Hadi's shekha

  • Home
  • Hadi's shekha

Hadi's shekha Is the page created especially for teach lovers. Here you will find the islamic teach video

29/11/2023

হযরত আবু হুরায়রা ( রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ
করিতে শুনিয়াছি,

বনী ইসরাঈলে দুই বন্ধু ছিল। তাহাদের মধ্যে একজন গুনাহ করিত এবং দ্বিতীয় জন খুব এবাদত করিত। এবাদতকারী যখনই গুনাহগারকে গুনাহ করিতে দেখিত তখন তাহাকে বলিত, তুমি গুনাহ হইতে ফিরিয়া যাও।একদিন তাহাকে গুনাহ করিতে দেখিয়া বলিল, তুমি গুনাহ হইতে ফিরিয়া যাও। উত্তরে সে বলিল, আমাকে আমার রবের উপর ছাড়িয়া দাও ( আমি বুঝিব এবং আমার রব বুঝিবে)। তোমাকে কি আমার উপর পাহারাদার বানাইয়া পাঠানো হইয়াছে? আবেদ ( রাগান্বিত হইয়া) বলিল, আল্লাহর কসম! আল্লাহ তায়ালা তোমাকে মাফ করিবেন না। অথবা ইহা বলিয়াছে যে, আল্লাহ তায়ালা তোমাকে জান্নাতে দাখেল করিবেন না। অতঃপর দুইজনই মারা গেল এবং ( রুহজগতে) উভয়েই আল্লাহ তায়ালার সামনে একত্রিত হইয়া গেল। আল্লাহ তায়ালা আবেদকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি আমার সম্পর্কে জানিতে ( যে, আমি মাফ করিব না)? অথবা মাফ করার বিষয়টি যাহা আমার ক্ষমতায় রহিয়াছে উহার উপর কি তোমার ক্ষমতা ছিল ( যে, তুমি মাফ করা হইতে আমাকে ফিরাইয়া রাখিবে?) আর গুনাহগার লোকটিকে বলিলেন, আমার রহমতে জান্নাতে চলিয়া যাও। ( কেননা সে রহমতের আশাবাদী ছিল।) আর দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ
আবেদ সম্পর্কে ( ফেরেশতাগণকে) বলিলেন, তাহাকে
জাহান্নামে লইয়া যাও। ( আবু দাউদ )

ফায়দাঃ উক্ত হাদীসের উদ্দেশ্য এই নয় যে, গুনাহের উপর সাহস করা হইবে। কেননা, এই গুনাহগার লোকটির ক্ষমা আল্লাহ তায়ালার মেহেরবানীতে হইয়াছে। ইহা জরুরি নয় যে, প্রত্যেক গুনাহগারের সহিত একই আচরণ করা হইবে। কেননা নিয়ম তো ইহাই যে, গুনাহের উপর শাস্তি হয়।💛

উক্ত হাদীসের উদ্দেশ্য ইহাও নয় যে, গুনাহ ও নাজায়েজ কাজে বাধা দেওয়া হইবে না। কেননা, কুরআন ও হাদীসের শত শত জায়গায় গুনাহের কাজে বাধা দেওয়ার হুকুম রহিয়াছে এবং বাধা না দেওয়ার উপর ধমকি আসিয়াছে। অবশ্য অর্থ এই যে, নেককার না আপন নেকীর উপর ভরসা করিবে, আর না বদকারের ব্যাপারে কোন সিদ্ধান্ত দিবে, আর
না তাহাকে তুচ্ছ জ্ঞান করিবে।❣️

29/11/2023

হযরত আবু দারদা ( রাযিঃ) বর্ণনা করেন যে,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকল - সন্ধ্যা আমার উপর দশবার দরুদ শরীফ পড়িবে সে কেয়ামতের দিন আমার শাফায়াত লাভ করিবে।

( তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ )

04/08/2023

জুম্মা মোবারক
🌻🌼🌹

27/07/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

যে ব্যক্তি সম্পদ লাভের জন্য কোনো নারীকে বিবাহ করে, আল্লাহ তার লাঞ্চনা বৃদ্ধি করে দেন এবং আল্লাহ তার দরিদ্রতা বৃদ্ধি করে দেন।🏚️🕋

( আল- হাদীস)

আল্লাহুমা  ইন্নী  আসআলুকা  ফাদ্বলিক।🕋অর্থ :- হে  আল্লাহ!  আপনি  আমার  ভাগ্য  খুলে  দিন।
27/07/2023

আল্লাহুমা ইন্নী আসআলুকা ফাদ্বলিক।🕋

অর্থ :- হে আল্লাহ! আপনি আমার ভাগ্য খুলে দিন।

27/07/2023

আবু হুরায়রা ( রাঃ) হতে বর্নিত,,

হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত, সে কার সাথে বন্ধুত্ব করছে। 🎁🕋

