Voice of Feni

  • Home
  • Voice of Feni

Voice of Feni 'ফেনীবাসীর কথা বলে'

ফেনীর মেয়ে নীলিমা আক্তারের পিএইচডি ডিগ্রী অর্জনভয়েস অব ফেনীঃ ফেনীর মেয়ে নিলীমা আক্তার সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন...
01/05/2022

ফেনীর মেয়ে নীলিমা আক্তারের পিএইচডি ডিগ্রী অর্জন

ভয়েস অব ফেনীঃ ফেনীর মেয়ে নিলীমা আক্তার সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যা।
নিলীমা আক্তারের জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিক পুর পাটোয়ারী বাড়ীতে। তিনি ১৯৯৫ সালে বকশি শাহ্ উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় কুমিল্লা বোর্ডে প্রথম স্হান অর্জন করেছিলেন।
নিলীমা আক্তারের এই অর্জনে ভয়েস অব ফেনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

৭০ বছর বয়সি ফকির আহমেদ কে  অটো রিক্সা কিনে দিতে চান  সাংবাদিক ডালিম হাজারী।ভয়েস অব ফেনীঃবয়সের ভারে নুয়ে পড়েছেন,প্যাডেল ম...
24/04/2022

৭০ বছর বয়সি ফকির আহমেদ কে অটো রিক্সা কিনে দিতে চান সাংবাদিক ডালিম হাজারী।
ভয়েস অব ফেনীঃ
বয়সের ভারে নুয়ে পড়েছেন,প্যাডেল মারতে অনেক কষ্ট- একটা অটো রিকসার প্রয়োজন।

নাম তার ফকির আহমেদ, বয়স ৭০ বছর পেরিয়ে গেছে। এখনও রিকসায় প্যাডেল মেরে কঠিন পরিশ্রম করে কোন রকমে সংসার চালান। অন্য সাধারণ রিকসা চালকদের মত নন- গ্রীষ্মের প্রখর তাপেও এ বয়সে রিকসা চালিয়ে রোজা ভাঙ্গেন না, পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন।

রিকসা চালাচ্ছেস প্রায় তিন যুগ। দুই ছেলে এক মেয়ে।
বড় ছেলে বিয়ে করে শশুর বাড়ি থাকে। ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে আলেদা ঘরে থাকে। একটা মাত্র মেয়ে বিয়ে দিয়েছিলো তাও আবার ছাড়া ছাড়ি হয়ে গেছে, এখন বাবার বাড়িতে ছোট একটা ঘর দিয়ে বাবা মেয়ে কোনো মতে থাকে।
স্ত্রী মারা গেছেন অনেক আগে।

এখন আর আগের মত রিকসা প্যাডেল মেলে রিকসা টানতে পারেন না তিনি। সে কারণে যাত্রীও তেমনটা পাননা, আয় কমে গেছে অনেক। একটি ভাল অটো রিকসা হলে তিনি কোন রকমে রিকসাটি চালিয়ে মেয়েকে নিয়ে কোন রকমে বেঁচে থাকতে পারতেন।

বিত্তবান দের সহায়তা চেয়েছেন। সবাই যদি সহযোগিতার হাত বাড়ান তিনি একটি অটো রিকসা কিনতে পারবেন। জীবিকার জন্য কষ্ট কিছুটা লাঘব হবে।

আমরা বেশ কয়েকজন অভিজ্ঞজনের সাথে কথা বলেছি। কোন রকম একটা মোটর রিকসা কিনে দিতে হলে প্রয়োজন ৫০ থেকে ৬০ হাজার টাকা। ভাল মানের একটা মোটর রিকসা ক্রয়ের জন্য প্রয়োজন ৭০ থেকে ৭৫ হাজার টাকা। আমরা ভাল দেখে একটি মোটর রিকসা দিতে চাই।

আমার ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার মিলে প্রায় ১২ হাজার মানুষ। এছাড়াও পোস্টটা যারাই দেখবেন-প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। রমজানে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সাওয়াব। তাই এই রমজানেই দানের সুবর্ণ সুযোগ। আমরা যদি ৭৫ জন ১ হাজার টাকা করে দেই তাহলে হয়ে যায়। অথবা ১৫০ জন ৫’শ টাকা দিলেও হয়ে যায়। কেউ তার যাকাত ফান্ড থেকে এর থেকে কম বেশী দিয়েও চাচাকে সহায়তা করতে পারেন।

সহযোগীতা পাঠাতে পারেন- 01825-008746 এই বিকাশ নাম্বারে। আপনাদের সহযোগিতা পেলে খুব শীঘ্রই আমরা চাচাকে একটা মোটর রিকসা কিনে দিতে চাই।

Hazary সাংবাদিক। banglanews24.com

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণাডেইজি সভাপতি -  বানু  সম্পাদক  - তানজিলা সাংগঠনিক সম্পাদক ভয়েস অব ফেনীঃ ফে...
24/04/2022

