আমি কোনো পুরুষের শখের নারী হতে পারিনি, তাই আমার সব জমানো কথা গুলো কাউকে বলা হয়নি।আমার অনেক কথা ছিলো। কারো কানে ফিসফিসিয়ে হয় নি বলা। ছন্দ করে কাব্যরূপে নোটখাতাতে হয় নি লেখা। কিংবা কারো চোখের দিকে তাকিয়ে থেকে ভুলের বশে মুখ ফসকে হয় নি বলা। যে কথাটা খুব গোপনে আটকে গেছে বুকের ভেতর, নিজের মতোন।
আমার অনেক কথা ছিলো। বলতে পারলে ভালোই হতো। জীবন থেকে দুঃ'খ নামক অংশটুকু বাদ পড়তো। চোখের নিচের কালশিটে আর মুখ গোমড়া ভাবটুকু সব বিলীন হতো। হঠাৎ হঠাৎ মন খা'রা'প আর মাথার ব্যামো দূর আকাশে উড়াল দিতো।
আমার অনেক কথা ছিলো। যার কারণে বিষণ্ণতায় বুকের ব্যাথায় জমাট বেঁধে র'ক্তক্ষরণ। কিংবা কোনো মধ্য রাতে দুঃস্বপ্নে আতকে উঠে ঘুমের ম'র'ণ। তাই হয়তো সকালগুলো একটু বেশি খামখেয়ালি!
যেসব কথা হয় নি বলা যায় না ভোলা, সে সব কথা সত্যি সত্যি বলতে পারলে ভালোই হতো। শান্তি সুধার সুখ আসতো। গল্পপুরীর ঘু
তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই একটা কষ্ট বুকের মাঝে ঝড় তুলে দেয়, কতটা যন্ত্রণাময় প্রতিরাতে জেগে থাকি
তোমার স্মৃতি অন্তরেতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি_💔আসলে কেউ কাউকেই বুঝতে পারে না, চিনতেও পারে না।আমিও তোমায় বুঝতে পারিনি, তবে এখন মন কে বোঝতে পারি, বেঈমানদের জন্যে কষ্ট পেতে নেই। আমাদের মতো সরল মন গুলো হাজার বার ঠকে যাবার পড়েও একটা মানুষ খুঁজে যাই। সারাটা জীবন খুঁজতে থাকে মানুষ। তোমাকে, আমাকে, আমাদেরকে। পেয়ে গেলেই সবটা মিটেই যেত। পায় না বলেই মানুষ খোঁজে। বারবার খোঁজে। আর এই পৃথিবীতে বারবার ফিরে ফিরে আসে। কখনোই শেষ হয় না। হবার প্রয়োজন ও দেখি না। একবার শেষ হলেই আর নূতন করে কিছু হবার নেই। সবাই তখন সবটাই জানবে, বুঝবে। বোঝানোর প্রয়োজন ও হবে না। জীবনের প্রয়োজন ও থাকবে না.......অবশেষে কাচ থেকে পাথর হলাম আর কারো আঘাতে ভেঙে যেতে চাই না😭🥀
-
আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে,
আমাকে ভুলে যেও না😥
তোমায় ছাড়া আমি ভীষণ অসহায়,
আমার কেউ নাই তুমি ছাড়া 💔
তোমাকে ছাড়া দম বন্ধ হবার মতো
কষ্ট হয় আমার।🥺
শ্বাস কষ্ট হয় আমার তুমি ছাড়া 🖤
ভুইলা যাইয়োনা আমারে😭
💔নাতু 💔🥀
ভালোবাসি বলেই এতো যন্ত্রনা
আকুলতা ব্যকুলতা ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে মন।
নেই কলরব উৎসব বন্ধু মহোদয়, শুধুই তোমার প্রয়োজন।
নীরবতা একাকী বিষন্ন মন বার বার ফেলে দীর্ঘশ্বাস।
সুখ মেলা বড় দায়, ফিরে ফিরে আসে তাই কত শত নিয়ে অবকাশ।
নাজেহাল মন চুপিচুপি বিচরণ করে কত স্মৃতির পায়রা।
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ক্ষন আনচান করে মন সবি যেন হয়ে গেছে হায়েনা।
চাওয়া পাওয়া কত শত না পাওয়ার অভিযোগ চাওয়া তবু জেদ করে তোমার।
