Heaven Studio

  • Home
  • Heaven Studio

Heaven Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heaven Studio, Music production studio, .

17/05/2021

ইসরাইলি আক্রমন এবং হামাসের হুসিয়ারী.














#シェイクの近所を救う。







#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطينيه

হঠাৎই বুকের ভেতরটা কেঁপে উঠেছে💔হুজুরের সাথে আমার এবং ভাইয়ের হৃদয়ের একটা সম্পর্ক ছিলো.আমার ভাইয়ের জানাযার সময় (মিজানুর রহ...
10/05/2021

হঠাৎই বুকের ভেতরটা কেঁপে উঠেছে💔
হুজুরের সাথে আমার এবং ভাইয়ের হৃদয়ের একটা সম্পর্ক ছিলো.
আমার ভাইয়ের জানাযার সময়
(মিজানুর রহমান 🔍➖https://www.fb.com/groups/mrh.tooyoung.todie) মিরগন্জ বাজার জামে মসজিদের সামনে হুজুর বলেছিলেন, “ছেলে তো অনেকই হয়, তবে মিজানের মতো ছেলে কমই দেখেছেন”

মরহুম আব্দুল কাদের হুজুরের নামাজের জানাজা:
স্থান: মুন্সিগঞ্জ, সিরাজদিখান, মধ্যম শিয়ালদিঘির পাড় জামে মসজিদ
🔴সরাসরি➖https://fb.watch/5q2Mj8EYOC/

আব্দুল কাদের হুজুর ঢাকা নিউরোলজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আর হুজুরের পেছনে আমরা নামাজ পড়া হবে না😥
আব্দুল কাদের হুজুর তাঁর জীবনের অর্ধেক সময় মীরগঞ্জ বাজার মসজিদ এবং হাফিজিয়া মাদরাসার পেছনে ব্যয় করেছেন। এই সুন্দর মসজিদ এবং মাদরাসার আজকের এই যায়গায় আনার পেছনের সবচেয়ে বেশি অবদান এই মানুষটার। দীর্ঘ প্রায় ৩০ বছর নিজ হাতে মসজিদ মাদরাসার তত্ত্বাবধায়ন করেছেন। তার পিছনে হাজার হাজার মুসল্লী নামাজ পড়েছে।
গত ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে হুজুর ব্রেইন স্ট্রোক করেন । এরপর ঢাকা আগারগাঁও নিউরোলজি হাসপাতালে আই সি উ তে ভর্তি হন ।

মহান আল্লাহ্ তা’আলার কাছে প্রার্থনা➖
হুজুরকে এবং মিজান ভাইকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন🤲
কবরের কঠিন মুহুর্তে রক্ষা করেন🤲
আখিরাতের হিসেবগুলোকে সহজ করে দেন🤲
মিযান, পুলসিরাত এবং হাশরের ময়দানের যাবতীয় বিষয়গুলোকে সহজ করে দেন🤲
আমিন🤲🤲🤲

🎯মীরগঞ্জ বাজার জামে মসজিদ➖
https://www.fb.com/মীরগঞ্জ-বাজার-জামে-মসজিদ-371220750187629/

🎯সেলসম্যান শিপ (Salesmanship):কথিত আছে- রম্য লেখক সৈয়দ মুজতবা আলী একবার একটি স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ডায...
30/04/2021

🎯সেলসম্যান শিপ (Salesmanship):

কথিত আছে- রম্য লেখক সৈয়দ মুজতবা আলী একবার একটি স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ডায়মন্ড বল পেন আছে?”
সেলসম্যান মুখের উপর বলে দিলেন, ‘নেই।

লেখক চলে যাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর আবার নিজেই ফিরলেন।
সৈয়দ মুজতবা আলী সেলসম্যানদের বােঝালেন, সেলসম্যানশিপ কী ?

যখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ডায়মন্ড বল পেন আছে কি না, তাদের বলা উচিত ছিল ডায়মন্ড নেই তবে গোল্ডেন, পাওয়ার, ব্রাইট...ইত্যাদি আছে। ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না। সেলসম্যানরা লজ্জিত হলাে কিন্তু শিখল।

কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন। জিজ্ঞেস করলেন, ‘টয়লেট পেপার আছে কি?
সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তর দিলেন,
‘টয়লেট পেপার একটু আগেই শেষ হয়েছে। তবে শিরীষ কাগজ আছে। দেবাে কি?’ 🤔🙂
©️

🎯গৌতম থেকে সাজিদ:হামদর্দ পাবলিক কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র গৌতম চন্দ্র দেবনাথ । সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে । সে তার জীবন-...
29/04/2021

🎯গৌতম থেকে সাজিদ:

হামদর্দ পাবলিক কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র গৌতম চন্দ্র দেবনাথ । সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে । সে তার জীবন-বিধান হিসেবে ইসলামকে বেছে নিয়েছে । তার নতুন নাম সাজিদ আহমেদ । আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলামে সাজিদকে স্বাগতম ।

সাজিদ আহমদ বি বাড়িয়া জেলার, কসবা উপজেলার, মজলিসপুর গ্রামের মেধাবী সন্তান । সাজিদের এই মেধা সে সত্যের সন্ধানে কাজে লাগিয়েছে,আল্লাহু আকবর । আল্লাহ তাঁকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক ও ইসলামের জন্য একজন নিবেদিত মানুষ হিসেবে কবুল করুক ।

🔍 সাজিদ আহমেদ➖ https://www.fb.com/profile.php?id=100044716110166

আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে বলেনঃ

وَ اللّٰهُ یَدۡعُوۡۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۲۵﴾

➖আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে (কোরআন-১০:২৫)
🔹And Allah invites “all” to the Home of Peace (i.e. Paradise/Heaven) and guides whoever He wills to the Straight Path (Quran-10:25)

পৃথিবীর সব মানুষের চিন্তাভাবনা এক রকম হবে না এটাই স্বাভাবিক, তবে সৃষ্টিকর্তা যে একজন তা চিরন্তন । আমাদের পরিবার ও সমাজ জীবন-বিধান পরিবর্তনকে স্বাভাবিকভাবে নেয়না, এবং অনেকাংশে কেউ কেউ অত্যাচারিত হতে দেখা যায় । বেশিরভাগই অত্যাচারিত হয় নিজের পরিবারের মানুষের দ্বারা । এধরণের শারীরিক ও মানসিক অত্যাচার করা কোনোভাবেই সমীচীন নয় । ধর্ম ব্যাপারটা কারো উপর চাপানো যাবে না, ধর্মান্তরিত হলে পারিবারিক এবং সামাজিক চাপও কোনভাবে উচিত নয় ।
সাজিদের পরিবারও তার ইসলাম গ্রহণকে মেনে নিতে পারেনি । শুনেছি তার পরিবার ও প্রতিবেশীরা তাকে খুব চাপ দিচ্ছে ইসলাম ত্যাগ করার জন্য । তার পরিবার সাজিদকে বাসায় আটকে রেখে দিয়েছে । তার পরিবার নাকি গ্রামের সবাইকে বাসায় যেতে নিষেধ করছে! সাজিদের উপর যেন পারিবারিক আর সামাজিক অত্যাচার না হয় । আল্লাহ তায়ালা প্রিয় বন্ধু সাজিদকে ইসলামের জন্য কবুল করুন, ইমানের পথে অবিচল থাকার তাওফিক দান করুন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন । আর সাজিদের পরিবারকেও বুঝার তৌফিক দান করুন । সাজিদের এই আমূল পরিবর্তন তার পরিবার মেনে নিক, আল্লাহ যেন সাজিদকে মুসলিম হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌছে দেন

⭕সাজিদ নামের অর্থ হচ্ছে বিনীত হওয়া, আল্লাহুর ভয়ে সিজদারত । আল্লাহ সাজিদকে বিনয়ী ও উত্তমরূপে সিজদাকারী হিসেবে কবুল করুক । তিনি আমার কওমের এক নতুন সদস্য। তিনি উম্মতে মোহাম্মদী (সাঃ)।

💉আমাদের শিক্ষা:
যতোটা আনন্দের তার চেয়েও বেশি নিজের দিকে তাকানোর সময়, নিজের শিক্ষা গ্রহনের সময় । এটা কত বড় রকমের ত্যাগ, কত বড় সাহসী সিদ্ধান্ত আপনি আমি কল্পনা করতেও কষ্ট হবে । কিন্তু কি আসে যায় এই রকম ত্যাগে, যেখানে সামনে সুশোভিত জান্নাতের অনন্তকালের লক্ষ্য থাকে অন্তরে! এই খবরে আপনি আমার অন্তরে প্রশ্ন আসা উচিত, ইসলাম তো থাকবেই কিন্তু আমি আপনার কন্ট্রিবিউশান কি বা আল্লাহ কি আদৌ তওফিক দিবে! আমাকে দেখে কোন মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা নিচ্ছে নাতো! মানুষের এতো বড় বড় ত্যাগ আল্লাহর জন্য কিন্তু আমি আপনি অন্ততপক্ষে ফরজ কাজগুলো করতে পারছি তো?
আল্লাহ সাজিদকে সামনের বিপদসংকুল পথ নির্ভিঘ্নে পাড়ি দেওয়ার তওফিক দিক । আর আমাদের উপরেও রহমত দিক, আমিন ।
👁‍🗨👁‍🗨Watch these:
The Quran: The Greatest Miracle of All Time! - https://fb.watch/5aC3EkSluR/

