Ignite Career

  • Home
  • Ignite Career

Ignite Career Assalamu alaikum,
Welcome to my Page. My name is Md Zahidul Islam. In this page, I upload several kinds of videos. I hope you will know new information from me.

such as Study Hack, Computer Hacks, Book review, and so on. Thanks

01/04/2024

ঈদে সবাই সাবধান থাকবেন বিশেষ করে যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন:

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

কপি পোস্ট: ওসি হাসানুজ্জামান

23/04/2023

ইদ মোবারক

02/04/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

06/07/2022

🟩 ডিম আর আপেল পাশাপাশি রাখুন, দেখবেন বেগুন হয়ে গেছে।
Egg : ডিম।
Apple : আপেল।
Eggapple : বেগুন।

🟥 মহিলার পাশে আংগুল রাখুন, দেখবেন ঢেঁড়শ হয়ে গেছে।
Lady's : মহিলা।
Finger : আঙ্গুল।
Lady'sfinger : ঢেঁড়শ।

🟨 শক্ত খুঁটির সারি দিয়ে কিভাবে চড়ুই পাখি হয় দেখুন।
Spar : শক্ত খুঁটি।
Row : সারি।
Sparrow : চড়ুই পাখি।

🟫 সাথে দাঁড়ালে কিভাবে প্রতিরোধ হয় দেখুন।
With : সাথে।
Stand : দাঁড়ানো।
Withstand : প্রতিরোধ করা।

🟩 কাজ আর দোকান মিলে কিভাবে কারখানা হয় দেখুন।
Work : কাজ।
Shop : দোকান।
Workshop : কারখানা।

🟨 হাত ও কিছু দিয়ে সুদর্শন বানাতে চান তাহলে :
Hand : হাত।
Some : কিছু।
Handsome সুদর্শন।

🟥 কথা আর খেলা মিলে কিভাবে বুদ্ধিদীপ্ত হয় দেখুন।
Word : কথা।
Play : খেলা।
Wordplay : বুদ্ধিদীপ্ত।

🟫 পৃথিবী আর পোকা মিলে কিভাবে নীচব্যক্তি হয় দেখুন।
Earth : পৃথিবী।
Worm : পোকা।
Earthworm : নীচব্যক্তি।

🟩 কৌশল ও তার সমন্বয়ে কিভাবে পাখির পালক হয় দেখুন।
Feat : কৌশল।
Her : তার।
Feather : পাখির পলক।

🟥 দেখ ও একটি পাশাপাশি বসে কিভাবে ঋণ হলো।
Lo : দেখ।
An : একটি।
Loan : ঋণ।

🟫 বাহির আর প্রবণতা মিলে কিভাবে সমাজচ্যুত হয় দেখুন।
Out : বাহির।
Cast : প্রবণতা।
Outcast : সমাজচ্যুত।

🟨 বাহিরের সাধারণ দক্ষতা দিয়ে কিভাবে উৎপাদন হয় দেখুন।
Out : বাহির।
Turn : সাধারন দক্ষতা।
Outturn : উৎপাদন।

🟩 বাইরে খ্যাতি দিয়ে কিভাবে অসাধারণ হয় দেখুন।
Out : বাইরে।
Standing : খ্যাতি।
Outstanding : অসাধারণ।

🟨 ভালো আচরণ বাইরে প্রকাশ পেলে সেটাই হয় সাজসজ্জা।
Turn : ভালো আচরণ।
Out : বাহির।
Turnout : সাজসজ্জা।

🟥 ততক্ষণে দৃষ্টির সীমা কিভাবে নিদর্শন সৃষ্টি করলো দেখুন।
To : ততক্ষণে।
Ken : দৃষ্টিসীমা।
Token : নিদর্শন।

🟫 কাঠেরখন্ড ও মাথা একসাথে মিলে কিভাবে নির্বোধ হয় দেখুন।
Block : কাঠের খোদাই।
Head : মাথা।
Blockhead : নির্বোধ।

🟩 দশ ও পিঁপড়া মিলে কিভাবে ভাড়াটিয়া হয় দেখুন।
Ten : দশ।
Ant : পিঁপড়া।
Tenant : ভাড়াটিয়া।

🟫 তার কৌশল মিলেমিশে কিভাবে হৃৎপিণ্ড হয় দেখুন।
He : তার।
Art : কৌশল।
Heart : হৃৎপিণ্ড।