সময় গেছে বহুদূর সাথে গেলো স্মৃতি সুর না ফেরার অভিমান তার।
স্মৃতির বেড়াজালে পূর্ন চিলেকোঠা
চারিদিকে শুধু হাহাকার 💔🖤
খুব কাছে থেকে দেখেছি, ভালোবাসোনি শুধু অবহেলা করেছে সবাই।
তাই দূরে সরে এসেছি, দূরত্ব যদি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তাহলে সেই ভালোবাসা সুন্দর সেটাই যথেষ্ট।
💔🥀
রোজ একবার করে ভেঙ্গে পড়ি আবার নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করি
এই ভাঙ্গা গড়ার মাঝে কোথাও যেনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি
আদৌও বেঁচে আছি নাকি মরে তাও বুঝতে পারছি না
তবে নিঃশ্বাস চলছে তা দিব্যি বুঝতে পারছি
আচ্ছা এই মরার মতো বেঁচে কি লাভ বলতে পারো
যদি মনের গহীনে কি উথাল-পাথাল হচ্ছে তোমাকে বোঝাতেই না পারি
তুমি হয়তো দিব্যি ভালো আছো
কিন্তু আমি যে রোজ দীর্ঘশ্বাস নিতে নিতে হাঁপিয়ে পড়ছি তা কি কখনো বুঝতে পারছো
পারছো না
হয়তো বুঝতে বুঝতে আমার শেষ সময় চলে আসবে
তোমার আর বোঝা হবে না
আমাকে। তুমি আছো অন্য কারো কাছে।
আর আমি হাজারো লোকের ভীড়ে তোমার উপস্থিতি অনুভব করি
__সময় কেনো কাটছে না 😔
আমার মৃত্যুর আগে
আমি বারবার মরেছি।
বাঁচিনি কখনো—
বরঞ্চ মরেছি, পঁচেছি, গলেছি।
বাঁচিনি; শুধু ভালোবেসেছি।
প্রতিদিন বারবার করে মরছে মানুষ। সম্পর্ক, স্বপ্ন, অভিমান, অভিযোগ সব মরে যাচ্ছে। আমরা কেবল চেয়ে চেয়ে দেখছি। নিস্তব্ধ প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সভ্যতা। রাস্তার উপর দিয়ে ধেয়ে চলেছে ট্রাক। মুহূর্তে সব অস্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। কেউ খুশি নয়। সবাই সুখ খুঁজছে। আনন্দ খোঁজার পথ কেউ জানে না, কেউ না।।
তবুও সবাই সুখের খোঁজে ব্যাস্ত,
আপন জন হারিয়ে একাকিত্ব জড়িয়ে মানুষ খুঁজে ফেরা,পাবে কি না জানে না।
তবুও খুজতে হয়।পরিস্থিতির স্বীকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দুফোটা জ্বল মুছে সামনে এগিয়ে যেতে হয় এইটাই জীবন।💔😥
মানুষ ছাড়াও জীবন চলে, অথচ তবুও মানুষ নিজেকে ভালো না বেসে ভালোবাসে মানুষকে।🖤🥀
জড়িয়ে ধরা ব্যাপারটা অনেকটা চোষা কাগজের মতো কাজ করে। ব্যক্তিগত কাউকে একবার জড়িয়ে ধরতে পারলে প্রায় সমস্ত য'ন্ত্র'ণা চুষে যায়। নিজেকে তুলোর মতো ব্যথাশূন্য লাগে। অথচ, সময়-অসময় জড়িয়ে ধরতে পারার মতো অমন ব্যক্তিগত কেউ-ই আমাদের জীবনে বেশি দিন থাকে না।
হৃদয় ভার করে দিয়ে তারা শরতের শিশিরের মতো মিলিয়ে যায় আর আমরা ভারী হৃদয় নিয়ে মত্ত হয়ে ঘুরে বেড়াই।
তাই অসহায়ের মতো নিজেকে নিজেই জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে ইচ্ছে করে।
💔নাতাশা 💔
