17/12/2023
বিজয়ের ৫৩ বছরে পদার্পণে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী
বিজয়ের ৫২ বছর পরও আমরা
পরাধীনতার শিকলে আবদ্ধ
----সিদ্দিক আহমদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, জাতির বীর সন্তানদের অসামান্য ত্যাগ ও রক্তের সাগর পেরিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন মানচিত্র। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বিজয়ের ৫৩ বছর পদার্পণ করে আজ আমাদের প্রিয় মাতৃভূমি পরাধীনতার শিকলে আবদ্ধ। ফ্যাসিষ্ট আওয়ামি সরকার দেশের জনগণকে জিম্মি, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজার জিম্মি ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে আছে। ব্যাংকের রিজার্ভ তলানীতে। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ আজ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে। বাংলাদেশের প্রশাসন আজ আওয়ামী রক্ষীবাহিনীতে পরিনত হয়েছে। বাকশালী সরকার আবার একতরফা পাতানো নির্বাচনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চায়। জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার সকালে মহান বিজয় দিবসের ৫৩তম বছরে পদার্পণ উপলক্ষ্যে ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত বর্ণাঢ্য র্যালী পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি শরীফ মাহমুদের পরিচালনায় র্যালীটি নগরীর শাহী ঈদগাহ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিদ্দিক আহমদ ছাত্রসমাজ ও নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করে বলেন, আমরা একটি নতুন সূর্যোদয়ের জন্য আন্দোলন করছি, যে সূর্যোদয় হয়ে উঠবে এদেশের মানুষের প্রকৃত মুক্তির। মা তার গুম হওয়া সন্তান ফিরে পাবে। সেই সূর্যোদয়ের জন্য আমরা ইসলামী ছাত্রশিবির রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে সূর্যোদয়ের মাধ্যমে দেশের আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারের অন্যায় প্রতিহিংসার শিকার সকল রাজবন্দিরা মুক্ত বাতাসে ফিরে আসবেন। দেশের তরুণ প্রজন্মসহ সকল জনসাধারণ ভোটের অধিকার ফিরে পাবে।
তিনি আরো বলেন, দেশটা আমাদের এবং দেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। মহান বিজয়কে অর্থবহ করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয়কে অর্থবহ করতে এবং দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রশিবির প্রস্তুত রয়েছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবে।
বিজয় র্যালী ও সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহন করে। বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সিলেট মহানগর