Sylhet BroadCast - সিলেট ব্রডকাস্ট

  • Home
  • Sylhet BroadCast - সিলেট ব্রডকাস্ট

Sylhet BroadCast - সিলেট ব্রডকাস্ট আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন।

বিজয়ের ৫৩ বছরে পদার্পণে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালীবিজয়ের ৫২ বছর পরও আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ ----সিদ্দিক আহম...
17/12/2023

বিজয়ের ৫৩ বছরে পদার্পণে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

বিজয়ের ৫২ বছর পরও আমরা
পরাধীনতার শিকলে আবদ্ধ
----সিদ্দিক আহমদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, জাতির বীর সন্তানদের অসামান্য ত্যাগ ও রক্তের সাগর পেরিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন মানচিত্র। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বিজয়ের ৫৩ বছর পদার্পণ করে আজ আমাদের প্রিয় মাতৃভূমি পরাধীনতার শিকলে আবদ্ধ। ফ্যাসিষ্ট আওয়ামি সরকার দেশের জনগণকে জিম্মি, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজার জিম্মি ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে আছে। ব্যাংকের রিজার্ভ তলানীতে। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ আজ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে। বাংলাদেশের প্রশাসন আজ আওয়ামী রক্ষীবাহিনীতে পরিনত হয়েছে। বাকশালী সরকার আবার একতরফা পাতানো নির্বাচনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চায়। জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার সকালে মহান বিজয় দিবসের ৫৩তম বছরে পদার্পণ উপলক্ষ্যে ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি শরীফ মাহমুদের পরিচালনায় র‌্যালীটি নগরীর শাহী ঈদগাহ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিদ্দিক আহমদ ছাত্রসমাজ ও নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করে বলেন, আমরা একটি নতুন সূর্যোদয়ের জন্য আন্দোলন করছি, যে সূর্যোদয় হয়ে উঠবে এদেশের মানুষের প্রকৃত মুক্তির। মা তার গুম হওয়া সন্তান ফিরে পাবে। সেই সূর্যোদয়ের জন্য আমরা ইসলামী ছাত্রশিবির রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে সূর্যোদয়ের মাধ্যমে দেশের আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারের অন্যায় প্রতিহিংসার শিকার সকল রাজবন্দিরা মুক্ত বাতাসে ফিরে আসবেন। দেশের তরুণ প্রজন্মসহ সকল জনসাধারণ ভোটের অধিকার ফিরে পাবে।

তিনি আরো বলেন, দেশটা আমাদের এবং দেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। মহান বিজয়কে অর্থবহ করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয়কে অর্থবহ করতে এবং দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রশিবির প্রস্তুত রয়েছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবে।

বিজয় র‌্যালী ও সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহন করে। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সিলেট মহানগর

কানাডার ‘এপ্রোভাল’ পেয়েও ভিসা নিয়ে শঙ্কাকানাডার ভিজিটর ভিসার জন্য সপরিবারে আবেদন করেছিলেন সিলেট নগরীর মেজরটিলার আবুল কাশ...
17/12/2023

কানাডার ‘এপ্রোভাল’ পেয়েও ভিসা নিয়ে শঙ্কা

কানাডার ভিজিটর ভিসার জন্য সপরিবারে আবেদন করেছিলেন সিলেট নগরীর মেজরটিলার আবুল কাশেম। গত ৫ ডিসেম্বর তার ভিসা এপ্রোভালের ইমেইল এসেছে। ৩০ দিনের মধ্যে তাকে ‘ভিএফএস গ্লোবাল’র যে কোন সেন্টারে পাসপোর্ট জমা দিতে হবে। আর এই সময়ের মধ্যে পাসপোর্ট জমা দিতে না পারলে তার এপ্রোভাল বাতিল হয়ে যাবে। অর্থাৎ কানাডা ভ্রমণের সুযোগ পেয়েও হাতছাড়া করতে হবে তাকে। কিন্তু গতকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত আবুল কাশেম দেশের কোন ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার তারিখ কনফার্ম করতে পারেননি।