আবু দাউদ : ৪৯৩৩, তিরমিজি :- ২৩৭৮

04/07/2023

Subhan-Allah 🕋আষাঢ়-শ্রাবণ 🌦️🌧️🌨️🌩️💧🌘🌿🪴🌱☘️🍀♥️💜

29/06/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🎈🎉🌙🕋

♥️ ঈদ মোবারক ♥️

21/06/2023

আরাফার দিবসের দোয়া -

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ' আলা কুল্লি শাই'ইন ক্বাদীর'।🎁🕋

19/06/2023

🍃

18/06/2023

Subhan-Allah 🕋 মহান আল্লাহর রহমত🌹💜♥️

04/06/2023

স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয়। 🌹♥️🕋

আবু দাউদ :২৮৬৪

13/05/2023

সব ফসল উঠানো শেষ। আলহামদুলিল্লাহ্ 🌾🕋

13/05/2023

Subhan-Allah 🌫️☁️💜🕋

02/05/2023

Masha-Allah ♥️🕋

02/05/2023

আবূ হুরায়রা( রাঃ) হতে বর্ণিত,,

রাসূলুল্লাহ (সাঃ) এক ব্যক্তিকে একটি কবুতরের পিছু ধাওয়া করতে দেখে বললেন,, এক শয়তান আর এক শয়তানীর অনুকরণ করছে।।🕊️🕋

02/05/2023

শখের পায়রা🌹🕋

29/04/2023

বৃষ্টি 🌧️⛈️আলহামদুলিল্লাহ্🌿🕋

28/04/2023

আল্লাহুমাগফিরলী⛈️🕋

25/04/2023

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ 🌿🌧️⛈️⚡♥️🕋

21/04/2023

ঈদ মোবারক
🌙🎉🕋

08/04/2023

আল্লাহ তায়ালার এরশাদ,
নিশ্চয়ই আমি আপন রসূলদের এবং ঈমান ওয়ালাদেরকে দুনিয়ার জিন্দেগীতে সাহায্য করি এবং কেয়ামতের দিন ও সাহায্য করিব। যেদিন আমলসমূহ লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাক্ষ্য দেওয়ার জন্য দন্ডায়মান হইবে।

(আল-মুমিন: ৫১)

08/04/2023
20/03/2023

লা ইলাহা ইল্লাল্লাহ🌿🌹💚🕋

01/03/2023

Masha-Allah 💛💚🌎🕋

25/02/2023

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
🌹🕌🕋

20/02/2023

Subhan-Allah 💚💛💙🌎🕋

18/02/2023

Masha-Allah 🌼🌹🕋

10/02/2023

জুম্মা মোবারক
🕌🕋

Masha-Allah 💛♥️💚🌹🕋
09/02/2023

Masha-Allah 💛♥️💚🌹🕋

26/01/2023

আলহামদুলিল্লাহ্
🌎🕌🕋

ঈমানদার  ব্যতীত  কাউকে  সাথী  হিসেবে  গ্রহণ  কর  না। আর  পরহেজগার   ব্যতীত  অন্য  কেউ  যেন  তোমার  খাদ্য  না  খায়। (আবুদ...
23/01/2023

ঈমানদার ব্যতীত কাউকে সাথী হিসেবে গ্রহণ কর না। আর পরহেজগার ব্যতীত অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়। (আবুদাঊদ-৫০১৮)

23/01/2023

রব্বানা হাবলানা মিন আযওয়া জিনা ওয়া যুররিয়্যা
তিনা ক্কুর রতা আ 'ইয়ুনিওঁ ওয়াজ 'আলনা লিল মুত্তাক্বীনা ইমামা।🌺🌼

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাদের জন্য এমন
স্ত্রী ও সন্তান -সন্ততি দান করো যারা হবে আমাদের
চক্ষু শীতলকারী এবং আমাদেরকে করো মুত্তাকীদের
জন্য অনুসরণযোগ্য।💜 (আল-ফুরকান)

23/01/2023

আজ রজব মাসের চাঁদ উদিত হয়েছে 🌙

আজ দোয়া কবুলের রাত🕌

এই মাসে হযরত মুহাম্মদ ( সাঃ ) যে দোয়াটি পাঠ
করতেন -

🌹আল্লাহুম্মা বা'রিক লানা ফি রজাবা ওয়া শা'বান,
ওয়া বাল্লিগনা রমাদ্বান।🌹🕋

22/01/2023

সম্পদ ও রিযিক বৃদ্ধির দোয়াঃ

আল্লাহুমা ইন্নী আসআলুকা মিন ফাদলিক

অর্থঃ হে আল্লাহ! তুমি আমার রিযিক, ধন-সম্পদে বরকত বাড়াইয়া দাও। (আমিন)

22/01/2023

সকল প্রশংসা মহান আল্লাহর 🕋🐦🌿

Masha-Allah 🕋   শীতের   আমেজ🌴🍯
19/01/2023

Masha-Allah 🕋 শীতের আমেজ🌴🍯

18/01/2023

Masha-Allah 🕋 গ্রামীণ পরিবেশ 💚🌾🖼️

14/01/2023

Subhan-Allah 🕋 সবুজ বন💚🌿🌎

13/01/2023

জুম্মা মোবারক
🌎🕌🕋

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hadi's shekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share