A Common Indian Citizen

  • Home
  • A Common Indian Citizen

A Common Indian Citizen যা ভাল মনে হয় লিখি...

29/06/2021

😊😊

24/06/2021
😊😊😊
10/06/2021

😊😊😊

A chaiwala from Maharashtra sends Rs 100/- money order with letter to PM modi, asking him to get shaved.

He says, "This is the time to increase employment opportunities & healthcare infra but not beard".

08/06/2021
30/05/2021
13/05/2021

This is what terrorist is doing in Gaza.

12/05/2021
11/05/2021

Doctors in India are warning against the practice of using cow dung in the belief it will ward off COVID-19, saying there is no scientific evidence for its effectiveness and that it risks spreading other diseases.

Fake news alert!!
05/05/2021

Fake news alert!!

WB police says the news of gangrape was fake. Wonder how many Bhakts who would put UP police's version of things as proof of truth will accept this one.

কোটি কোটি টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে নেতাদের মাথায় পুষ্পবৃষ্টি করানো যায়, কৃত্রিম উচ্ছ্বাস তৈরি করা যায়,...
03/05/2021

কোটি কোটি টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে নেতাদের মাথায় পুষ্পবৃষ্টি করানো যায়, কৃত্রিম উচ্ছ্বাস তৈরি করা যায়, কিন্তু তাতে মানুষের মন পাওয়া যায় না। কুপুন ছড়িয়ে জনসভায় ভিড় জমিয়ে ‘দিদি অ দিদি’ হাঁক ছেড়ে অশিক্ষিত লোকজনের হাততালি পাওয়া যায়, কিন্তু বাংলা জয় করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো ভেবেছিলেন, গুজরাত, উত্তরপ্রদেশের স্টাইলেই বাংলার দখল নেবেন। কিন্তু, বাংলা অন্য ভাষায় কথা বলে। বাঙালি শুধু আত্মাভিমানী নয়, প্রতিবাদীও। আঘাত করলে প্রত্যাঘাত করে। নীরবে। বুলেটের জবাব দেয় ব্যালটে। এবারের নির্বাচনে নারীর প্রতি ‘বহিরাগত’দের অপমানের যোগ্য জবাব দিয়েছে বাংলা। বাঙালির কাছে ‘দিদি’ শব্দটি মায়ের মতোই পবিত্র। ভ্রাতৃদ্বিতীয়ার দিনে দিদির আশীর্বাদ পাওয়ার জন্য বাংলার প্রতিটি ঘরে চলে বছরভর অপেক্ষা। সেই ‘দিদি’ শব্দটিকে নরেন্দ্র মোদি উপহাসের জায়গায় নিয়ে চলে গেছেন। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছোট করেননি, বাংলার নারী জাতিকে অপমান করেছেন। বর্ষীয়ান মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর এমন অশোভন কটাক্ষ বাংলার মা, বোনেরা ভালো চোখে দেখেননি। কমিশনে নালিশ জানানোর পরেও প্রধানমন্ত্রী বিরত হননি। উল্টে হাততালির লোভে প্রতিটি সভায় বারবার ‘দিদি অ দিদি’ বলে মমতাকে বিদ্রূপ করেছেন।
বিজেপি নেতা-কর্মীদের কাছে নরেন্দ্র মোদি ‘মহাজ্ঞানী’। তাঁর যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা চালিয়েছেন দিলীপ ঘোষ। তিনিও দিনের পর দিন মহিলা মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। জখম মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার পরামর্শ দিয়ে অশিক্ষিত ভক্তকুলের হাততালি পেয়েছেন। মমতাকে কুরুচিকর আক্রমণ করে সিপিএম নেতা অনিল বসুও হাততালি কুড়িয়েছিলেন। কিন্তু, মানুষ তাঁকে ঘৃণাভরে প্রত্যাখান করেছিল। দিলীপবাবু তা থেকে শিক্ষা নেননি। তাই বাংলার নারীরা তাঁদের সমুচিত শিক্ষা দিয়েছেন। তাই মোদিজির কাছে সনির্বন্ধ অনুরোধ বাংলার মহিলাদের ‘দিদি অ দিদি’ বলে আর অপমান করবেন না।
ভোটের হাওয়ার বোঝার জন্য তীব্র গরমের মধ্যেও আমরা জেলায় জেলায় ঘুরেছি। ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিকরাও করোনার ভয় উপেক্ষা করে মানুষের কাছে গিয়ে মাটির গন্ধ নিয়েছেন। তা থেকে বোঝা যাচ্ছিল, মহিলা ভোটের সিংহভাগ যাচ্ছে মমতার দিকে। শুধু তৃণমূল নেত্রীকে অপমানের কারণেই নয়, বাংলার নারীদের জন্য মুখ্যমন্ত্রীর একের পর এক প্রকল্প তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর প্রকল্প চালু করে তিনি বাংলার মেয়েদের কাছে ‘দিদি’, প্রকৃত আপনজন হয়ে উঠেছেন। তাই মোদি বঙ্গে এসে যত ‘দিদি অ দিদি’ বলে কটাক্ষ করেছেন বাংলার মা, বোনেরা তত বেশি করে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়েছেন।
বিজেপি তৃণমূল নেত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য যখন বাংলার মা, বোনেদের অসম্মান করেছেন, তখন তৃণমূলনেত্রী তাঁদের সম্মানের ডালি উপহার দিয়েছেন। মমতা জানেন, সংসারে অবহেলিত নারীদের মর্যাদা দিতে হবে। তবেই সমাজ এগবে। তাই স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের মহিলাদের নামে। এতবড় সম্মান মমতার আগে আর কেউ তাঁদের দেননি। মাসে ৫০০ টাকা হাত খরচ দেওয়ার ঘোষণায় প্রমাণ হয়েছে, অভাবী পরিবারে মায়ের ব্যথা তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছেন। তাই বাংলার নারীরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তৃণমূলনেত্রীর প্রতিটি জনসভায় মহিলাদের বিপুল উপস্থিতিই ছিল তার জ্বলন্ত প্রমাণ।
এবার মহিলা ভোট যে তৃণমূলের দিকে যাচ্ছে, সেকথা ‘বর্তমান’ বারেবারে লিখেছে। আমরা মাঠে ময়দানে ঘুরে সাংবাদিকতা করি। আমরা মানুষের মন বোঝার চেষ্টা করি। মাটির মানুষের মনের কথা কাগজে লিখি। তার জন্য কেউ কেউ হয়তো আমাদের গায়ে কোনও রং লাগানোর চেষ্টা করে। কিন্তু মানুষের রায় প্রকাশ্যে এলে প্রমাণ হয়ে যায়, আমরা কারও তাঁবেদারি করছি, নাকি মানুষের কথা বলছি।