এই অবস্থা শুধু আবুল কাশেমের নয়। সিলেটের কয়েক শ’ আবেদনকারীর অবস্থা একই। ‘এপ্রোভাল’ পাওয়ার পরও কেবলমাত্র ভিএফএস’র তারিখ না পাওয়ায় কানাডার ভিসা প্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছে। একইভাবে অনেক আবেদনকারী অনলাইলে ভিসা আবেদন করার পর বায়োমেট্রিকের জন্য ভিএফএস গ্লোবালের তারিখ পাচ্ছেন না। আবেদনের ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক দিতে না পারলে আবেদন ও ফি দুটোই বাতিল হয়ে যাবে। তাই অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে গিয়ে পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক দেওয়ার চেষ্টা করছেন।
জানা গেছে, গেল বছরের শেষের দিক থেকে কানাডার ভিজিটর ভিসা নীতি অনেকটা শিথিল করা হয়। ভ্রমণকারীদের স্বাগত জানায় কানাডা। তাই অনেকে সপরিবারে আবেদন করে পেয়ে যান কানাডার ভিজিটর ভিসা। প্রথম থেকেই এই সুযোগ নিয়ে আসছিলেন সিলেটের লোকজন। গেল এক বছরে সিলেটের কয়েক হাজার লোক পেয়েছেন কানাডার ভিজিটর ভিসা। এর মধ্যে অনেকে পাড়ি জমিয়েছেন কানাডায়। এদের মধ্যে কেউ কেউ কানাডায় গিয়ে সেদেশের সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে আবেদন করেছেন। চেষ্টা করছেন সপরিবারে কানাডায় স্থায়ী হওয়ার। সচেতন মহল মনে করছেন কানাডায় বাংলাদেশের শ্রমবাজার খুবই ছোট। যারা ভিজিটর ভিসা নিয়ে কানাডায় স্থায়ী হওয়ার আবেদন করেছন, তারা স্থায়ী হতে পারলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ বাড়বে।

ভিজিটর ভিসা নীতি শিথিল হওয়ায় এবং অনেকের ভিসা হওয়ায় সিলেটে এখন চলছে কানাডা যাওয়ার উৎসব। গ্রাম থেকে শহর সবখানেই আলোচনায় ‘কানাডার ভিসা’। ভিসা আবেদনের জন্য প্রতিদিনই আগ্রহীরা ভিড় করছেন বিভিন্ন এজেন্সিতে। শুধুমাত্র সিলেট নগরীতেই শতাধিক প্রতিষ্ঠান কানাডার ভিসা আবেদন প্রসেসিং করছে। প্রতিদিনই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে অনেকেই স্বপ্নের ভিসার দেখা পাচ্ছেন। দিন দিন আবেদনকারীর সংখ্যা বাড়ায় বাড়ছে বিড়ম্বনাও। আগে যেখানে অনলাইনে আবেদনের ৩-৪ দিন পরই মিলতো বায়োমেট্রিকের তারিখ। ভিএফএস সিলেট সেন্টারে গিয়ে কোন ধরণের ঝক্কি-ঝামেলা ছাড়াই আবেদনকারীরা বায়োমেট্রিক দিয়ে আসতে পেরেছেন। একইভাবে ভিসা এপ্রোভালের ইমেইল আসলে সপ্তাহ দিনের মধ্যেই মিলতো পাসপোর্ট জমা দেয়ার তারিখ। কিন্তু আবেদনকারী বেড়ে যাওয়ায় এখন না মিলছে বায়োমেট্রিকের, না মিলছে পাসপোর্ট জমা দেওয়ার তারিখ। গেল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভিএফএস’র সার্ভার প্রায়ই ডাউন হচ্ছে। সার্ভার সচল থাকলেও সিলেট সেন্টারে বায়োমেট্রিক কিংবা পাসপোর্ট জমা দেওয়ার তারিখ পাচ্ছেন না। সিলেটে না পেরে অনেকে ঢাকা ও চট্টগ্রাম ভিএফএস সেন্টারে যাচ্ছেন। কিন্তু গেল দু’সপ্তাহ ধরে দেশের কোন সেন্টারেই বায়োমেট্রিক কিংবা পাসপোর্ট জমা দিতে পারছেন না কেউই। মাঝে মধ্যে কিছু সময়ের জন্য সার্ভার সচল হলে কেউ কেউ ‘ডেট’ নিতে সক্ষম হচ্ছেন। তবে বেশিরভাগ আবেদনকারী ঝুলে আছেন ভিএফএস’র তারিখের জন্য।
এদিকে, দেশে পাসপোর্ট জমা দিতে না পেরে অনেকে এখন বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন। নেপাল, শ্রীলঙ্কা, দুবাই ও সৌদিআরব গিয়ে ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

