Tethered টি-থারড

  • Home
  • Tethered টি-থারড

Tethered টি-থারড The mystery is about to begin..!

24/10/2023

The mystery is about to begin..! 🧞‍♂️👽😻

সাবস্ক্রাইব করুন ইউটিউবে
https://youtube.com/

অবাক হবেন আপনিও 🤣video: youtu.be/opq2umsOy3o
19/07/2023

অবাক হবেন আপনিও 🤣
video: youtu.be/opq2umsOy3o

19/07/2023

মাছ খেকো ছাগল :)

ইউটিউব চ্যানেল!!
19/07/2023

ইউটিউব চ্যানেল!!

19/07/2023

আচ্ছা এই পৃথিবী যদি গাছ-পালার দখলে চলে যেত 🤔
তাহলে কেমন হতো?? 🤣

08/02/2020

মাছ খেকো ছাগল - 🐠 🤣🤣
যে ছাগল মাছ খেতে ভালোবাসে।

15 people lost their lives yesterday, most of them women and children, 9 of whom belonged to one family, as a result of ...
05/02/2020

15 people lost their lives yesterday, most of them women and children, 9 of whom belonged to one family, as a result of the brutal Russian and regime bombing on and . These people are not just numbers; they are human beings and they had their lives ahead of them. We condemn this senseless loss.

كن قنوعاً يا أخي..
15/12/2019

كن قنوعاً يا أخي..

19/12/2017

দেশে এখনো প্রতিদিন সন্তান জন্ম দিতে গিয়ে ১৫ জন মা মারা যান। প্রিয় পাঠক, মাতৃমৃত্যু ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন?

14/10/2017
সর্বনাশা- ব্লু হোয়েল চ্যালেঞ্জ | আপনি যে জিনিসগুলি জানেন তা অধিকাংশই মিথ্যা Blue Whale Game

ব্লু হোয়েল গেম সম্পর্কে আপনি যা জানেন তার অধিকাংশই মিথ্যা।
তাহলে গেমটা নিয়ে ভয় পাওয়ার দরকার কি..?
বিস্তারিত- https://youtu.be/tEHx4coIruA?list=PLSSY0_GeRl3L5zLYplzNtnV2bq3QuBN88

Blue Whale Challenge Most of The Things You Know are False. (সব ভুল ধারনা গুলো দেখুন এক নজরে) "ব্লু হোয়েল" গেইমস খেলার আগ্রহ জেগেছে মনে, যদি ও প্রথম স্ট্যাট...

13/09/2017
মায়ানমার দখল করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী সংগঠন.? কেন? কিভাবে? বিস্তারিত ভিডিওতে

মায়ানমারে গণহত্যা! এবার কি হবে…?
Video- https://youtu.be/8BUr9ePu5sw

https://facebook.com/jkTV-shOW এবার মায়ানমার দখল করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী সংগঠন। কারণ মায়ানমারের মুসলিমদের উপর এই অত্যাচার নজর কেড়েছে বিশ্বের সকল সংগঠন...

30/08/2017

সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারাল বাংলাদেশ। ১১ বছর পর খেলতে নেমে অস্ট্রেলিয়াকে মিরপুর টেস্টে ২০ রানে হারিয়েছে টাইগাররা
-
বিস্তারিত- www.facebook.com/groups/BDjessorePola