রিপোর্ট - তন্ময় মল্লিক,বর্তমান

01/05/2021

শনিবার লন্ডন থেকে পুনাওয়ালা জানান, কোভিড ভ্যাকসিন নিয়ে অত্যন্ত চাপে থাকার কারণে তিনি দেশ ছেড়েছেন।

চোর!!
30/04/2021

চোর!!

চার্টার্ড বিমান থেকে বাক্স বাক্স রেমডিসিভির নামিয়ে গাড়িতে তোলার ভিডিয়ো নিজেই পোস্ট করেছিলেন বিজেপি সাংসদ।

https://www.anandabazar.com/editorial/essays/rss-and-bjp-s-fundamental-culture-is-traditionally-anti-bengali/cid/1275790...
14/04/2021

https://www.anandabazar.com/editorial/essays/rss-and-bjp-s-fundamental-culture-is-traditionally-anti-bengali/cid/1275790?fbclid=IwAR2-FQBqarzwfQjOBOvw3SHHH8fnS3i7bvdMkqn8wyMOo8G8BWeRrfDq-QE

আরএসএস ক্যাম্পে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি শহিদদের অবদান নিয়ে বিন্দুমাত্র আলোচনা হয় না। কিন্তু শিবাজি আর...

14/04/2021

পশ্চিমবঙ্গে এইরকম চাইলে বিজেপিকে ভোট দিতে পারেন।

09/04/2021

🤣🤣🤣

বেচুরাম!!!
08/04/2021

বেচুরাম!!!