The Quran: The Word from Allah: https://fb.watch/5aLy_3c17v/

💉দেশরত্ন মেডিসিন সার্ভিস💊➖ঔষধ পৌঁছে যাবে আপনার ঘরে*সেবাটি শুধুমাত্র ঢাকা মহানগরীর জন্য প্রযোজ্য🔕যোগাযোগ (WhatsApp):🔹+880...
21/04/2021

💉দেশরত্ন মেডিসিন সার্ভিস💊
➖ঔষধ পৌঁছে যাবে আপনার ঘরে
*সেবাটি শুধুমাত্র ঢাকা মহানগরীর জন্য প্রযোজ্য

🔕যোগাযোগ (WhatsApp):
🔹+8801713-545809💬
🔹+8801719-464023💬
🔹+8801710-964691💬

🎤প্রেসক্রিপশন (Prescription)- এর ছবি তুলে উপরের হোয়াটস-অ্যাপ (WhatsApp) নাম্বারগুলোর যেকোনো একটিতে পাঠাতে হবে ।

🔎 www.bsl.org.bd ➖(বাংলাদেশ ছাত্রলীগ)

⭕বিঃদ্রঃ
এটি প্রকৃতপক্ষে কতটুকু সত্য আমি জানি না । আমি ছবিটি ইন্টারনেট (Internet) থেকে পেয়েছি । আপনারা অনুগ্রহ করে যাচাই করে নিবেন ।

💞ধন্যবাদান্তে
Heaven Studio
🔕সাবস্ক্রাইব করুন (SUBSCRIBE TO):
⭕➖http://youtube.com/c/foodieheaven
⭕➖https://www.youtube.com/channel/UC73rfr5n8iUwPN1BE_iLjIQ

PRODUCTIVITY (BUY Baby & Women Dress🔹Bangladesh)
⭕নকশী হাউজ➖https://www.facebook.com/MRBeauticity

👁‍🗨👁‍🗨Recipe & Food Hacks:
Beef Steak Recipe➖https://youtu.be/xwiOsg2jtsE

21/04/2021

গানের কথাগুলো, গানটা একবার শুনেই দেখুন

Watch on YouTube➖https://youtu.be/Pd8hkh8bSIE

RECIPE: Beef Steak (Food Hacks with Mahfuz):
👁‍🗨👁‍🗨➖https://youtu.be/xwiOsg2jtsE

🔕সাবস্ক্রাইব করুন (SUBSCRIBE TO):
⭕➖http://youtube.com/c/foodieheaven​
⭕➖https://www.youtube.com/channel/UC73r...

PRODUCTIVITY (BUY Baby & Women Dress🔹Bangladesh)
⭕নকশী হাউজ➖https://www.facebook.com/MRBeauticity

Watch the Action-Thriller➖https://youtu.be/K8tMA0gyn80🔹সম্পূর্ণ মুভি দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন.SUBSCRIBE on YouTube...
13/04/2021

Watch the Action-Thriller➖https://youtu.be/K8tMA0gyn80

🔹সম্পূর্ণ মুভি দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন.

SUBSCRIBE on YouTube:
⭕➖http://youtube.com/c/foodieheaven
⭕➖https://www.youtube.com/channel/UC73rfr5n8iUwPN1BE_iLjIQ

🔹BUY➖ Baby & Women Dress:
⭕নকশী হাউজ➖https://www.facebook.com/MRBeauticity

LIKE & FOLLOW on Facebook:
⭕➖https://www.facebook.com/MR.FoodieHeaven​
⭕➖https://www.facebook.com/ARH.Revives

V (2020) || Hindi Dubbed Telegu Action-Thriller Movie || Nani, Sudheer Babu, Nivetha Thomas, Aditi Rao Hydari 🔹সম্পূর্ণ মুভি দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন...

🎤স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা➖Fifty Years of Independence and a Golden Line of Progress.🔎সচলায়তন: ক্যানভ...
26/03/2021

🎤স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা
➖Fifty Years of Independence and a Golden Line of Progress.
🔎সচলায়তন: ক্যানভাসে মুক্তিযুদ্ধের গল্প

24/03/2021

🍂লক্ষ্মীপুর

⭕ফেইসবুক লাইভে এসে জজকোর্টের ৫ম তলার ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা!