24/08/2017
Sim Offer, kidz,

২০৯০ সালের আগে এমন সূর্যগ্রহণ আর হবে না.
আমেরিকায় সোমবার যে সূর্যগ্রহণ দেখা যায় সেটি গত ৯৯ বছরের মধ্যে আর কখনো হয়নি। গত ৫০০ বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের দুই পাশে মোট আটটি সূর্যগ্রহণ হয়েছে।.
২০৯০ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আরেকটি সূর্যগ্রহণ হবে না। সূর্যগ্রহণ খুব সহসা আসে না ।.
এর কারণ কী? বিজ্ঞানীরা বলছেন এর কিছু সুনির্দিষ্ট কারণ নিশ্চয়ই আছে। পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আমেরিকার বিভিন্ন জায়গায় হাজার-হাজার মানুষ ঘরের বাইরে আসেন। লক্ষ্য করা গেছে ব্যাপক প্রস্তুতি। খবর বিবিসি’র.
পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ পরিভ্রমণ করে। কিন্তু পৃথিবী এবং সূর্যের তুলনায় চাঁদের কক্ষপথ কিছুটা ঝুঁকে থাকায় চাঁদ হয়তো খুব উপরে নয়তো খুব নিচে অবস্থান করে। সেজন্য প্রতি ১৮ মাসে চাঁদ একবার পৃথিবী ও সূর্যের সমান্তরালে আসে। তখন সূর্যকে ঢেকে দিয়ে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। চাঁদের তুলনায় সূর্য ৪০০ গুন বেশি বড়। কিন্তু সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। সেজন্য পৃথিবী থেকে দেখতে চাঁদ ও সূর্যকে অনেকটা একই রকম মনে হয়। চাঁদ সবসময় একই কক্ষপথে সুচারুভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে না। ফলে সূর্যগ্রহণ সবসময় দেখতে একই রকম হয় না। প্রতিটি সূর্যগ্রহণ সবসময় পৃথিবীর যে কোন জায়গা থেকে দেখা যায় না। প্রতি ৩৭৫ বছর পর সূর্যগ্রহণ মোটামুটি পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়। যদি আপনি আরেকটি সূর্যগ্রহণ দেখতে চান তাহলে পৃথিবীর অন্য জায়গায় যেতে হবে। প্রতি ১৮ মাসে একবার পৃথিবীর কোথাও না কোথাও সূর্যগ্রহণ দেখা যায়। .
এ উপলক্ষ্যে আমেরিকায় বিজ্ঞানীরা এবং উত্সুক মানুষ ব্যাপক প্রস্তুতি নেন। গত কয়েকদিন ধরেই এই প্রস্তুতি চলছিল। তারা প্রটেক্টিভ গ্লাস, টেলিস্কোপ এবং ক্যামেরা ব্যবহার করে। সূর্যগ্রহণ যেখানে দেখা যায় সেখানে এক কোটি ২০ লাখ মানুষের বাস। স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ওরেগনে প্রথম সূর্যগ্রহণ দেখা যায়। আরো অনেক রাজ্য থেকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা হয়।.
এরকম আরও বিজ্ঞান বিষয়ক সংবাদ পড়তে ক্লিক করুন এই লিংকেঃ www.BDjessorePola.blogspot.com

21/07/2017

আজকের গল্পো- আরেকটু ঘুমাই? ছেলে বন্ধু' vs মেয়ে বন্ধু 💏 কে নিয়ে!
-
মেয়ে বন্ধুঃ কি রে বল্টু! এখনো ঘুম থেকে উঠিস নি?
,
ছেলে বন্ধুঃ আজতো শুক্রবার আর দশটা মিনিট ঘুমাই প্লিজ।
,
মেয়ে বন্ধুঃ সূর্য সেই কখন উঠে গেছে, সেই খেয়াল আছে।
,
ছেলে বন্ধুঃ উহ!!! সূর্যতো প্রতিদিন সন্ধ্যা হতেই ঘুমাতে চলে যায়। আমার মতো রাত ১০টা পর্যন্ত হোমওয়ার্ক করতে হয় না কি?
,
মেয়ে বন্ধুঃ ! ??????????
,
® লেখকঃ jk Mustakin
পরিচালিতঃ BDjessorePola দ্বারা!
Postad by- ছেলে বন্ধু' vs মেয়ে বন্ধু 💏

19/07/2017

১৯ নভেম্বর থেকে শুরু সমাপনী পরীক্ষা.
চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৯ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর।.
মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষার জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।.
এই দুই পরীক্ষায় প্রায় ২৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। প্রতিবছরই নভেম্বরে এ পরীক্ষা হয় এবং ডিসেম্বরে ফল প্রকাশ করা হয়।.
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা। সে কারণে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার প্রস্তাব থাকলেও মন্ত্রিসভা তা নাকচ করে দেয়। ..
ফলে মন্ত্রিসভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে।
-
News by BDjessorePola & jkTV-shOw kiDz

14/07/2017

আগামী ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করা হবে। ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি বয়সী হবে তাদের তথ্য নেওয়া হবে এবার।