জানো খুব কষ্ট হয়। চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নাই।গভীর রাতে বুকের উপর চেপে বসে না বলা অনেক গল্প। কতদিন ধরে একটু একটু করে বড় হয়েছে ওরা। আমি হয়তো জানতে পেরেছি, কিন্তু এতোটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তবে সবসময় সেটা হয় না। বুকের উপর ভার বাড়লে মানুষ চিৎকার করে কেঁদে ওঠে। পাশাপাশি সবাই ঘুমিয়ে আছে। তাই চিৎকার করে কাঁদা একদম বারণ। বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদার অভ্যাস চলে। চোখের জলে বালিশ ভেজে আমার। ভিজে যাওয়া ভাবটা চোখের পাতায় আরাম দেয়। নিজের মানুষটার মতো। অনেকটা কাঁদার পর কিছুটা হলেও শান্ত মনে হয় নিজেকে। আমরা তখন আবার ঘুমিয়ে পড়ি। রোজকার অভ্যাস এই। এত কেঁদেও আঘাত কমে না। রোজ জমছে অল্প অল্প করে। শেষ হবার নেই। একেবারেই উপায় নেই.............এই যন্ত্রনা থেকে বাচার😥💔
ভালোবাসি বলেই তো তোমাকে হারানোর এতো ভয় ছিলো মনে। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি মানে অসম্ভব ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা তুমি বুঝোনি। কাউকে অসম্ভব ভালোবাসলে, তাকে পাওয়াটা'ও অসম্ভব হয়ে দাঁড়ায়! কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে! যতো দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হে.রে গিয়েছে শেষ পর্যন্ত!'🖤💔🥀
আমি জানি আমি সঠিক, ভুল কিছু করিনি বা মিথ্যে বলছিনা সত্যটাই বলবার চেস্টা করি কিন্তু তারপরে ও বার বার মিথ্যের কাছে আমি হেরে যাই।কঠিন কোনো মিথ্যে শুনলে আমি হতভম্ব হয়ে যাই,অবাক হয়ে চেয়ে থাকি মানুষ কি ভাবে এতো মিথ্যে বলে? আমি সত্য হবার পড়েও মিথ্যের সাথে তর্ক করতে পারি না,মুখে কথা আসার আগেই চোখে পানি চলে আসে। জীবনটা কেমন যেনো গোলকধাঁধার মতো। আমি সব গুছিয়ে, অনেক দুঃখ সহ্য করে যেই এক টুকরো সুখের মুখ দেখবো। সেই আবার নতুন করে আমার উপরে ধেয়ে আসবে অনাকাঙ্খিত কালবৈশাখী এক ঝড়। যে
ঝড় পুরোনো সব ঝড়কে হার মানায়। আমি আবারো সাঁতার কেটে দুঃখের সাগরে ভেসে চোখের নোনাজলে একাকার হয়ে, একটু-একটু করে আবার তৈরি হবো সব গুছিয়ে নিতে। চেষ্টা বিফলে যাবে না সবটা আসবেও আবার গুছিয়ে। কিন্তু ওই যে বললাম গোলকধাঁধা!
আমি টের পাই সুখ আমার কাছ থেকে আর এই তো মাত্র দুই কদমের দূরত্বে রয়েছে। আমার চোখের
ইনট্রোভার্ট মানুষগুলো একেকটা অভাগা!
নিজেকে কম এক্সপ্রেস করে এরা অনেককিছুই না পারে সহ্য করতে, না পারে মুখ ফুটে বলতে। এরা কেঁদে ফেলে। তবুও নিজের ভেতরটাকে প্রকাশ করতে পারে না, নিজের প্রয়োজন কিংবা অসুবিধার কথা কারো কাছে তুলে ধরতে পারে না। দিনশেষে মানুষ এদের ভুল বুঝে বসে থাকে, নয়তো এদের মন ভাঙে!’❤️🩹যারা শব্দ করে কথা বলতে শেখেনি,
তারা বুকের মধ্যে পদ্মানদী আগলে রাখে।
কী ভীষণ স্রোতেও দাঁড় টানে, পথ অনেক দূরে।
তবুও বিশ্বাস থাকে, সাহস থাকে।
পালে হাওয়া লাগলে, একজনমের দূরত্ব অবধি একদিনে পার করে মানুষ। আর সম্পর্ক কী খুব কঠিন বিষয়?
