09/08/2022
💻আজকে আমরা আমাদের ফেসবুক পেজ Promotes,Boost কি ভাবে করতে হবে বা ফেসবুক পেজ দিয়ে কি ভাবে Paid merketing বা Ads setup দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানব
1.প্রথমে আমাদের একটি ভেরিফাইড ফেসবুক একাউন্ট থাকতে হবে
2একাউন্ট টি অবশ্যই আমাদের Nid, passport অথবা Birth certificate এর সাথে সব কিছু মিলিয়ে পুরো একাউন্ট ইনফরমেশন সেটাপ দিতে হবে
যেমন,নাম,,জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি
3.একটি ভেরিফাইড ব্যাংক একাউন্ট থাকতে হবে
4.ভিসা কার্ড, মাস্টার কার্ড বা পেপল একাউন্ট থাকতে হবে
5.2way currency 💲 card থাকলে আরো ভালো হয়
6.তার পর ঐকটি প্রোফেশনাল ফেসবুক পেজ থাকতে হবে,,, এবং সেই পেজটি থেকে আমরা ফেইসবুকে paid marketing করতে পারব
Paid version -ফেসবুক কে টাকা দিয়ে বা আমরা যখন কোন নির্দিষ্ট পণ্য বা সেবা ফেসবুক এর মাধ্যমে 100% targeting audience এর নিকট পৌঁছে দিতে চাই তখন ফেসবুককে নির্দিষ্ট কাস কাস্টমারের জন্যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আমাদের পণ্য বা সেবা অন্যের নিকট পৌঁছে দিতে পারি ।
🖥️এখন ফেসবুককে আমরা যে টাকা 💸 দেয়, ফেসবুক সেই টাকা 💸 টা কী কী উপায়ে কাটে চলুন জেনে নিই
1.CPA rate way বা (Cost per view)
2.CPC rate way বা (Cost per click) and
3.CPA rate way বা (Cost oer action)
🧏এখন প্রশ্ন হলো আমরা কত টাকা দিয়ে ফেসবুক আমাদের কত টুকু সেবা প্রদান করে
আমরা যদি ফেসবুক কে কোন Products cell করার জন্য 1$ ডলার দেয়,
তার বিনিময়ে ফেসবুক আমাদের পণ্য টি প্রায় 1k or 1000 লোকের নিকট আমাদের পণ্য টির advertising করে দিবে বা:1$ ডলার এ ১০০০ লোককে আমাদের পণ্য দেখাতে পারব ।
🌐🖥️এখন ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো হলো
1. A perfect Image content and
2. A proper Text conten.
ইমেজ কনটেন্ট, টেক্সট কনটেন্ট এর ওপর আমাদের পণ্যের গুণগত মান নির্ভর করে
🌐ইমেজ কনটেন্ট, টেক্সট কনটেন্ট যত ভালো হবে কাস্টমারেরা আমাদের products এর প্রতি ততো আকর্ষণ হবে।
এখন
🧏এখন একটি দেশি বা বিদেশী বায়ার Buyer যদি আমাদের দিয়ে তার কোন পন্য ফেসবুক মার্কেটিং করাতে চাই তবে আমরা কি করব???বা Buyer কি কি জানবো
1.প্রথমে আমরা লোকেশন( Location বা buyer তার পন্যটি যে সকল অঞ্চলে বিক্র করতে চাই তা জেনে নেব।তার পর customer
👉location or targeted location
👉Age or targeted age
👉Gender or Mens / Women's and
👉Last details targeting setup করে
আমরা কোন পণ্য Products বা সেবা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুকে মার্কেটিং করতে পারি
এবার পেজের Ads বাটন বা Promote option এ উপরের সব সেট করার পর আমাদের চলে যেতে হবে Details targeting setup option এ
সেখানে গেলে আমরা প্রথমে 3টি অপশন পাবো
1.Demographics
2.Interests and
3.Behaviors
1.Demographics এ আবার অনেক অপশন রয়েছে যেমন
Education
Financial
3Life events
4.Parents
5.Relationship
6.Work এভাবেই Interestes and Behavior এ অনেক গুলো অপশন রয়েছে যেগুলোর সব আমাদের পরিপূর্ণ ভাবে এডিট বা সেট আপ দিয়ে Ads on করতে হবে প্রভিতী।
🧏🧏উপরের পোস্ট টি পড়ে যদি ভালো লাগে বা কোন ভাবে উপকৃত হন তবে অবশ্যই শেয়ার কমেন্ট এবং পেজটি Follow দিয়ে রাখুন নতুন নতুন সব পোস্ট পেতে ❤️❤️💕💕