04/07/2017

কাউকে ভাল লাগলে আমরা যে ভুলটা প্রায় সবসময় করি, তা হল ভালোলাগা ব্যাপারটা তাকে খুব বেশি করে বুঝিয়ে ফেলি।.
“তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া আমার চলবে না” এই জিনিসগুলো কখনো বোঝানো উচিৎ না।.
তাকে ভালোলাগার কথা বলুন, তবে সেটা বাড়াবাড়ি রকমের যেন না হয়। আগে জানুন তাকে, বন্ধুত্ব গাঢ় করুন। তার চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ জানুন। তারপর নতুন সম্পর্কের দিকে এগিয়ে চলুন।.
কখনোই নিজের পছন্দ-অপছন্দ অন্যের কথায় কিংবা অন্যের জন্য পরিবর্তন করবেন না। এতে ক্ষতি আপনারই হবে, যার শেষ প্রভাব পড়বে সম্পর্কের উপরেও। স্বক্রিয়তা বজায় রাখুন।.
আপনার সময় তার জন্য সহজলভ্য করবেন না। আপনি হয়তো খুব ব্যস্ত, কিন্তু সে যখনই চাচ্ছে আপনি তখনই তাকে সময় দিচ্ছেন। এতে তার কাছে একসময় মনে হবে আপনি সবসময় ফ্রি এবং কখনও ব্যস্ততার কথা বললে সে অজুহাত ভাববে। তাই প্রথম থেকেই এমন সম্পর্ক বজায় রাখতে হবে যেন পরবর্তীতে সে বলতে না পারে “তুমি বদলে গিয়েছ”।.
এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে শেয়ার করুন ফেইসবুকে!

04/07/2017

ঈদে সালামী দিয়ে গরীব হয়ে গিয়েছেন? আজই চলে যান বৃহস্পতি অথবা শনি গ্রহে। বৈজ্ঞানিকদের মতে, এই দুই গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে। এই দুই গ্রহে প্রচুর পরিমাণে কার্বন আছে, যা গ্রহ দুটির বায়ুমন্ডলে হীরায় পরিণত হয়ে শিলাবৃষ্টির মত ভূপাতিত হয়। বৈজ্ঞানিকদের মতে, প্রতি বছর শুধুমাত্র শনি গ্রহের বায়ুমন্ডলে এভাবে এক হাজার টন হীরা উৎপন্ন হয়।

29/06/2017

কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
- jk Mustakin

27/06/2017

হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা
- BDjessorePola "jessore vs khulna"

19/06/2017

সব হিসাব-নিকাশ উল্টে চ্যাম্পিয়ন পাকিস্তান.
ক্রিকেট বোদ্ধাদের সকল হিসাব-নিকাশ উল্টে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললো পাকিস্তান। অথচ এক এই টুর্নামেন্টেই যাদের অংশগ্রহণ ছিল অনিশ্চিত। তরুণ কিছু ক্রিকেটারের কাঁধে ভর দিয়ে সেই অসাধ্য সাধন করেছে পাকিস্তান। ১৮০ রানের বড় জয় পেয়েছে তারা।.
গতকাল রবিবার ১৮শে জুন ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় ভারত। তবে সুবিধাটা কাজে লাগায় পাকিস্তানই। তরুণ ক্রিকেটার পাকিস্তান ফাখার জামানের সেঞ্চুরিতে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ১৫৮ রানেই থেমে ভারতে ইনিংস। মূলত মোহাম্মদ আমিরের প্রথম স্পেলেই শেষ হয়ে যায় ভারতের স্বপ্ন। তিনি একে একে সাজঘরে ফেরত পাঠান রহিত শর্মা, বিরাট কোহলি ও শেখর ধাওয়ানকে।.
ম্যাচের শুরুতেই মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গত ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে। এর পরের ওভার করতে এসে কোহলিকে পয়েন্টে শাদাবের ক্যাচে পরিণত করেন। এর ঠিক আগের বলেই স্লিপে আজহার আলি কোহলির ক্যাচ মিস করেছিলেন। এরপরে ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটের পেছনে শিখর ধাওয়ানকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ আমির। এর পরে ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে এলবিডব্লিউ করেন শাদাব খান। পরের ওভারেই হাসান আলির বলে পয়েন্টে ক্যাচ দেন মহেন্দ্র সিং ধোনি। এর পর হার্ডিক পান্ডে ৪৩ বলে ৭৬ রানে করে রান আউটে কাটা পড়েন। এর পর ভারতের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।.
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফাখার জামানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও আজহার, মোহাম্মদ হাফিজের ফিফটিতে ভারতকে ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। রবিবার কেনিংটন ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে সরফরাজ আহমেদের দল।.
ওপেনার ফাখার ১০৬ বলে ১২টি চার ও ৩ ছক্কায় ১১৪ রান করেন। মাত্র ৪ ওয়ানডের ক্যারিয়ারে দুটি ফিফটির পর সেঞ্চুরি তুলে নিলেন ২৭ বছর বয়সী এই তরুণ। আরেক ওপেনার আজহার করেন ৫৯, মোহাম্মদ হাফিজ ৫৭ রান করে অপরাজিত থাকেন।.
আর্টিকেলটি পছন্দ হয়েছে? তাহলে ফেইসবুকে শেয়ার করুন! BDjessorePola "jessore vs khulna" Present!