🎤‘মা আঁই সজ্ঞানে মইরতে যাইতাছি। আঁই তামা চুরি করি ন মা। জীবনে অনেক ভুল কইচ্ছি মা। আঁর মৃত্যুর লাই কেউ দায়ী নাই। আঁই নিজের ইচ্ছায় যাইতাছি মা। অনেক ভুল কইচ্ছি মা। একটা মাইয়ার জীবনও নষ্ট কইচ্ছি । আঁই সুমাইয়ারে বিয়া কইচ্ছি । বিয়া করি সুখী হইতে পাইরতাছি না। আঁর কইলজা হাডি যায়।
আঁর অ্যাকাউন্টে *** হাজার টাকা আছে মা। সোহেল ভাইয়েত্তন তামা চুরি কইচ্ছি , হেতেনে জানে। হেতেনেত্তন হেগুন লওন লাইগতো ন। বাড়ির ড্রয়ারের মধ্যে আঁর এটিএম কার্ড আছে।’ এটিএম কার্ডের পিন নম্বর ***

🎀ফেসবুক লাইভে এসে, পারিবারিক কলহের জেরে (স্ত্রীর সাথে কলহ) লক্ষ্মীপুর জজ কোর্ট ভবনের ০৫ তালা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে রাকিব হোসেন রোমান নামের এক যুবক।

রাকিব হোসেন রোমান লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর মজুপুর এলাকার বাসিন্দা ও পৌরসভার মোটকা মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী ।

Oh Allah! My Lord! I'm Lost.Please, Bring Me Back to You.Oh Allah! My Creator! People left but You're always with Me.You...
22/03/2021

Oh Allah! My Lord!
I'm Lost.
Please, Bring Me Back to You.

Oh Allah! My Creator!
People left but You're always with Me.
You Always seem to Give Me Another Try (Chance).

"Please, Build Me a House in Paradise near You,
And Save Me from the Wrongdoing People.”
📖 At-Tahrim, Verse 11🎀

⭕➖শিক্ষা, দারিদ্র্য, অর্থনীতি, ➖ বিপ্লব, বিশ্বায়ন, মধ্য আয়, ➖সমাজতন্ত্র, বিনিয়োগ📖 কেবল গঠনমূলক শিক্ষাই পারে দেশকে দারিদ্...
26/02/2021


➖শিক্ষা, দারিদ্র্য, অর্থনীতি,
➖ বিপ্লব, বিশ্বায়ন, মধ্য আয়,
➖সমাজতন্ত্র, বিনিয়োগ

📖 কেবল গঠনমূলক শিক্ষাই পারে দেশকে দারিদ্র মুক্ত করতে🍁
📖 দারিদ্র্যতা দূরীকরণে নৈতিক এবং গঠনমূলক শিক্ষাই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ🍁
🎀 শিক্ষা যিনি দান করেন তিনি আলোকিত মানুষ । শিক্ষকের উপরই জাতির ভবিষ্যৎ। কাজেই এত বড় জাতীয় দায়িত্বকে অবহেলা করা উচিত নয় ।

🔹 দারিদ্র্যের সঙ্গে শিক্ষার সম্পর্ক বিপরীতধর্মী ও দ্বান্দ্বিক। সাধারণভাবে চারদিকে তাকালেই এর সত্যতা চোখে পড়ে। আমরা দেখতে পাই, যে মানুষেরা দরিদ্র তারা অধিকাংশই হয় নিরক্ষর, না হয় স্বল্পশিক্ষিত।
শিক্ষা যত কম দারিদ্র্য ততই বেশি। তবে ব্যতিক্রম হিসেবে আমরা কিছু স্বল্পশিক্ষিত ধনী লোককেও দেখতে পাব, যারা দরিদ্র নয়। কিন্তু তাদের এই প্রাচুর্যের পেছনেও তাদের কোনো না কোনো মানসিক শিক্ষা সক্রিয় ছিল।

প্রজন্মের পর প্রজন্ম দরিদ্র জনগোষ্ঠী কি অশিক্ষিতই থাকবে?
দারিদ্র্য দূর করার জন্য চাই শিক্ষা। আর্থিক ও মানসিক দারিদ্র্য দূর করার জন্য আনুষ্ঠানিক বা অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রকৃত ফলপ্রসূ সম্মিলন প্রয়োজন।
🎀 দারিদ্র্যকে দূর করার জন্য শিক্ষাই হোক প্রধান বিনিয়োগ ।

🔎Source Link:
1️⃣➖https://www.protichinta.com/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97➖

2️⃣➖http://baradiup.chuadanga.gov.bd/site/page/4bcb7a73-1c4b-11e7-8f57-286ed488c766/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80➖

⭕🔹 কিছু মহিলা রোগী আমাকে তাদের বয়স দিয়ে পাগল করে দিবে।মেয়েটা অক্টোবরে মায়ের সাথে আসছে  মাইগ্রেন এর চিকিৎসার জন্য।তখন তার...
26/02/2021


🔹 কিছু মহিলা রোগী আমাকে তাদের বয়স দিয়ে পাগল করে দিবে।
মেয়েটা অক্টোবরে মায়ের সাথে আসছে মাইগ্রেন এর চিকিৎসার জন্য।
তখন তার বয়স ছিলো ১৬ বছর।

আজ আবার আসলো অন্য সমস্যার চিকিৎসার জন্য।
তার রোগের বিবরণ শুনার পর বয়স লিখতে গিয়ে তাকিয়ে দেখি মেয়েটার মায়ের কোলে একটা এক বছর বয়সী ছেলে বাচ্চা।
আমি ভাবলাম মেয়েটার ভাই হবে।
মায়ের কোলে ভাই থাকাই স্বাভাবিক।
বাচ্চাটা কেবল মায়ের কোল ছেড়ে মেয়েটার কোলে আসতে চায় দেখে জিজ্ঞাসা করলাম আপনার কি হয় বাচ্চাটা?
ভাই?