নগরীর মজুমদারী এলাকার সালেহ আহমদ শান্ত জানান, তিনি ‘এপ্রোভাল’ পাওয়ার পর ১০ দিন চলে গেছে। কিন্তু এখনো দেশের কোন ভিএফএস সেন্টারে ‘ডেট’ পাননি। তাই নেপালে গিয়ে পাসপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
ভিসা প্রসেসিংয়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ট্রাভেলভিউ এর সহকারী ব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমদ জানান, প্রতিদিনই তাদের প্রতিষ্ঠানের গ্রাহকদের ‘ভিসা এপ্রোভাল লেটার’ আসছে। কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার তারিখ মিলছে না। এছাড়া যারা নতুন আবেদন করছেন তারাও বায়োমেট্রিকের তারিখ পাচ্ছেন না। এনিয়ে পুরো ভজঘট অবস্থা বিরাজ করছে। ভিএফএস সেন্টারগুলো প্রতিদিন যে সংখ্যক বায়োমেট্রিক ও পাসপোর্ট গ্রহণ করছে তার সংখ্যা না বাড়ালে অনেকের আবেদন ও এপ্রোভাল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সিলেটের ফেঞ্চুগঞ্জে আন্ত:নগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস  লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আ...
17/12/2023

সিলেটের ফেঞ্চুগঞ্জে আন্ত:নগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগেছে।

শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোঁড়া পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। আহত যাত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।

এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো....
17/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় তিনি এ অনুমোদন দেন বলে জানিয়েছেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
এরইমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থিত ৪ জন নিহতখাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপস্থী ইউপিডিএফের ৪ ন...
12/12/2023

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থিত ৪ জন নিহত
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপস্থী ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার দিকে একটি বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আরো ২ জনকে ধরে নিয়ে যায়। ইউপিডিএফ ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

নিহতের মধ্যে রয়েছেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এ ছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।

বিজয়ের মাস ঘিরে ১৮ ডিসেম্বর পর্যন্ত দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহ....
12/12/2023

বিজয়ের মাস ঘিরে ১৮ ডিসেম্বর পর্যন্ত দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভার মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণা শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।



কাদের বলেন, ১৪ ডিসেম্বর বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এখানেও সভাপতিত্ব করবেন সভানেত্রী শেখ হাসিনা। এরপর ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ।বিশ্ব মানবাধিকার দিবসে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি না দিয়ে বিএনপিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করার অনুমতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের নির্বাচন কমিশন (ইসি)-কে উদ্দেশ করে বলেন, আমরা নির্বাচন নির্বাচন করছি তারপরও আমাদের অনুমতি না দিয়ে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের অনুমতি দেওয়া হলো। এটা কি ন্যায়বিচার করা হলো?



আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। নৌকার প্রার্থীর সঙ্গে মল্লযুদ্ধ করা যাবে না। প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগিতা করবেন। সন্ত্রাস, বিশৃঙ্খলাকে উৎসাহিত করে এমন কাজ করলে ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে কোনো বদনামের ভাগীদার হতে চায় না আওয়ামী লীগ। মনোনয়নবঞ্চিতদের সভানেত্রী শেখ হাসিনা সময়মতো মূল্যায়ন করবেন। ভালো নির্বাচন করে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই।

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে বৃষ্টির পর সিলেটসহ সারাদেশে শীতের ঠাণ্ডা বাতাস বইছে। আগামী এক-দুইদিনের মধ্যে সিলেটসহ দেশের বি...
12/12/2023

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে বৃষ্টির পর সিলেটসহ সারাদেশে শীতের ঠাণ্ডা বাতাস বইছে। আগামী এক-দুইদিনের মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসময় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছেন মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যা প্রভাব ফেলবে দেশের বিস্তীর্ণ এলাকায়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সোমবার গণমাধ্যমে জানান, মঙ্গলবার থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল যেমন- গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তিন থেকে চারদিন বিরতি দিয়ে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

কখন শৈত্যপ্রবাহ ধরা হয়

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শীতের অনুভূতির তীব্রতা বাড়তে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও একটি বা ‍দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।শীত তীব্রতর হওয়ার কারণ কি?

একটি উচ্চচাপ বলয়ের অবস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকাজুড়ে বিদ্যমান। হিমালয়ের পাদদেশ থেকে শীতল বাতাস দেশের অভ্যন্তরে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমে যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার শুরু হয়েছে- এসব কারণেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার থেকে রাতের তাপত্রা কমতে শুরু করেছ। সারা দেশের রাতের তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দিনের তাপমাত্রা থাকছে ২১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপির মানববন্ধন।
10/12/2023

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপির মানববন্ধন।

নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় ও গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেট মহানগর  জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
09/12/2023

নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় ও গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে ...
09/12/2023

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। শুক্রবার (৮ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপির পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে।

রিজভী বলেন, ঢাকায় মানববন্ধন হবে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরের জেলাসমূহে মানববন্ধনে সফল করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিজভী বলেন, সরকারের দিক থেকে কোনো বাধা-বিপত্তি যদি আসে সব কিছু প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের বলব, যেসব পরিবারের সদস্য নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন সেসব পরিবারের সদস্যসহ আপনারা মানববন্ধনে উপস্থিত হবেন।