🟨 অনুসন্ধান আর মানুষ মিলে কিভাবে পাহারাদার হয় দেখুন।
Watch : অনুসন্ধান।
Man : মানুষ।
Watchman : পাহারাদার।

Collected

15/05/2022

“Be happy for this moment.
This moment is your life.”
– Omar Khayyam

19/11/2021

Great minds discuss ideas.
Average minds discuss events.
Small minds discuss people.
- Eleanor Roosevelt

”দৃষ্টিভঙ্গি”মানুষের সুখ-দুঃখের মূল অনুভূতি তার চিন্তা শক্তিতে। যে ঘর্টনায় আপনি প্রচণ্ড রেগে যান, সে একই ঘটনায় কেউ কেউ...
27/09/2021

”দৃষ্টিভঙ্গি”
মানুষের সুখ-দুঃখের মূল অনুভূতি তার চিন্তা শক্তিতে। যে ঘর্টনায় আপনি প্রচণ্ড রেগে যান, সে একই ঘটনায় কেউ কেউ হয়তাে খুব স্বাভাবিক আছেন। যে কথায় আপনি খুব কষ্ট পান, অন্য কেউ হয়তাে সে একই কথাকে পাগলের প্রলাপ’ ভেবে বেশ স্বাভাবিক আছে। ঘটনা একই, শুধু চিন্তার ভিন্নতার কারণেই আমরা কেউ সুখি, আর কেউ দুঃখি । বিজ্ঞান মতে আমাদের দুই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে।
১। প্রাে একটিভ বা ইতিবাচক (Positive)
২। রি একটিভ বা নেতিবাচক (Negative)
প্রাে একটিভ মানে হচ্ছে ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে বরং ঘটনাকে নিয়ন্ত্রণ করা। আরাে সহজভাবে বলা যায়, যেকোনাে পরিস্থিতিতে উত্তেজিত বা অতি আবেগপ্রবণ (Emotional) না হয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়া। প্রো একটিভ দৃষ্টিভঙ্গি আপনাকে পরিস্থিতি মােকাবেলায় সহায়তা করবে।
রি একটিভ দৃষ্টিভঙ্গি মানে হলাে, আপনি ঘটনাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে উল্টো নিজেই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হবেন। এ ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের বিপদ ডেকে আনে, ব্যাক্তিত্বকে নষ্ট করে দেয়।
যেকোনাে ঘটনায় আপনি চাইলে পজিটিভ ভাবনায় স্বাভাবিক থাকতে পারেন বা নেগেটিভ ভাবনায় খুব উত্তেজিতও হয়ে যেতে পারেন।
( লেখাটি “রোড টু সাকসেস” বই থেকে নেয়া )
Md Zahidul Islam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র-ছাত্রী টিকা গ্রহনের জন্য ১৯ জুলাই পর্যন্ত তথ্যছক পূরণ করেছিলো এবং যারা করেননি ,সেসকল শ...
19/08/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র-ছাত্রী টিকা গ্রহনের জন্য ১৯ জুলাই পর্যন্ত তথ্যছক পূরণ করেছিলো এবং যারা করেননি ,সেসকল শিক্ষার্থী অর্থাৎ সবাই "সুরক্ষা" এ্যাপস/ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।
যেভাবে রেজিষ্ট্রেশন করবেনঃ

1. উক্ত ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/enroll) প্রবেশ করুন।
2. শ্রেণি নির্বাচন করুন (১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রী)
3.জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বক্সে প্রদর্শিত লিখাটি সঠিকভাবে লিখে "যাচাই করুন" অপশনে ক্লিক করুন।
4. এরপর মোবাইল নং, বর্তমান ঠিকানা, যে কেন্দ্র থেকে টিকা নিতে চান সিলেক্ট করে "সংরক্ষণ করুন" এ ক্লিক করবেন।
5.পরবর্তী ধাপে আপনার প্রদত্ত মোবাইল নং এ একটি ওটিপি যাবে,ওইটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
6.এরপর আবারও মোবাইল নম্বরে OTP কোড পাঠিয়ে টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে নিন।
7.নিবন্ধন এবং টিকা কার্ড ডাউনলোড সম্পন্ন করার পর আপনার ফোনে কিছুদিনের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন,কোন সময়ে আপনার নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করবেন।

