Rubel hossain

Rubel hossain সালামুআলাইকুম এই পেজটা নতুন সবাই একটু ফলো করে দিবেন প্লিজ আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ

29/12/2024

সৌন্দর্য কখনো মানুষের চেহারা বা গায়ের রঙে থাকে না; মানুষের মনে; ব্যবহারে আর ব্যক্তিত্বে! 🖤

29/12/2024

তবুও ভালবাসি ভালবেসে যাবো 😢😢😢 কিন্তু কখনোই আর আটকাবো না সে ভাল থাকুক 😢 কখনো যোগ্য মনে হলে যাতে আসতে পারে সেই ব্যবস্থা করবো 😢

29/12/2024

আমার নাম্বারটা ডিলিট করে দিও,
আমিও করে দিবো! আইডি থেকেও ব্লক করে দিও,
তোমাকে চ্যাট এ দেখলে টেক্সট করতে ইচ্ছে করবে,
তাই তুমিই ব্লক করে দাও,
যাতে মন চাইলেও আমি আর নক করতে না পারি! 🌸 কি লাভ হয় এই কথা গুলো বলে? সেই অন্যের আইডি থেকে হলেও লুকিয়ে চেক করাই হয়,
আর নাম্বারটা তো মুখস্থই,
ডিলিট করে কি লাভ! 🖤 কি অদ্ভুত আমরা! 🙂

29/12/2024

অতিরিক্ত এক্সপেকটেশন আমাদের জীবনে হতাশা বয়ে আনে! সুতরাং সব কিছুতে এক্সপেকটেশন অল্প রাখবেন দিনশেষে ভালো থাকবেন!

29/12/2024

একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশন সৎ থাকতে চায়,
একজন নিয়ে পরে থাকেতে চায়,
নিজের কিছু গোপন করে না,
লুকায় না,
একটা মিথ্যা বলতে গেলে দশবার ভাবে,
একেবারে তার মতো চলে,
নিজের ব্যাক্তিত্ব বলতে কিছু নাই,
তাদের সম্পর্ক টিকে না! দিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমানিত হয়! তারা অল্পেই ভেঙে পড়ে! আর ওইদিকে খারাপরাই ভালো থাকে সবসময়,
খারাপরাই ভালবাসা পায়,
খারাপরাই সার্থক হয়! 🖤

29/12/2024

একটিভ স্ট্যাটাস অফ করে রাখা,
একটা নেশার মতো! যার একবার এই নেশা হয়ে যায়,
সে আর এটা থেকে বের হতে পারেনা! আজীবন ই একটিভ স্ট্যাটাস অফ করে রাখে! ~উমেদ🌸

29/12/2024

দেখবেন যে আপনাকে বুঝে ,
সময় দেয় এমন অনেক মানুষ ই আছে আশেপাশে।
এদের কাউকেই আপনার ভাল্লাগে না।
আপনার ভাল্লাগবে এমন একটা বাল রে,
যে বালডা আপনাকে বাল ও বুঝেনা!

29/12/2024

হঠাৎ করে রাগ উঠে যায়! আবার হঠাৎ করে রাগ চলে যায়!😒 হ্যাঁ,
এটাই আমি!🙂

29/12/2024

রাগিয়ে দেওয়ার পর,
রাগ করছো? আর মন খারাপ করে দেওয়ার পর কি হইছে?মন খারাপ? বলা মানুষগুলোকে প্রাণভরে থাপড়াইতে চাওয়া আমার মন।
😒

29/12/2024

ভোরের পাখি উঠলো ডাকি
সূর্য দিলো আলো।
রবির আগে উঠো জেগে
দিনটা কাটুক ভালো।
হৃদয় ঘরে মিষ্টি সুরে
বলবে পাখি এসে,
বন্ধু সুজন হোকনা কূজন
থাকবো ভালোবেসে।