মেয়েটা লজ্জা পেয়ে বললো, না স্যার আমার ছেলে।
আমি তাকিয়ে আছি মেয়েটার চেহারার দিকে আর ১৬ দিকে।
বললাম, আপনার বয়স তো ১৬ বলছেন আগে।
আপনার বয়স কত?
মেয়েটা বলে কি আমার বয়স ২০ বছর।
আমি জিগাইলাম আগে যে ১৬ বলছেন।
বললো, তখন ১৬ ছিলো।

৪ মাসের ব্যবধানে ১৬ থেকে ২০ হয়ে গেলেন?
এক বাচ্চার মা ও হয়ে গেলেন।
ছেলের বয়স এক বছর হয়ে গেলো।
মেয়েটা আমাকে বিস্মিত করে বললো, বয়স বেশি বলতে শরম লাগে।
মেয়েটার শরম দেখে আমারও শরম পেয়ে গেলো।
😋😋😋

©আহমেদ জোবায়ের🍁
🔎https://www.fb.com/profile.php?id=100043962786412

⭕⭕আমাদের সন্তানের সাথে যেন আমরা এরকম আচরণ না করি🤲🍂⭕➖বউয়ের জামা কাপড় ধুয়ে দিলে স্বামীর মানসম্মান চলে যায় না মা। আপনি তখন ...
18/02/2021


⭕আমাদের সন্তানের সাথে যেন আমরা এরকম আচরণ না করি🤲🍂


➖বউয়ের জামা কাপড় ধুয়ে দিলে স্বামীর মানসম্মান চলে যায় না মা। আপনি তখন আমাকে ডাকছিলেন তাই আপনার ছেলে বলল, তুমি গিয়ে দেখো মায়ের কি দরকার। আমি জামাকাপড় ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি। এতে মানসম্মান কেনো যাবে মা?

শাশুড়ি মা রাগি স্বরে বললেন, তো তুমি এখন আমার মুখে মুখে তর্ক করবা নাকি বউ! স্বামীরা ঘরের কাম করবো ক্যান? তারা হইলো ঘরের কর্তা। তাগো হুকুম পালন করাই আমগো বউগো ধর্ম। আমার ছেলেরে দিয়া ঘরের কাম একদম করাইবা না কইলাম।

মায়ের কথার কোনো উত্তর না দিয়েই চুপচাপ ঘরে চলে এলাম। এসে দেখি ইফতি বিছানা গোছাচ্ছে। ইফতিকে বললাম, রেখে দাও আমি গুছিয়ে দিচ্ছি।
ইফতি একটা হাসি দিয়ে বলল, আমি তো বসেই আছি৷ তুমি বরং টেবিলে গিয়ে খাবার রেডি করো। আমি ততোক্ষনে বিছানাটা গুছিয়ে আসছি।
আমি ভারী গলায় বললাম, ছেলেদের এসব কাজ করতে নেই। এতে তাদের মানসম্মান কমে যায়।
ইফতি আমার কথা শুনে জোরে হেসে বলল, আরে আমার আশি দশকের বউ এসব কুসংস্কার তোমার মাথায় কে ঢুকালো?

আমি কেউ না বলে খাবার ঘরে চলে গেলাম। সবাইকে খাবার বেড়ে দিচ্ছি এমন সময় বাবা বললেন, চিংড়ির মালাইকারি কই! রান্না করো নাই বউ?
আমি বললাম, হ্যাঁ বাবা করেছি। রান্না ঘরে রাখা আছে আমি নিয়ে আসছি।
ইফতি আমাকে বাঁধা দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি। তুমি বরং ততোক্ষনে বসে খাওয়া শুরু করো। এরপরে বসলে তো সবার খাওয়া শেষ হয়ে যাবে। আর সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমি নিয়ে আসছি তুমি বসো তো।

আমি মাথা নিচু করে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই দেখি মায়ের মুখটা মেঘের মতো কালো হয়ে আছে। ছেলে এসব ঘরের কাজে বউকে সাহায্য করছে সেটা তার কাছে ঘোর অনাচার বলে মনে হচ্ছে।
আমি চুপচাপ খেতে বসে পড়লাম। ইফতি চিংড়ির বাটিটা নিয়ে এসে বাবার পাতে বেড়ে দিলো।