19/06/2017

বাংলাদেশ সফর নিয়ে ওয়ার্নারের সন্দেহ.
খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যকার বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সমস্যা আগামী ৩০ জুনের সমাধান না হলে অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেবলমাত্র বাংলাদেশ সফর নয়, আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি.
বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সমস্যা এ মাসের মধ্যেই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসিএ)।.
তবে ওয়ার্নার বলেন, চলমান সমস্যার সমাধান না হলে আসন্ন বাংলাদেশ সফর ও অ্যাশেজ সিরিজ বিঘ্নিত হতে পারে। চ্যানেল নাইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১ জুলাই থেকে আমরা বেকার বলে আমাদের হুমকি দেয়া হয়েছে। আমরা আশাবাদী যে, একটা চুক্তি হবে- এটা একটা অনড় অবস্থান। আমাদের মত হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই এবং অন্যরাও সেটা চায়।
-
® BDjessorePola "jessore vs khulna" সবার আগে।

19/06/2017

14/06/2017

====¥ ভারতের বিপক্ষে ফাইনালের মিশন ¥====.
প্রথমবারের মত #চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ১৫ই জুন বৃহষ্পতিবার #ভারতের মুখোমুখি হচ্ছে। বার্মিংহামে ফাইনালে যাবার এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়.
প্রথমবারের মত এত বড় #টুর্নামেন্টের সেমি-ফাইনাল। হাতছানি আছে আরও বড় প্রাপ্তির। প্রতিপক্ষ ভারত, সাম্প্রতিক #লড়াইয়ের ইতিহাসটাই তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।.
ইদানিং #ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই প্রায় যুদ্ধাবস্থা। এটি তো আরও সেমিফাইনাল! তবে যুদ্ধ তো বহুদূর, বড় ম্যাচের আবহটাতেই সায় দিলেন না বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার ভাবনাটাই ভিন্ন। সেই দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিয়েছেন ড্রেসিং রুমে।.
বাংলাদেশের সম্ভবনা নিয়ে কথা বলতে গিয়ে কোচ বললেন, “এই বার্তাই দিয়েছি দলকে, এটি বড় ম্যাচ নয়, খুব বড় সুযোগ। এই ধরনের সুযোগ পাওয়ার জন্য, কাজে লাগানোর জন্যই ক্রীড়াবিদরা খেলে, অপেক্ষায় থাকে। ছেলেদের প্রতি আমার বার্তা, সুযোগটা দু’হাতে নাও! বিশ্বকে দেখানোর সুযোগ যে আমরা কি করতে পারি, কতটা এগিয়েছি। আমাদের চাওয়া স্রেফ খেলাটা উপভোগ করা।”.
কোচ আরও বলেন, “টুর্নামেন্টের শুরুতে জিজ্ঞেস করলে বলতাম অন্যতম ফেভারিট ভারত। এখনও ফেভারিট ভারত। কিন্তু যেটা বললাম, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কোনো দলই আমাদের কাছে সহজে পার পাবে না।”.
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নামা বাংলাদেশ দলের টাইগারদের জন্য BDjessorePola -এর পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভকামনা। চলো বাংলাদেশ! .
খেলার লাইভ আপডেট পাবেন -এ। এছাড়া ভিডিও হাইলাইটস তো থাকছেই!.
তাই এখনই লংকে ক্লিক করুন: www.fb.com/groups/BDjessorePola
-
আর্টিকেলটি #ভালো লাগলে শেয়ার করুন ফেইসবুকে আপনার বন্ধুদের সাথে!