আর যদি কিছুই না বুঝে থাকেন তাহলে আপনার বন্ধু /বান্ধবী/ ভাই/ বোন/ চাচা/ মামু,/খালু অথবা নিকটবর্তী কোন অনলাইন ভিত্তিক দোকানের সহায়তা নিতে পারেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল ছাত্র-ছাত্রী জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্যছক পূরণ করেননি তারা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবেন কিনা জানি না তবে চেষ্টা করে দেখতে পারেন

Credit: Cloud School Pro -Learn English Language & Literature

14/08/2021

(ফেসবুকে পাওয়া, আসল পোস্টদাতা কে জানিনা, কেউ জানলে জানাবেন প্লিজ, আমরা ক্রেডিট দিয়ে দেবো)

👉জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।
যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26
তাহলে,,,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%
তুমি যতই পরিশ্রমী হও না কেনো, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না।
Knowledge:
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%
তুমি যতই বিজ্ঞ হও না কেনো, কখনো কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।
Good Luck:
G+O+O+D+L+U+C+K=
7+15+15+4+12+21+3+11=88%
আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো,
তা কোনো কূলেই তোমায় লক্ষ্যে ভেরাবে না।
অর্থাৎ এদের কোনোটাই 100% করতে পারে না, তাহলে সেটা কী যা 100% করতে পারে???
Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%
তাহলে??
সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা সঠিক Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......
Attitude:
A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%
সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে!!

" সহজেই ভোকাবুলারি মনে রাখার টেকনিক "ভোকাবুলারি শেখার সময় আমরা প্রথম যে ভুলটি করি সেটা হলো একটি একটি করে শুধু শব্দের অর...
14/07/2021

" সহজেই ভোকাবুলারি মনে রাখার টেকনিক "

ভোকাবুলারি শেখার সময় আমরা প্রথম যে ভুলটি করি সেটা হলো একটি একটি করে শুধু শব্দের অর্থ পড়া। এই পোষ্টে আমি আপনাদের সাথে সহজেই ভোকাবুলারি মনে রাখার কিছু টেকনিক শেয়ার করবো।

১. একটি শব্দ পড়ার সাথে সাথে সেই শব্দটির অর্থ ও সেই শব্দটির ব্যবহারিক বাক্য পড়া। ( তবে সেটা বাংলা অর্থসহ পড়লে ভাল হয়।) এতে করে বাক্য তৈরি করার এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে শব্দটি ব্যবহার করতে হয় সেটা জানা হয়ে যাবে। এবং ভোকাবুলারি মনে রাখতে সাহায্য করবে।

২. নতুন শব্দ শেখার পর সেইগুলো একটি নির্দিষ্ট খাতায় অর্থসহ লেখা এবং নিজে নিজে প্রত্যেকটি শব্দ ধরে ধরে এক্সাম দেয়া।

৩.নতুন শব্দ শেখার পর বার বার প্র্যাকটিস করতে হবে কারণ আমরা যখন নতুন ভোকাবুলারি শিখি , সেইগুলো খুবই অল্প সময়ের জন্য মনে থাকে। ভোলাবুলারি দীর্ঘদিন মনে রাখার জন্য প্র্যাকটিস করা জরুরি। প্র্যাকটিস করার জন্য খুবই কার্যকরী পদ্ধতি হলো প্রথমদিন নতুন যে শব্দ শিখেছেন সেইগুলো দ্বিতীয় দিনও নতুন শব্দ শেখার আগে রিভিশন দেয়া। এভাবে নতুন শব্দ শেখার পূর্বের শিখা শব্দগুলোতে একবার চোখ বুলিয়ে নেয়া। এতে করে পূর্বের শব্দগুলো বারবার পড়ার কারণে খুব সহজে মনে রাখা যাবে।

৪.প্রতিদিন নতুন কোন পছন্দের টপিকের উপর একটা আর্টিকেল বা বই পড়া। তবে তা প্রথমদিকে সহজ আর্টিকেল দিয়ে শুরু করলে ভালো হবে এবং আর্টিকেল পড়ার সময় কোন শব্দের অর্থ না জানলে সেইটার অর্থ গুগল ট্রান্সলেট থেকে তা খাতায় লিখে রাখা। এবং পরে প্র্যাকটিস করা।