এবার পশ্চিমবঙ্গের ওপর নজর পড়েছে। সব বেচে দেবে বেচারাম।

06/04/2021

🤣🤣🤣

28/03/2021

🛑👇👇হ্যাঁ আপনার বাচ্চা অল্প খরচেই কেন্দ্রীয় বিদ্যালয় গুলোতে পড়তে পারে। তার জন্য আপনার এই পোস্ট টি অবশ্যই পড়া উচিত 🛑👇👇

কেন্দ্রীয় বিদ্যালয়ের খুটিনাটি -
♦♦♦ প্রতিটি জেলায় এক বা একাধিক কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। এতে ভর্তির জন্য সাধারণত ফেব্রুয়ারিতে ফর্ম ছাড়া হয় এবং ৩১ শে মার্চ এর মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে এপ্রিলে নুতন ক্লাসে পড়াশোনা শুরু হয়। ( এবছর করোনার জন্য লেট হয়েছে)

♦এতে ভর্তির জন্য ২ ধরনের পদ্ধতি রয়েছে
১. পরীক্ষার মাধ্যমে ভর্তি।
২. বিভিন্ন সূত্রের সুপারিশ (যেমন, প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যালয় কর্মী, সেনা কর্মী, বিভিন্ন পদক বিজেতা ইত্যাদি এবং লোকসভায় MP এর সুপারিশ)

♦ এবার আলোচনা করি লোকসভার MP এর ভূমিকা -
♦প্রতিটি MP নিজ লোকসভার অন্তর্ভুক্ত ১০ জন করে গরীব এবং পিছিয়ে পড়া সমাজের ছাত্র ছাত্রী কে প্রতি বছর ভর্তির জন্য সুপারিশ করেন (ক্লাস ১-ক্লাস ৯ পর্যন্ত) । যদি সেই লোকসভায় কোনো কেন্দ্রীয় বিদ্যালয় না থাকে তাহলে পাশের যেকোনো ২টি কেন্দ্রীয় বিদ্যালয়ের একটিতে ভর্তির সুযোগ করে দেন।
♦আর রাজ্যসভার MP সারা দেশের যেকোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করাতে পারেন।
🚩এই সমস্ত ছাত্র ছাত্রী রা মাত্র ৫০০ টাকা মাসিক বেতনে উন্নত শিক্ষা পেয়ে জীবন গড়ে তোলার সুযোগ পায়।

⭐⭐⭐ একটু নজর করলে বুঝতে পারবেন পিছিয়ে পড়া সমাজের ছাত্র ছাত্রী খুব নগন্য সংখ্যক, অর্থাৎ উনি সুপারিশ করেননি , এর জন্য শুধুমাত্র উনি দায়ী নন আমি আপনি সমানভাবে দায়ী। আমরা জানার পরও সমাজকে সচেতন করিনি।

♦♦♦ আমাদের রাজ্যে ৪২ জন লোকসভার এবং ১৬ জন রাজ্যসভার MP। মোট ৫৮ জন ৫৮০ জন ছাত্র ছাত্রী কে ফ্রিতে ভর্তির সুপারিশ করেন। পিছিয়ে পড়া সমাজের খুব বেশি হলে ২০-২৫ জন সুযোগ পায়, কেবল প্রচারের অভাবের জন্য।

⭐⭐⭐আসুন আমরা এলাকায় প্রচার করি আমাদের ছেলেরা যাতে সুযোগ পায়, উন্নত জীবন গড়েতুলতে পারে।

🚩 এবছরের (2021-22) বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আবেদন শুরু হচ্ছে ১ এপ্রিল ২০২১ থেকে। আপনার বাচ্চার ভর্তির জন্য অনলাইনে আবেদন করে, নিজ নিজ লোকসভার MP এর সঙ্গে যোগাযোগ করুন। কোনোমতে হাল ছাড়া চলবে না, নাহ্য দাবি আদায় করতেই হবে।

♦♦♦ কেন্দ্রীয় বিদ্যালয়ের ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংকগুলি দেখুন,
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Schedule%202021-22_3.pdf

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Guidelines%202021-22_2.pdf
( শেয়ার করে ছড়িয়ে দিন)

অসংখ্য ধন্যবাদ ❤️

28/02/2021
14/02/2021
14/02/2021

অসমে কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ কার্যকর করা হবে না: প্রথম নির্বাচনী সভায় বললেন রাহুল নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: অসমে ...

27/01/2021
30/12/2020

All processions were led by rightwing organisations from state's Malwa-Nimar region, a stronghold of the Rashtriya Swayamsevak Sangh.

Address


Alerts

Be the first to know and let us send you an email when A Common Indian Citizen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share