গত ২৪ ঘণ্টায় ২১৫ এর অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবি করে তিনি বলেন, ৭টি মামলায় ৮৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে দলটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আট প্রার্থীর মধ্যে সম্পদে সবচেয়ে এগিয়ে সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির।...
09/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আট প্রার্থীর মধ্যে সম্পদে সবচেয়ে এগিয়ে সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির। তার নিজের ও স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি অন্য সাত প্রার্থীর চেয়েও দ্বিগুণ। এমনকি তাদের সমপরিমাণ সম্পদ রয়েছে তার স্ত্রীর।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা ঘেঁটে এতথ্য পাওয়া গেছে।এবারের নির্বাচনে সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আহমদ আল কবির। তিনি সিলেটের সর্ববৃহৎ এনজিও সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। এছাড়া তার নামে সিলেটে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।হলফনামায় আহমদ আল কবির তার স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন সাত কোটি ৭৯ লাখ ৬ হাজার ৩২৯ টাকার। এরমধ্যে তার স্ত্রীর সম্পদ রয়েছে তিন কোটি ৫৬ লাখ ১৫ হাজার ৬৮৭ টাকার। অথচ এ আসনে অন্য সাত প্রার্থীর মধ্যে কারো এত সম্পদ নেই।হলফনামায় আহমদ আল কবির তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪৯ লাখ ২৫ হাজার ৫২৪ টাকা। এরমধ্যে কৃষিখাতে দুই লাখ; শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত বাবদ দুই লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা এবং পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) থেকে আয় ৪৪ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকা।
হলফনামায় তার নিজের অস্থাবর সম্পদ দেখিয়েছেন দুই কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৬৭১ টাকার। আর ৪৬ লাখ ৬৫ হাজার ২০৭ টাকার স্থাবর সম্পদ। তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ দেখিয়েছেন দুই কোটি ৭৯ লাখ ৩ হাজার ৮২৪ টাকা এবং স্থাবর সম্পদ ৪৫ লাখ ৮০ হাজার ৬২৩ টাকা।
তাছাড়া যৌথ মালিকানায় স্থাবর সম্পদ উল্লেখ করেছেন ৬২ লাখ ৬২ হাজার ৪৮০ টাকা। যার ৫০ শতাংশ মালিক আহমদ আল কবির নিজে এবং বাকি ৫০ শতাংশের মালিক তার স্ত্রী। সবমিলিয়ে স্বামী-স্ত্রীর সাত কোটি ২৯ লাখ ৮০ হাজার ৮০৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ হলফনামায় উল্লেখ করা হয়েছে।হলফনামার তথ্য অনুযায়ী, আহমদ আল কবিরের স্ত্রীর নামে তিন কোটি ৫৬ লাখ ১৫ হাজার ৬৮৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। অথচ ওই আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সাত প্রার্থীর মোট সম্পদ রয়েছে তিন কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ২১৯ টাকার। একক হিসেবে আহমদ আল কবিরের স্ত্রীর সমান সম্পদও ওই আসনে অন্য কোনো প্রার্থীর নেই।





সিলেট-৫ আসনের আট প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত মাসুক উদ্দিন আহমদের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে ৫৩ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা, জাতীয় পার্টির প্রার্থী শাব্বির আহমদের ৮৪ লাখ ২৯ হাজার ২৩ টাকা, বাংলাদেশ মুসলিম লীগের খায়রুল ইসলামের সাত লাখ ৩৫ হাজার টাকা, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন আহমদ শিকদারের ৩৪ লাখ ৫০ হাজার, স্বতন্ত্র হুছাম উদ্দিনের ৮১ লাখ ৯৩ হাজার ৯৪৬ টাকা, কয়ছর আহমদ কাওছারের ৩০ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলমের এক কোটি ১ লাখ ৪২ হাজার টাকা।





আহমদ আল কবির হলফনামায় নিজের সম্পদের মধ্যে নগদ টাকা দেখিয়েছেন ৪৫ লাখ ৮৮ হাজার ৬৭১ টাকা। এছাড়া তার সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৪৫ লাখ; বন্ড, ঋণপত্র স্টক এক্সচেঞ্জে শেয়ার ৬৮ লাখ; পোস্টাল, সেভিংস ও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ ৫০ লাখ; বাস, ট্রাক মোটরগাড়ি রয়েছে ৪৪ লাখ, স্বর্ণালংকার এক লাখ ৮০ হাজার, ইলেকট্রনিকস সামগ্রী সাত লাখ, আসবাবপত্র আট লাখ ও অন্যান্য খাতে আরও রয়েছে ২৬ লাখ টাকা।
এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমি দেখিয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৬৬৭ টাকার, অকৃষি জমি পাঁচ লাখ ৮ হাজার ৫৪০ টাকার এবং বাড়ি/অ্যাপার্টমেন্ট বাবদ ৩৯ লাখ টাকা।





কবির তার স্ত্রীর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, নগদ এক কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এক কোটি ১৫ লাখ; পোস্টাল, সেভিংস ও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ ৪৩ লাখ এবং স্বর্ণালংকার দেখিয়েছেন তিন লাখ ৬০ হাজার টাকার। তাছাড়া স্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে রয়েছে কৃষিজমি ৪০ হাজার টাকার ও বাড়ি/অ্যাপার্টমেন্ট রয়েছে ৪৫ লাখ ৪০ হাজার ৬২৩ টাকার।





