়ে আসে।

বিনা পারমিশন বা নিষিদ্ধ এরিয়া তে ট্যুরিস্ট গেলে পাড়ার লোকজনের উপর কত নির্যাতন হয় তা কিন্তু আমরা জানি।

এইসকল ট্যুরিস্টদের জন্য পাড়ার কত দাদা যে মার খেয়েছে তা আমরা অনেকেই জানি। এতকিছুর পরও কিন্তু তারা গেছে উদ্ধারের জন্য।

এমন কি পরদিন সকালে লাশ কিন্তু পাড়ার লোকেরাই নিয়ে আসছে।

তাই এখানে পাড়ার নিরিহ লোকদের দোষারোপ করে কোন লাভ নাই।

সেনাবাহিনীর ভূমিকা

বান্দারবনের গহীনে নিরাপত্তার জন্য কোন পারমিশন দেওয়া হয় না।তারা পারমিশন না নিয়ে লুকিয়ে গেছে।সেনাবাহিনী যদি উদ্ধার অভিযানে না যেত তাহলেও কারে কিছু করার ছিলো না।

সম্ভবত ৯৯৯ এ উদ্ধারের জন্য ফোন দিসিলো এই অনিরাপদ রোডে কয়েকঘন্টা পাহাড়ি পথ অতিক্রম করে রাতে উদ্ধার করা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিলো না।
দুসারী বাজার থেকে কত সময় লাগে তা যারা গেছে তারা জানে।

পাহাড়ে এমন দূর্যোগের রাতে কিভাবে হেলিকপ্টার নিয়া যাবে বলেন?? হেলিকপ্টার ল্যান্ড করার মত তো জায়গা লাগবে।

এখানে সেনাবাহিনী কে দোষারোপ করাও উচিত না।

মূলত আমরা সবাই এখানে যে হারে টিমমেটদের দোষারোপ করতেছি তাতে টিমের সবার মানসিক অবস্থা আরো।খারাপ হবে।
তাদের সামনে এমন ভাবে একজন মানুষ মারা গেছে তারা এমনিতেই মানসিক সমস্যায় ভুগছে। তাদের এই সমস্যা দূর হতেই কয়েকবছর চলে যাবে।

এখন যদি তাদের কে সবাই দোষারোপ করি তাহলে তারা আরো সমস্যায় ভুগবে।

আমাদের প্রিয় ভাই চলে গেছে এটা তার নিয়তি ছিলো।তার সাথে যদি টিমের আরো কেউ মানসিক কারণে কিছু করে তাহলে কি সেটা ভালো হবে।

তাই কারো উপর দোষারোপ না করে সবটুকু রাফির ভাগ্যের উপর ছেড়ে দেন।

সবাই তার জন্য দোয়া করে করেন তার ভাগ্য তার এমন মৃত্যু এবং মৃত্যু পরবর্তী এমন কষ্ট হবে এটাই লেখা ছিলো।

পরিশেষে একটাই কথা কারো উপরে দোষারোপ না করে এটা তার নিয়তিতে ছিলো তার নিয়তির উপর ছেড়ে দেন।

© Bijoy Kumar Ghose

Defeat them using your expertise
13/08/2023

Defeat them using your expertise

11/08/2023

A virtual presentation why mountaineers don't build muscle

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaherul Hasan Evan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaherul Hasan Evan:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share