14/06/2017

££££ --- তাসকিনের আশা ফাইনাল ---££££

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আইসিসি’র কোনও প্রতিযোগিতায় প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। স্বপ্নের শুরুটা এখানেই শেষ করতে চান না টাইগার পেসার তাসকিন আহমেদ।

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াইয়ে জিতে ফাইনাল খেলতেও আশাবাদী এ গতি তারকা।

তিনি বলেন ‘যেদিন এখানে এসেছিলাম, সেদিনই বলেছিলাম ইনশাআল্লাহ সেমিফাইনালে খেলব আমরা। শেষ পর্যন্ত সেমিতে আছি। এজন্য খুব ভালো লাগছে। ফাইনাল খেলার ব্যাপারেও আশাবাদী।’

আইসিসি’র দ্বিতীয় সর্বোচ্চ মর্যদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছে দেশের মানুষ। বিশ্বকাপের পর সবথেকে বড় আসরে বাংলাদেশের এমন অর্জন ক্রিকেটারদেরও করেছে উদ্বেলিত। তাসকিনের অভিমত, এটা আসলে চমৎকার অভিজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে খেলে সেমিফাইনালেও চলে আসলাম। আমাদের কতটা ভালো লাগছে সেটা আসলে এখানে বলে বোঝানো কঠিন। আমরা সকলেই সেমিফাইনালে খেলা নিয়ে অনেক উত্তেজিত। আসলেই অনেক খুশি, ইতিহাসও হয়ে যেতে পারে। ফাইনালেও চলে যেতে পারি।

গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারানোর দিনে বল হাতে দুই উইকেট নিয়েছিলেন তাসকিন। ১৫ জুন বার্মিংহামে ভারতের বিপক্ষে সেমিফাইনালেও দলের জয়ে অবদান রাখতে চান তিনি। তাসকিন জানান, যদি সুযোগ পাই তাহলে এমন একটা স্পেল করতে চেষ্টা করবো যেটা ম্যাচ জিততে সহায়তা করবে। সবার অবদানেই সেমিফাইনালে এসেছি আমরা। এটা দলীয় খেলা, ছোট ছোট অবদান রাখতে পারাও অনেক গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতে যেসব ভুল করেছি সেগুলো ঠিক করার চেষ্টা করবো।

খেলাধুলার এরকম আরও আর্টিকেল পড়তে ক্লিক করুন এই লিংকেঃ www.fb.com/groups/BDjessorePola ( ডাটা চার্জ ফ্রি!)।
-
আর্টিকেলটি ভাল লেগে থাকলে শেয়ার করুন ফেইসবুকে আপনার বন্ধুদের সাথে! ধন্যবাদ।।

14/06/2017

==== সেমিতে দুর্দান্ত খেলবে বাংলাদেশ ====
-
টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।.
তিনি বলেছেন, “যোগ্য দল হিসেবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলাদেশ”। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ১১ বছর পর খেলছে মাশরাফিরা। প্রথম আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে সুযোগ পায় তারা। বাংলাদেশ দল সম্পর্কে মাইক বলেন, “দলটা দেখেই বিশ্বাস জেগেছিল। দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসাথে খেলছে। এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে। দলটা ক্রমশ উন্নতি করছে, আত্মবিশ্বাসও ছিল। আর যদি ওরকম একজন কোচ থাকে (হাথুরুসিংহে), তাহলে তো কথাই নেই! সব মিলিয়েই বলেছিলাম…”।.
নিউজিল্যান্ডের সাথে ম্যাচে সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে মুগ্ধ হাসি বলেন, “দুজনই দুর্দান্ত ব্যাট করেছে। চাপের মধ্যে এর চেয়ে ভালো ব্যাটিং আর হয় না। অভিজ্ঞতার কথা বলছিলাম। ওদের দুজনের অভিজ্ঞতা এখানেই কাজে লেগেছে। অসাধারণ ব্যাটিং করেছে দুজন।” অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ হলেও, বাংলাদেশকে যোগ্য সম্মান দিতে ভুলেননি হাসি। তিনি বলেন, “অবশ্যই অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ। তবে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে যোগ্য হিসেবেই উঠেছে সেমিতে। আশা করি সেমি ফাইনালেও দারুণ খেলবে ওরা।”.
খেলাধুলা বিষয়ক এরকম আরও তথ্য পেতে ভিজিট করুন এই লিংকে- www.fb.com/groups/BDjessorePola
-
আর্টিকেলটি বন্ধুদের সাথে ফেইসবুকে শেয়ার করুন। এবং সাথেই থাকুন।

11/06/2017

👉 যে পুরুষ কখনো দুঃখকষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন
বাঞ্ছনীয় না । কারণ দুঃখকষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে।
`
jessore 🆚 khulna present 🌹🚩

10/06/2017

ভালোবাসা হারাতে চাই না! তবুও হারিয়ে যায়…

Address


Website

https://youtube.com/@tetheredface

Alerts

Be the first to know and let us send you an email when Tethered টি-থারড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share