স্ত্রীর সম্পদের বিষয়ে সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবির বলেন, ‘আমার স্ত্রী অধ্যাপক মমতাজ শামীম সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কর্মরত। এরআগে তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। তার আয়ের উৎস চাকরি।’

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। জেলার চারট...
09/12/2023

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। জেলার চারটি আসনের মধ্যে নিজ দলীয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের অধিকারী তিনি।





হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ময়েজ উদ্দিনের বার্ষিক আয় তিন লাখ ৯০ হাজার টাকা। এছাড়া কৃষিখাত থেকে ৩০ হাজার, আইন পেশা থেকে তিন লাখ ৬০ হাজার টাকা আয় করেন তিনি। নগদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে তিন লাখ ৬০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় ঢাকা, হবিগঞ্জ ও নিজ এলাকায় কিছু জমি আছে। যেগুলোর মূল্য দেখিয়েছেন ২৯ লাখ টাকা।





ময়েজ উদ্দিনের স্ত্রী ও নির্ভরশীলদের কোনো সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তাদের আয়ও নেই। অথচ জেলার চারটি আসনের মধ্যে বাকি তিনটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের প্রত্যেকের আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ আছে কয়েক কোটি টাকার।ময়েজ উদ্দিন শরীফ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক। বর্তমান জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক তিনি। তার বাবা শরীফ উদ্দিন আহমেদ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুন ছয় পুলিশ সদস্য দায়িত্ব পেয়েছেন। ...
09/12/2023

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুন ছয় পুলিশ সদস্য দায়িত্ব পেয়েছেন। আগে যারা ওসির দায়িত্বে ছিলেন, তাদেরকে বদলি করা হয়েছে অন্যত্র।


দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন- কোতোয়ালী মডেল থানায় মোহাম্মদ মঈন উদ্দিন, দক্ষিণ সুরমায় মো. ইয়ারদৌস হাসান, শাহপরানে মোহাম্মদ হারুনুর রশীদ, জালালাবাদে মোহাম্মদ মিজানুর রহমান, বিমানবন্দরে মোহাম্মদ নুনু মিয়া, এবং মোগলাবাজারে মোহাম্মদ মোশাররফ হোসেন।


প্রসঙ্গত- দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।

‘যাদের আমি ভালবাসি, তাদের কল কম ধরি’ মন্তব্য করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী...
09/12/2023

‘যাদের আমি ভালবাসি, তাদের কল কম ধরি’ মন্তব্য করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার শেষ পর্যায়ে তিনি একথা বলেন।এর আগে ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে নির্বাচন কমিশনের (ইসি) করা শোকজের লিখিত জবাব দেন। সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমাকে শোকজ করা হয়েছিল; একটি জায়গায় নাকি আমি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। আর হচ্ছে আমি পুলিশকে কেন জানাইনি। আসলে আমি সেদিকে যাচ্ছিলাম। আর যেহেতু ফেসবুকে আমার প্রায় ৭ মিলিয়ন অনুসারী রয়েছেন; তারা ভিড় করেছেন। আর এটি আমার কোনো প্রোগ্রাম ছিল না, তাই পুলিশকে জানাইনি।তিনি বলেন, আদালতকে জবাব দিয়েছি, আমি যেহেতু আইনের মানুষ তাই, কোনো বিধি যেন অমান্য না হয় সে বিষয়েও সজাগ থাকব।
পরে সাংবাদিকদের কল ধরতে পারেন না প্রসঙ্গ টেনে ব্যারিস্টার সুমন বলেন, ‘আসলে আমি যাদের ভালবাসি, তাদের কল কম ধরি।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে মিললো ২৩ বস্তা টাকা-স্বর্ণালংকারকিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানসিন্দুক খুলে মিলেছে ...
09/12/2023

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে মিললো ২৩ বস্তা টাকা-স্বর্ণালংকার