শাশুড়ি মা ভারী গলায় ইফতিকে বললেন, একটু চুপচাপ বসে খেতে পারিস না! বউ মা তো আছে আমাদের কি লাগবে না লাগবে তা দেখার জন্য। তোর আগ বাড়িয়ে কাজ করার কি দরকার!! সারাদিন অফিসে খাটাখাটুনি করে বাসায় আসিস কি বউয়ের কাজ করার জন্য? তাছাড়াও ছেলেদের এসব ঘরের কাজ করা মানায় না। আরে বউ কন্ট্রোলে থাকে না এতো লাই দিয়ে মাথায় তুলে ফেললে।

মা সবার সামনেই এই কথা গুলো বললেন। ইফতি কিছু না বলেই খাবার শেষ করে উঠে চলে গেলো। মা রেগে গিয়ে বাবাকে বললেন, দেখছেন! আপনার ছেলের অবস্থা দেখছেন? মায়ের কথার কোনো পাত্তা না দিয়াই কেমনে চইলা গেলো।

সেদিন আমি আর ইফতি একটু হাসপাতালে গিয়েছিলাম। সকালে অসুস্থ শরীর নিয়েই রান্না ঘরে ঢুকছিলাম কিন্তু ইফতি বলল, এখন কিচ্ছু করতে হবে না। আগে ডাক্তার দেখিয়ে আসবো। মায়ের মাঝেমধ্যেই প্রচন্ড গ্যাস্টিকের ব্যাথা হয়। হাসপাতাল থেকে ফিরে দেখি মা ব্যাথায় ভীষন কাতরাচ্ছেন। ইফতি তারাতারি বাসায় ডাক্তার ডেকে আনলো। এদিকে হাসপাতাল থেকে ফিরতে ফিরতে আমাদেরও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। অসুস্থ মানুষটার সামনে এখন খাবার না দিতে পারলে কি হবে! তারাতারি শরীর খারাপ নিয়েই রান্নাঘরে গেলাম। তবে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভাত, ডাল, ডিম ভাজা আর আলু সেদ্ধ করে রেখেছে কে যেনো। এসব রান্না করেই হয়তো মায়ের শরীরটা খারাপ হয়ে গেছ।

আমি রান্নাঘর থেকে বেড়িয়ে মা কে জিজ্ঞেস করলাম, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এতো সব রান্না করেছেন কেনো?
হঠাৎ করেই বাবা বলে উঠলেন, রান্না তোমার মা করেনি। এসব রান্না আমি করেছি বউ মা। বউ, শাশুড়ি দুজনেরই অসুস্থ শরীর। তার মধ্যে তোমাদের ফিরতে দেরি হবে ভেবেই আমি রান্নাটা করে ফেললাম৷

আমি ভীষণ অস্বস্তিবোধ করে বললাম, বাবা আপনি কেনো এসব কাজ করবেন! এ বয়সে আপনার রান্নাঘরে যাওয়া একদম ঠিক হয়নি৷ যদি হাত পা পুড়ে যেতো তখন!

✍বাবা একটা হাসি দিয়ে বললেন, তোমার শ্বশুর মশাইকে তোমার এতোটা অকাজের মনে হয়! আরে জোয়ান বয়সে মেছে থাকাকালীন সময়ে কত রান্না করে খেয়েছি। ভাত, ডাল, আলু সেদ্ধ করা এমন কি আহামরি কাজ!
🍁আর তার চেয়েও বড় কথা তোমার শাশুড়ি মায়ের বোঝা দরকার ঘরের কাজ কেবল শুধুই মেয়েদের জন্য বরাদ্দ নয়। মাঝেমধ্যে চাইলে একটু আধটু সাহায্য করতেই পারি আমরা পুরুষরা। কি বলো গিন্নি!

মা বাবার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আজকের দিনটা দরকার ছিলো। পরিবারের সবারই উচিত একে অপরের পাশে থাকা। একে অপরের কাজে সাহায্য করা, হোক সেটা ছেলে বা মেয়ে। এতে কখনও মানসম্মান কমে যাবে বা বরং সম্মানটা আরো দ্বিগুণ বেড়ে যাবে।

আমার পরিবারের এমন দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছে জীবন সুন্দর, জীবন অন্যরকম।

#অন্যরকম_জীবন

©️Zannatul Eva
🔎https://www.fb.com/ishrat.khan.9843499

🔴ঝিনাইদহে বাস-ট্রাকের ধাক্কায় ১১ জন নিহত, একাধিক আহতগতকাল বিকেলে (১০ ফেব্রুয়ারী, ২০২১, বুধবার) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেল...
11/02/2021

