Your Zenia

Your Zenia Hey,It’s me Zenia.This page is created for daily activity, beautiful moments and fun.Welcome to my page..... 😊

অনেকেই বলে সংসার, বাচ্চা, রান্না সব সামলিয়ে এই উপলক্ষ গুলা সেলিব্রেট করা হয়ে ওঠে না। সময়েই থাকে না কিংবা সময় পায় না! কিন...
16/04/2024

অনেকেই বলে সংসার, বাচ্চা, রান্না সব সামলিয়ে এই উপলক্ষ গুলা সেলিব্রেট করা হয়ে ওঠে না। সময়েই থাকে না কিংবা সময় পায় না! কিন্তু কেন?
সংসার, বাচ্চা এবং যাবতীয় কাজ সামলিয়ে দিব্যি জীবনের এই উৎসব গুলা এঞ্জয় করা যায়। যদি আপনি করতে জানেন এবং করতে চান।

আবার অনেকেই এই বিশেষ উপলক্ষ গুলার সাথে সারাদিনের কাজ কর্ম, রান্নাবান্না এগুলাকে কম্পেয়ারও করে। ব্যস্ততার জন্য হয়ে ওঠে না বলে বিষয় গুলা কে এতো গুরুত্ব দেয় না। পরে কিন্তু নিজের কাছেই খারাপ লাগে এই ভেবে যে এমন একটা দিন কেন সেলিব্রেট করতে পারলাম না! সাথে থাকে অনেক অভিযোগ আর আফসোস।

তাই জীবন নিয়ে অভিযোগ কিংবা আফসোস না করে একটা সঠিক প্ল্যান করুন। কীভাবে দিন গুলা আরও স্পেশাল করবেন সেগুলা নিয়ে ভাবুন। সেটা হোক এক ঘন্টা! আপনার কাজ কেন স্পেশাল ডে গুলাতে বাধা হয়ে দাঁড়াবে! চাইলেই সব মেইনটেইন করা সম্ভব যদি আপনি আসলেই চান।

সময় সুযোগ হয়ে ওঠে না, সময় করে নিতে হয়। কেউ সারাদিন লাগিয়ে কাজ করে আবার কেউ সেইম কাজ এক ঘন্টায় করে। সবকিছুই নির্ভর করে আপনি কিভাবে মেইনটেইন করছেন সেটার উপর।

আমার ব্যক্তিগত মতামত এবং দৃষ্টিভঙ্গি।

কপি #

5 Benefit Of Ayatul Kursi 1. Recite while leaving your house and 70,000 Angels will protect you from all sides.2. Recite...
08/04/2024

5 Benefit Of Ayatul Kursi

1. Recite while leaving your house and 70,000 Angels will protect you from all sides.
2. Recite on entering your home and poverty won't enter your home
3. Recite after wudhu and it rises you 70 times in Allah's rank.
4. Recite before sleeping and an angel will protect you the whole night.
5. Recite after Salah and the only thing that is separating you from paradise is death ❤️

07/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

কালেক্টেড😬

একখান পান চাইলাম দিলা না, তোমার সঙ্গে কিসের পিরিতি?
07/04/2024

একখান পান চাইলাম দিলা না,
তোমার সঙ্গে কিসের পিরিতি?

05/04/2024

পোস্ট দেখতেছিলাম, ঈদের দিন কে কি কি করবেন?
বেশির ভাগ মানুষ কমেন্ট করছেন, 'কোনো প্ল্যান নাই, ঘুমাবো।"
খুবই আশ্চর্য এবং হতাশ হলাম, কারণ অন্য সকল ডে নিয়ে সবার কত প্ল্যান থাকে। যেমন: বসন্ত বরণ, পহেলা বৈশাখ, ভ্যালেনটাইন ডে, চকলেট ডে, প্রপোজ ডে এই ডে সেই ডে তে সবাই কত কিছু করে।