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানসিন্দুক খুলে মিলেছে ২৩ বস্তা টাকাসহ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সিন্দুক খুলে শুরু হয়েছে গণনার কাজ।

জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক মসজিদটিতে নয়টি লোহার দানসিন্দুক আছে। তিন থেকে চার মাস পরপর এসব সিন্দুক খোলা হয়।

এর আগে গত ১৯ আগস্ট মসজিদের ৮টি দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায় ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এবার দানসিন্দুক একটি বাড়ানো হয়েছে। এবারও বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা মিলবে বলে আশা কর্তৃপক্ষের।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানসিন্দুক খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের উপস্থিতিতে সকাল সাড়ে সাতটায় দানসিন্দুকগুলো খোলা হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢালা হয়। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে।

টাকা গণনার কাজে মাদ্রাসার দেড় শতাধিক খুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত কর্মী এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যুক্ত আছেন।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ছয়তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এতে মসজিদ-মাদ্রাসাসহ অর্ধলক্ষ মুসল্লি যাতে একত্রে নামাজ আদায় করতে পারেন, এ রকম আকর্ষণীয় একটি ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একসঙ্গে পাঁচ হাজার নারীর আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে এর দরপত্র আহ্বান করা হয়েছে। ১২টি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করেছে। সেটির পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে রুয়েট প্রকৌশলীদের। তাঁরা যাচাই-বাছাইয়ের পর নকশা চূড়ান্ত করে দিলেই দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, সকালে সিন্দুক খোলা, বস্তায় ভরে এনে গণনার পর ব্যাংকে নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে যুক্ত থাকবে পুলিশ।

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্রগাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মু...
09/12/2023

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির সহপৃষ্ঠপোষক ছিল ৯৭টি দেশ।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি আটকে যায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো (আমি মানি না) ক্ষমতা রয়েছে। এসব দেশের কোনো একটি বিপক্ষে ভোট দিলে প্রস্তাব পাস করা যায় না।

ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। প্রস্তাব আটকের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেন, প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।

তবে গাজা ইস্যুতে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদকে অকার্যকর করে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া। এ কারণে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি।

রাশিয়ার দূত বলেন, ‘আবারও যুক্তরাষ্ট্রের কূটনীতি পোড়ামাটি নীতির প্রতি সমর্থন জানাল এবং এ কারণে এই ধ্বংসযজ্ঞ।’ ওয়াশিংটন ‘সাধারণ বোধবুদ্ধির’ পরিচয় দিতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদ আবারও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস দে রিভিয়েরে। তিনি বলেন, গাজায় সংঘটিত মানবিক দুর্যোগের বিষয়ে ফ্রান্স অত্যন্ত উদ্বিগ্ন।

যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে ইসরায়েলের পাশে থাকায় যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান এক্সে এ ধন্যবাদ জানান।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল...
09/12/2023

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ছয়টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এসময় শিশু নারীসহ নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে আটক দেখানো হয়।

09/12/2023
গার্ডিয়ান পাবলিকেশন্স এর সিলেটি লেখকের বই নববি স্বাস্থ্যকথন সিলেট বই মেলায় আমরা বেস্ট সেলার করতে চাই
06/12/2023

গার্ডিয়ান পাবলিকেশন্স এর সিলেটি লেখকের বই নববি স্বাস্থ্যকথন সিলেট বই মেলায় আমরা বেস্ট সেলার করতে চাই

05/12/2023

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক আর নেই (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সবারপ্রিয় জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) এ মালিক স্যার আর নেই। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।তিনি আরও বলেন, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। দেশ তার কী অমূল্য সম্পদ হারিয়েছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। এটা আমাদের জন্য বড় ধরনের শূন্যতা তৈরি করবে।

আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।

জানা গেছে, হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।

১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও অপরছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।