🔴ঝিনাইদহে বাস-ট্রাকের ধাক্কায় ১১ জন নিহত, একাধিক আহত

গতকাল বিকেলে (১০ ফেব্রুয়ারী, ২০২১, বুধবার) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুরুষ, মহিলা ও শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন😪😪😪

বিপরীত দিক থেকে আসা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ।
উল্টো দিক থেকে আসা ট্রাকটি সংঘর্ষ এড়ানোর সুযোগ পেল না ।
ট্রাকটি বাসে ধাক্কা দেয় এবং এটি উল্টে যায় ।
ঘটনাস্থলেই নয় জন নিহত হয়েছেন বলে জানা যায় ।

🔴©️©️©️
নিহতদের মধ্যে ছয়জন ছিলো ছাত্র ।
জীবনের শেষ ধাপের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন, স্বপ্ন ছিলো নিজের, ছিলো মা বাবার, সেই সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও স্বপ্ন দেখছিলেন হয়তো এরাও একদিন বড় অফিসার হয়ে পরিবার বা এলাকার সুনাম বাড়াবে।
তাদের সাথে যারা শেষ বারের মত পরীক্ষা দিছে তারাও হয়তো ভাবেনি এটাই এদের শেষ দেখা।
স্বপ্ন সব শেষ!
মা বাবার কোলে ছেলে সন্তান ফিরে আসলো, আদরের বোনের কাছে ফিরে আসলো ভাই।
প্রতিবেশিদের কাছেও ফিরে আসলো তাদের প্রিয়জন।
বন্ধু বান্ধব ফিরে পেলো তাদের প্রিয় বন্ধুকে।
তবে হ্যা, সেটা পেলো লাশ।
এদের পরীক্ষার রেজাল্ট আসবে, গ্রাজুয়েট শেষ হবে।
কিন্ত ভোগ করা আর হলো না।

নিহত একজনের পরিচয় ১৮ বছরের কলেজ ছাত্রী চুয়াডাঙ্গা সদরের রেশমা খাতুন । রেশমার ভাই সোহেল রানা বলেন, অনার্স পরীক্ষায় অংশ নিয়ে তাঁর বোন যশোর থেকে আসছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গায় পৌঁছানোর কথা ছিল রেশমা খাতুনের।
টেলিভিশনে ব্রেকিং নিউজটি দেখে এবং তার বোনের মোবাইল ফোনটি বন্ধ ছিল দেখে তিনি ছুটে এসেছিলেন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

২০২০ সালের জানুয়ারিতে প্রায় ৩৪০টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৪৫ জন প্রাণ হারিয়েছিলেন ।

Source:
🔎https://www.dhakatribune.com/bangladesh/nation/2021/02/10/9-killed-multiple-injured-as-bus-truck-collide-in-jhenaidah

🔎🔎https://www.thedailystar.net/road-accident-bus-truck-collision-leaves-9-dead-jhenaidah-2042501

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন...সকালে স্ট্যাটাস দিলো ঢাকা যাচ্ছে বন্ধুর বোনকে নিয়ে...আল্লাহ তুমি এই ভাইকে (Esha...
10/02/2021

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন...

সকালে স্ট্যাটাস দিলো ঢাকা যাচ্ছে বন্ধুর বোনকে নিয়ে...

আল্লাহ তুমি এই ভাইকে (Eshan Islam Jakir) জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করুন🤲

"এমন জীবন করিও গঠন,
মরণে হাসিবে তুমি,
কাদিবে ভুবন..."

Eshan Islam Jakir
🔎https://www.fb.com/js.jakir.900/

Arafat-All Arif
©️ https://www.fb.com/Don.arif1997

Blood Group
🔎 https://www.fb.com/groups/256743059036854

Blood Cell
🔎https://www.fb.com/Blood-Cell-2347472838830456
(An Organisation Of DU Affiliated Hamdardian)

🚬Smoking  is Injurious to Health & Heart💓 But Smoking🚬 is Better than Relationship.And  S M O K I N G🚬 is Good for Broke...
26/01/2021

🚬Smoking is Injurious to Health & Heart💓
But Smoking🚬 is Better than Relationship.
And S M O K I N G🚬 is Good for Broken Heart💔
So, You Should Care Your Broken Heart
by S M O K I N G🚬🚬🚬

🎤মুখে মিথ্যা বলার চেষ্টা করলেও👁চোখ সবসময়ই সত্য প্রকাশ করে😪A LIE comes out of Lips while the TRUTH comes out of Eyes.The...
22/11/2020

🎤মুখে মিথ্যা বলার চেষ্টা করলেও
👁চোখ সবসময়ই সত্য প্রকাশ করে😪

A LIE comes out of Lips
while the TRUTH comes out of Eyes.
The Eyes Always Express the Truth.
🎀LIKE👍🔎https://fb.com/ARH.Revives

🧷Be Safe
🌈Be Happy
🎀Be Together

16/11/2020

➖নিজের চাহিদা যদি নিয়ন্ত্রণে থাকে
আর পার্টনারের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে
তাহলে সুখ দু অক্ষরের একটা প্রতীকী শব্দ
➖যদিও চাহিদা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে
এবং হৃদয়ে গভীর ভালবাসা আর শ্রদ্ধা
ধারণ করেও কেউ কেউ অবহেলা পায়.