28/12/2024

একটা সময় পরে কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও তাকে বলা হয় না- তোমাকে আমার প্রয়োজন কাউকে প্রচণ্ড ভালো লাগলেও তাকে জানানো হয় না- তুমি মানুষটা আমার খুব পছন্দের কাউকে খুব করে চাইলেও তাকে একবারের জন্যও মুখ ফুটে বলা হয় না- আমার সাথে আজীবন থেকে যাও না,
প্লিজ. মনের অবস্থা শত খারাপ হলেও কাউকে বলা হয়না- আমার মনটা আজ খুব খারাপ নিজের পক্ষে করা কঠিন কাজগুলোর দায়ভারে পিষ্ট হলেও জানানো হয়না- আমি আর সহ্য করতে পারছি না কষ্টের তীব্রতায় বুকফেটে কান্না আসলেও কাউকে বলা যায় না- আমার ভেতরটা না,
ভেঙে-চুরে যাচ্ছে কারো জন্য বুকের ভেতর অনেক খানি ভালোবাসা লুকিয়ে রাখলেও তার সামনে আর প্রকাশ করা হয় না।
আবার,
কোন কারণে প্রচণ্ড কষ্ট হলেও ঠোঁটের কোণে মেকি হাসি দিয়ে সব কষ্টকে বুকের ভেতর চেপে দেওয়া হয়।
আমরা হয়তো অনুভুতিকে প্রকাশ করা বন্ধ করে দেই।
অথচ আমরা কিনা মনের ভেতরে প্রতিটা অনুভুতিই অনুভব করি।
আর সেসব অনুভুতিকে অপ্রকাশিত করে রাখার পেছনে থাকে অনেক তিক্ত কারণ।
যেসব কারণে আমরা স্পষ্টভাবে জেনে যাই যে--- সামনে মানুষটা বোঝার ভান করলেও,
আসলে সে কিছুই বোঝে না।
দিনশেষে নিজের বলে জানা,
নিজের কথা বলা,
নিজেকে বোঝার মতন বিশ্বস্ত মানুষটার বড্ড অভাব।
~আফসানা জামান তুলতুলি

28/12/2024

অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।

ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।

মাঝে মাঝে স্মরণ করলে,
সম্পর্কটা মিষ্টি হয়।

28/12/2024

আকাশ কুলে মেঘ করেছে
সূর্য ঠাকুর ঘুম দিয়েছে
পাখিরা সব বাসায় গেছে
শুভ রাত্রি হয়ে এসেছে

28/12/2024

যখন কেউ কারো জন্য কাঁদে .,
সেটা হল আবেগ. ,

যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারণা,

আর যখন কেউ কাউকে
কাদিয়ে নিজেও কেঁদে ফেলে !! সেটাই হলো প্রকৃত ভালবাসা .,

কাউকে ভালবাসি বোঝার.,
সবচেয়ে বড় অনুভূতি হল.,
তাকে ভেবে কান্না করা।

28/12/2024

ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো.,
হয় না কখনো মলিন.,
হয় না ধূসর কিংবা বর্নহীণ.,
যা শুধু রংধনুর রঙে রঙিন.,
হোক না সেটা এপার কিংবা ওপারের.,
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা !!

28/12/2024

একটা মেয়ে একটি ছেলেকে যত
বেশী ভালোবাসে.,
তার
চোখের দিকে তাকাতে সে তত
বেশী লজ্জা বোধ করে।

আর একটা ছেলে একটা মেয়েকে যত
বেশী ভালোবাসে.,
তার
বেশী সে তার ভালোবাসার
মানুষটিকে হারানোর
ভয়ে ভীত থাকে

28/12/2024

তোমরা আমার গার্ল-ফ্রেন্ড কে
মনের কথা শেয়ার কর আন-লিমিটেড -
১.বাংলা = আমি তোমাকে ভালবাসি
২.ইংরেজি = আই লাভ ইউ
৩.ইতালিয়ান = তি আমো
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ
৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন
৭.জার্মান = ইস লিবে দিস
৮.রাখাইন = অ্যাঁই সাঁইত

28/12/2024

সামান্য ভুল
কিংবা জমে থাকা অভিমানে .,
আমার ভালবাসার প্রতিদান
তুমি এভাবে দিলে?
তোমার হাসিটা দেখব
বলে আমি আজও
অপেক্ষায়
থাকি .,
আমি জানি সে হাসিটা আমার সব
দুঃখ
ভুলিয়ে দেবে ।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel hossain:

Videos

Share