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা
ডেইজি সভাপতি - বানু সম্পাদক - তানজিলা সাংগঠনিক সম্পাদক

ভয়েস অব ফেনীঃ
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জুলেখা আক্তার ডেইজীকে সভাপতি, সাধারণ সম্পাদক জয়নব বানু ও নুর তানজিলা রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দিয়েছেন ২৪ এপ্রিল।

কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সহ-সভাপতি রাশেদা আক্তার রুমা, শাহানা আক্তার, জহুরা বেগম বেবী, পারভীন আক্তার, রোকসানা আক্তার, মনিহার বেগম, শাহেনা আক্তার ও সাহেদা আক্তার সাথী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহান আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন শিল্পী, সৈয়দা মাহমুদা আক্তার, কামরুন নাহার মুক্তা, উম্মে কুলসুম ছবি, শাহেদা সেলিম মজুমদার, সৈয়দা শাহীনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক রোকেয়া আক্তার রিনা ও ইসমাত রহমান তিশা, দপ্তর সম্পাদক আকলিমা আক্তার, সহ-দপ্তর সম্পাদক বিবি আয়শা, প্রচার সম্পাদক শাহেনা আক্তার সুমি, সহ-প্রচার সম্পাদক মাহমুদা বেগম, কোষাধ্যক্ষ আয়েশা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লায়লা আনজুমান আরা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহানা আক্তার সুমি, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আয়শা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিলুফার আক্তার, সহ-পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুফিয়া খানম পাখী, ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমেনা আক্তার শেলী, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক নুর নাহার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিবি আমেনা, নারী অধিকার বিষয়ক সম্পাদক জহুরা বেগম বেবী। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হালিমা খাতুনকে সদস্য করে ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান সংগঠনের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণভয়েস অব ফেনীঃ ফেসবুক গ্রুপ 'আমরা গর্বিত আমরা ফেনীর স...
23/04/2022

আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান সংগঠনের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভয়েস অব ফেনীঃ ফেসবুক গ্রুপ 'আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান' এর পক্ষ থেকে রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
২৩ এপ্রিল শনিবার ফেনীর জেলা পরিষদ মাঠে আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান গ্রুপের এই ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের পর ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়ায় অসহাদের মাঝেও এই সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির উপদেষ্টা প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন জানান, ফেনীর ৬ টি উপজেলায় এই বিতরণ কর্মসূচি চলবে। দুপুরে সোনাগাজী উপজেলা পরিষদ এলাকায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিকেলে দাগনভূঁইয়া পৌরসভার খাদ্য গুদাম এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন দাগনভূইয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহাম্মেদ জুয়েল।

22/04/2022
ওবায়দুল কাদেরের সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুর গেলেন এমপি নিজাম হাজারীভয়েস অব ফেনীঃ  নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ২২ এপ্রি...
22/04/2022

ওবায়দুল কাদেরের সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুর গেলেন এমপি নিজাম হাজারী

ভয়েস অব ফেনীঃ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ২২ এপ্রিল শুক্রবার সিঙ্গাপুর গেলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সফর সঙ্গী হিসেবে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

ফেনীর মেয়ে তাসমিম আক্তার রিটা ১৪ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এরসহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রিটা চট্...
21/04/2022

ফেনীর মেয়ে তাসমিম আক্তার রিটা
১৪ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর
সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রিটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ (Department of law) থেকে চলতি বছরই এলএলএম LLm এবং ফেনী সরকারী কলেজ থেকে Hsc ও ফেনী Girls high school থেকে Ssc সম্পন্ন করেছেন। জীবনের প্রথম চাকুরীর প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম বারেই এই গৌরব অর্জন করেছেন বলে জানিয়েছেন তার মামা ফেনীর প্রিয় মুখ জহির উদ্দিন মাহমুদ লিপটন। রিটা, জহির উদ্দিন মাহমুদ লিপটনের বড় বোনের মেয়ে।
ভয়েস অব ফেনীর পক্ষ থেকে শুভেচ্ছা ও
আন্তরিক অভিনন্দন।

ফেনীতে প্রথম আলো বন্ধু সভার ইফতার আয়োজন।
21/04/2022

ফেনীতে প্রথম আলো বন্ধু সভার ইফতার আয়োজন।

আমরা আসছি আপনাদের কাছে....খুব শীঘ্রই ফেনীবাসীর কথা বলতে আপনাদের পাশে আসছে,নিউজ মিডিয়া www.voiceoffeni.comলাইক ও শেয়ার দি...
19/04/2022

আমরা আসছি আপনাদের কাছে....

খুব শীঘ্রই ফেনীবাসীর কথা বলতে আপনাদের পাশে আসছে,নিউজ মিডিয়া www.voiceoffeni.com
লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। fb.me/newsvof

ভয়েস অব ফেনী / Voice of Feni তে উঠে আসবে আপনাদের কথা। সাথে থাকুন। 24/7.

19/04/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share