🎀LIKE & Follow:
🔎https://fb.com/ARH.Revives

16/11/2020

➖🎀 🎗🎀➖

🧕🕊যাচ্ছিস ছেড়ে🏃‍♀️🚴‍♀️
আমার পোড়া শহর​🎯🔥
🎤স্বপ্নগুলোর🎸🎻
পারলে রাখিস খবর🪔

🧷Be Safe, Be Happy🍁

📌🎤চলুন ইংরেজি শিখি🥕    Brought to You By✍️🖌Heaven Studio📖                                B L I N D - অন্ধ🍁Blind of - দৃষ...
22/10/2020

📌🎤চলুন ইংরেজি শিখি🥕
Brought to You By✍️🖌Heaven Studio📖


B L I N D - অন্ধ

🍁Blind of - দৃষ্টিশক্তিতে অন্ধ (👁জন্মগত অন্ধ)
EXAMPLE: He is blind of one eye.

📌🍁Blind to - দোষের প্রতি অন্ধ (👁মানসিক অন্ধ)
এই প্রকৃতির জীবগুলো সবকিছু দেখতে পেয়েও অন্ধ থাকে.
সবচেয়ে বিশ্বাসী ঘাতক (পরিমাণে মীরজাফরের চেয়েও বেশি) এদের মধ্যে থেকেই তৈরি হয়.
🖐সবচেয়ে বিশ্বাসী বন্ধুদের মধ্যেই থেকেই সবচেয়ে বিশ্বাসী ঘাতক দেখেছি.🙋‍♂️
এই প্রকৃতির জীবগুলো স্বার্থের জন্যে সবকিছুই (THINGS You Can’t Imagine🤷🤷‍♂️) করতে পারে.
EXAMPLE: He is blind to his own faults.

Different Forms
blind, blinded, blinder, blinders, blindest, blinding, blindly, blindness, blinds

Blinded: অন্ধ
Blinder: চোখের ঠুলি
Blindest: অন্ধ
Blinding: দৃষ্টি আচ্ছন্নকারী

Adjective: অন্ধ, কানা, গুপ্ত, দৃষ্টিশক্তিহীন, অস্পষ্ট, অন্ধকার, বিচারবুদ্ধিহীন, অচক্ষু, কাণা, নিভৃত, উদ্দেশ্যহীন, বিচারহীন, অদূরদর্শী, বেপরোয়া, গোঁড়া, গোঁয়ার, একমুখো, চোরা
Verb: অন্ধ করা, কানা করা, চক্ষু বান্ধান, অন্ধকার করা, অস্পষ্ট করা, লুকাইয়া রাখা, প্রতারিত করা, ফাঁকি দেওয়া
Noun: খড়খড়ি, জানালার খড়খড়ি, পাখি, ঠুলি, আবরণ, যদ্দ্বারা কিছু গোপন করা হয়
Details: অযৌক্তিক

Related Words:
Love is blind: ভালবাসা অন্ধ
Blind love: অন্ধ প্রেম
Blind date: অন্ধ তারিখ
Blind man: অন্ধ ব্যাক্তি
Color-blind: বর্ণান্ধ
Big blind: বড় অন্ধ
The blind: অন্ধ
Blind alley: কানাগলি
Blind faith: অন্ধ বিশ্বাস
SYNONYMS:
Adjective
Sightless: দৃষ্টিহীন
Imperceptive: Imperceptive
Unmindful of: সম্বন্ধে অনবধান
Uncritical: সমালোচনাকর নয় এমন
Impetuous: বেগবান
Unreasoning: যুক্তিহীন
Noun
Shade: ছায়া
Deception: প্রতারণা
Subterfuge: এড়ানোর কৌশল
Screen: পর্দা
Verb
Make blind: অন্ধ করতে
Deprive of judgment: বিচারের বঞ্চিত
Overawe: বশীভূত করা
Dim: অস্পষ্ট

Let's Get Social with Heaven Studio:
Facebook -
https://fb.com/Heaven-Studio-110144470821706 YouTube -https://www.youtube.com/channel/UC73rfr5n8iUwPN1BE_iLjIQ
SoundCloud -
https://soundcloud.com/arheavenstudio

07/10/2020
04/09/2020

Address


Alerts

Be the first to know and let us send you an email when Heaven Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share