১০ ডিসেম্বর ঢাকায় আওয়ামীলীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ১০ ডিস...
05/12/2023

১০ ডিসেম্বর ঢাকায় আওয়ামীলীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, তারা এই সমাবেশ করার অনুমতি পাননি, নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। এর পরিবর্তে ১০ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি–জামায়াতের সন্ত্রাসী বাহিনীর দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে। এতে অগ্নিসন্ত্রাস, পেট্রলবোমা হামলায় নিহত-আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত।রোববার (৩ ডিসেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এক সংবাদ সন্মে...
04/12/2023

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত।

রোববার (৩ ডিসেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত মাসে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিল মুইজ্জু। মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মুইজ্জু গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে রাজি হয়েছে। আমরা উন্নয়ন প্রকল্পসংক্রান্ত ইস্যুর সুরাহায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতেও সম্মত হয়েছি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

মালদ্বীপকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করে ভারত। তারা দুর্যোগ মোকাবিলায় মালদ্বীপকে সহায়তা করে। এ ছাড়া একটি নৌ ডকইয়ার্ড তৈরিতে মালদ্বীপকে সহায়তা করছে ভারত।

নয়াদিল্লিতে ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে। উভয় পক্ষই ভারতের সহায়তার গুরুত্বের কথা স্বীকার করেছে। তবে ভারতের এই কর্মকর্তা মুইজ্জুর মন্তব্যের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

মুইজ্জুর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছিল রয়টার্স। কিন্তু রয়টার্সের এই অনুরোধে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুকে চীন ঘেষা হিসেবে বিবেচনা করা হয়। তার পূর্বসূরি ইব্রাহিম মোহামেদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখর...
04/12/2023

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করেন।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ যে মোহাম্মদ আলী। জামিন আবেদনটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ছিল।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। বর্তমানে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।

তাকে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপি ও শরিক দলগুলো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ফের মুখোমুখি হয়েছেন সারা বছর বাগ্‌যুদ্ধে সরব থাকা কাজী জাফর উল্যাহ ও মজ...
04/12/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ফের মুখোমুখি হয়েছেন সারা বছর বাগ্‌যুদ্ধে সরব থাকা কাজী জাফর উল্যাহ ও মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এ নিয়ে তারা তৃতীয়বারের মতো নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজী জাফর উল্যাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। আর মজিবুর রহমান নিক্সন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ২০২০ সালের নভেম্বরে মজিবুর রহমান যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ব্যাপক তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু পরপর দুইবার পরাজিত হওয়ার পরও শেষ পর্যন্ত কাজী জাফর উল্যাহকেই মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এই দুই নেতা প্রথম মুখোমুখি হন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে কাজী জাফর উল্যাহকে বিপুল ব্যবধানে পরাজিত করেন রাজনীতিতে নতুন মুখ মজিবুর রহমান। কাজী জাফর উল্যাহ বরাবরই আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতা। মজিবুর রহমানের মতো নতুন এক ব্যক্তির কাছে কাজী জাফর উল্যাহর হার তাই সারা দেশে চমক সৃষ্টি করে। ২০১৮ সালের নির্বাচনেও দুই নেতা আবার মুখোমুখি হন এবং ফলাফল অপরিবর্তিত থাকে।

ফরিদপুর-৪ আসনের অধীন এলাকার রাজনৈতিক সচেতন কয়েকজন বলেন, ২০১৪ সালে মজিবুর রহমান চৌধুরী ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীদের তার দলে ভেড়ানো, তার সমর্থকদের স্থানীয় বিভিন্ন নির্বাচনে জিতিয়ে আনা, এমনকি হামলা–মামলা দিয়ে পুলিশের সহায়তায় তার দল ভারী করার অভিযোগ পাওয়া গেছে।

Address

Sylhet

3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet BroadCast - সিলেট ব্রডকাস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet BroadCast - সিলেট ব্রডকাস্ট:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share