আমাদের জানা নেই।
যারা শব্দ করে কথা বলতে পারে না, তারা জানে।
একদম ঠিক ঠিক জানে।।
যে চোখে তুমি একদিন তামাম দুনিয়ার সব সুখ খুঁজে এনেছিলে। সে চোখ আজ অনুসন্ধানী চাতক, তোমাকে দেখার তৃষ্ণায় আরব মরুভূমির প্রান্তর।
যে পথে আমি দুচোখ ভরা হারানোর বিজ্ঞপ্তী নিয়ে চেয়ে থাকি, তুমি চলে গেছো সে পথে অজুহাতের হাত ধরে।
যে হাতের মুঠোয় সুখের রেখা দেখে বলেছিলে তুমি প্রাণের স্পন্দন! ছেড়ে না যাওয়ার কথায় মিলনের চিত্রকল্প এঁকেছিলে ! সে হাতের রেখায় এখন শূণ্যতার আবীর রঙা দুঃখের গল্প উৎপেতে হানা দেয়।
যে বুকে তুমি ঘুমাবে বলে বুক বালিশখানি চেয়েছিলে মৃত্যু অব্ধি। সেই বুক আছে, শুধু চিরচেনা সেই তুমি নেই। সেই বুক খালি পড়ে আছে। সেই বুকটা এখন কচকচ করে, কথার রঙ মিশে আছে বেদনার তুলিতে।
সে বুকটাকে রক্তাক্ত আর্ট গ্যালারি করে রেখেছি তোমার স্মৃতি সংরক্ষণে।
তুমি কি শুধুই কপালের দোষ?
তুমি চলে গেছো!
হাতের রেখায় অকাল মৃত্যুর স্বাদ!
তুমি আর আমার নেই! এই যে দুঃখ,
যে চোখে ছিলে তুমি
তুমি ফিলোসফি বোঝ,,
বিশ্ব বোঝ, নাসা বোঝ,
অথচ,এই চোখের ভাষা বোঝ না।
তুমি যুদ্ধ বোঝ
আঘাত বোঝ,রক্তাক্ত বোঝ
অথচ,এই হৃদয়ে ক্ষত বোঝ না।
তোমার চোখ এড়াতে পারে
এমন কোন কিছু সহজলভ্য নয়,
অথচ,ভালোবাসার এই আজন্ম
অধীর অপেক্ষা,,
তোমার চোখ এড়িয়ে গেল,
তুমি বোঝতেও পারলে না!
তুমি সবই বুঝো, শুধু
যেটুকু বোঝো না
সে টাই আমি😥💔🖤
প্রিয় খুব মনে পড়ছে তোমাকে
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে?
নিস্তব্ধ নীরব এই নগরের বুকে?
বিষণ্ণমোড়া আঁধারে?
তুমি কি বুঝতে পারছো;
তুমি বেঁচে আছো
মলিন কোনো হৃদস্পন্দনে,
কস্মিনকাল পরে!
স্মৃতি হাতড়ে ফেরা
অবিশ্রান্ত ক্লান্ত; সেই পুরোনো শহর!
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে?