৫.নতুন শব্দ শেখার ও দীর্ঘদিন মনেরাখার অন্যতম আরেকটি টেকনিক হলো ফেসবুক কে ভোকাবুলারি শেখার মাধ্যম হিসাবে নেয়া। যেমন ভোকাবুলারি শেখায় এমন বিভিন্ন পেজ বা গ্রুপ ফলো করতে পারেন।
ধন্যবাদ,
Md. Zahidul Islam ( My Profile )

04/06/2021
15/05/2021
21/04/2021
Udemy এর নতুন পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি, খুবই অল্প সময়ের জন্য।Courses Link:1.Facebook Ads Marketing In Hindi/Urdu 2021htt...
21/04/2021

Udemy এর নতুন পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি, খুবই অল্প সময়ের জন্য।

Courses Link:
1.Facebook Ads Marketing In Hindi/Urdu 2021
https://www.udemy.com/course/facebook-ads-marketing-yasir-ahmed-mba-2021-2022-2023-2024-2025/

2.Make & Sell Udemy Course on Autopilot Marketing (Unofficial)
https://www.udemy.com/course/teach-udemy-passive-income-online-course-creation-hindi-urdu-2021-2022/?couponCode=TUESDAY

3.Python GUI | Project in Python: Build a Sign In system
https://www.udemy.com/course/practical-project-in-python-and-qml3/?couponCode=E2411B6BF3773D247E90

4.adobe-photoshop-cc-basic-photoshop-training
https://www.udemy.com/course/adobe-photoshop-cc-basic-photoshop-training/?couponCode=E663CCD84F7E8C0648E5

5.Master all the MS Excel Macros and the basics of Excel VBA
https://www.udemy.com/course/master-all-the-ms-excel-macros-and-the-basics-of-excel-vba/?couponCode=2BC4762E9ADA4A055BB0

Learn the Basics of Adobe Photoshop CC 2020 No Prior Knowledge Required

Udemy New courses link..........1.Natural Language Processing Real-World Projects in Pythonhttps://www.udemy.com/course/...
20/04/2021

Udemy New courses link..........

1.Natural Language Processing Real-World Projects in Python
https://www.udemy.com/course/natural-language-processing-real-world-projects-in-python/?couponCode=APR_MID

2.सीखें Javascript Programming हिन्दी में
https://www.udemy.com/course/learn-javascript-step-by-step-in-hindi/?couponCode=3D294277CD80F25AA9E8

3.Complete Wordpress Website Developer Course
https://www.udemy.com/course/the-complete-wordpress-developer-course-w/?couponCode=9073651EAD11FBEF4FF0

4.Drupal For Absolute Beginners (2021)
https://www.udemy.com/course/drupal-masterclass/?couponCode=D61D09D5C87D1CAE3ACB

Learn WordPress step by step to make beautiful blogs, websites,e-commerce sites to start your business ONLINE.

Hello Guys, New Free Courses Is Coming. Checkout all those courses. What is best for you?Courses Link:1.JavaScript - Bas...
20/04/2021

Hello Guys, New Free Courses Is Coming.
Checkout all those courses. What is best for you?

Courses Link:

1.JavaScript - Basics to Advanced [step by step (2021)]
https://www.udemy.com/course/javascript-basics-to-advanced/?couponCode=FREEAPR3

2.Instagram Marketing Instagram 2021 Zero To Hero In 14 Hours
https://www.udemy.com/course/instagram-marketing-instagram-2021-zero-to-hero/?couponCode=FREEFULLY

3.WonderShare Filmora 9 : 2 Hours Mastery Short Course.
https://www.udemy.com/course/wondershare-filmora-9-short-course/?couponCode=FREEUNLIMITED

4.Growth Hacking A-Z: Definitive Growth Hacking Strategy 2021
https://www.udemy.com/course/growth-hacking-strategy/?couponCode=71357F9CE6A18F728AD4

5.Adobe Premiere Pro Audio Editing A Masterclass
https://www.udemy.com/course/adobe-premiere-pro-audio-editing-a-masterclass/?couponCode=PREMIEREPRO

6.Learn PSD to HTML : Responsive Portfolio Website Design
https://www.udemy.com/course/psd-to-html-responsive-portfolio-template/?couponCode=FRIENDS99

Learn PSD to HTML from scratch by designing the PSD template and Converting it to HTML/CSS website with Awesome Features

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ignite Career posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ignite Career:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share