অথচ স্বয়ং আল্লাহ তায়া’লা মনোনীত দিন,,ঈদের দিন। এটা বিশ্বের সকল মুসলমানদের জন্যে আনন্দের দিন বলে ঘোষণা করে দিয়েছেন।
সকলে মিলে আনন্দ করার কথা বলেছেন।
এই দিনে আমাদের মন শোকে কাতর হয়ে যায়, এই দিন হয় সবার বোরিং দিন, ঘুমানোর দিন!🙂
খুবই আশ্চর্য হলাম।

- unknown

টগর ভালোবাসা 💜
04/04/2024

টগর ভালোবাসা 💜

03/04/2024

আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু,আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না।🥰
Indeed 🍃🌸

ভর দুপুরে তোমার জন্য কুড়িয়ে নিলাম এ ভালোবাসা,সাদা মায়ায় তুমি জড়িয়ে থেকো সর্বক্ষণ 🤍
03/04/2024

ভর দুপুরে তোমার জন্য কুড়িয়ে নিলাম এ ভালোবাসা,সাদা মায়ায় তুমি জড়িয়ে থেকো সর্বক্ষণ 🤍

01/04/2024

বাংলাদেশে রোজার প্রথম ১০দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের, দ্বিতীয় ১০ দিন পোষাক ব্যবসায়ীদের, শেষ ১০ দিন পরিবহন ব্যবসায়ীদের!😊
©

01/04/2024

I am going crazy with the smell of gandharaj.✨✨✨

ছোট বোন এঁকেছে😆😆😆🤣🤣
31/03/2024

ছোট বোন এঁকেছে😆😆😆🤣🤣

25/03/2024

বুড়ির নাচ❣️

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
24/03/2024

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

কি ফুল?
24/03/2024

কি ফুল?

আব্বুর লাগানো গাছে টমেটো হয়েছে 🍅🍅
23/03/2024

আব্বুর লাগানো গাছে টমেটো হয়েছে 🍅🍅

The more I keep things private, the more peaceful my life becomes.✨
22/03/2024

The more I keep things private, the more peaceful my life becomes.✨

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেত...
20/03/2024

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: সংগ্রহ

বাড়িতে এসে যখন দেখি গাছে ফুল ফুটেছে 😍🥰
16/03/2024

বাড়িতে এসে যখন দেখি গাছে ফুল ফুটেছে 😍🥰

13/03/2024

রান্না বসায়লেই ঘুম পায়। 🥱
কি এক্টা অবস্থা!! 🤧🤧

কোন চিন্তা নেই অনলি ঘুম হপ্পে😁😁
13/03/2024

কোন চিন্তা নেই অনলি ঘুম হপ্পে😁😁

12/03/2024

A Beautiful Ramadan Month is coming!

Getting Ramadan means getting another chance to become a believer. The month of Ramadan is another opportunity to start a new beautiful life.

May Allah keep us healthy and have mercy on our parents. And grant tawfiq to keep all the fasts of this Ramadan, Ameen. ❤️

কালারটা😍
10/03/2024

কালারটা😍

এক কাপ চা☕
03/03/2024

এক কাপ চা☕

কলেজের কাঁঠাল 😁😁খেতে কি পারবো আমরা?
29/02/2024

কলেজের কাঁঠাল 😁😁খেতে কি পারবো আমরা?

মাঝরাতে ঝাল খেতে মনে চায় কার কার?    #চানাচুর
22/02/2024

মাঝরাতে ঝাল খেতে মনে চায় কার কার?

#চানাচুর

21/02/2024

দেশি সাজ দিয়ে অত্যাধিক মেক-আপ নিয়ে বের হয়ে কি লাভ ? যদি পড়াশোনার শুরু বা শিকড় বাংলা বর্ণমালা গুলোয় না জানা থাকে!!💔

লজ্জা থাকা উচিত।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
21/02/2024

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

18/02/2024

সবজিওয়ালা মামাকে রোজ ধরে আনা লাগে।

সবজিওয়ালা মামা: আপনার কি রাশি আমি যখনি একটু চা খেতে যাই ঠিক তখনি আপনি আসেন🤣🤣🤣🤣

Food is life......🤍
17/02/2024

Food is life......🤍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Zenia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share