নাকি ঘুমিয়ে গেছো আদরে?💔🥀
তোমার জন্য আমি দুনিয়ার সমস্ত মানুষকে
অবিশ্বাস করবো এটা কখনোই ভেবো না।
সবাই তো আর তোমার মতো বেঈমান নয় বলো।
দুনিয়াতে এখনো কিছু ভালো মানুষ আছে
তাই তো এখনো সূর্য উঠে ভোর হয় পাখিরা
সব কিচির মিচির শব্দ করে, গাছে গাছে ফুল ফোটে বিকেলে গৌধূলীর আলোয়
রংধনু সব রং মিশে একাকার হয়ে যায়,
নিশ্চুপ একটা সন্ধা নামে রাতের গভীরতায়
এখনো কেউ কাউকে ভালোবাসে।।
শুধু তোমার একজনের সব কিছু কুৎসিত ভয়ংকর কালোময় তা কিন্তু নয়।
তবে তোমার বুকের মাঝে ও চিন চিন ব্যাথা হবে শুধু মাত্র সময়ের অপেক্ষা। নাতু💔😥
কেউ ধোঁকা দিলে বোঝাই যায়...🖤🥀🙂
আমি তোমারে ক্যামনে বুঝাই বলো, তোমারে কতো টা ভালোবাসছি, পাগোলের
লাহান ভালোবাসি, তোমারে ছাড়া আমি ভালো নেই। তুমি ভালো আছো তো? ভালো থাকলে কতটুকু ভালো আছ? আমারে ছাড়াই তোমার দিন কাইটা যায়, রাইত ফুরাইয়া যায়,ভালো থাকো বিশ্বাস হয় না জানো?
কেমনে কেমন কইরা বিশ্বাস করি কও আমারে? প্রতিটি মুহূর্তে তোমার বলা কথা,
তোমার প্রতিশ্রুতি, তোমার দেওয়া ওয়াদা,
তোমার সেই অলিখিত চুক্তিতে বিশ্বাসী ভালবাসার সংসার আমাদের। বুকের ভেতর জড়ায় ধইরা সোহাগ কইরা কইতা, তোমার নাকি বুকের দাবি,গাছ তলাতে আমার লগের সংসার ছবি।
মনের লগে মনের সংসার,কথার লগে কথার দরদ , আত্মার লগে জুইড়া থাহা মানুষ। হেই মানুষটা কেমনে মনের দাবি ছাইড়া দেয়? বুক ছিড়া অন্য বুকে ঠাই লয়? হেই মানুষটা কেমন কইরা আত্মা ছিড়া অন্য আত্মায় জোড়া পায়? একটুও কি মায়া হয়নি?
খাচার ভেতর পাখি পুষলে মায়া হয়, কুকুর বেড়াল পুষলে হারায় গেলে মইরা গেলে কা
আপনি আরেকটু পাশে থাকতে পারতেন,আদরে অনাদরে রাখতে পারতেন !
আপনি আরেকটু কাছে আসতে পারতেন আকাশ গহীনে হারাতে পারতেন!
আপনি চাইলে আমাদের গল্পের একটা নাম হতে পারতো, ইতি থেকে সব শুরু হতে পারতো!!
আপনি চাইলে আকাশের বুকে তারারা খেলা করতে পারতো, আপনি চাইলে চাঁদ হয়ে ধরা দিতাম আপনার হাতে,,
আমার সময় গুলো এখন আপনার ইচ্ছের বিরুদ্ধে কাঁটে,নিজেকে ঘৃণা লাগে এখন, অনুশোচনা হয় নিজের উপর। কি এমন করলে অপেক্ষাকারা উপেক্ষা গুণতো না..?
আমার এখন আর দুঃখ লাগেনা, কারণ আমার দুঃখরাও কাঁচের টুকরার মতো টুকরা টুকরা হইয়া গেসে !! 💔🥀
হুমায়ূন আহমেদ স্যারের এই কথাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কাইকে মনে পরছে ফোন করো,
কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও, কাউকে ভালোবাসো বলে দাও সময় নেই, পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা তার কোন গ্যারান্টি নেই, অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তে নেই
কিন্তু স্যার হয়তো জানতেন না কিছু কিছু মানুষ তার ব্যবহার তার কার্যকলাপের মধ্য দিয়ে এমন একটা গণ্ডি তৈরি করে ফেলেছে তাদেরকে আর ফোন করতে ইচ্ছা হয় না। যেখানে ফোন দিলে আত্মসম্মান বিক্রি করতে হয় সেখানে আমার মনে হয় কখনোই ঘুরে তাকানো উচিত না।
বুকের এক পাশে ফুলের চাষ, অন্য পাশে দীর্ঘশ্বাস 💔🥀
ভালোবাসা সুন্দর যদি মানুষ টা সঠিক হয়❤️🥀